নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

রুচি রেস্তোরায়

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩







সাদা কাশফুল ফোটা শরৎ নয়, বসন্তও সুদুর।

এখনতো অঝোর ধারায় বৃষ্টি ঝরা বর্ষাকাল,

শুনেছো, তোমার সেই সৌন্দর্য্য কই বলতো ?

এতো তো দেখি বড্ড কাদা প্যাচপ্যাচে চারিদিক।



টগর,কামিনীরা ফুল বিক্রেতাদের হাতের তোড়া হয়ে

রাস্তার মোড়ে মোড়ে নগরবাসীর নজর কাড়তে ব্যাস্ত ।

দুরন্ত কিশোরের হাতে বিপর্যস্ত গাছ আর ডাল পালা

দেখে বুঝলাম একদিন কদম ফুটেছিল এতে।



অনেকদিন পর বের হয়ে আসি ঘর থেকে।

কিছুই ভালোলাগছেনা তেমন।

চালক জানতে চাইলো কোথায় যেতে চাই আমি।

বললাম 'এমনি ঘুরিয়ে নিয়ে আসো আমায়'।



বড় রাস্তার পাশ ঘেষে সমান্তরাল সরু রাস্তায় চলতে থাকি।

'দাঁড়াও, দাঁড়াও, গাড়ী রাখো এক মিনিট'।

জোর ব্রেকের ধাক্কায় চিবুকে ব্যাথা পেলাম।

কোন দিকে না তাকিয়ে নেমে যাই ভ্যান গাড়ীর দিকে।



হলদে কুমড়ো ফুলগুলো সাঁঝের আধারে চেয়ে আছে

ঝুড়ি ভরা সবুজ শাক সব্জির ফাকে।

এক মুঠো ফুল কিনে ঘুরতেই চোখে পড়লো হলুদ সাইনবোর্ড।

কাদায় গোড়ালী ডুবিয়ে, পা পিছলে চলি



হেটে যাই উর্ধশ্বাসে চালকের ডাক অগ্রাহ্য করে।

বহুদিনের বহু সাধের রুচি রেস্তোরায়।





ছবি সৌজন্যেঃ সায়েম মুন এবং আহমেদ জী এস

মন্তব্য ১৩৯ টি রেটিং +৪৫/-০

মন্তব্য (১৩৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ঢাকাবাসী বলেছেন: বাহ, সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী আপনাকে উৎসাহ দেয়ার জন্য ।

২| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন:
হেটে যাই উর্ধশ্বাসে চালকের ডাক অগ্রাহ্য করে।
বহুদিনের বহু সাধের রুচি রেস্তোরায়

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ অভি

৩| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

একজন ঘূণপোকা বলেছেন: ভালো লাগল

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ একজন ঘুনপোকা ।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

হুপফূলফরইভার বলেছেন: এখন আর মাঝ বর্ষায় ঠিক আগের মত
অঝোর ধারায় বৃষ্টিও ঝরে না
টগর কামিনী ফুলগুলো বড্ড ব্যাবসায়ি পন্য হয়ে উঠেছে
পিচঢালা পথের ধারে দাড়িয়ে থাকা গাছে একদিন কদম ফুটেছিল
কিনা আদৌ কে রাখে তার খবর?

প্রকৃতিপিয়াসের এমনতরো ক্ষুনিবৃত্তি নিয়ে উদ্ধশ্বাসে আর কেইবা ছুটে চলতে জানে ড্রাইভারের সতর্কবানী ভূলে?

নগরবালিকার এক বিকেলের ঘুড়ে বেড়ানোর গল্প বুঝি এটা?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৬

জুন বলেছেন: ঠিক বলেছো হুপ এখনকার বৃষ্টি কেমন যেন। এটা আমি আমার বর্তমান অবস্থার একটি দিনপঞ্জী লিখতে চেয়েছিলাম। বাসায় থেকে থেকে বিরক্তিকর এক একটি দিন। কিন্ত কেমন করে কি যে লিখলাম নিজেই জানি না। গল্পই হবে হয়তো এলোমেলো ঘুরঘুর করা এক সন্ধ্যার।
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ হুপ।
আমাদের কয়েকজনের জন্য হলেও ব্লগে আসছো ভেবে খুব ভালোলাগছে।
ধন্যবাদ জানিয়ে ছোট করবোনা তোমাকে।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আহমেদ জী এস বলেছেন: জুন,

ঐ যে লিখেছেন - "সাদা কাশফুল ফোটা শরৎ নয়, বসন্তও ......
.............................................
......................... সৌন্দর্য কই বলতো ? "

আসলে সৌন্দর্য্য কারো থাকেনা তেমন অর্থে । সৌন্দর্য্য খুঁজে নিতে পারা যায়, যদি চোখের মতো চোখ থাকে ।

তবু্ও চালকের ডাক অগ্রাহ্য করে গেছেন তো সেখানে, চারিদিকে যার বড্ড প্যাচপ্যাচে কাদা। আপনার তেমন চোখের দেখাতে হলুদ কুমড়ো ফুলের মতো সৌন্দর্য্য মেখেছে রুচি নামের রেস্তোরাটি । এটুকুই সুন্দর ....

ভালো থাকুন আর শুভেচ্ছান্তে ....

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

জুন বলেছেন: আপনার এত গভীর অর্থবহ মন্তব্যের কি জবাব দেব বুঝে উঠতে পারছি না।আপনার পোষ্ট যেমন ঊচ্চাঙ্গের লেখায় সমৃদ্ধ তেমনই আপনার মন্তব্য। সেই রেস্তোরাটি সৌন্দর্য্য এ ভরপুর হয়ে উঠেছিল কিনা আমি জানিনা, সেদিকে লক্ষ্য করার মতন মনের অবস্থাও তার ছিল কিনা সেটাও জানা হয়নি। কোন কাদা পানি তাকে আটকে রাখতে পারেনি পারেনি। অসুস্থতাকে ভুলে পিচ্ছিল পথে দৌড়ে গিয়েছিল শত চক্ষুর কৌতুহলকে অগ্রাহ্য করে। এমন্টাই বোঝাতে চেয়েছি কবিতা নামক এই হাবিজাবি লেখায়।
জানিনা কতটুকু বোঝাতে সক্ষম হোলাম।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৬| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সুরঞ্জনা বলেছেন: বাহ!
তা তোমার রুচি রেস্তোরায় ঐ কুমড়ো ফুলের বড়া ভেজে দিয়েছিলো তো? :P

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

জুন বলেছেন: কি যে বলো সুরঞ্জনা ঐ খানে বড়া বানিয়ে ফুলগুলোর সর্বনাশ করি আর কি :P
কবিতা লিখছি এইটা বুঝলানা !!
অনেক অনেক ধন্যবাদ লেখা মোটামুটি ছেড়ে গেলেও আমাদের ছেড়ে যাওনি বলে।

৭| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
কয়েকবার পড়লাম।
অনেক ভালো লাগলো।।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩

জুন বলেছেন: আহ দুর্জয় ঠাট্টা করো না । তোমার অসামান্য কবিতার পাশে আমার লেখা ভাবতেও লজ্জা হয়। ব্লগ বলেই লেখাগুলো পাব্লিশ করছে না হলে অন্যকোথাও এগুলো চর্ম চক্ষে দেখার সাধ থাকলেও সাধ্য হতোনা ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা।

রুচি ডাল ভাজা-
খাতি ভারী মজা :D
||

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭

জুন বলেছেন: রুচি ডাল :| :|
ধন্যবাদ ইমরাজ কবির মুন মজার একটি মন্তব্যে :)

৯| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ দারুণ দারুণ +++++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২

জুন বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ তিতির সবসময় সাথে থাকার জন্য :)
বাব্বাহ কত্তগুলো প্লাস :|

১০| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ময়নামতি বলেছেন: সিসটার ন্যাচারাল ফুল বাগান ভ্রমন কাহিনীর একটা ছোট গল্প দিযে অবাক করলেন।

++++++++++++

ভাল থাকবেন।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৫

জুন বলেছেন: ময়নামতি ভাই অসংখ্য ধন্যবাদ এসেছেন বলে। কিন্ত আপনার মন্তব্যটা একটু রহস্যময় লাগলো। ঠিক পরিস্কার বুঝতে পারিনি হয়তো এ আমার অক্ষমতা । আপনিও ভালো থাকুন সর্বক্ষন এই কামনায় .।.।।।

১১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

জামিনদার বলেছেন: জাকারিয়ার মন্তব্যের পর এরচে উচু দরজার কোন কমেন্ট করা যায় না। কবিতা নয় চোখের সামনে জীবন্ত দৃশ্য।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

জুন বলেছেন: অনেকদিন পর জামিন্দার ভাইকে দেখলাম ব্লগে, খুব ভালোলাগলো দেখে।
আশাকরি ভাবীসহ ভালো আছেন।
আপনার কবিতার কাছে এসব হলো হাবিজাবি কিছু লেখার প্রয়াস মাত্র।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

নীল-দর্পণ বলেছেন: ভাললাগা

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩

জুন বলেছেন: নীল-দর্পনের ভালোলাগার কথা শুনে আমারও অনেক ভালোলাগলো :)

১৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

রাইসুল নয়ন বলেছেন:

অনেকদিন পরে কবিতা পোস্ট করলেন আপু!
অপেক্ষায় ছিলাম।

আপনার ভাবনাগুলো কেমন যেন পাখির মতো,
অল্প সুখ আর গভীর লুকানো যন্ত্রণা!!

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রাইসুল।
আসলে আমি কোন কিছু চিন্তা ভাবনা করেলিখি না, যখন যা মনে আসে তাই লিখে চলি। তাই আমার লেখায় কোন ধারাবাহিকতা নেই। এই কবিতা তো এই গল্প নাহয় ছবি নাইলে ভ্রমন ....সব আমার মত উলটাপালটা :P

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

অপর্ণা মম্ময় বলেছেন: মাঝে মাঝে এমন হয় ঠিক ঘরে থেকেও যেমন শান্তি পাওয়া যায় না , বাইরেও না। " কোথায় গেলে শান্তি পাবো , বলো কোথায় গিয়ে " ব্যাপারটা এমন ! ভালো লেগেছে অস্থির ছুটে চলা !
অনেক বছর আগে কুমড়ো ফুলের বড়া খেয়েছিলাম ! মনে পড়ে গেলো।
শুভকামনা আপু

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

জুন বলেছেন: : অনেক অনেক ধন্যবাদ আপনাকে অর্পনা মন্ময় ভারী সুন্দর এক মন্তব্যের জন্য। সেই হেমন্তের গানটা মনে পড়লো
'ঘরেও নহে, পাড়েও নহে, যে জন আছে মাঝখানে, সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে ? ওরে আয়...
আমায় নিয়ে যাবি কে রে দিনও শেষের শেষ খেয়ায়......।

আপনার জন্যও শুভেচ্ছা অনেক।

১৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রুচি রেস্তোরা ভাল লেগেছে। চমৎকার কবিতা।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

জুন বলেছেন: আপনার অসামান্য কবিতার কাছে আমার কবিতা অতি যতসামান্য সেলিম আনোয়ার। তারপর ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।

১৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

মামুন রশিদ বলেছেন: দুরন্ত কিশোরের হাতে বিপর্যস্ত ডাল পালা
দেখে বুঝলাম একদিন কদম ফুটেছিল গাছে।
:) :)


কমেন্ট করতে পারলাম, তার মানে ব্লগে এখনো ব্লক করা হয়নি :| :-B

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

জুন বলেছেন: খেয়াল করেছো মামুন কদম ফুলগুলো ভালো করে ফুটে কখন তাও দেখতে পারিনা। তার আগেই ডালপালা ভেঙ্গে গাছের অবস্থা কাহিল। ওমন দেখলে বুঝতে পারি ফুল ফুটেছিল।
হু ব্লক করবো দাঁড়াও এরপরের সংকলনটা দেখে নেই :||
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

১৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: এই নাগরিক জীবনের মাঝে অন্তর্লীন যে হাঁসফাঁস তা থেকে ক্ষণিকের মুক্তির ঝিলিক, নস্টালজিকতার সাথে প্রণয় এ কবিতার শেষার্ধে মূর্ত হয়ে উঠেছে

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

জুন বলেছেন: ভারী সুন্দর এক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যাবর্তন@ :)

১৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

ধুম্রজ্বাল বলেছেন: কোথায় যেন ?

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

জুন বলেছেন: কোথায় কি হলো ধুম্রজ্বাল বুঝতে পারছিনা :|
কোথাও কি ধুয়া দেখতে পেলেন নাকি :!>
অনেক অনেক দিন পর আপনাকে দেখে ভালোলাগলো
ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৫

কাউসার রুশো বলেছেন: সুন্দর তো!! :)

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

জুন বলেছেন: হু ঠিক বলেছো রুশো, আসলেও সুন্দর :#>
অনেক ধন্যবাদ :)

২০| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯

সাইফ সানি বলেছেন: সুন্দর, দারুন !!!

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাথে বর্ষার একরাশ শুভেচ্ছা সাইফ সানি।

২১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ভ্রমন কাহিনী ও ছবি ব্লগের ভক্ত ছিলাম এখন দেখছি কবিতার ভক্ত না হয়ে উপায় নেই আপু। শুভকামনা চিরদিনের জন্য রইল।

আর একটা লাইক দিতে পারলে ২০ তম লাইক হয়ে যেতো।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কান্ডারী অথর্ব আপনার মন্তব্যের জন্য।
এগুলোকে যদি কবিতা নামে ভুষিত করা হয় তবে এই জিনিস আমি ব্লগের প্রথম দিক থেকেই লিখে আসছি :!>
মনে হয় আপনার সুতীক্ষ চোখ তা এড়িয়ে গেছে :||
ভালৈ হয়েছে নাহলে হয়তো হেসে ফেলে বলতেন 'এসব কি লিখেছেন আবোল তাবোল :|

২২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কি দিনকাল বলেন!
ভালো কে ভালো বললে নাকি ঠাট্টা হয় :)
তবে কি বলবো, খুব পচা হয়েছে কবিতা :)

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দুর্জয় দ্বিতীয় মন্তব্য দিয়ে প্রথম মন্তব্যকে পাকাপোক্ত করার জন্য :)

২৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

কলমদানি বলেছেন: ২০ তম লাইক আমার

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

জুন বলেছেন: ওকে ২০তম লাইকটি ধন্যবাদের সাথে বুঝিয়া পাইলাম কলমদানি :)

২৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪

কলমদানি বলেছেন: বিনতে বতুতা হওয়া সম্ভব ইবনে বতুতা না

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২১

জুন বলেছেন: বিনতে বতুতা কি পর্যটক ছিল ! যদি নাহয় তবে আমি লেডি বতুতা হবো, তবুও বিন্তে নয় কলমদানি :||
=p~

২৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭

বোকামন বলেছেন:

সাদা কাশফুল ফোটা শরৎ নয়, বসন্তও সুদূর

এই একটি লাইন একটি কবিতা হতে পারে।।
সহজিয়া ভাষার কবিতায়, প্রাণ পাওয়া যায় সহজেই। কাশফুলের মতই হালকা স্বচ্ছ ছিলো কবিতার মূলভাব। খুব ভালো লাগলো :-)

ভালো থাকুন লেখক।
[২১+]

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ বোকামন। জী সোজা সরল করেই সবকিছু লিখতে ভালোবাসি কারন আমিও যে অনেক সোজা সরল। আসলে যার যার চারিত্রিক বৈশিষ্ট বা প্রকৃতি যাই বলেন তা কিন্ত তার লেখনীতেই ফুটে উঠে । এটা আমি দৃঢ় ভাবেই বিশ্বাস করি :)
আবারও ধন্যবাদ সাথে শুভকামনা।

২৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! সুন্দর! আপনি যে সুন্দর কবিতাও লিখেন তা জানা ছিল না। :)

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

জুন বলেছেন: কি বলো কাল্পনিক তুমিতো এর আগেও আমার কবিতা পোষ্টে মন্তব্য করে গেছ :| যাই হোক আবার নতুন করে তোমাকে স্মরন করিয়ে দেয়ার জন্য এক্রাশ ধন্যবাদ আমার প্রাপ্য ;)

২৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর আপু ২২ তম ভালো লাগা!!!!!!!!!! সাথে কমেন্ট ফ্রি!!! !:#P

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

জুন বলেছেন: ওক্কে ওক্কে ধন্যবাদ আর সেইসাথে ভাললাগা সাদরে গ্রহন করা হইলো, সাথে কমেন্ট ফ্রি :P

২৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

দারুন লাগলো তো ।
তবে রুচি রেস্তোরা কই ? যেতে ইচ্ছে করছে বড়া খেতে :P

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ পনি।
রুচি, নিরিবিলি, নিরালা, এমন নামের ছোটখাটো রেস্তোরা মনে হয় সব এলাকাতেই আছে। একটু খুজলেই পাইলেও পাইতে পারো :) তবে এরা কুমড়ো ফুলের বড়া ভাজে কিনা মনে হয়না ।

২৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ !!!


+++
পাঠে মুগ্ধ!!

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন :)

৩০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: একদম ফ্রেস কবিতা

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

জুন বলেছেন: হু একদম ফ্রেস মাসুম। রুচি রেস্তরায় বানানো কোন কিছুর মত ভেজাল মিশ্রিত না :)
সাথে সবসময় থাকার জন্য অনেক ধন্যবাদ ।

৩১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: রুচি রেস্তোরা কই ? এত কইরা যহন কইতাছেন তাইলে ত যাইতেই হইব !

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫

জুন বলেছেন: হু যাবেন অবশ্যই মাহমুদ০০৭ :)
আমার মনে হয় সব এলাকাতেই এই নামের একটা রেস্তরা আছেই আছে ।

৩২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমারো প্রশ্ন, রুচি রেস্তোরা কই?? :)

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

জুন বলেছেন: এটা আমারো জানার ইচ্ছা এই রুচি রেস্তরাটা কই !
ইরানে থাকলে একটু জানাইও জহির ।
সুদূর বিদেশে বসেও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

৩৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগল।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

জুন বলেছেন: ভাললাগার জন্য অনেক ভালোলাগলো উদারজি ভাই ।

৩৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:০০

সুপান্থ সুরাহী বলেছেন:

টগর,কামিনীরা ফুল বিক্রেতাদের হাতের তোড়া হয়ে
রাস্তার মোড়ে মোড়ে নগরবাসীর নজর কাড়তে ব্যাস্ত ।
দুরন্ত কিশোরের হাতে বিপর্যস্ত ডাল পালা
দেখে বুঝলাম একদিন কদম ফুটেছিল গাছে।

নগরবালিকারা কখন কদম ফুটে তাও জানে দেখে ভালই লাগল...

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

জুন বলেছেন: নগরবাসীরা কি কোন কিছুর খবর রাখেনা নাকি সুপান্থ !!
অনেক খবর রাখে শুধু বলে না :||
কি খবর ? ভালোতো পরিবারের নতুন অতিথি নিয়ে?
অনেকদিন পর কবি সুপান্থের এক জ্বালাময়ী কবিতা পড়ে মন্তব্য করে আসলাম।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৫| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ২৪ নং প্লাস।
স্মৃতি মাঝে মাঝে এভাবেই তাড়িয়ে বেড়ায়। ঢাবি'র হাকিম চত্ত্বর আর আমাদের চোখের সামনে গড়ে ওঠা ডাস যেমন এখনো আকূল করে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

জুন বলেছেন: মনে করিয়ে দিলেন কলাভবন থেকে হেটে হেটে আই ই আর এর ক্যান্টিনে সেই চা সিঙ্গারা খাওয়ার দিনগুলো।আমি ঢাবির সামনে দিয়ে গেলে আজও তাকিয়ে দেখি সেই সিড়ি যেখানে বসে আড্ডা মারার জন্য প্রতিনিয়ত স্যারদের সস্নেহ ধমক খেতাম। অবশ্য আমাদের এলুমুনাই খুবই উপভোগ্য হয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কামাল ভাই।

৩৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

অদৃশ্য বলেছেন:





চমৎকার লাগলো লিখাটি আপু...


শুভকামনা...

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

জুন বলেছেন: আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য।
আপনার নিকের ছবিটা কি সেন্ট মার্টিনের কচ্ছপ রিসার্চ সেন্টারের সেই গোল ঘরটা থেকে তোলা কি পেছনের বীচের ?? এমন্টাই মনে হচ্ছে আমার কাছে :)

৩৭| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

না আপু কবিতা সত্যি চমৎকার হয়েছে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব :)

৩৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার লাগলো!! :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

জুন বলেছেন: খুব ভালোলাগলো আপনার ভালোলেগেছে জেনে আজ আমি কোথাও যাবোনা :)

৩৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার।
আপু কেমন আছেন?

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আমিনুর রহমান।
আমি আছি একরকম .......আপনি ভালোতো ??

৪০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

কাঠফুল বলেছেন: দুরন্ত কিশোরের হাতে বিপর্যস্ত গাছ আর ডাল পালা
দেখে বুঝলাম একদিন কদম ফুটেছিল এতে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

জুন বলেছেন: সেটাই কাঠফুল ভাই। সবুজ চকচকে পাতা ভরা গাছের আড়ালে ফুটে থাকা কদমফুল আমাদের চোখে পড়ার আগেই পাড়ার কিশোরদের নজরে পড়ে যায়। যখন গাছের পাতা আর ডালগুলো ভেঙ্গেচুড়ে থাকে তখন বুঝি ফুল ফুটেছিল।
অনেকদিন পর দেখলাম আপনাকে। আশাকরি ভালো আছেন ।

৪১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর!
শহুরে বৃষ্টি জল কাঁদা মাখা নোংরা দেদার


যাইহোক, কুমড়ো ফুল দেখলেই আমার কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছা করে।


জল কাঁদা মাখা শহুরে বৃষ্টির বিড়ম্বনার ফাঁকে একটি জল কাঁদা মাখা রোম্যান্টিক গান শেয়ার করলাম।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

জুন বলেছেন: হু অনেক নোংরা এখন কাদা প্যাচপ্যাচে। আগের মত সবুজ ঘাসে বৃষ্টি পড়ে না।
তো এটা কার গান দিছ ? অনন্ত জলিলের নাকি :| এমনি সামু মামু স্লো এর মধ্যে আবার গান :||
অনেক অনেক ধন্যবাদ কুনো আমার একটি প্রিয়গানের সাথে মন্তব্যের জন্য :)

৪২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মুরশীদ বলেছেন: এত ভালো ভালো উন্নতমানের হোটেল রেস্তোরায় খেয়ে শেষ পর্যন্ত কাদা পানিতে আছাড় খেতে খেতে রুচি রেস্তরায় প্রবেশ B:-)
কারন যাই হোক ভালোলাগলো কবিতা ।
++++++্

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

জুন বলেছেন: :!> :!>
ধন্যবাদ ভালোলাগার জন্য :#>

৪৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শিপু ভাই বলেছেন:
কবিতা পছন্দ হইছে!!! +++++++++++

প্যাচ ঘোচ নাই কোন!!! থ্যাঙ্কু!!!

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিপু ভাই। হু ঠিক বলছো আমার মনের মধ্যে কোন ঘোর প্যাচ নাই তো লেখায় কি করে আসবে বলো :-*
তোমারেও এক্রাশ শুভেচ্ছা :)

৪৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সুপান্থ সুরাহী বলেছেন:
নতুন অতিথি নিয়ে আলহামদুলিল্লাহ্ ভালই কাটছে সময়।

ওয়ারদাতুল জিনান সাররা এখন আঠারোতে[মাসে] যা উৎপাত করে না!

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

জুন বলেছেন: বাহ নামটা খুব সুন্দরতো সুপান্থ ওয়ারদাতুল জিনান সাররা । অর্থটা নিশ্চয় খুব সুন্দর। এই বয়সে বাচ্চারা একটু চঞ্চল হয় সুপান্থ চিন্তা কোরোনা। একটু বড় হলেই দেখবে অনেক লক্ষি হয়ে যাবে। ওকে আমার আদর দিও অনেক ।

৪৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

ময়নামতি বলেছেন: আপনি কুমড়ো ফুল আর কাশফুলের কথা আনলেন আবার এগুলো দেখতে ভ্রমনে বের হলেন তাই ন্যাচারাল ফুল বাগান র্ভ্রমনের কথা আনলাম।

আমার দৃষ্টিতে কবিতার নির্যাসটা এমটি হবে........................

আমি ভাল ভাবে না পড়ে মন্তব্য করতে পারি না এটা আমার দোষ কিনা জানিনা তবে মূল্যায়ন করতে ভালবাসি, তাছাড়া সুস্থ ব্লগিং চর্চায় আপনাদের অবদান অনেক তাই আপনাদের প্রতি একটা শ্রদ্ধ্যাবোধও রয়েছে।আপনারা না থাকলে আমরাও তেমন উতসাহ পাই না।

ধন্যবাদ ভাল থাকবেন।

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

জুন বলেছেন: ওহ আচ্ছা ময়নামতি ভাই আমি অত্যন্ত দুক্ষিত আপনার মন্তব্যের সারমর্ম বুঝে উঠতে পারি নি বলে। আমি তো ভালো করেই জানি আপনি খুব কম মন্তব্য করেন আর ভালো করে না পড়ে কিছু বলেন না। তাই চমকে গিয়েছিলাম আমার সান্ধ্যকালীন স্বল্প ভ্রমনকে হাইলাইট করার জন্য। আশাকরি আপনি যাকে সিস্টার বলে ডাকেন সবসময় তাকে বোনের মতই ক্ষমার চোখে দেখবেন।
আপনিও ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

৪৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নতুন কিছু লিখলেন কিনা দেখতে এসে দেখি রুচি রেস্তোরায়। ওমনি ঢুকে গেলাম। দেখি, এখানকার মেন্যূগুলো কি কি? ও মা! মেন্যূ কই? এই যে কবিতা!

এ স্বাদের তো কোনো তুলনা নেই। সুন্দর!

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

জুন বলেছেন: তাই নাকি সজীব অনেক দুখিঃত তোমাকে হতাশ করার জন্য। ভাজ্ঞিস কবিতাটি ভালোলেগেছে নাহলে কি যে হতো :|
অসংখ্য ধন্যবাদ =p~

৪৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

নোবিতা রিফু বলেছেন: পোস্টে খাবার দাবার আছে মনে কৈরা ঢুইকা ধরা খাইলাম... :((

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫

জুন বলেছেন: আমি এক্সট্রিমলি স্যরি এইভাবে সবাইকে হতাশ করার জন্য /:)
শিরোনামের নীচে লিখে দেয়া উচিত ছিল ইহা সর্বাংগীন ভাবেই একখানি কবিতা লেখার চেষ্টা। খাওয়া দাওয়ার আশায় ঢুকিয়া ব্যার্থ হইলে লেখক কোনমতেই দায়ী নহে :P
অনেক অনেক ধন্যবাদ নবিতা রিফু :)

৪৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার হয়েছে। পোস্টে ঢুকার আগে ভেবেছিলাম খাবার দাবার নিয়া লিখছেন! ;)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ নাজিম-উদ-দৌলা ভালোলাগার জন্য ।
না ভাই খাবার নিয়ে নয় । আপনাদের হতাশ করার জন্য অত্যন্ত দুঃখিত
:(

৪৯| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

অদৃশ্য বলেছেন:




আপু

ছবিটা আসলে হিমছড়ির সামনের সবচেয়ে উচু চুড়া ( যেখানে দাড়িয়ে একপাশে সমুদ্র ও অন্যপাশে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায় ) থেকে তোলা... ছবিটার আংশিক এখানে দেয়া আছে...


শুভকামনা...

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

জুন বলেছেন: ওহ তাই আমি ভেবেছিলাম সেন্ট মার্টিন ।
খুব সুন্দর ছবিটা অদৃশ্য :)
শুভকামনা আপনাকেও।

৫০| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্যাপালে বেশি বলা হয়ে গেল না। আপনার এ ই কবিতার পাঠক কত দেখেন।আর আমার নাই। আপনার কবিতা দারুণ হয়েছে। প্রিয়তে নিলাম।
আপনার প্রতিটি পোস্ট খুব উপভোগ্য। তবে কবিতায় বেদনাই বুঝি সবচেয়ে উপভোগ্য ।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০

জুন বলেছেন: পাঠকের সংখ্যা দেখে কবিতার গুনাগুন যাচাই করবেন না সেলিম আনোয়ার।
আপনার কবিতা আমি দারুন উপভোগ করি । যদিও কবিতার পাঠক হিসেবে আমি ততটা উচ্চাঙ্গের নই। তারপর কিছুটা যে বুঝিনা তা কিন্ত নয়। শুভকামনা রইলো আপনার জন্য।

৫১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ছরি জোনাকি আপি ব্যাপার হবে..টাইপো।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩

জুন বলেছেন: আমি বুঝতে পেরেছি সেলিম আনোয়ার :)

৫২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫

ধুম্রজ্বাল বলেছেন: আমি আবার খাদক শ্রেনীর। সেটা পরোটা হোক আর প্রকৃতি হোক।
সেজন্যই জানতে চাইছিলাম রুচি রেস্তোরাটা কোন গলিতে ???? :|| :||

আপনি আমাকে দেখলেন কই ?কি সর্বনাশা কথা।
আমি তো ধুম্রজালের আড়ালে

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

জুন বলেছেন: গলি! গলি দেখলেন কোথায় ধুম্রজাল ! এত একদম হাইওয়ে।
না আমি ভাবলাম ধুয়া টুয়া দেখতে পেলেন মনে হয় আমার পোষ্টে :!>

৫৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: হেটে যাই উর্ধশ্বাসে চালকের ডাক অগ্রাহ্য করে।
বহুদিনের বহু সাধের রুচি রেস্তোরায়।


নিশ্চই ইফতারের সময় হয়ে গিয়েছিল ?? ;) ;) ;) ;)

মজা করলাম আপু। ভালো লেগেছে। শুরুর বর্ণনা অনুভব করলাম খুব।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: হু ! কি যে বলো ইফতার !! তখন তো ইফতার শেষ হয়ে গেছে আর তারপরই তো বের হলো আমার কবিতার নায়িকা ;)
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ মহামহোপাধ্যায় :)
বাড়িতে মায়ের সাথে আনন্দের সাথে ঈদ করা হোক এই কামনাই করি ।
ঈদ শুভেচ্ছা ।

৫৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:১২

সায়েদা সোহেলী বলেছেন: কুমড়ো ফুল শুনলেই ত মনে হয় আম্মুকে দিয়ে বলি ডালের বরা করে দিতে সেখানে নিয়ে গেল রুচি রেস্তোরাঁয়! :( ধুর আগে জানলে রোজা মুখে এই কবিতা পড়তাম না


/:) কবিতায় প্লাস দিলাম ভারাক্রান্ত মনে

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

জুন বলেছেন: না না রুচি রেস্তোরায় কুমোড়ো ফুলের বড়া বানাতে সে যায়নি সায়েদা সোহেলী :``>>
অনেক অনেক ধন্যবাদ মজার একটি মন্তব্যের জন্য :)

অটঃ ভারাক্রান্ত মনে প্লাস দিলেন বলে দেখা যাচ্ছে না এখানে :(

৫৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১

সায়েদা সোহেলী বলেছেন: মন একটু বেশিই ভারাক্রান্ত হয়েছিল , তাই উদাসীন হয়ে গিয়েছিলাম । :(

এবার দেখা যায়? ??

শরত্ মেঘের শুভেচ্ছা রইলো আপি .. নায়িকা কে একদিন নদীর তীরে ঘুরিয়েনিয়ে আসলে ভালো হত :) অপেক্ষায় রইলাম

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: শরত কাল এসেছে নাকি সায়েদা সোহেলী :-*
আমারতো মনে হচ্ছে এখন পুরোদমে বর্ষাকাল :P
হু নদীর তীরে ফুলের মেলা বইটার নাম মনে পড়লো লরা ইঙ্গলসের লেখা।

অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য। আশাকরি এখন মন ভালো হয়েছে :)

৫৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৭

ফারিয়া বলেছেন: অনেকদিন পরে লেখলেন আপু!
ইফতারের এখোনো আছে অনেক বাকি!

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

জুন বলেছেন: হু অনেকদিন পরই ব্লগে আসা হলো । ইফতারের সময় হলে আবার রুচিতে দৌড়াইতে হবে ফারিয়া :!>
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫৭| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

সায়েম মুন বলেছেন: বেশ তো। কুমড়ো ফুলের কথায় পুরনো স্মৃতি রোমন্থনে ছোটা। কবিতায় অনেক ভাললাগা রইলো। :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

জুন বলেছেন: মুন কবিতা ভালোলাগা আর তোমার দেয়া ফুলটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ।
অটঃআর তোমার দেয়া ফুলের ছবিতে আহমেদ জী এস রেস্তোরার নাম লিখে দিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছে। তাকেও একরাশ ধন্যবাদ তোমার কমেন্টের মাধ্যামে।

৫৮| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

হুপফূলফরইভার বলেছেন: আবে ঐ, ওয়েটার গেল কৈ?
রুচি রেস্তোরায় বিড়ির গন্ধ কেন পাই? তাড়াতাড়ি বিড়িখোড়দের ওদিকটায় সরিয়ে দাওতো :)

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

জুন বলেছেন: =p~ =p~ =p~

৫৯| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

হুপফূলফরইভার বলেছেন: আবে ঐ,
ওয়েটার গেল কৈ?
রুচি রেস্তোরায় বিড়ির গন্ধ কেন পাই? তাড়াতাড়ি বিড়িখোড়দের ওদিকটায় সরিয়ে দাওতো :)

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

জুন বলেছেন: :-* :-* :-*

৬০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

তুষার কাব্য বলেছেন: হেটে যাই উর্ধশ্বাসে চালকের ডাক অগ্রাহ্য করে।
বহুদিনের বহু সাধের রুচি রেস্তোরায়।
ইশ্‌ ! আফসোস /:)

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭

জুন বলেছেন: অনেকদিন পর তুষার কাব্যকে দেখলাম মনে হলো । আশাকরি ভালো আছেন। ধন্যবাদ অনেক অনেক।
হু আফসোস কইরেন্না এই রেস্টুরেন্টের জন্য :P

৬১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষন :)

৬২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: রুচি রেস্তোরায় কি আপুনি???


ভাইয়ার সাথে কি সেখানেই ফার্স্ট ডেট হয়েছিলো ???????:P

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

জুন বলেছেন: তুমি ভাইয়ার কমেন্টটা পড়োনি শায়মা :-*
রুচি রেস্তোরায় ডেটিং :!>

৬৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

বোকামানুষ বলেছেন: আমি তো ভেবেছিলাম আপু কোন রেস্তোরায় গিয়েছিল তার ভ্রমন পোস্ট ভাবলাম ঠিকানা নিয়ে রাখি একসময় যাওয়া যাবে :(

কবিতা ভাল লেগেছে :)

এখন কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছে করছে কোথায় পাবো :( X(

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

জুন বলেছেন: ওহ স্বপ্ন ভঙ্গের জন্য অনেক দুঃখিত বোকামানুষ ।
ওরা কি আর কুমড়া ফুলের বড়া ভাজে ঐ কাল্পনিক রেস্তরায় :|
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৬৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

অদৃশ্য বলেছেন:




সেদিও এসেছিলাম নতুন কিছু লিখলেন কিনা দেখবার জন্য... দেখে গেলাম এখনো আসেনি সেটা... সম্ভবত ঈদ স্পেশাল ই হবে সেটা...


অপেক্ষায় থাকলাম আপু...
শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

জুন বলেছেন: না অদৃশ্য কিছুই লিখিনি, লেখা ওঠে কিনা তাও জানি না।
তবে আপনার কবিতা পড়েছি আমি । যাবো এখনি।
আপনিও ভালো থাকুন সাথে রইলো ঈদের শুভেচ্ছা....

৬৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: অনেক ধন্যবাদ টুম্পামনি ভালোলাগোলো জেনে :)

৬৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর কবিতা।

ভাল থাকবেন।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৬

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মাহীফ্লোরা।
আপনিও ভালো থাকুন ।
ঈদের শুভেচ্ছা রইলো

৬৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

অদৃশ্য বলেছেন:




আপু
আবার এলাম এই কারনে যে আপনি আবার আমার ওখানে গিয়ে মন্তব্য করে এসেছেন এতে আমি খুবই খুশি হয়েছি...মন্তব্য না করলেও কোন সমস্যা ছিলো না...

আপনাকে ইদানিং ফলো করছি, কখন কি লেখেন তাই দেখে যাই...

তাই বলতে এলাম সময় পেলে মাঝে মাঝে গিয়ে আমার লিখাগুলো পড়ে আসবেন... আপনি এলে আমার ভালোলাগবে... খুশি হবো... আবঅ বলছি মন্তব্য জরুরী নয়... আপনি পাঠ করলেন এটাই বেশি

শুভকামনা...

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

জুন বলেছেন: কি বলো অদৃশ্য পড়লাম আর কিছু বলবোনা তাই কি হয় নাকি !
অনেক অনেক ভালো লিখো তুমি। আমি অনেক সময় অবশ্য অফ্লাইনে অনেকের লেখা পড়ি।
ফলো করছো শুনে খুশি হোলাম অনেক ভাইয়া।
নতুন পোষ্ট দিয়েছি দেখ ভালোলাগে কিনা ? এটা অবশ্য কবিতা নয় প্রত্নতাত্বিক পোষ্ট।
অনেক ধন্যবাদ আর ঈদ শুভেচ্ছা বাসার সবাইকে।

৬৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

চতুষ্কোণ বলেছেন: চাঁদপুরের রুচি রেস্তোরার চা অসাধারণ হয়। তারচেয়ে অসাধারণ হয়েছে আপনার কবিতা।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

জুন বলেছেন: তাই নাকি নাজমুল ? খাইনি কখনো রুচিতে আমি, যদিও গিয়েছি চাদপুর বেড়াতে। তোমার ভালোলেগেছে শুনে অনেক ভালোলাগলো।

তারপর অনেক অনেক দিন পর আসলে লিখোনা কিছু। কারন কি ?
ঈদের শুভেচ্ছা নিও।

৬৯| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

রাতুল_শাহ বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

জুন বলেছেন: কেমন লাগলো তাতো বল্লে না রাতুল । তোমার মত কবির একটি মতামত শোনার অপেক্ষায় থাকলাম :)

৭০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: রুচি রেস্তোরা ফেমাস হয়ে গেল। কি কি পাওয়া যায় ওখানে জুন আপু :D

যাই হোক সাবলীল কবিতায় ভাল ভীষন ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.