নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ঐতিহ্যের প্রতীক সুন্দরবন আজ কি ধ্বংসের মুখোমুখি ? (ছবি ব্লগ)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭



কয়েক বছর আগে আমার দেখা সুন্দর বনের হীরণ পয়েন্ট, হরিনের পদচারণায় মুখর বনানী



হীরন পয়েন্ট থেকে পাটনী দ্বীপ যাবার পথে গোলপাতার বন



কটকা ফরেষ্ট অফিসের পাশে হরিনের দল কেওড়া ফলের খোজে



সুন্দরবনে সুন্দরী গাছের শিকড়ের আকিবুকি ডিজাইন



কটকা থেকে দুবলার চর যাবার পথে



দুবলার চরে নিশ্চিন্ত মোরগ



সুন্দরবনের ভেতরে ছোট ছোট খালে নৌকা করে যাচ্ছি



খালের কিনারে কুমীর রোদ পোহাচ্ছে হীরন পয়েন্ট



সুন্দরবনের গভীরে মান্দারবাড়ীয়ার এক খালে নৌ ভ্রমনের সময়





কেয়ার বন



বনের ভেতর এমন জালের মত বিছিয়ে আছে অসংখ্য ছোট ছোট খাল যা মাছ কাঁকড়া এসবে পরিপুর্ন



২০০৭ এর ১৬ই নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানা সাইক্লোন সিডরের ক্ষত যা এখনো শুকিয়ে যায়নি সুন্দরবন থেকে



সিডরের ক্ষত সুন্দরবনে



এর চেয়ে ভয়ানক পরিনতির অপেক্ষায়



পরবর্তী প্রজন্মের চোখে সুন্দরবন



আমাদের প্রতি ভবিষ্যত প্রজন্মের প্রশ্নঃ বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা !



প্রকৃতিও রুষ্ট হয়ে উঠেছে মানুষের প্রতি । ঝড়ের আঘাতে ভেঙ্গে যাওয়া এক গাছের কান্ড যেন হাত বাড়িয়ে বলতে চাইছে,

"STOP"

আর নয়, এবার সুন্দরবনকে বাঁচতে দাও


আমরা প্রাকৃতিক ভাবে সৃষ্ট পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেষ্ট অপরূপ সুন্দর সুন্দরবনকে ধ্বংসের খেলায় নেমেছি।এখন মনে হচ্ছে এই বনটা অন্য দেশে হলেও ভালো ছিল, আমাদের দেশে না হয়ে। তাহলে হয়তো সে আরো সুন্দর ভাবে আরো দীর্ঘদিন মাথা তুলে বেচে থাকতে পারতো পৃথিবীর বুকে সগর্বে ।

ছবি আমাদের ক্যামেরায়

মন্তব্য ১৩০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

সোহানী বলেছেন: ভবিষ্যত প্রজন্মের প্রশ্নঃ বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা ..................সহমত....সহমত....সহমত....সহমত...

ভাই কিভাবে সরকারের টনক নাড়ানো বলেনতো ভাই............. এরা তো দেখি কানের মাছিই নাড়ে না.............

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

জুন বলেছেন: সবাই যেন সচেতন হয় সেটাই আমাদের চেষ্টা থাকবে সোহানী ।
মন্তব্য এবং একমত প্রকাশের জন্য অনেক ধন্যবাদ ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
উপরের দিকের ছবিগুলা কখনকার ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

জুন বলেছেন: সিডরের কিছুদিন আগে আর পরে ইমরাজ কবির মুন ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্ত প্রোপিক দেখে ভয় পেলাম :(

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

শ।মসীর বলেছেন: তাড়াতাড়ি আবার দেখে আসেন,পরে গেলে আর পাইবেননা.....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

জুন বলেছেন: সেটাই শামসীর। তখন আমরা দুইদিন ধরে লাইন দিয়ে পাসপোর্ট এ ভিসার ছিল ছাপ্পর লাগিয়ে, ডলার এন্ডোর্স করে, ইন্ডিয়া যেয়ে, ১০০ টাকায় ৫৪ রুপি নিয়ে, হোটেল ভাড়া দিয়ে থেকে খেয়ে সুন্দরবন দেখে আসবো সমস্যা কি !!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এই বনের প্রাকৃতিক বলয়ের উপর হাত পড়লে আরেকটা সিডরের ক্ষত-দাগ কি রকম ভয়াবহ হবে ভাবতেই পারছিনা !
অনেক ধন্যবাদ আপু এই ছবি ব্লগটির জন্য !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: শেষ ছবিটা দেখেছেন ? ওটা সিডরের আঘাত। আর মানুষের আঘাতে কি হতে পারে তা ধারনার বাইরে?
এ ব্যাপারে অনেক অনেক পুরোনো একটা ম্যুভি রয়েছে নাম হাউ গ্রীন ওয়াজ মাই ভ্যালী। ইংল্যান্ডের সাউথ ওয়েলসে কয়লা খনি থেকে কয়লা উঠাতে গিয়ে সেই সবুজ শ্যামল উপত্যকার পরিবেশ, মানুষজন এর অবস্থা কি হয়েছিল তার করুন মর্মন্তদ কাহিনী।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য স্বপ্নবাজ অভি ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

প‌্যাপিলন বলেছেন: হয়তো কোনদিন জুন আপুর এই পোস্টটি সুন্দরবন কেমন ছিল তার রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।

এইতো সামনেই কোরবানী। কত গৃহস্থ বাড়িতে সন্তানদের তিল তিল আদরে বেড়ে ওঠা ছাগলটি কোন ধনীর বাড়িতে ছওয়াব আদায়ে কোরবানী হয়ে যাবে। সন্তানদের চোখের জলে, বাবার বিক্রিলদ্ধ অর্থকে খুব ভারী মনে হবে। তারপর কয়েকদিন.....বাস্তব জীবনের চক্রে সব আবেগ চলে যাবে।

সুন্দরবনকেও তেমনটি ভাবুন। ভারতের জন্য কোরবানী করে দিলাম। তাছাড়া আমাদের সুন্দরবন উজার হয়ে গেলে ভারতের অংশতো আছে। আমরা বরং সেখাণে ভ্রমনে যাব। এই কয়েকদিন আগেই ন্যাটজিওতে দেখলাম বেঙ্গল টাইগারকে ইন্ডিয়ান টাইগার হিসেবে বলা হচ্ছে। অর্থাত ইতোমধ্যেই সুন্দরবন ও তার সম্পদের ওপর ভারতের একক আধিপত্যর স্বীকৃতি শুরু হয়ে গেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: সেটাই তো শামসীরের কমেন্টের উত্তরে লিখলাম প্যাপিলন
তখন আমরা দুইদিন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে পাসপোর্ট এ ভিসার ছিল ছাপ্পর লাগাবো, ডলার এন্ডোর্স করবো, ইন্ডিয়া যেয়ে, ১০০ টাকায় ৫৪ রুপি নিয়ে, হোটেল ভাড়া দিয়ে থেকে খেয়ে সুন্দরবন দেখে আসবো। সমস্যা কি !!
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দরবন এখন যাই নাই।
তবে কি দেখার সুযোগ চলে যাচ্ছে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: হতে পারে দুর্জয় তবে সেদিন হবে আমাদের জন্য অত্যন্ত আফসোসের একটি দিন। মাল্যেশিয়ায় জোনাকী পোকার কলোনী দেখতে গিয়েছিলাম। সরকারী ভাবে নদীর দুতীরের সেই জোনাকীর বাসাগুলো কি ভাবে প্রটেকশন দিচ্ছে বলার মত নয় আবার পর্যটনের ব্যাবস্থা করে পয়সাও ঊঠাচ্ছে। এ নিয়ে আমার একটি পুরোনো পোষ্টও আছে।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

আমিনুর রহমান বলেছেন:



প্লাস দিয়া গেলাম জুনাপু।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

জুন বলেছেন: আমরা সচেতন হই সবাই, এটাই হোক আমাদের প্রত্যাশা আমিনুর রহমান। অনেক ধন্যবাদ ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: ছবিগুলো খুব সুন্দর । আশংকাটাও সমান ভয়ানক ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

জুন বলেছেন: ঠিকই বলেছেন প্রত্যাবর্তন আশংকাটাই ভয়াবহ ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সাাজ্জাাদ বলেছেন: বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

জুন বলেছেন: বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাাজ্জাাদ

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

কষ্ট করে সুন্দরবনে যাওয়া লাগবেনা। সুন্দরবন চলে আসছে সকলের বাসার আসে পাশে। কৃত্তিম সুন্দরবন বানানোর ফর্মুলা আইসা পড়ছে দেশে। নো টেনশন।



সুন্দর পোষ্ট আপু +++++++++++ রইলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

জুন বলেছেন: আসল আর নকল সুন্দরবন বাহ কি অবাক করা কথা । হয়তো জিঞ্জিরায় বসে বসে বানানো হবে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেষ্ট।
দুর্ভাগ্য সুন্দরবনের যে এদেশে সৃষ্টি হয়েছিল ।
অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন মন্তব্যের জন্য।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

নেক্সাস বলেছেন: শ।মসীর বলেছেন: তাড়াতাড়ি আবার দেখে আসেন,পরে গেলে আর পাইবেননা.....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

জুন বলেছেন: ঠিকই বলেছে শামসীর । আমি প্রায় পুরো সুন্দরবন ঘুরে দেখেছি একাধিকবার। কত বিদেশীরা যে সুন্দরবনের সৌন্দর্য্যের প্রেমে পরে ৫।৬ বার পর্যন্ত এসেছে সেই কাহিনী আমরা প্রথমবার গাইড ট্যুরসের সাথে গিয়ে তাদের মুখ থেকে শুনেছিলাম।
অনেক ধন্যবাদ নেক্সাস মন্তব্যের জন্য। আশা করি সুন্দরবনের প্রকৃতির আর্তনাদ আমাদের যথাযথ কর্ত্রপক্ষের কানে প্রবেশ করবে।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: রামপাল তাপ বিদ্যুত প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।


রামপাল নিয়ে যত পোষ্ট.... -এ আপনার ছবিব্লগ খানা যুক্ত করেছি...

আপনার জানা রামপাল নিয়ে দারুন কোন লিংক থাকলে চাইলে দিতে পারেন।

প্রকৃতি নিজেই আপনাকে রক্ষা করতে পারে। ইতিহাসতো তাই বলে.. লৌভী আর অহংকারী বোকা মানুষগুলো কই? প্রকৃতি অপার রহস্য নিয়ে আজো আছে.....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

জুন বলেছেন: প্রকৃতি নিজেই আপনাকে রক্ষা করতে পারে। ইতিহাসতো তাই বলে.. লৌভী আর অহংকারী বোকা মানুষগুলো কই? প্রকৃতি অপার রহস্য নিয়ে আজো আছে....
সুন্দর বলেছেন বিদ্রোহী ভৃগু, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য, সেই সাথে আরো ধন্যবাদ আমার এই পোষ্টটি আপনার পোষ্টে সংযুক্ত করার জন্য।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

টুম্পা মনি বলেছেন: ছবিগুলো খুব চমৎকার।

পোষ্টের বিষয় বস্তুর সাথে একমত।
সুন্দর বন আমরা কিছুতেই হারিয়ে যেতে দেব না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

জুন বলেছেন: সুন্দর বন আমরা কিছুতেই হারিয়ে যেতে দেব না।
হ্যা টুম্পামনি সহমত আপনার সাথে । ধন্যবাদ অনেক মন্তব্যের জন্য।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

মামুন রশিদ বলেছেন: সুন্দরবন ধ্বংস করার সমস্ত প্রক্রিয়া সাজানো হয়ে গেছে, এখন শুধু অপেক্ষার পালা । ভবিষ্যত প্রজন্মকে এই ছবিগুলো দেখিয়ে গল্প করা যাবে, আমাদের একটা ম্যানগ্রোভ বন ছিলো..

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

জুন বলেছেন: আমি তো গিয়েছি সেখানে। ঘুরে বেরিয়েছি যাওয়ার মত সুন্দরবনে যতগুলো যায়গা আছে তার সবটাই। কি যে সুন্দর এর রূপ যা ভাষায় প্রকাশ করার নয়। এটা একদিন আমার পোষ্টের শেষ ছবিটির মত হয়ে যাবে এটা ভাবতেও কষ্ট হয় মামুন।
একাত্মতার জন্য অনেক ধন্যবাদ

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: যারা হিমঘরে বসে শুধু ধংসের চিন্তা করে স্রষ্টা তাদের প্রাকৃতিক করুন । পোস্টে +++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

জুন বলেছেন: তারা প্রকৃতিকে ভালোবাসতে যেন পারে সেই কামনা করি ।
মন্তব্য আর ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

সোনালী ডানার চিল বলেছেন:

আমাদের প্রতি ভবিষ্যত প্রজন্মের প্রশ্নঃ বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

জুন বলেছেন: এর উত্তর কি দেবেন তা এখন থেকেই ভাবতে বসুন সোনালী ডানার চিল। বা আদৌ এর কোন উত্তর আছে কি আমাদের কাছে ?
অনেক ধন্যবাদ একমত প্রকাশের জন্য ।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

হেডস্যার বলেছেন:
আহারে এখনো সুন্দরবনটা দেখা হইলো না....

পরে গেলে আর দেখতে পাব কি না কে জানে ? :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

জুন বলেছেন: শুধু আপনি নন হেডস্যার, আমাদের ভবিষ্যত প্রজন্মেরও যেন এই বন দেখার সৌভাগ্য হয় সেই লক্ষ্যে এগিয়ে আসুন।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

চিরতার রস বলেছেন: এখনো সুন্দরবন দেখা হয়নি। তারপরেও ছবি দেখে আমার দেশের এই অপুরূপ লীলাভুমির জন্য অন্তরে একটা টান অনুভব করি যা ভাষায় প্রকাশ করা যাবেনা। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের উপকূলীয় অঞ্চল ভবিষ্যতে সমূদ্রগর্ভে বিলিন হয়ে যাওয়ার সঙ্কায় আছে। আর এটা থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলে গভীর বনাঞ্চল গড়ে তোলার পক্ষপাতী। আর সেখানে আমরা তার ঠিক উল্টাটা করতে যাচ্ছি। যা আছে তার বিনাশ করতে যাচ্ছি। হোয়াট এ জোক !!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ চিরতার রস।আপনার কথাগুলোতো চরম সত্য, চোখ থাকতেও এবিষয়ে সংশ্লিষ্ট সবাই যেন অন্ধ ।
আসুন আমরা তাদের চোখ খুলে দেয়ার চেষ্টা করি।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি গুলো সেফ করে রাখেন। কয়েক বছর পরেই এই ছবি গুলোর বিশেষ প্রদর্শনী হবে। শিরোনাম, যেমন দেখেছি সুন্দরবন- উন্নয়নের জোয়ারে হারিয়ে যাওয়া এক ম্যানগ্রোভ ফরেষ্ট!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

জুন বলেছেন: এবং সেই প্রদর্শনী হবে অত্যন্ত মর্মান্তিক আমাদের জন্য কাল্পনিক । কারন অনেক দেশেই অনেক ঐতিহ্য হারিয়ে গেছে কালের গর্ভে বিভিন্ন কারনে । কিন্ত নিজ হাতে হত্যা করেছে এমন নজির নেই। তুমি দেখ বিশ্ব ঐতিহ্যের প্রতীক মিশরের আবু সিম্বলের মন্দির কি ঐকান্তিক চেষ্টায় কি ভাবে সেদেশের সরকার কত দেশের কত সংস্থার সাহায্য নিয়ে স্থানান্তর করলো সেতো কতবার ন্যাশ জিও তে দেখিয়েছে।
আর আমরা নিজেরাই করতে যাচ্ছি আরেক বিশ্ব ঐতিহ্যকে ধ্বংস করতে।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: সুন্দর সুন্দরবন!! আমি দুইবার গেছি গাইড ট্যুরের সাথে!:)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

জুন বলেছেন: আমরাও একবার গাইড ট্যুরের সাথে গিয়েছিলাম ।অনেক ইউরোপিয়ান ছিল যাদের অনেকেই ৩ থেকে ৫ বার এর মত যাচ্ছিল । দুবলার চরে রাস পুর্নিমার সময় রাসের মেলা। কি যে সুন্দর প্রকৃতি সত্যি ভাবতেও কষ্ট হয় শায়মা।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দরবন সুন্দর দেখতে চাই!
আবার প্রয়জনীয় বিদ্যুতও চাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

জুন বলেছেন: আর সেই বিদ্যুত কেন্দ্র হোক আরো কম মুল্য দিতে হয় এমন কোন জায়গায় হাসান কাল বৈশাখী । আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আন্ধার রাত বলেছেন:
"বিদ্যুৎ চাই না মা, সুন্দরবন সামলা"


কত্ত পরিমাণ স্বার্থ থাকলে দেশকে উপেক্ষা করা যায়---আমার স্বল্প জ্ঞানে বুঝ আসেনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

জুন বলেছেন: ভিক্ষা চাইনা কুত্তা সামলান সেই অবস্থা। আমাদের আন্ধার রাত ই ভালো আলো চাইনা ।
সেই স্বার্থটা কি তা জানার অধিকার জাতির আছে বলে মনে করি।
টাটা কোম্পানীকে মমতা ব্যানার্জী যেমন পঃ বংগ থেকে বিতাড়িত করেছিল তেমনি আমাদেরও লড়াই করতে হবে সুন্দরবন রক্ষার জন্য।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য আপনাকে

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

এম ই জাভেদ বলেছেন: এর পর সিডর আইলে কে তারে ঠেকাইব ? হায় সুন্দরবন আমার দুঃখিনী আমার দুঃখিনী সুন্দরবন। শেষের হতাশা যুক্ত আক্ষেপটা বড্ড বেশি কানে বাজে।
এ জন্যই অনেকে বলে- গরীবের ঘরে সুন্দরী বউ থাকলে অনেক বিড়ম্বনা। সুন্দরবনকে এখন সেরকম মনে হচ্ছে।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত আপনার মন্তব্যের জবাব দিতে দেরী হওয়ার জন্য। তবে এটা ইচ্ছাকৃত নয় ।
সত্যি আমরা একটি দুর্ভাগা জাতি যারা কিনা এত বড় একটা সম্পদ বিনামুল্যে পেয়েও অদুরদর্শিতার জন্য হারাতে বসেছি ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পোস্টে ++++++++++++++++++++++ ছবিগুলো যেন এমন সুন্দর থাকে ।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

জুন বলেছেন: তিতির তিতির আমি অনেক অনেক লজ্জিত মন্তব্যের উত্তর দিতে দেরী হবার জন্য ।
শুধু ছবি নয় আমাদের সুন্দরবন ও যেন চিরটাকাল এমনি থাকে সেই কামনাই করি
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ছবি দেইখা সুন্দর বন যাইতে মঞ্ছায় ।আফচুচ টেকার অভাব লাইগাই আছে।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

জুন বলেছেন: অবশ্যই যাবেন তার আগে এই বন আমাদের টিকিয়ে রাখতে হবে এড্‌ওয়াড মায়া । অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।আর দুঃখিত দেরী হবার জন্য।

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: জুন,

লিখেছেন , "বিশ্ব ঐতিহ্যের প্রতীক সুন্দরবন আজ কি ধ্বংসের মুখোমুখি ?"
আপনার কি কোনও সন্দেহ আছে ? গাছ কাটা, কাঠ চুরি, প্রানী বধ, বসতি স্থাপন থেকে শুরু করে আমরা কি না করেছি তিলে তিলে সুন্দরবনের সুন্দরতাকে ধ্বংশ করতে ! সুন্দরবনের সতীত্ব হারিয়ে গেছে সেই কবে ! যেটুকু আব্রু গায়ে লেগে আছে এই নিঃসহায় বনটির, সেটাকেও খসিয়ে ফেলার পাঁয়তারা চলছে সেই কবে থেকে । এখোন তার শেষদৃশ্যের মহড়া চলছে । যবনিকা উঠলো বলে !

আপনার ছবিগুলো একদিন কথা বলবে অতীতের ।

আপনাকে সহ যে সকল সহ-ব্লগারবৃন্দ আক্ষেপ ভরে মন্তব্য করেছেন এই পোষ্টে , সবাইকেই ধন্যবাদ দুঃখিনী সুন্দরবনের জন্যে তাদের এই পরিনতিহীন চোখের পানি ফেলার জন্যে ।
ধন্যবাদ তাদের ও যারা সুন্দরবনের করুন পরিনতি রোধে অক্লান্ত ভাবে পোষ্ট লিখে যাচ্ছেন ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

জুন বলেছেন: আহমেদ জী এস অসংখ্য ধন্যবাদ আপনার সুলিখিত এবং সুচিন্তিত মন্তব্যের জন্য।
গাছ কাটা, কাঠ চুরি, প্রানী বধ, বসতি স্থাপন থেকে শুরু করে আমরা কি না করেছি তিলে তিলে সুন্দরবনের সুন্দরতাকে ধ্বংশ করতে ! সুন্দরবনের সতীত্ব হারিয়ে গেছে সেই কবে ! যেটুকু আব্রু গায়ে লেগে আছে এই নিঃসহায় বনটির, সেটাকেও খসিয়ে ফেলার পাঁয়তারা চলছে সেই কবে থেকে । এখোন তার শেষদৃশ্যের মহড়া চলছে । যবনিকা উঠলো বলে !
আমরা একবার সাতক্ষীরার মুন্সীগঞ্জ দিয়ে নীল ডুমুর পর্যন্ত গিয়েছিলাম সেখানে ছোট এক নদী বেয়ে সুন্দরবনের অনেক গভীরে প্রবেশ করেছি। অসাধারন সেই সৌন্দর্য্য তখনো বিদ্যমান। যদিও বনের চারিদিকে গাছ রেখে ভেতরের সব গাছ কাটা প্রায় সমাপ্ত দুর্নীতিবাজ বন কর্মকর্তাদের সহায়তায় । তারপর ও তারপর ও আহমেদ জীএস তারপর ও যেটুকু অবশিষ্ট আছে সেটুকুই আমরা ধরে রাখি না কেন ?

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

কেএসরথি বলেছেন: সিডরের হাত থেকে কোন রকমে বেচে গেলেও, রামপালের হাত থেকে কি বাচবে সুন্দরবন?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

জুন বলেছেন: আমরা চেষ্টা করে যাবো কেএসরথি আড়িয়াল বিলের মত সুন্দরবনকেও রক্ষা করার জন্য ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য আপনাকে ।

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

মাহমুদা সোনিয়া বলেছেন: ছবিগুলো দেখে মনটাই খারাপ হয়ে গেল। কি অপুরুপ শোভা আমাদের সুন্দরবনের। আর একেই নাকি আমার ধ্বংস করতে চাই। পৃথিবীর সবচেয়ে স্টুপিড জাতি বোধহয় আমরাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

জুন বলেছেন: আমরা পুরো জাতি স্টুপিড নই সোনিয়া, তবে আমাদের কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থের জন্য সবকিছু বিকিয়ে দিতে পারে। এমনকি মা এর মত দেশকেও ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দরবনের সৌন্ধর্যের তুলনা নেই আবার একই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একাংশের অনেক প্রাকৃতিক বিপর্যয় নিজের বুকে নিয়ে জনপদ রক্ষা করেছেন। আমাদের বিদ্যুতের প্রয়োজন আছে কিন্তু সেটা দেশের দক্ষিণাঞ্চলের অস্তিত্ব হুমকির মুখে ফেলে নয়। সুন্দরবন শুধু আমারদের জাতীয় গর্বই নয় আমাদের জীবনদায়ী এক প্রিয়জন। সুন্দরবন বেঁচে থাকুক সকলের ভালোবাসায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

জুন বলেছেন: সুন্দরবন শুধু আমারদের জাতীয় গর্বই নয় আমাদের জীবনদায়ী এক প্রিয়জন। সুন্দরবন বেঁচে থাকুক সকলের ভালোবাসায়।
বেচে থাকুক আমাদের ভালোবাসায়..... সহমত কুনো ।
অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আহমেদ জী এস বলেছেন: " গাছ কাটা, কাঠ চুরি, প্রানী বধ, বসতি স্থাপন থেকে শুরু করে আমরা কি না করেছি তিলে তিলে সুন্দরবনের সুন্দরতাকে ধ্বংশ করতে ! সুন্দরবনের সতীত্ব হারিয়ে গেছে সেই কবে ! যেটুকু আব্রু গায়ে লেগে আছে এই নিঃসহায় বনটির, সেটাকেও খসিয়ে ফেলার পাঁয়তারা চলছে সেই কবে থেকে । এখোন তার শেষদৃশ্যের মহড়া চলছে । যবনিকা উঠলো বলে ! "
-সহমত।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য মোস্তফা কামাল ।
সুন্দরবন ধ্বংস করে বিদ্যুত প্রকল্প! পৃথিবীর কোথাও যদি এখনো বর্বর জাতি থেকে থাকে তারাও আতকে উঠবে এ কথা শুনলে ।

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


একটা সময় বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রচুর পরিমাণ পাখির সমাবেশ ঘটত। নানা প্রজাতির, নানা রঙের সেই সব পাখি। কিন্তু বাংলা একাডেমী ভবনের উপর একটি মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর পর থেকে সেখানে পাখিদের বিচরণ বন্ধ হয়ে যায়। এই নিয়ে বহুদিন ধরে চলে আসছে নানা বাদানুবাদ।

আর সেখানে একটি কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যে ধীরে ধীরে পুরো সুন্দরবনকে গ্রাস করে নেবেনা সেটার গ্যারান্টি কোথায়? এমনিতেই বনে বাঘের সংখ্যা কমে গেছে। বাঘ বাঁচাও নিয়ে কর্মসূচী পালিত হয়েছে। তার উপর যদি হয় ওখানে বিদ্যুৎ কেন্দ্র তবে আর যে অল্প কিছু বাঘ বেঁচে আছে তাও মারা পরবে নির্ঘাত।

এই রয়েল বেঙ্গল টাইগার নাকি আমাদের জাতীয় পশু অথচ এর প্যাটেন্ড করিয়ে রেখেছে ভারত। অতএব সুন্দরবন নিয়ে গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক।

সুন্দরবন সুন্দর ভাবে আমাদের মাঝে বেঁচে থাকুক শুধু এই কামনা করি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

জুন বলেছেন: ভারত আমাদের পুরো দেশটাই নিয়ে নিচ্ছে না কেন ? সব যন্ত্রনা একবারে শেষ হোক। সাথে আমাদের মাতৃভূমির প্রতি নির্মোহ বিবেকহীন রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতির পথ বন্ধ হোক কান্ডারী ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: ছবি গুলো একদিন রেয়ার ছবি হয়ে যাবে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

জুন বলেছেন: সেটাই উদার ভাই। কিন্ত আমরা তো চাইনা ।

৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক গুলো ছবি বেশ সুন্দর। এর মধ্যে শেষ চারটি ছবি সবচেয়ে সুন্দর!

জুনাপু, রাসমেলা উপলক্ষ্যে একবার সুন্দরবন যেয়ে বিপদে পরেছিলাম। বাঁচা মরার প্রশ্ন ছিলো। যাই হোক, আল্লাহপাক বাচিয়ে রেখেছেন এখন অবধি।

অনেক অনেক ভালো লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

জুন বলেছেন: আমাদের ভ্রমন গুলো খুবই আনন্দদায়ক হয়েছিল যা এখনো আমার স্মৃতিতে সমুজ্জ্বল । রাসের মেলাও অনেক উপভোগ করেছিলাম দুবলার চরে।
সজীব শেষ চারটি ভালোলাগলো ! ওগুলো আমার ছেলের তোলা ছবি সিডরের পর সুন্দরবন এর কটকা ফরেষ্ট এর কাছে।কয়েকদিনের জন্য এমন হয়ে যাওয়া বন কি বীভৎষ লাগছে দেখতে । আর সবসময়ের জন্য হলে ??
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: কয়েকবছর আগের কথা। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি। বেশ কয়েকদিন হলে থাকব। হঠাৎ কি মনে হল, শেষ পরীক্ষাটা দিতে আর ইচ্ছে হল না। যে ছোট ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেটা নিয়ে বের হয়ে পড়লাম। হাতে আছে দুইদিন। এই সুযোগে সুন্দরবন ঘুরে আসব। রাস্তাঘাট চিনি না, কাউকে জিজ্ঞেস করতেও মন চাচ্ছিলো না(পরীক্ষা খারাপ হয়েছিলো তাই মন খারাপ ছিলো)। কিন্তু কিছুদুর যাওয়ার পর আমারি সাথে খুলনায় পরীক্ষা দিতে আসা এক ছেলের সাথে দেখা। সে যখন সুন্দরবন যাওয়ার বিশাল পথ আর খরচের কথা বলল, তখন দমে গেলাম। সেই যে ব্যাগ নিয়ে ফিরে আসলাম এরপর আর সুন্দরবনে যাওয়া হয়নি। কতবার যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু....।

আমি সুন্দরবন দেখার আগে যেন বনটা ধ্বংস না হয় !!

ছবিগুলো অসাধারণ !! ++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

জুন বলেছেন: আপনি দেখার আগে কেন নুর ফ্য়জুর রেজা ? আমাদের ভবিষ্যত প্রজন্মও জানি দেখতে পায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, আসুন সেই কামনা করি।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫২

ভিয়েনাস বলেছেন: সুন্দর বন দেখার শখটা বুঝি শখই থেকে যাবে আপু... বিরাট আফসোস /:)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

জুন বলেছেন: আশা করি ভিয়েনাস আমাদের পরবর্তী প্রজন্মও জানি সুন্দর এই সুন্দরবন দেখার সোভাগ্য লাভ করে।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

সুমন কর বলেছেন: হয়তো সুন্দরবন ভবিষৎতে আর চোখে দেখা যাবে না। আফসোস! তাই গুগল মামা এবং আপনার দেয়া ছবিগুলোই ভরসা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

জুন বলেছেন: দোয়া করেন এমনটি যেন না ঘটে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও যেন আমরা সুন্দরবনকে ধরে রাখতে পারি সুমন কর ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প খুজতে হবে। সুন্দরবনের মত গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে অযাচিত কোন সিদ্ধান্ত কোনভাবেই সমর্থনযোগ্য নয়।আগেই ভাললাগা দিয়েছিলাম। দারুণ একটি বিষয়ের উপর চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার। সহমত সুন্দরবনের মত গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে অযাচিত কোন সিদ্ধান্ত কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

অদৃশ্য বলেছেন:






শেষের চারটা ছবি হতাশার সৃষ্টি করে...


পৃথিবী ধ্বংসের কিছু বাস্তব দৃশ্যতো থাকা জরুরী...তাই আমরা প্রকৃতি ধ্বংসের খেলায় মেতে উঠেছি...

আমরা পাহাড় কেটে ইন্ডাষ্ট্রি বানাই... বাংলো বানাই
আমরা জলের ভেতরে ও প্রান্তরে পরমানু পরিক্ষা করি, বিষাক্তের মাত্রা পরিক্ষা করি...

আমরা সুন্দর বন ধ্বংস করে ফেলি... আমরা স্বজাতির ক্ষতিসাধন করে অন্যের সুবন্দোবস্তো করে দিয়ে যাই... বাহ্‌...

প্রতিবাদ তীব্রতর হোক...


জুনাপুর জন্য...
শুভকামনা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

জুন বলেছেন: চিটাগাং শহরে আগে কত পাহাড় টিলা ছিল । এসব কেটে কেটে বসতি গড়ে তুলতে গিয়ে কত মানুষের জীবন ও শেষ হয় চোরাই ভাবে কাটতে গিয়ে পাহাড় ধসে । আমাদের লোভ সমস্ত সীমা অতিক্রম করে গেছে অদৃশ্য । ভাবলেও কষ্ট হয় ।
মন্তব্য আর সাথে থাকার জন্য অজস্র শুভকামনা ।

৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

সায়েম মুন বলেছেন: আমি একবার গিয়েছিলাম। খুব পরিচিত এসব দৃশ্য। আমাদের পরবর্তী প্রজন্ম এই সুন্দরবন দেখে যেতে পারবে কিনা সন্দেহ!

পোস্টে ভাললাগা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: আমাদের চেষ্টা থাকবে পরবর্তী প্রজন্মও যেন এই সৌন্দর্য্য ধরে রাখতে পারে মুন।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৪০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... চিন্তার বিষয়... সুন্দরবনটা এখনো দেখা হয় নি, আর কি পাবো দেখতে?? :| :|

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

জুন বলেছেন: চিন্তা না জহির একে রক্ষা করাই আমাদের দায়িত্ব। কত ঝড় জল নোনা পানি বুকে ধরে আমাদের বাচিয়ে রাখছে এই বন সেটা কি আমরা একবার ভাবি ?
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

একজন আরমান বলেছেন:
আপু আপনি পোস্ট দিয়ে আমার হতাশা বাড়িয়ে দেন । /:) /:) /:)

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: হতাশা নয় একজন আরমান। আমাদের বাচাতে হবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য্যের কারনেই নয় পরিবেশের জন্যও ।
আর তার মৃত্যু তে কি ভয়ানক রূপ নেবে শেষের চারটি ছবি তার সাক্ষ্যী।
মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ

৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দরবন যাওয়ার খুব শখ আছিলো বাট ........................ :(


নাইস পোস্ট আপু!

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

জুন বলেছেন: সুন্দরবনে যেন আজীবন যেতে পারি, তার সৌন্দর্য্য উপভোগ করতে পারি, আমাদের পরিবেশ রক্ষায় সুন্দরবনকে বাচিয়ে রাখার সেই ব্যাবস্থা করি আসুন মাসুম ১৪
অনেক অনেক

৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

মোঃমোজাম হক বলেছেন: সাহেব বিবি মিলে একই সাবজেক্ট,তবে লেখার ভিন্নতা আছে।
আপনার এই পোষ্টে আছে সুন্দরবনের অপরুপ সৌন্দযতা।লজ্জার কথা আমি একবারও সেখানে যাইনি কিন্তু ভোট দিয়েছি বেশ কয়েকবার।
ভাবতে অবাক লাগে এই কদিন আগেও মন্ত্রীরা ঘটা করে সুন্দরবনকে ভোট দিতে বলতো আজ সেই একই সরকার তাকে হত্যা করার পরিকল্পনা করেছে :(

বাচাও সুন্দরবন হটাও রামরাজত্ব।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

জুন বলেছেন: আমরাও ভোট দিয়েছি মোজাম ভাই এবং এই ভোট দেয়ার জন্য আমাদের বুদ্ধিজীবিদের কি আকুল আবেদন আর এখন তাকেই হত্যা করার জন্য আমরা ব্যাকুল।
সত্যি আমাদের মত এমন জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
বাচাও সুন্দরবন হটাও রামরাজত্ব।

৪৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

শ্যামল জাহির বলেছেন: ছবির সাথে বর্ণনায় সুন্দর ফুটে উঠেছে ছবি ব্লগ।


দুবলার চরে নিশ্চিন্ত মোরগের মত ঝিমালে সুন্দর বনকে রক্ষা করা যাবেনা!

চাই শুধু ঐক্য, চাই আজি প্রতিবাদ
এই বন বাঁচাবোই- হঠাবোই উন্মাদ!





০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

জুন বলেছেন: দুবলার চরে নিশ্চিন্ত মোরগের মত ঝিমালে সুন্দর বনকে রক্ষা করা যাবেনা!
সবাইকে সচেতন হতে হবে সুন্দরবন রক্ষায় ।
অনেক অনেক ধন্যবাদ শ্যামল জাহির একাত্মতা প্রকাশের জন্য ।

৪৫| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

শ্রাবণধারা বলেছেন: চোখ ভিজে ওঠার মত সুন্দর এবং করুণ। আপনার চমৎকার সব ছবি পোস্ট আগেও দেখেছি, কিন্তু বলতেই হবে সবগুলোকে ছাপিয়ে এই পোস্টটা।

বেঁচে থাক সুন্দরবন

আপনার জন্য শুভকামনা।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

জুন বলেছেন: শ্রাবণধারা চমৎকার নামের মত চমৎকার মন্তব্য আপনার। সিডরের ক্ষতি যা সাময়িক তাতেই আমাদের কষ্ট হয় আর যখন চিরস্থায়ী মৃত্যু হবে সুন্দরের তখন কি হবে ? ভাবতেও ভয় হয় আমাদের .....।
অনেক ধন্যবাদ মন্তব্যে। রইলো শুভকামনা আপনার জন্যও

৪৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

অ্যানোনিমাস বলেছেন: ধ্বংস হয়ে যাওয়াই ভালো। বাংলাদেশের মানুষ সুন্দরবন ডিজার্ভ করে না

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

জুন বলেছেন: আহ অ্যানোনিমাস এত নেগেটিভ চিন্তা না করে কিভাবে একে বাচিয়ে রাখা যায় আসুন সেই চিন্তা করি ।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

৪৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

মুরশীদ বলেছেন: সবাই সুন্দরবন রক্ষায় এগিয়ে আসবেন । শুভবুদ্ধির উদয় হোক সংশ্লিষ্টদের মাঝে এই আশায়
ভালোলাগলো ছবিগুলো । সেই সাথে অনেক স্মৃতি ++++++্

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

জুন বলেছেন: আমাদেরও একই আবেদন সুন্দরবন বেচে থাকুক চিরটা কাল আমাদের গৌরবের আর বিশ্ব ঐতিহ্যের প্রতীক হয়ে ....
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ .।

৪৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

আরুশা বলেছেন: সিডরের হাত থেকে কোন রকমে বেচে গেলেও, রামপালের হাত থেকে কি বাচবে সুন্দরবন? কেএসরথি র মত আমিও প্রশ্ন করলাম । ++++++++্

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

জুন বলেছেন: আপনার সাথে সহমত আরুশা
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইলো ।

৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

আরজু পনি বলেছেন:

কী বলবো ...

আমরা নিজেদের ভালো চাইনা...এটাই এখন মনে হয় :|


আমার কাছে কিছু ছবি আছে , কিন্তু বাসায় স্ক্যানার নেই বলে আর দোকানে যেয়ে স্ক্যান করে ছবি নিতে ইচ্ছে করে না বলে দেওয়াও হয় না ছবি ব্লগ ।

আপনার ছবি আর মেসেজ অনেক ভালো লাগলো প্রিয় ব্লগার ।।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

জুন বলেছেন: দিও পনি একটু কষ্ট করে না হয়, আমরা দেখবো কেমন। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৫০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: আপু তোমার জন্য একটা প্রকৃতির গান দেবো নাকি ভাবছি!!:)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

জুন বলেছেন: দাও শায়মা আমি অপেক্ষায় থাকলাম ।

৫১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: ঐ আপু তোমার তো জীবনেও উপরে উঠা হবেনা এত লেট করলে!!!:(

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

জুন বলেছেন: :( :(

৫২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: ধ্যাৎ এখনও হতে পারিনি তবে এখুনি হবো!!:)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: ;) ;)

৫৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরবন ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে এদেশেরই কিছু মানুষ্ ব্যাপারটা কষ্টদায়ক। আর ভিত্তিপ্রস্তর স্থাপনায় তো এদেশের নেতা নেত্রির জুড়ি মেলা ভাল্ ।পদ্মা সেতুর ভিত্তি প্রস্তরের কি অবস্থা।? সুন্দরবন ও তাদের হাত থেকে রেহাই পাবে না। বনের বাঘ হরিণ কুমির ,সুন্দরী গরাণ গেওয়া কিছু ই আজ নিশ্চিন্ত নয়। যেমন নিশ্চিন্ত নই আমরা। :(

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

জুন বলেছেন: আপনি যথার্থই বলেছেন সেলিম আনোয়ার । কত ভিত্তি প্রস্তর যে মংলা এলাকায় অযত্নে অবহেলায় পরে আছে তা চোখে না দেখলে বিশ্বাস হয়না। উন্নয়নের আলাউদ্দিনের চেরাগ নিয়ে এক একজন গিয়েছে আর ফিতা কেটে এসেছে। সেই পর্যন্তই। তবে সুন্দরবনের জন্য এই ফিতা কাটা পর্যন্তই থাকে সেটাই সবার মনে প্রানে কামনা থাকুক ।
অনেক অনেক ধন্যবাদ আপানাকে মন্তব্যের জন্য ।

৫৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

গোর্কি বলেছেন:
আমরা বড্ড দুর্ভাগা হতাশায় নিমজ্জিত আজীব এক জনগোষ্ঠী। যেখানে পৃথিবীর অনেক দেশ সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের প্রাকৃতিক সৌন্দর্য্য এবং ঐতিহাসিক নিদর্শন তথা পর্যটন শিল্প'কে কাজে লাগিয়ে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, সেখানে আমরা এক রহস্যজনক ধ্বংসলীলায় মেতে উঠেছি। দুর্দান্ত সব ছবিগুলো এবং পোস্টের শেষাংশের কথাগুলোর মাধ্যমে প্রতিবাদের ভাষা চমৎকারভাবে তুলে ধরেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

জুন বলেছেন: পোষ্টের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গোর্কি । ভবিষ্যতেও সাথে থাকবেন সেই কামনা করি । শুভেচ্ছা অনেক ....।

৫৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

শাহেদ খান বলেছেন: সুন্দর পোস্ট। শেষের ক্ষোভের কথাগুলো হয়তো প্রতিটা সচেতন মানুষের।

ভাল লাগা জানবেন। 8-|

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহেদ খান ।
সবাই সচেতন হোক সেই আশা করি ।

৫৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০

খেয়া ঘাট বলেছেন: খুবই চমৎকার পোস্ট আপু। হরিণ আর বনোমোরগের অনেক স্মৃতি মনে পড়ে গেলো।

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

জুন বলেছেন: আমরাও দেখেছিলাম কুমির, হরিন, বানর, বন মোরগ আর শত শত পাখি বিশেষ করে মাছ রাঙ্গা আর বকের সারি।
অনেক ধন্যবাদ খেয়াঘাট আপনাকে মন্তব্যের জন্য।

৫৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

শান্তির দেবদূত বলেছেন:
কি অদ্ভুত!! কি অদ্ভুত!! ইবনে বতুতার এই ব্লগ কিভাবে এতদিন উপেক্ষা করেছিলাম!! অপরাধি মনে হচ্ছে, আসলে "জুন" নামটা দেখে অন্য একজনের কথা মনে হয়েছিল, তাই এড়িয়ে চলতাম।

সুন্দরবনে একবার ভ্রমণের গিয়েছিলাম ১৯৯৯ সালে, ইউনিভার্সিটিতে থাকতে। ৪/৫ দিন লঞ্চে ছিলাম! আহ! সে কি চরম উত্তেজনাময় সফর! কটকা বিচ, হীরণ পয়েন্ট, দুবলার চর! রাস মেলা! ভাবতে কষ্ট লাগছে একদিন স্বার্থন্বেষী কূটনীতিবিদদের কারনে এটা হারাতে বসেছে :( :(

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

জুন বলেছেন: কি অদ্ভুত!! কি অদ্ভুত!! শান্তির দেবদূত "জুন" নামটা দেখে অন্য একজনের কথা মনে হয়েছিল, তাই এড়িয়ে চলতেন ।
কেন কেন কি অপরাধ আমার :(

আমারও আগাগোড়া দেখা এই অসামান্য সুন্দরী সুন্দরবন ধ্বংস হয়ে গেলে কষ্টের সীমা থাকবে না ।
আপনাকে আমার ব্লগে দেখে অনেক খুশি হলুম শান্তির দেবদূত :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৫৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, আরে আপনাকে না তো! অন্য একজনকে এড়িয়ে চলতাম। কাউকে পছন্দ না হলে আমি নিরবে এড়িয়ে চলি। আমি ভেবেছিলাম আপনি সেই, আসলে মাঝখানে প্রায় ৩ বছর ব্লগে ছিলাম না, একারনেই এই কনফিউশন :)

আশা করি এখন নিয়মিত আপনার ব্লগে হানা দেব। অলরেডী অনুসরনে নিয়ে নিয়েছি :)

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

জুন বলেছেন: যাক বাচালেন, আমিতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এক শান্ত শিষ্ট নির্বিরোধী ব্লগার । কাউকে কটু কথা বলা তো দুরের কথা আমাকেও কেউ বললে নীরবে পাশ কাটিয়ে যাই।
অনেক অনেক ধন্যবাদ অনুসরন করবেন বলে। আমিও আপনার গল্পগুলো পড়বো বলে ঠিক করে রেখেছি। তাই তো ঐ পেজের সবশেষ পোষ্ট থেকে সুরু করেছি পড়া ।
শুভেচ্ছা রইলো শান্তির দেবদুত :)

৫৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

দীপান্বিতা বলেছেন: আমার এখনও সুন্দরবন দেখা হয় নি...কি জানি সেই সৌন্দর্য আর পাব কি না দেখতে...

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

জুন বলেছেন: কি জানি কি আছে আপনার ভাগ্যে দীপান্বিতা ...।

অনেকদিন পর খুব ভালোলাগলো আপনাকে দেখে ।

৬০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: সুন্দরবন যাওয়া হয় নি আপু। আপনার দেয়া চমৎকার ছবিগুলো দেখে কষ্ট আরও বাড়ল। ভালো থাকুক আমার সুন্দরবন।


১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

জুন বলেছেন: ভালো থাকুক আমার সুন্দরবন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা মহামহোপাধ্যায়।

৬১| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

সিদ্ধার্থ. বলেছেন: সুন্দরবনে যাওয়া হয় নি ।বাড়ির কাছের জায়গাটাতেই যাওয়া হয় নি ।অসাধারণ জায়গা ।আপনি বাঘের দেখা পান নি ?

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

জুন বলেছেন: না তবে স্পর্শ পেয়েছি সিদ্ধার্থ । যেমন কটকার এক শরবন যেগুলো বাঘের আস্তানা। তার মাঝ দিয়ে পায়ে চলা পথ নিয়ে গেছে এক নিরিবিলি বীচে। সে পথে চলার সময় বাঘটি উঠে গিয়েছিল অনেক লোকের গলার আওয়াজ পেয়ে। তখনো জায়গাটি গরম হয়েছিল তার গা এর উত্তাপে। চারিদিকের নরম মাটিতে ছিল তার সদ্য ফেলা পায়ের ছাপ ।
আর মান্দারবাড়িয়ার বিচে দেখেছিলাম রাতের বেলা হরিনের পালিকে তাড়িয়ে নিয়ে চলেছে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৬২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছবি!

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে দেশ প্রেমিক বাঙালী :)

৬৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

আমি কবি নই বলেছেন: খুব তাড়াতাড়ি দেশে এসে সুন্দরবনটা ঘুরে আসতে হবে. ভারত মাতা আর হাসিনার দয়ায় এটা ধ্বংস হতে আর বেশি দেরি নাই..

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: যার কারনেই হোক তাড়াতাড়ি দেখে যাবেন আশাকরি। ঢোল ডগর আর মাইক বাজিয়ে, আবর্জনা ফেলে পরিবেশ দূষন করে বিশাল সংখ্যক পর্যটক ও এর ধ্বংসের একটি কারন হতে যাচ্ছে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কবি নই :)

৬৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

না পারভীন বলেছেন: সবুজ সুন্দর বন কমন পড়েছিলো । সেই সুন্দর সময়ের প্রতিটিক্ষণ মনে করা যায় । ভবিষ্যতের সুন্দর বন দেখে আতকে উঠলাম ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

জুন বলেছেন: সত্যি যদি কোনদিন এমন হয় তবে এর চেয়ে দুঃখের আর কিছু নেই। মানুষ পায় না আর আমরা পেয়ে হারাই ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৬৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১

রোদেলা বলেছেন: সুন্দরবনের আগের অবস্থা বর্ননা করে তাকে রক্ষা করার জন্য সরকারের কাছে একটি চিঠি লিখুন আজই।পর্যটন বিচিত্রার ছাপাবো।[email protected]

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রোদেলা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.