নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রের শ্বাস

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬





ভোরের সমুদ্র থেকে ভেসে আসা সমুদ্রের শ্বাস।

ঝাউবনের আড়ালে গেয়ে ওঠা ভরত পাখির গান,

সুর্যের সোনা রোদে চঞ্চল পতঙ্গ রাশি ।

চুনী পান্না্র ঝলক দেখিয়ে ভেসেছে বাতাসে।



দূর নীল সাগরের জলটাকে মনে হচ্ছে

শান্ত নিস্তরঙ্গ একটু ঝাপসা,

ঠিক যেন গলে যাওয়া সীসার চাদরে আবৃত।

দৃষ্টি ছুঁয়ে গেল জল আর মাটি,

দুইই এক মিষ্টি ঘুমপাড়ানী নেশায় আচ্ছন্ন।



শ্যাওলা ঘাসের উপর ঝকমক করে উঠছে সোনালী রোদ।

পায়ের নীচে বালি ফিসফিসিয়ে কথা বলছে –

সেরা জাতের ময়দার মতই মিহি পরিস্কার,

যেন কোন হীরা-সন্ধানীর চালুনির ফাক দিয়ে

সবে গলে পরেছে সে-বালি ।



সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত

অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।

তোমার চোখের দ্বীপ্তিটুকু

গাল বেয়ে গড়িয়ে পড়লো।

নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?



আহ কি এক নিরাশাময়, নিরানন্দ দিন,

বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে রাত,

সোনালী সুর্য উঠবে কি আর কোনদিন

এ..খা...নে ......

মন্তব্য ১৪০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: "বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে রাত
কোনদিন কি আর সুর্য উঠবে না
এ..
খা...
নে ......"

ভালো লাগা রেখে গেলাম।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য কামাল ভাই ।
আপনার রুবাইগুলো অনেক মিস করি ।

২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর :)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ কবির মুন সবসময় সাথে আছেন বলে :)

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

লেখোয়াড় বলেছেন:
জনাপু ++++++++++++++
অনেক অনেক ভাল লাগল।

আপনার কবিতাও কিন্ত অনেক ভাল হয়।

ধন্যবাদ, ভাল থাকুন।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

জুন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন লেখোয়াড়।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা মন্তব্যের জন্য ।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: সমুদ্রের শ্বাস গায়ে লাগছে মনে হয়! ভাল লাগল।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

জুন বলেছেন: শোঁ শোঁ শব্দে সমুদ্রের শ্বাস ঢাকাবাসী। সমুদ্র আমার ভারী প্রিয়, তাই কেন জানি লিখতে গেলেই সমুদ্রে চলে যাই ।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা :)

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

শান্তির দেবদূত বলেছেন: বাংলার ইবনে বতুতার ব্লগে ইবনে বতুতীয় একটা কবিতা পড়লাম; ভাল লাগল। শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

জুন বলেছেন: শান্তির দেবদূত আমি কিন্ত এর আগেও দু একটা কবিতা লেখার ধৃষ্টতা দেখিয়েছি যা হয়তো আপনার সুক্ষ দৃষ্টি এড়িয়ে গেছে :)
অবশ্য আপনিতো আমার নাম দেখলেই এড়িয়ে চলতেন। কি কষ্টই না লাগলো শুনে। নিরপরাধ একজন ফাসীর আসামী :
ভুল বুঝাবুঝির অবসান আর দারুন একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা...।

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
অনুভবের কবিতা চমৎকার লেগেছে আপু। :)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা একজন আরমান :)

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: দারুণ লেগেছে আপু, বিষন্নতার কবিতা ।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

জুন বলেছেন: কি জানি মামুন সুখি সুখি কবিতা লিখতে গিয়ে কেমন যেন দুখঃ ভারাক্রান্ত হয়ে পরে :(
মন্তব্য আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

ফালতু বালক বলেছেন: নামটা তো অদ্ভূত রকম ভালো হইছে।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ফালতু বালক :)

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার হয়েছে

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা স্বপ্নবাজ অভি :)

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

বশর সিদ্দিকী বলেছেন: এ..
খা...
নে ......

একগুচ্ছ ভাল লাগা রেখে গেলাম। সহমত এ.টি.এম.মোস্তফা কামাল

কবিতা ভাল লাগল।

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: আপনার ভালোলাগার কথা শুনে আমারো অনেক ভালোলাগলো bashor_17 :)
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন .।.।.।

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ভালো লাগলো +++

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো দুঃস্বপ্০০৭ :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা রইলো ....।

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



পায়ের নীচে বালি ফিসফিসিয়ে কথা বলছে –
সেরা জাতের ময়দার মতই মিহি পরিস্কার,
যেন কোন হীরা-সন্ধানীর চালুনির ফাক দিয়ে
সবে গলে পরেছে সে-বালি ।


দুর্দান্ত কবিতা আপু ++++++++ অগনিত।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

জুন বলেছেন: বালিগুলো একদম তীর ময়দার মত নাকি ইফাদ সেটাই চিন্তার বিষয় :||

কান্ডারী ভালোলাগলো জেনে অনেক ভালোলাগলো :)
সবসময় সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ সাথে শুভকামনা ....।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

রাইসুল নয়ন বলেছেন:




দহন দহনে সময় শেষ,
ভাসা হলনা জীবন সমুদ্রে!

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

জুন বলেছেন: তাই নাকি !! তাতে কি ? জীবন তো সবে শুরু এখনই শেষ হওয়ার কথা বলছেন কেন রাইসুল নয়ন !
অনেক ভালোথাকুন সাথে রইলো অনেক শুভেচ্ছা প্রতিনিয়ত.....

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সূর্য উঠতেই হবে।
বেদনারা যখন জানবে তাদের নিয়ে দারুন কবিতা হয়ে গেছে।
সূর্য না উঠে যাবে কই, বেদনারাও পালাবে।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২

জুন বলেছেন: হু সোনালী পালক জড়িয়ে সুর্যকে উঠতেই হবে দুর্জয় ।
বেদনারা পালিয়ে যাক সুখের অন্তরালে চিরদিনের মত।
অসংখ্য ধন্যবাদ সাথে আছো বলে সবসময় ।
রাতের শুভেচ্ছা ....

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুর্য উঠবে মানে , না উঠে যাবে কই :)

কবিতা ভালা পাইছি

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

জুন বলেছেন: হু উঠেছে মাসুম ১৪ এক দম ঝকঝকে গন গনে আগুনের মত এক সুর্য। কিন্ত এগারোটা বাজতেই আকাশ কালো হয়ে দারুন বৃষ্টি পুরো ঢাকা শহর জুড়ে ঠিক আষাঢ়ের মত ।
কবিতা ভালোলাগার জন্য অগনিত শুভেচ্ছা :)

১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

কালোপরী বলেছেন: :)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

জুন বলেছেন: কলোপরী শুধু ইমো দিয়ে গেল :(
:)

১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২১

বোকামন বলেছেন:
সমুদ্রের শ্বাসে পাখিদের গান
রোদ আলোর সাথে পায়ের শব্দের সখ্যতা
নিস্তরঙ্গ দৃষ্টিতে বিলীন হয়ে যাচ্ছে !


বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে ঘুমপাড়ানীদের আগমন ...
নিশ্চয়ই এ রাত ফুরিয়ে যাবে, মিষ্টি আলোর দ্যুতিতে আলোকিত হবে সবুজ প্রান্তর ।।

মুগ্ধপাঠ ! কবিতায় ভালোলাগা :-)
ভালো থাকুন । শুভকামনা ।

+

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

জুন বলেছেন: বোকামন নিরাশাময়, নিরানন্দ দিন,
বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে আমরা সবুজের দেখা পাবো, পাবো আলোক রশ্মি । সেদিনের অপেক্ষায় আমরা সবাই।
আপনার মনযোগী পাঠে সামান্য কবিতা আমার অসামান্য হয়ে উঠলো।
ভালো থাকুন অনেক আর সাথে থাকুন প্রতিনিয়ত । আপনার প্রেরনাভরা মন্তব্যে উতসাহিত হই হাবিজাবি লেখা চালিয়ে যাবার।
শুভেচ্ছা রাতের :)

১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওরে ! এখন আমি তোমার হিংসিত ভক্ত হয়ে গেলাম যে ! +++++++++++++++++++++++++++

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

জুন বলেছেন: হিংসিত ভক্ত তিতির তুমি বললে এই কথা :-*
আমি কই যাই,
কি করি !!
ব্যাপক চিন্তার ইমো হবে :P

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, সাথে রাতের শুভেচ্ছা ফ্রি :)

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্লাস দিয়ে ভালো লাগা প্রকাশ করতে না পারলেও, সমুদ্রের স্পর্শ পেয়ে মুগ্ধ হয়েছি- এই বিষয়টা জানাতে চাই।

শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

জুন বলেছেন: হু আমিও ইদানীং কাউকে + দিতে পারছি না প্রফেসর শঙ্কু :(
তবে ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো।

২০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২১

অবিনাশী অন্ধকার বলেছেন: কবিতার প্রতিটি কথাই সুন্দর । :)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯

জুন বলেছেন: অবিনাশী অন্ধকার স্বাগতম আমার ব্লগে । কেন জানি অসুন্দর কোন কথা দিয়ে আমার কিছু লিখতে ইচ্ছে করে না ।
ভালো থাকবেন শুভেচ্ছা রাত্রির .।.।.।।

২১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

শ্যামল জাহির বলেছেন: অনেক অনেক ভাল লাগলো 'সমুদ্রের শ্বাস'!
শুভ কামনা।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

জুন বলেছেন: আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ শ্যাম্ল জাহির সাথে থাকার জন্য।
শুভেচ্ছা রাত্রির ....

২২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

হৃদয় রিয়াজ বলেছেন: পায়ের নীচে বালি ফিসফিসিয়ে কথা বলছে –
সেরা জাতের ময়দার মতই মিহি পরিস্কার,
যেন কোন হীরা-সন্ধানীর চালুনির ফাক দিয়ে
সবে গলে পরেছে সে-বালি ।

সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত একটা দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু যেন
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৩

জুন বলেছেন: আপনি মনে হয় আমার ব্লগে প্রথম আসলেন হৃদয় রিয়াজ ?
স্বাগত জানাই :)
পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

২৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

হৃদয় রিয়াজ বলেছেন: পুরটাই দারুণ তবে এটুকু একটু বেশই ভাল লাগল।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৩

জুন বলেছেন: ওহ তাই ! অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা :)

২৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৯

ভারসাম্য বলেছেন: অতীব সুন্দর! একেবারে সেরা জাতের গম দিয়ে সেরা মানের ময়দার মত মিহি !! ;)

+++++

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫

জুন বলেছেন: ভারসাম্য আপনি যথার্থই বলেছেন বারির আবিস্কৃত সেরা জাতের গম থেকে তৈরী ময়দা দিয়ে তৈরী বালি :)
অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন সাথে থেকে উতসাহ দিয়ে যাচ্ছেন বলে।
অনেক ভালো থাকুন ।

২৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৮

কয়েস সামী বলেছেন: motamoti laglo api. valo thakun. keno janina banglay likhte parchi na!

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬

জুন বলেছেন: ধন্যবাদ কয়েস সামী। আপনি যথার্থই বলেছেন কবিতাটি মোটামুটি। অনেক অনেক ধন্যবাদ সত্য মন্তব্যটির জন্য :)
সকালের শুভেচ্ছা রইলো ।

২৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

অদৃশ্য বলেছেন:





জুনাপু


লিখাটি খুব ভালো লাগলো আমার... লিখাটির শুরুটা আশাজাগানিয়া অনুভবের হয়েও শেষটা হঠাৎই হতাশার হয়ে গেলো...

ভাবনাগুলো ঠিক এভাবেই দৌড়ায়... আশায় নিরাশায়...


শুভকামনা...

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮

জুন বলেছেন: অদৃশ্য ,
এমনি ভাবেই আমাদের সব আশাগুলো নিরাশায় পরিনত হয়ে যায় কালের চক্রে তাইনা ? যদিও আমি নেগেটিভ কিছু লিখতে চাইনা তারপর ও কেমন করে জানি শেষ পর্যন্ত এই পরিনতি দাঁড়ায় আমার সব হাবিজাবি অনুল্লেখ্য লেখাগুলোতে ।
অনেক শুভকামনা রইলো আর অসংখ্য ধন্যবাদ অদৃশ্য থেকে সব সময় সাথে থাকার জন্য :)

২৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

নেক্সাস বলেছেন: আহ কি এক নিরাশাময়, নিরানন্দ দিন,
বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে রাত,
সোনালী সুর্য উঠবে কি আর কোনদিন
এ..খা...নে ....

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

জুন বলেছেন: আহ কি এক নিরাশাময়, নিরানন্দ দিন,
বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে রাত,
সোনালী সুর্য উঠবে কি আর কোনদিন
এ..খা...নে ..
..

ঠিক তাই নেক্সাস ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য দীর্ঘ সময় জুড়ে :)

২৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

আমিনুর রহমান বলেছেন:



আপু ভালো হয়েছে।

সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু যেন
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভালোলেগেছে জেনে ।
সকালের শুভেচ্ছা :)

২৯| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। !:#P

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ সকালের একরাশ শুভেচ্ছা সুমন কর :)

৩০| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর প্রকাশ!!
চমৎকার হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

জুন বলেছেন: অনেক খুশী হোলাম জেনে আপনার ভালোলেগেছে কবিতাটি সোনালী ডানার চিল।
শুভকামনা সকালের :)

৩১| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতায় +

শুভকামনা জানিবেন নিরন্তর।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫২

জুন বলেছেন: আপনার জন্যও রইলো অনেক শুভকামনা রাইসুল সাগর।
শুভেচ্ছা সকালের :)

৩২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: জুন,


দৃষ্টি ছুঁয়ে গেল ছবিটির জল আর মাটিই শুধু নয়, আপনার কবিতার কথারা ও !

বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে রাত এলে , কবিতার মতো করেই কারো গাল বেয়ে ঝরে পরে বৃষ্টির ফোটা । লোকে নাকি তাকে "কান্না" বলে !
সীসার চাদরে আবৃত সমুদ্রের শ্বাসে যেন সেই কান্নারই ভেজা স্বাদ পেলুম ।

শহরের আকাশটাও বোধহয় আজ আপনার কবিতার শব্দই শুনিয়ে গেল !


বৈচিত্রহীন রাতের শুভেচ্ছা জানবেন ।



২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪

জুন বলেছেন: অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।
সাথে সকালের একরাশ শুভেচ্ছা আহমেদ জী এস ।

৩৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

সায়েম মুন বলেছেন: বেশ বেশ! খুব ভাল লেগেছে আপু।
আগেই পড়েছি মনে হচ্ছে। #:-S

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫

জুন বলেছেন: ভালোলাগলো জেনে অনেক ভালোলাগলো মুন ।
মনে হয় ফেবুতে পড়েছো।
সকালের শুভেচ্ছা জেনো :)

৩৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

রেজওয়ান তানিম বলেছেন: বাহ বেশ লাগল

ব্লগ কবিদের তো ভাত মারবেন

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫

জুন বলেছেন: তানিম সেই সুদুর জার্মানী থেকে উতসাহ দেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থেকো অনেক।

৩৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ভোরের সমুদ্র থেকে ভেসে আসা সমুদ্রের শ্বাস।
ঝাউবনের আড়ালে গেয়ে ওঠা ভরত পাখির গান,
সুর্যের সোনা রোদে চঞ্চল পতঙ্গের ঝাক।
পায়ের শব্দে বাতাসে ভেসে চলে চুনী পান্নার মত ।


ভালো লাগলো আপু। শিরোনামটা সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৬

জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো ছাই ভাই ।
সকালের শুভেচ্ছা জানবেন।

৩৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

ভিয়েনাস বলেছেন: আহ্ ! প্রশান্তিময় কবিতা আপু।

অনেক ভালো লাগলো :)

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৮

জুন বলেছেন: প্রশান্তি পেলেন কই ভিয়েনাস। এতো নিরাশায় ভরা নিরানন্দ কবিতা ।
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা জানবেন :)

৩৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! চমৎকার। জুন আপু!! আপনি তো একজন ব্লগ অলরাউন্ডার!! সব বিষয়ে সমান দক্ষতা!!! :D

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

জুন বলেছেন: কিছু লিখলেই কি লেখা হয় কাল্পনিক ? এটা ব্লগ বলেই লেখার সুবিধা ডায়রীর মত হাবিজাবি। আর তোমরা এসে কিছু বলে যাও ।
ভালোলাগ্লো তোমার উপস্থিতি ।
অনেক শুভকামনা তোমার জন্য ।

৩৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১০

রাইসুল নয়ন বলেছেন:




আপু,
আপনার কবিতা পড়ে লাইন দুটি লিখেছিলাম!!
আমি ভাসছি :)

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩

জুন বলেছেন: হু ভেসে থাকো কচুপাতার পানির মত রাইসুল নয়ন, ভেসে থাকাটাই সুবিধা এই জগতে ।
ডুবলেই শেষ মনে রেখ ।
আবার আসার জন্য অশেষ ধন্যবাদ :)

৩৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জাস্ট ওয়াও !!

সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু যেন
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

জুন বলেছেন: জাষ্ট থ্যাংকস বিথি ।
শুভেচ্ছা একরাশ :)

৪০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

ময়নামতি বলেছেন: সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য সিসটারকে অসংখ্য ধন্যবাদ।+++++++

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

জুন বলেছেন: আপনাকেও অনেকদিন পর দেখলাম ময়নামতি ভাই । আশাকরি ভালো আছেন । কবিতা ভালোলাগার কথা শুনে খুব ভালোলাগলো :)

৪১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

এম ই জাভেদ বলেছেন: পায়ের নীচে বালি ফিসফিসিয়ে কথা বলছে –
সেরা জাতের ময়দার মতই মিহি পরিস্কার,
যেন কোন হীরা-সন্ধানীর চালুনির ফাক দিয়ে
সবে গলে পরেছে সে-বালি ।

এ অংশ টা মনে ধরেছে। সেরা জাতের ময়দা কিন্তু আরও বেশি মিহি আপু । ভাগ্যিস ব্র্যান্ডের নাম বলেন নি। তাহলে মামলায় ফেসে যেতেন।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

জুন বলেছেন: হু ভাগ্যিস ব্র্যান্ডের নামটা বলি নি ঠিকই বলেছেন এম ই জাভেদ ।
নাহলে আমি হয়তো এখন কারাগারে তারপর ঐ নেতার মত বসে বসে জেলে বসবাসের ইতিহাস লিখতাম :!>
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: প্রথমে ভাবলাম প্রকৃতিবাদী সমুদ্রপ্রেমী কবিতা কিন্তু

সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু যেন
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?


পরে এসে প্যাচ লেগে গেলো :-&

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

জুন বলেছেন: প্যাচের জন্যই কি দুবার পড়তে হলো কুনো :-*
অনেক শুভকামনা তোমার জন্য .।.।

৪৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: প্রথমে ভাবলাম প্রকৃতিবাদী সমুদ্রপ্রেমী কবিতা কিন্তু

সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু যেন
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?


পরে এসে প্যাচ লেগে গেলো :-&

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

জুন বলেছেন: :-& :-& B:-/

৪৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

রাইসুল নয়ন বলেছেন:



আপু,
ডুবলে শেষ কে বলল?
ডুবে যাওয়াই নিয়ম!

যতক্ষণ ভেসে থাকবেন ক্ষুধা মিটবে না ভাসার!!
কষ্ট টষ্ট করে কোন কায়দায় একবার ডুবলেই ঝামেলা শেষ!!


বার বার আসছি,বিরক্ত হচ্ছেন না তো?
হলে বলেন,ক্ষমা চাইবার সাহস আমার আছে।।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

জুন বলেছেন: না না বিরক্ত হবো কেন রাইসুল নয়ন কি বলো !
না না ডুবে যাওয়ায় কোন কৃতিত্ব নেই মনে রেখ । ভেসে থাকার চেষ্টাই করা উচিত কলা গাছের ভেলায় হলেও ।

৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

অদৃশ্য বলেছেন:





একটি লিখা শুরু করলে বা শুরু হয়ে গেলে তা তার নিজের মতো আচরণ করতে থাকে বা ভাবনা তৈরী করতে থাকে ... তখন লেখক অনেক কিছু লিখতে না চাইলেও বা ভাবতে না চাইলেও তা করতে বাধ্য...

হয়তো আপনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে... প্রকৃত ভাবতো এমনই

জুনাপুর জন্য
শুভকামনা...

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

জুন বলেছেন: ঠিক বলেছেন অদৃশ্য
একটি লিখা শুরু করলে বা শুরু হয়ে গেলে তা তার নিজের মতো আচরণ করতে থাকে বা ভাবনা তৈরী করতে থাকে .।

বিশেষ করে আমি আমার প্রতিটি গল্প লেখার সময় ভেবেছি একটা হ্যাপি এন্ডিং দেবো। আমি শুধু শুরুটা ভেবে লিখতে শুরু করি ।শেষটা কি হবে তা নিয়ে কোন কিছু ভাবিনা ।
জাষ্ট সামুর নতুন ব্লগ লিখতে থাকুন খুলে একটানা লিখে যাই।
তারপর ব্লগে প্রকাশ করুন বাটনে ক্লিক। কি লিখলাম না লিখলাম এডিটের বালাই নেই।
এজন্যই আমার লেখার মান খুব একটা উচু দরের হয় না অদৃশ্য :(
শুধু মনের আবেগে লেখা :)

অদৃশ্যের জন্য ও দিপ্রহরের অনেক অনেক শুভেচ্ছা .....

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

মশিকুর বলেছেন:
এইতো সেদিন কুয়াকাটায়, রাতে একা হাঁটতে হাঁটতে, সমুদ্রের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনলাম। শিরনামে মনেপরে গেল।

কবিতা সুন্দর

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে আপনাকে মশিকুর :)
হু অনেক দূর এর অনেক গভীর থেকে ভেসে আসা সমুদ্রের শ্বাস আমি বহুবার শুনেছি আপনার মত।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

৪৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

অরুদ্ধ সকাল বলেছেন:
দূর নীল সাগরের জলটাকে মনে হচ্ছে
শান্ত নিস্তরঙ্গ একটু যেন ঝাপসা,
ঠিক যেন গলে যাওয়া সীসার চাদরে আবৃত।
দৃষ্টি ছুঁয়ে গেল জল আর মাটি,
দুইই যেন এক মিষ্টি ঘুমপাড়ানী নেশায় আচ্ছন্ন।




সহজ শব্দ দিয়ে আপনি কবিতা সাজিয়ে তুলেছেন
পড়তে বেশ ভালো লাগলো।
এভাবেই আরো লিখুন।
আরো কবিতা চাই

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

জুন বলেছেন: আচ্ছা এই সব কবিতা যদি তোমার মত কবির ভালোলাগে তবে চেষ্টা করবো লিখতে সকাল। ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে :)

কিন্ত তোমার নন্দিনীর কি হলো ?
সেখানে নিশ্চুপ হয়ে আছো ?

৪৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

শোশমিতা বলেছেন: সুন্দর কবিতা!
অনেক ভালো লাগলো +

কেমন আছেন আপু?

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬

জুন বলেছেন: আরে শোশমিতা আপনার খবর কি ? কত দিন পর আসলেন ।অনেক ভালোলাগলো আপনাকে দেখে। লিখেন না কেন আর ?

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)
শুভকামনা অনেক অনেক......।

৪৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

প‌্যাপিলন বলেছেন: কবিতায় সমুদ্র অনুভব - মুগ্ধময়

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্যাপিলন

৫০| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

শায়মা বলেছেন: সমুদ্রের কাব্য!

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

জুন বলেছেন: হ্যা শায়মা প্রিয় সমুদ্র নিয়ে কাব্য :)

৫১| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯

বোকামন বলেছেন:

সচরাচর মন্তব্যের উত্তর দেখতে আসা হয় না/ সময় পাই না ।
আজ আসলুম আপনার উত্তরটি দেখতে :-)

ব্যথিত হলাম কিছুটা
হাবিজাবি বললেন তাই দেখে ...

নিজের সৃষ্টিকে হাবিজাবি বলতে নেই । বরং সেটা উত্তম । বিশেষ করে তা যখন হয় হৃদয়ের গভীর থেকে উঠে আসা শব্দমালা ...

মন্তব্যটি বিরক্তের কারণ হলে ক্ষমাপ্রার্থী রইলাম :-)

ভালো থাকবেন ।।

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

জুন বলেছেন:
আমিও নিজের মন্তব্যের উত্তর দেখার সময় খুব একটা হয়ে উঠে না। না না মোটেও বিরক্ত হইনি বোকামন বরং আপনার সুচিন্তিত মন্তব্যে খুশী হয়েছি বলতে পারেন।
তবে আমি আপনার বক্তব্যের সাথে একমত হতে পারলাম না ভাই। আমি সত্যি বলতে কি নিজের লেখা নিয়ে খুব একটা তৃপ্ত নই। তাই প্রতিনিয়ত এডিট করে চলি । যেহেতু এটা আমার ডায়েরী তাই নিত্য সাজিয়ে গুছিয়ে রাখি :)
অনেক অনেক ধন্যবাদ আবার এসেছেন বলে।

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আপু .........
বিষণ্ণ কবিতায় ভালোলাগা :)

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: মনিরা সুলতানা অনেকদিন পর দেখলাম যেন।
আপনাকে সহাস্য শুভেচ্ছা :)

৫৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

শোভন শামস বলেছেন: অনেকদিন আপনার লিখা দেখছি না। মন্তব্য করছেন না অনেকদিন

ভাল থাকবেন

ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: হ্যা শোভন শামস অনেক দিন হয় আপনার পোষ্টগুলোতে কিছু বলা হয়না।
যাবো সময় করে । কিন্ত সময়টা বের করাই অনেক কষ্ট।
আপনিও ভালো থাকুন অনেক অনেক ।
শুভকামনা .....।

৫৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

শেরজা তপন বলেছেন: ছবিটা চমৎকার মানিয়েছে লেখার সাথে। আর লেখার প্রশংসাতো বহুজনে করেছেন তাই এইবার বিরত রইলাম :)

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: অনেক ধন্যবাদ শেরজা তপন মন্তব্যের জন্য।
তবে ছবিটার জন্য গুগুলকে ধন্যবাদ জানাতে হয় :)

৫৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০

মাহমুদা সোনিয়া বলেছেন: দারুণ আপু!!!

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

জুন বলেছেন: সোনিয়া এখনো যে কিছু কিছু ব্লগারের টানে ব্লগে আসো তার মধ্যে আমিও আছি দেখে খুশির সাথে গর্বও বোধ করি ।
অনেক অনেক ধন্যবাদ।

৫৬| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

টুম্পা মনি বলেছেন: চমৎকার লেখনী। অনেক ভালো লাগল।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

জুন বলেছেন: ভালোলাগার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ টুম্পা মনি

৫৭| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপু তো ভালা কবিই। আচ্ছা কবি আপু একবার ভাবেন তো, লেখাটায় যতটা যেন ব্যবহার করেছেন সেগুলো যদি না থাকে তাহলে কেমন হয়?

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

জুন বলেছেন: আপনার কথায় অনেকগুলো যেন উঠিয়ে দিলাম জুলিয়ান ভাই। এখন কেমন হলো বলুনতো ?
সঠিক দিক নির্দেশনায় আমার লেখাগুলো একটু পড়ার যোগ্য হয়ে উঠলে অনেক ভালোলাগবে।
শুভেচ্ছা রাত্রির

৫৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: আর কোনো লেখা নাই আপুনি???

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

জুন বলেছেন: সময় পাইনা তেমন শায়মা।
আর আমার এই সব অং বং লেখার পাঠকই বা কই ;)
ওয়েট লিখবো লিখব :)

৫৯| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

অ্যানোনিমাস বলেছেন: জুনাপি অলস হয়ে গেছেন দেখি :(

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

জুন বলেছেন: :-< :-< |-) |-)

৬০| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

বেঈমান আমি. বলেছেন: তুমি ফেসবুকে সামুরে নিয়া আফসোস না করে সামুতে পোস্ট দেওনা কেন?

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১২

জুন বলেছেন: আমি কোথাও কাউকে নিয়ে আফসোস করি না বেইমান
ও শুধু সামান্য স্ট্যাটাস :( :(

৬১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভোরের সমুদ্র থেকে ভেসে আসা সমুদ্রের শ্বাস।
ঝাউবনের আড়ালে গেয়ে ওঠা ভরত পাখির গান,
সুর্যের সোনা রোদে চঞ্চল পতঙ্গের ঝাক।
পায়ের শব্দে বাতাসে ভেসে চলে চুনী পান্নার মত ।


ভালো লাগলো আপু। সুন্দর প্রকাশ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ আপনাকে।

৬২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

মায়াবী ছায়া বলেছেন: প্রতিটা লাইনে প্রানের ছোঁয়া পেলাম ।
সুন্দর কবিতা ।
ভাল থাকুন আপু ।।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।
আপনার নিক নামটি ভারী সুন্দর।
আপনিও অনেক ভালো থাকুন :)

৬৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮

রহস্যময়ী কন্যা বলেছেন: সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?
8-| 8-| 8-|

চরম হইসে জুনাপি :)
পড়েই তো কেমন শান্তি লাগে 8-|

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রহস্যময়ী কন্যা ভালোলাগার জন্য :)

৬৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:


সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?


সুন্দর!
ভাললাগা কবিতায় +++++

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন চমৎকার একটি আইডিয়া তৈরির জন্য :)

৬৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

শাবা বলেছেন: কবিতায় সুন্দর ভাবের প্রকাশ ঘটেছে।

আমার ব্লগে আমন্ত্রণ রইলো।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে শাবা ।
অবশ্যই যাবো আপনার ব্লগে :)

৬৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

শাবা বলেছেন: আমার ব্লগে কি গিয়েছেন? মন্তব্য কাম্য।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

জুন বলেছেন: জি গিয়েছিলাম আর মন্তব্য করে এসেছি আপা

৬৭| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

ত্রিশোনকু বলেছেন: ভালো লাগলো জুন।

কবিতাটি পাঠককে আত্মিকরন করে।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

জুন বলেছেন: তোমার প্রশংসা পেয়ে অনেক খুশী হোলাম ত্রিশঙ্কু ।
ধন্যবাদ

৬৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ধূর্ত উঁই বলেছেন: এই পচা কবিতা এত মানুষে পড়েছে। আর আমি এত সুন্দর কবিতা লিখলাম অথচ কে উ পড়েনা। আমি পোকা তাই অবহেলা। পোকার বুঝি মন নাই। প্রেম ভালবাসা নাই। :(

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: আমিও তাই ভাবি ধুর্ত উই । তবে এখানে পোকা মাকড়দের আমি চুনী পান্না বলেছি কিন্ত খেয়াল করে দেখেন ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

নাছির84 বলেছেন: উমদা ! উমদা !
ভাষার বৈচিত্রটা আমার বরাবরই ভীষন পছন্দ। লাইনগুলোতে তাই ফুটে উঠেছে।
ভাল লাগা।
আপনার লেখা...সেরা জাতের ময়দার মতই মিহি পরিস্কার,সফেদ-সাদা।

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে নাছির ৮৪ পুরোনো হয়ে যাওয়া একটি কবিতা পাঠের জন্য ।
এই ৮৪ কি আপনার বয়স নাকি ! :-*
:) :)

৭০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

নাছির84 বলেছেন: একটা গল্প শুনুন-

মেহেদী আর নাসির দুই বন্ধু। বলা যায়, মানিকজোড়। ব্লগ সম্পর্কে মেহেদীর তেমন কোন ধারনা নেই। কিন্তু লেখালেখির একটা সুপ্ত ইচ্ছে। সেই প্ররোচনায় ভুলে একদিন মেহেদী তার ‌'টেক বিশেষজ্ঞ' (বিশেষ+অজ্ঞ) বন্ধু নাসিরকে বলে-ব্লগে একটা্ অ্যাকাউন্ট খুলে দিও তো ?
নাসির মুচকি হাসে।
কয়েকদিন পরের কথা। মুরগীর রান চিবোতে চিবোতে নাসির তার বন্ধুকে বলে-ব্লগে অ্যাকাউন্ট খুলছি। এই নাও আইডি...পাসওয়ার্ড..।
রেষ্টুরেন্টে বিল মিটিয়ে মনে মনে নাসিরের শ্রাদ্ধ করতে থাকে মেহেদী। ব্লগারের নামটা যে-নাসির৮৪ !
তারপরও মানুষ নাকি সামাজিক জীব ! মেহেদী তাই বুঝে নিয়ে মনকে সান্তনা দিয়েছে এই বলে- হাজার হোক বন্ধুই তো !
পরে জানা গেছে ৮৪ সংখ্যাটা নাসিরের জন্মসাল।



২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

জুন বলেছেন: মজার একটি গল্প শুনে অনেক্ষন হাসলাম নাছির। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.