নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলাতলী মোড়ের শার্ক ফোয়ারা
প্রায় বছরই আমাদের প্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার যাওয়া হয় বেড়ানোর জন্য। কোন এক পোষ্টে বলেছিলাম যে সেখানকার ধুলোবালিও মনে হয় আমাদের পায়ের চিন্হ চিনে ফেলেছে।
কক্সবাজার বিমানবন্দর
কিন্ত এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেও সেই প্রিয় কক্সবাজারে এবার এক জরুরী কারনে যেতে বাধ্য হোলাম। নইলে এ অবস্থায় বেড়ানোর কথা ভাবাও অসম্ভব।
আমাদের বহন করে নিয়ে যাওয়া এয়ারক্র্যাফট
যাই হোক অবরুদ্ধ ঢাকা থেকে ১০ই ডিসেম্বর ইউনাইটেড এয়ারে আমরা তিনজন দুপুর বেলা কক্সবাজার পৌছালাম, সময় লাগলো এক ঘন্টা ।
নীরব জনশূন্য কলাতলী রোড
ব্যাটারির অটো রিকশা করে রওনা হোলাম আমাদের বুকিং দেয়া হোটেলের উদ্দেশ্যে।শহরে ঢুকেই চমকে গেলাম আমার প্রিয় কক্সবাজারের রূপ দেখে। চাঁদের গাড়ী থেকে শুরু করে বিশাল বিশাল শীততাপ নিয়ন্ত্রিত বাস আর ব্যাক্তিগত গাড়ী, অটো রিকশায় যেখানে রাস্তাঘাট জমজমাট।পর্যটকের পদভারে মুখরিত থাকে সমস্ত এলাকা। সেখানে এ কোন শহর ? মনে হলো এক মৃতপুরীতে প্রবেশ।
পর্যটক বিহীন একটি হোটেল যা অন্য বছর থাকে কলকাকলী মুখর
তারকা বিশিষ্ট হোটেল থেকে ছোট বড় সব হোটেলের বারান্দাগুলোতে তো এখন সমুদ্র স্নানে ভেজা কাপড় শুকাতে দেয়ার কথা। সেই সারি সারি রেলিং গুলো শূন্য পরে আছে। বারান্দার দিকের সব দরজা জানালা শক্ত করে বন্ধ হয়ে আছে।
কলাতলী রোডের সি প্যালেস হোটেল
যেই দু একটা হোটেলে ঢুকলাম শুস্ক ম্লান মুখ ম্যানেজাররা সাদরে ডাকছিল তাদের হোটেলে থাকার জন্য।কিন্ত সেই খালি নির্জন হোটেল গুলো কেমন ভীতিকর ।
একের পর এক জনমানব শূন্য হোটেল পার হয়ে যাচ্ছি।
ওসেন প্যালেস হোটেল
হোটেল ওসেন প্যালেস পার হয়ে আসলাম শেষ পর্যন্ত আমাদের স্কুটার চালক জানালো কলাতলী মেইন রোডের উপরেই ভালো হোটেল এর সন্ধান। বছর দেড়েক আগে উদ্ভোধন হওয়া পাঁচ তারকা হোটেল ওসেন প্যারাডাইস থেকে একটু আগে।
ওসেন প্যারাডাইস দেখে মনে হয়নি সেখানে কেউ আছে
কিন্ত সেই শূন্য নগরীতে আমরা চাচ্ছিলাম একটু নিরাপত্তা, আশেপাশে খাবার হোটেল আছে এমন। সেই চালকের কথা মতই শেষ পর্যন্ত ঠিক হলো আমাদের থাকার জায়গা।
জনমানবহীন কলাতলী রোড
এগুলো সব এক বেড, এক লিভিং এমন দুই রুমের স্টুডিও এপার্টমেন্ট। বেশিরভাগ মালিকরা সমিতির মাধ্যমে এই এপার্টমেন্টেগুলো হোটেল হিসেবে ভাড়া দিয়ে থাকে।
স্টুডিও এপার্টমেন্ট
এমনি দুটি পাশাপাশি এপার্টমেন্ট ভাড়া নিলাম প্রতিটি ৮০০ টাকা করে। উল্লেখ্য যে অন্য সময়ে এগুলোর ভাড়া চার হাজার টাকা প্রতিদিন।
রুমে উঠে ফ্রেশ হয়ে খাবারের সন্ধানে বের হোলাম। পাশেই কক্সবাজারের বিখ্যাত চালু খাবার রেস্তোরা ধানসিড়ি যেখানে খালি টেবিল পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় অন্য বছর ।
দুপুরবেলার ধানসিড়ি রেস্তোরা
আজ সেই ধানসিড়ি ভর দুপুরে নিশঃব্দ নীরব হয়ে আছে।ম্যানেজার ঝিমুচ্ছে, পরিবেশকরা পাংশু মুখে অসহায় দাঁড়িয়ে আছে চেয়ার ধরে। আমাদের প্ল্যান ছিল সেন্ট মার্টিন যাবার। টেকনাফ যাবার কোন পরিবহন নেই, বন্ধ হয়ে আছে সব জাহাজ সাথে তাদের অফিসগুলোও।
কেয়ারী সিন্দাবাদের বন্ধ অফিস
কক্সবাজার থেকে সেন্ট মার্টিন চলাচলকারী জাহাজ কেয়ারী সিন্দাবাদের বন্ধ অফিস। এমনি ভাবে বন্ধ হয়ে আছে সব কটি পরিবহনের কলাতলী শাখা অফিস। বুথে টাকা তোলার কোন লোকই দেখলাম না।
শূন্য রেস্তোরায় চা এর অপেক্ষায়
পাশের রেস্তোরায় বিকেলে চা খেতে গেলাম। ম্যানেজার জানালো সেদিন আমরাই ছিলাম সারাদিনে তাদের রেস্তোরার তিন কাপ চা এর দাম ষাট টাকার একমাত্র ক্রেতা। লজ্জিত হয়ে উঠলো যখন একশ টাকা থেকে চল্লিশ টাকা ফিরিয়ে দিতে পারছিল না সে।
কক্সবাজারের এক শূন্য রেস্তোরা
ড্রয়ার ঘাটতে ঘাটতে এক সময় বিক্ষুদ্ধ হয়ে বলে উঠলো 'এভাবে চল্লে দেখবেন আর দুদিন পর মানুষ লুট পাট করতে নামবে', প্রতিমাসে ১০ লক্ষ টাকা লস দিচ্ছে তাদের মত মাঝারী মানের হোটেলই। আরো জানালো সেই স্টুডিও এপার্টমেন্টগুলো সমিতির কাছ থেকে নিয়ে হোটেল হিসেবে তারা ভাড়া দিচ্ছে এবং মে মাস থেকে লোকসানের মধ্যে দিয়ে চলছে।
অন্য সময় এই টিউব নিয়ে থাকে পর্যটকদের কাড়কাড়ি
১৬ই ডিসেম্বর স্বাধীনতা দিবসের ছুটি। আমরাও সকালে এসে ৫০টাকা ঘন্টার চেয়ার কুড়ি টাকা করে ভাড়া নিয়ে বসলাম।আমরা ছাড়া আর কাউকে দেখলামনা।তারপর ও বিনোদন এর সাথে জড়িতরা কিছু কিছু জিনিস এনে সাজাতে বসলো। একজন সেই নীরব নিঝুম বীচে টিউবগুলো এনে সাজিয়ে রাখলো, যদি হঠাৎ কেউ এসে নীল সাগরে ঢেউয়ের দোলায় ভাসতে চায় ক্ষনিকের তরে।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখন জন মানবশূন্য
অতীতে যতবারই এখানে এসেছি অর্থাৎ লাবনী, সুগন্ধা বা কলাতলী বীচে সবসময় থাকতো লোকে লোকারন্য।একটু হেটে এগুতে থাকতাম একটু নির্জনতার আশায়।মনে মনে ভাবতাম ইশ বীচটায় যদি একটু কম লোকজন থাকতো তাহলে কত ভালোই না লাগতো।থাকতোনা কোন ঝিনুক কন্যাদের ঝিনুক মালা আর দুল বিক্রির আবদার।
মৃত সৈকত
চা -কফি চিপস হকারদের কিছুক্ষন পর পর এসে বিরক্ত করা। ফটোগ্রাফারদের অসাধারন ছবি তুলে দেবার জন্য গর্বিত অনুরোধ। এবার আমরা সেই কক্সবাজার সৈকতকেই পেলাম যেমনটি কল্পনা করতাম। কিন্ত আশ্চর্য্য যে বাস্তব অনুভূতিটি সম্পুর্ন বিপরীত। কেমন যেন গা ছম ছম করা নীরবতা ।
উলটে রাখা চেয়ার
মোট সাতদিনের একদিনও কাউকে দেখিনি সমুদ্রের ঢেউয়ের সাথে খেলায় রত বা পা টুকু সামান্য ভিজাতে। সারি সারি খালি চেয়ার পরে আছে পর্যটক বিহীন সৈকতে।
এবার একটি ছোট্ট মেয়ে তার ঝুড়িটি নিয়ে আমার গা ঘেষে দাঁড়িয়ে ঝিনুকে গাথা মালা আর দুল দেখিয়ে বল্লো ' তিন পাতা কুড়ি টাকা দেব, আমি সকাল থেকে নাস্তা খাইনি'।
যথারীতি ঢাকার মানসিকতায় আমি তার কথা অবিশ্বাস করলাম। আমার স্বামী বল্লো ' এসবের দরকার নেই, তুমি দশ টাকা এমনি দিয়ে দাও',
আমাকে অবাক করে একটু পরেই দেখলাম সত্যি সে এক হাতে রুটি পেচিয়ে খেতে খেতে হেটে যাচ্ছে।
খালি চেয়ারের সারি
ম্লান মুখ ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে, তবে একবারও বলেনি আগের মত " ছবি তুলবেন"?
দু একজন ছাড়া আর কেউ সাজিয়ে বসেনি ঝিনুকের পসরা।
বন্ধ ঝিনুকের দোকান
লাবনী পয়েন্টের দোকানগুলোতে পর্যটকদের ভীড়ে কখনোই ঢোকা যেতনা। এখন তারা দোকান খুলে বসে আছে। আমি প্রায় সাতদিনই গিয়ে একই দৃশ্য দেখেছি। জানতে চাইতাম কেন তারা দোকান খুলে বসে আছে ? একজন উত্তর দিল ' আপা কি করবো ? কাজ নেই তাই '।
আমাকে দেখলেই ডাকতো করুন সুরে 'আপা/আন্টি একটা আবার এসে দেখে যান, কিছু পছন্দ হয় নাকি দেখেন'।
জনশুন্য লাবনী ঝিনুক মার্কেট
সেই সকরুন ডাক শুনে এত মায়া লাগতো যে অপ্রয়োজনেও কিছু কিছু কিনলাম। আমার স্বামী বল্লো "এক এক দোকান থেকে এক একটা কিনছো কেন ? ঐ দোকানেই তো সেই স্যান্ডেল্টা ছিল"।
ক্রেতা শুন্য দোকান
আমি উত্তর দিলাম, 'আমি তো কেনার জন্য কিনছি না, ওরা যে এই ভর সন্ধ্যায় বউনি করলো তার জন্য কিনেছি।
কক্সবাজার গিয়ে এত নিরানন্দ আর কোনবার অনুভব করিনি। আশারাখি সামনে আরো যাওয়ার ইচ্ছা রাখি।তখন যেন আমাদের প্রান প্রিয় সমুদ্র সৈকত নগরীকে তার আগের প্রানচঞ্চল রূপেই দেখতে পাই। সেই বর্নিল আলো ঝলমল কক্সবাজার।
বিজয় দিবসে আলোক সজ্জিত হেলিপ্যাড সমৃদ্ধ শুন্য ওসেন প্যারাডাইস
বিজয় দিবসে আলোক সজ্জিত পর্যটক শুন্য ওসেন প্যারাডাইস হোটেল
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
জুন বলেছেন: খুব ভালো লাগলো শুনে রাতুল । সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি চট্টগ্রামের হয়েও কক্সবাজার গেসি একবারই, তাও মাত্র কয়েক ঘন্টার জন্য।যাওয়ার সু্যোগ ই মিলেনা একদম।
বর্তমান অবস্থা দেখে খুব খারাপ লাগতেসে ||
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ইমরাজ কবির মুন। আমাদের ও অনেক খারাপ লাগছিল এই পেশার সাথে জড়িত বিশেষ করে ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বেড়াতে গিয়েছিলেন??
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২
জুন বলেছেন: না জহির একটু কাজে গিয়েছিলাম। নইলে এই পরিস্থিতিতে বেড়ানোর কোন প্রশ্নই আসে না।
শুভকামনা রইলো তোমার পরিবারের সবার প্রতি ।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩
খেয়া ঘাট বলেছেন: আপনার এই পোস্টের ভিতরেই দেশের সার্বিক পরিস্থিতির এক বেদনাবিধুঁর চাপা হাহাকার লুকিয়ে আছে। একসময়ের আমার প্রিয় শহর। যেখানে আমি জীবনের প্রথম জুয়া খেলে ১৫০০ টাকা হারিয়ে, ঘন্টা দুয়েক পরে সেই টাকা আবার ফেরত পেয়েছিলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
জুন বলেছেন: সত্যি খেয়া ঘাট আপনি যথার্থই বলেছেন, সেই হাহাকার কিন্ত তাদের চোখে মুখে ফুটে উঠছিল প্রকট হয়ে তবে বিনম্রভাবে।
অভিজ্ঞতাটি শেয়ার করা আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: কক্সবাজার গিয়েছিলাম ।সমুদ্রে সাতরে অনেদূরে চলে গিয়েছিলাম। বন্ধুদের ফেলে অনেকদূরে পরেএকসময় ভয় পেয়ে ফিলে এলাম। কক্সবাজারেরউপর চমৎকার পোস্ট।স্মৃতি মন্থন করতে তাই বাধ্য হলাম। ৮০০ টাকায় ৮০০০ টাকার এপার্টমেন্ট দারুণ জিতেছেন আপু ।
চমৎকার পোস্ট । ভালো লাগলো ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার মন্তব্য ও
সবসময় সাথে আছেন বলে।
সমুদ্রে সাতারটা কিন্ত সৌখিন সাতারুদের জন্য খুব রিস্কি। কারন ঢেউয়ের জন্য আপনি তীর দেখতে পারবেন না ।
৮০০ করে দুটো এপার্টমেন্ট ১৬০০ টাকা প্রতিদিন
ভালোলাগার জন্য আবারও ধন্যবাদ।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
মামুন রশিদ বলেছেন: খালি শ্মশানপূরিতে লেডি বতুতা কি কারণে গিয়েছিলেন?? কক্সবাজার সীবিচ নিয়ে কোন ডকুমেন্টারি বানাতে নাকি??
৮০০ টাকায় স্টুডিও এপার্টমেন্টে থাকা মানে তো পুরা মাগনা থাকা । ধানসিঁড়ি রেস্তোরার খাবার খুব ভালা পাই ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
জুন বলেছেন: খালি শ্মশানপূরিতে লেডি বতুতার যাওয়াটা এক বিশাল রহস্য মামুন রশিদ । আমি গিয়েছিলাম গল্পের প্লট সংগ্রহ করতে মামুন রশিদ সংকলনে নাম উঠানোটা খুবই দরকার
আসলেও ৮০০ টাকায় এসি ফ্রিজ টিভি সোফা কাম বেড সহ দুটি রুম সত্যিই খুবই কম । আমরা ঘুরে ঘুরে সব রেস্তোরাতেই খেয়ে থাকি। কিন্ত এবার বেশিরভাগ রেস্তোরাই বন্ধ ছিল
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
মামুন হতভাগা বলেছেন: সুন্দর পোস্ট,সব খালি খালি লাগতেছে। অবরোধ চলতে থাকুক
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন হতভাগা মন্তব্যের জন্য । আমি গতকাল রাতেই চেষ্টা করছিলাম মন্তব্যের জবাব দিতে। একেতো নেট চুড়ান্ত স্লো, ছবি দিতে গিয়েই অবস্থা কাহিল। তারপর দেখলাম উত্তরের বক্স ক্লিক করলে ওপেন হচ্ছিল না
সামু আমাকে লাইক করেনা মনে হয়
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
শ্যাডো ডেভিল বলেছেন: প্লেন ভাড়া কত ???
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে শ্যাডো ডেভিল
ঢাকা টু কক্সবাজার ৩ জনের আসা যাওয়া ৪২ হাজার টাকা
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
মহামহোপাধ্যায় বলেছেন: মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাড়াবেই। সেইদিন আর বেশি দূরে নয় আপু।
কক্সবাজারের ছবি দেখে নস্টালজিক হয়ে গেলাম। এক দঙ্গল বন্ধুর সাথে দাপিয়ে বেড়ানো। খুব মনে পড়ছে বন্ধুদের কথা
ভাল থাকুন আপু। শুভ কামনা রইল।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
জুন বলেছেন: মন্তব্য আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মহামহোপাধ্যায়
বন্ধুবান্ধব্দের সাথে কক্সবাজার ভ্রমন সত্যি আনন্দের।
তুমিও ভালো থেকো আর শুভেচ্ছা জেনো ।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
সুরঞ্জনা বলেছেন: সত্যি জুন, সাধারন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে।
জনশুন্য সৈকতে সমুদ্রের ঢেউ তো উপভোগ করেছো। এটাই বড় পাওনা!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
জুন বলেছেন: না সুরঞ্জনা একটুও উপভোগ করিনি কোন কিছুই। পর্যটন নির্ভর লোকগুলোর মলিনমুখ আমাদের ভালোলাগায় বাধা হয়ে দাড়িয়েছিল।
মন্তব্য আর সবসময় সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো তোমার আর পরিবারের সবার জন্য ।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
রাজীব বলেছেন: কক্সবাজার যাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। অবস্থা একটু ভালো হলেই যাবো ইনশাআল্লাহ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
জুন বলেছেন: অবশ্যই যাবেন রাজীব। আমিও তাই আশা করি আপনার সেখানে থাকাটা যেন সুখময় হয়।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
অর্ণব আর্ক বলেছেন: ক্যামেরার ক্লিকে অনেকটাই সুন্দর হয়ে ওঠা ছবিগুলো দেখতেভালো কিন্তু তা দেখে মন খারাপ হয়ে যায়। কোথায় যাচ্ছে প্রিয় স্বদেশ। এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতেহবে এই এলাকার মানুষকে। ওফফফ। আর কতদিন।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
জুন বলেছেন: সত্যি অদ্ভুত উটের পিঠে চলেছে প্রিয় স্বদেশ অর্নব। সেই ভয়াবহ নীরব নিশ্চুপ কক্সবাজার কিন্ত ভালোলাগারই কথা। কিন্ত মোটেও ভালোলাগেনি আমাদের।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
সায়েম মুন বলেছেন: জনশুন্য লাবনী ঝিনুক মার্কেট
-----এর সামনে দুটো কুকুর ঘুমাচ্ছে। অন্য সময় হলে এরাও হয়ত পর্যটকদের পিছে পিছে ঘুরতো।
পোস্টটা দেখতে দেখতে এবং আপনার বর্ণনা শুনতে শুনতে মনটা ভারী হয়ে গেল। কত হাজার হাজার মানুষের রুটি রুজি বন্ধ হয়ে আছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
জুন বলেছেন: সত্যি বলেছো মুন আর এটাই আমাদের খারাপ লাগছিল। সবাই তো আর বড় বড় হোটেলের মালিক নয়। কত শত ক্ষুদ্র ব্যাবসায়ীরাও তো আছে যারা পর্যটন নির্ভর জীবন যাপন করছে। স্থানীয় একটা চ্যানেলে সারাক্ষন বিজ্ঞাপন দেখাতো কোন কোন হোটেলের আসবাব বিক্রি হবে কোন চালু হোটেল বিক্রি হবে জরুরী ভিত্তিতে এসব।
শুধু লাবনী মার্কেট নয় মুন, সারা পথ জুড়েই কুকুর ভেড়া এসব চড়ে বেরাচ্ছে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাথে শুভেচ্ছা একরাশ।
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। সব শূন্য ও ফাঁকা! তবে ফাঁকা অবস্থায় ঘুরে কিন্তু মজা আছে, কেউ ডিসটাব করে না।
প্রিয়তে নিয়ে গেলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
জুন বলেছেন:
কোলাহল মুখর স্থানটি এত ফাঁকা ছিল যে আতংকিত ছিলাম নিরাপত্তা নিয়ে।
প্রিয়তে নেয়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সুমন কর ।
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
আকাশদেখি বলেছেন: এটা দেশের-ই চিত্র...।
আপনার বর্ননাগুলো মনকে নাড়া দিয়ে যায়..।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
জুন বলেছেন: সত্যি এক হতাশাময় চিত্র সারা দেশ জুড়ে। কোনদিকে আলোর চিনহটুকু মাত্র নেই। অনেক খারাপ লাগে ভাবলে ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আকাশদেখি।
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
ুব গস বলেছেন: ভাই আমি ৬ বছর কক্সবাজার আছি বর্তমানে Suite sadaf হোটেল এর অপারেশান ম্যানেজার হিসাবে আছি। আজকে ১.৫ মাস যাবত খুব কষ্টের সময় পারকরতেছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
জুন বলেছেন: আমি যে দু একজনের সাথে কথা বলেছি সবার একই কথা আপনার মত।
আপনাদের জন্য রইলো সহমর্মিতা । সাথে থাকবেন আশা করি ুব গস।
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
রাখালছেলে বলেছেন: আপনার পোষ্ট পড়ে কষ্টও পেলাম আবার আনন্দিত হলাম। এইবছরটা তাদের খারাপ যাওয়ায় আমি সমব্যাথী । কিন্তু সীজনে তার ব্যবহার ও দাম দেখে আর যেতে ইচ্ছে করে না ।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাখালছেলে পোষ্টটি পড়া আর সাথে থাকার জন্য।
ঠিক বলেছেন আপনি, আমিও সন্মুখীন হয়েছি তাদের দুর্ব্যহারের সাথে। কিন্ত তারপর ও আমার অনেক কষ্ট লেগেছে বিশেষ করে ছোট ছোট ব্যাবসা প্রতিষ্ঠানের বেতনভুক কর্মচারীদের জন্য।
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট বাট তারপরেও কেন জানি মন খারাপ হল
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
জুন বলেছেন: আমাদেরও অনেক খারাপ লেগেছিল সেই মৃতপ্রায় সৈকত এলাকা দেখে মাসুম। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
প্রিন্স হেক্টর বলেছেন: বাংলাদেশের এমন ছবি ব্লগ কখনোই দেখতে চাই না।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
জুন বলেছেন: আমরা কেউ তা চাইনা প্রিন্স হেক্টর । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা জেনো।
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
কি ভয়াবহ অবস্থা
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
জুন বলেছেন: সত্যি খারাপ লাগছিল সেখানকার পর্যটন ব্যবসার সাথে জড়িত নানান ধরনের লোকজনের জন্য ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ হাসান কালবৈশাখী ।
ভালো থাকবেন অনেক।
২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
েফরারী এই মনটা আমার বলেছেন: যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান চাই
Click This Link
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩
জুন বলেছেন: রাজনীতি আমাদের সমাজের প্রতিটি শাখায় সবার জন্য ভালো কিছু করুক সেই প্রত্যাশায় েফরারী এই মনটা আমার ।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
নীল জানালা বলেছেন: জনতার পিঠ দেয়ালে ঠেকে গেছে। দুই দল দুর্বৃত্তের স্বার্থের লড়াইয়ে দেশের সাধারন মানুষের অবস্থা সংগীন। যেমন বাঘ আর মহিষের লড়াইয়ে উলুখাগড়া। উপায় একটাই। ঢাকা যাওয়া অর্গানাইজ করতে হবে। আওয়ামিলীগ বিএনপি জাপা আর জামাত এবং ওদের লেজুড় দলগুলার মূলোৎপাটন করতে হবে। এটা হবে আরেকটা স্বাধীনতার সংগ্রাম। শেষ পর্যন্ত দেশ হবে সাধারন মানুষের। যেখানে নিজ স্বার্থ নয়, দেশের স্বার্থ থাকবে সব কিছুর উর্ধে। নিজ নিজ এলাকার বিএনপি আওয়ামিলীগ সহ সকল বিষাক্ত দল সমূহের এক্টিভ নেতাকর্মি নামধারী দুর্বৃত্তগুলারে জ্যান্ত কবর দেওয়ার মাধ্যমে শুরু করা যাইতে পারে সাধারন মানুষের এই রেভুলুশান।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে নীল জানালা। রাজনীতি আমাদের সমাজের প্রতিটি শাখায় সবার জন্য ভালো কিছু করুক সেই প্রত্যাশা আমাদের ।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭
এহসান সাবির বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট বাট তারপরেও কেন জানি মন খারাপ হল
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
জুন বলেছেন: আমাদেরও অনেক খারাপ লেগেছিল এহসান সাবির ।
সাথে আছেন সবসময় তার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
সোজা কথা বলেছেন: ভালোই লাগল।ছবিগুলাও।অবরোধের কারণে পর্যটন শিল্পের মত দেশের অন্যান্য শিল্পেও একই অবস্থা।এই নাজুক অবস্থার কথা ভেবে আবার খারাপ লাগছে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে শুভকামনাও থাকলো সোজা কথা।আমরাও নিজেদের দরকারী কাজ সেরে একটা বিষন্নতা সাথে করে নিয়ে আসলাম প্রিয় পর্যটন এলাকা থেকে।
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যারা ক্ষমতার লোভে কামড়াকামড়ি করছে তারা যে আসলেই জনগনের কত ভালো চায় তা সাধারন মানুষের অবস্থা দেখলেই বোঝা যায়। আপনার এ পোষ্ট আমজনতার বর্তমান অবস্থার এক ক্ষুদ্র প্রতিকৃতি।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
জুন বলেছেন: রাজনীতি আমাদের সমাজের প্রতিটি শাখায় সবার জন্য ভালো কিছু করুক সেই প্রত্যাশা আমাদের ।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে রেজওয়ানা আলী তনিমা ।
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
ত্রিশোনকু বলেছেন: যে কোনো মূল্যে ক্ষমতায় যাবো বা যে কোনো মূল্যে ক্ষমতা আঁকরে থাকবো এই মানসিকতার রাজনীতি কবে শেষ হবে।
ছবি ও বর্ণনা হৃদয়স্পর্শী।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
জুন বলেছেন: যথার্থ বলেছো ত্রিশঙ্কু। সত্যি দুঃখজনক ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
হেডস্যার বলেছেন:
দলবল নিয়ে এখনই যাবার আসল সময়....
কিন্তু হায় অফিস ছুটি নেয়া সম্ভব না
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
জুন বলেছেন: ঘুরে আসুন হেডস্যার । তবে আমার মনে হয় না খুব ভালোলাগবে।
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
আখিলিস বলেছেন: সওব দেশ যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, তখন আমরা এভাবেই আত্নহত্যা করছি ।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
জুন বলেছেন: এই অবস্থার দ্রুত অবসান হোক আখিলিস এটাই হোক আমাদের প্রত্যাশা ।
পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভেচ্ছা জানবেন।
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
শাকিল ১৭০৫ বলেছেন: এইবার যাবো যাবো কইরা ও যাওয়া হচ্ছে না !!
দেখি জানুয়ারি তে যাওয়া যায় কিনা?
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে শাকিল ১৭০৫ ।
যাবার সুযোগ থাকলে অবশ্যই যাবেন সেই কামনা করি।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: মোটামুটি ঢাকার সাথে প্রায় সব জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। তবুও কথা বলে যাচ্ছেন, এটা লজ্জার।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
জুন বলেছেন: উদার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
কিন্ত আপনি কি বলতে চেয়েছেন আমি বুঝিনি ভাই।সময় থাকলে একটু বুঝিয়ে বলবেন আশা করি।
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
ইখতামিন বলেছেন:
ছবি পোস্ট দারুণ হয়েছে।
শূন্য স্থানগুলো কি ভুতের দখলে চলে গেছে?
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইখতামিন মন্তব্যের জন্য।
কিসের শুন্যস্থান বুঝিনি ভাইয়া
৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
আমি ইহতিব বলেছেন: প্রিয় সমুদ্র সৈকতের এমন অবস্থা দেখে সত্যিই খারাপ লাগছে আপু। তবে আশার কথা হচ্ছে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। গতকাল ঢাকার রাস্তায় প্রচুর যানবাহণ চলেছে।
কক্সবাজার তার পরিচিত রূপ ফিরে পাক অতি শীঘ্রই এই আশা করছি।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
জুন বলেছেন: কক্সবাজার তার পরিচিত রূপ ফিরে পাক অতি শীঘ্রই এই আশা করছি।
আমরাও তাই চাই
কক্সবাজারের এইরূপ দেখে আমাদেরও অনেক খারাপ লাগছিল আমি ইহতিব ।
সবসময় সাথে আছেন জেনে অনেক ভালোলাগছে , ভালো থাকুন সবসময় আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
অদৃশ্য বলেছেন:
আপনার এই লিখাটি পড়বার পর থেকেই একটি কবিতা লিখতে ইচ্ছে করছে... কিন্তু লিখবোনা... তবে নামকরণ করে ফেলেছি...
______ সৈকতের বিষণ্ম বাতাস _______
বরাবরের মতোই সাবলীল বর্ণনায় চমৎকার লিখা... আর ছবিসহ তা খুবই ভয়াবহ রুপ নিয়েছে...
প্রিয় জুনাপুর জন্য
শুভকামনা...
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: লিখুন অদৃশ্য ,শিরোনামটি চমৎকার হয়েছে। এদেশ নিয়ে ভাবতে বসলে আর মনে হয় কেউ স্বাভাবিক জীপন যাপন করতে পারবে না। কেমন যেন হতাশ হয়ে যাচ্ছি দিন দিন।
ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো । সবসময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা ।
৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলেই মন খারাপ করে দেওয়ার মতো ছবিগুলে..... ....নিউইয়র্কে পাড়ি দেবার মাসখানে আগেই প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমাটর্িন অফিসিয়াল টু্যরে গিয়েছিলাম.....সী-প্্যালেসে উঠেছিলাম......। সব জায়াগায় গিজগিজ করা টুরিষ্টের ভিড়ে বিরক্তও হয়েছিলাম। সেন্টমাটর্িনের জাহাজের ভিড় সদরঘাটের ভিড়ের মতোই লেগেছিলো.......কিন্তু আজ.......কতো হাজারো মানুষ বেকার দিন কাটাচ্ছে মাসের পর মাস.......। আমরা আসলেই জিম্মি ওই দুই দল তথা দুই মহিলাদের কাছে......। উনাদের কাছে আসেন আমরা কড়জোরে সবাই মিনতি করি - "দেশের সব লুটে পুটে তোরা খা........তাও আমাদের একটু শান্তিতে বাচঁতে দে......"।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
জুন বলেছেন: মেহেদী_বিএনসিসি বলেছেন আপনাকে অনেকদিন পর দেখলাম মনে হলো প্রথমবার যখন আমি যাই তখন কেয়ারী কুতুব্দিয়া আরেকটি জাহাজ ছিল। কিন্ত পরে যতবার গিয়েছি ততবার পর্যটক আর জাহাজের ভীড়ে সদরঘাটই মনে হয়েছে। তবে এবারের শুন্যতাটা কেমন যেন বিষন্ন লাগছিল।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও সাথে থাকবেন আশা করি।
শুভেচ্ছা অনেক।
৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
শুঁটকি মাছ বলেছেন: দেশের এই অবস্থায় বের হওয়াই মুস্কিল!!!!!!কক্সবাজার আগে রূপে ফিরে যাক,এই কামনা করি।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
জুন বলেছেন: আমাদেরও একই কামনা শুধু কক্সবাজার নয় সারা দেশেই শান্তি ফিরে আসুক ।
অটঃ মহেশখালি থেকে শুটকি মাছ নিয়ে এসেছি
৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
নীল ভোমরা বলেছেন:
আহারে!....কক্সবাজারের এই অবস্থা?!...দেখি, জানুয়ারীর প্রথম সপ্তাহে যাব ভাবছি!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
জুন বলেছেন: মন খারাপ না খুশী ? যান ঘুরে আসুন হয়তো নির্জন প্রকৃতি ভালৈ লাগবে। তবে একা একা নয় দলবল নিয়ে যদি যেতে পারেন। নিস্তব্দ সৈকতের ঘুম ভাঙ্গিয়ে আসুন, সে হয়তো অপেক্ষায় আছে ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ নী ভোমরা।
৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জনারণ্যের এ কেমন হাল?
এবার ছুটিতে গেলে যাবুই যাবু!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
জুন বলেছেন: অবশ্যই যাবেন জুলিয়ান সিদ্দিকী। বিশাল সৈকত তার বিশাল হৃদয় নিয়ে হয়তো আপনাদের অপেক্ষায়। মুখরিত করে তুলবেন সেই আশায় আছে।
সাথে আছেন জেনে অনেক ভালোলাগলো ।
৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: এই সময়ে যেতে পারলে তো ভালো হতো ! নির্জনতাও তো ভালো লাগে ভীষণ !
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আদনান শাহ্িরয়ার। নির্জনতা আমরাও চাইতুম মনে মনে। কিন্ত এবার সেটা পেয়েছি তবে উপভোগ করতে পারিনি চারিদিকে বিষাদ মলিন মুখের দিকে তাকিয়ে।
শুভ কামনা রইলো আপনার জন্য।
৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এ দেখি অচেনা কক্সবাজার ! ধানসিঁড়ি আর ঝাউবন আমার প্রিয়।
অ.ট.-দু'সপ্তাহ থেকে এলাম এআইটিতে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
জুন বলেছেন: কামাল ভাই আমাদের বহুদিনের চেনা বীচ আমাদের কাছেও অচেনা লাগলো। ধানসিড়িটাই খোলা ছিল নয়তো ঝাউবন কাশবন ঘরোয়া আঙ্গিনা নিরিবিলি সবই বন্ধ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আপনি কি ফুড ফেস্টিবেলের সময় ছিলেন এআইটিতে ? বাংলাদেশি স্টলে গিয়েছিলেন কি ? আমার ছেলে আপনার ছবি দেখে বল্লো "আমি মনে হয় এই আংকেলকে দেখেছি"।
৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিগুলি দেখে মনটা খারাপ হয়ে গেল , পরিচিত কক্সবাজারের সাথে মিলাতে পারছিনা ।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
জুন বলেছেন: ঠিক বলেছেন গিয়াসলিটন । আমাদেরও অনেক খারাপ লেগেছিল ।
পোষ্ট পড়ার জন্য অশেষ ধন্যবাদ ।
৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
মুহামমদ মিনহাজ বলেছেন: আমার ভাই পোড়া কপাল
আমাদের প্রতিষ্টান থেকে দুই দুইবার কক্সবাজার যাওয়া সত্যেও আমার যাওয়া হয়নি, তবে কুয়াকাটা আর সুন্দরবনের সুন্দর্য আমায় ব্যাকূল করেছে
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
জুন বলেছেন: এরপর যাবার সুযোগ পেলে অবশ্যই যাবেন আশাকরি মুহামমদ মিনহাজ।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: সমু্দ্র সৈকতের চাইতে দেখি বেশি বেশি বাড়িঘরের ছবি আপুনি!!!!!!!!!!!!!!!
তবুও আলোকসজ্জায় মুগ্ধ হলাম!!!!!!!!!
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২
জুন বলেছেন: শায়মা সমস্ত ছবিগুলো পর্যটক শূন্য কক্সবাজারের বিভিন্ন হোটেল মোটেল আর সৈকতের।
আলোকসজ্জা ও শুন্য হোটেলের বহিরাবরণে ।
সাথে থাকা আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শায়মা ।
৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাগ্যিস, জুন আপুটা ব্লগে ছিল।
ফ্রিতে কিছু ঘুরাফেরা হয়ে যাচ্ছে আমাদের।
ভাল্লাগছে পোস্ট।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
জুন বলেছেন: ফ্রিতে ঘুর ঘুর
নাহ ! আর কোথাও যাওয়া যাবেনা
গেলেও ব্লগে পোষ্ট দেয়া যাবেনা
দিলেও কমেন্ট অপশন বন্ধ রাখতে হবে
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ।
৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ছবি দেখতে অনেক ভাল লাগলো আপু , কিন্তু বর্ণনা পড়ে সত্যি মনটা খারাপ হল । এমন অচল অবস্থা কেটে যাক , শুধু এই আশাই করতে পারি ।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
জুন বলেছেন: এমন অচল অবস্থা কেটে যাক , শুধু এই আশাই করতে পারি ।
আমাদেরো সেই আশা থাকলো অদ্বিতীয়া আমি।
মন্তব্যের জন্য ধন্যবাদ আর অনেক শুভকামনা আপনার জন্য।
৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
ঢাকাবাসী বলেছেন: কি করুন অবস্হা! দুঃখজনক।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
জুন বলেছেন: সত্যি দুঃখজনক ঢাকাবাসী ।
আশাকরি শীঘ্রি এই অবস্থা কেটে যাক।
সাথে আছেন সবসময় তার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
সুন্দর পোস্ট বাট তারপরেও কেন জানি মন খারাপ হল । বাংলাদেশের এমন ছবি ব্লগ কখনোই দেখতে চাই না। কি করুন অবস্হা! দুঃখজনক।
২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
জুন বলেছেন: আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনা স্বাধীন দেশের নাগরিক হিসেবে।
অজস্র ধন্যবাদ অস্পিসাস প্রেইস আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।
শুভকামনা অনেক আর ভালো থাকুন সবসময়।
৪৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
ইখতামিন বলেছেন:
বাসা বাড়ি ফাকা। হোটেলগুলোও ফাকা। সৈকত ফাকা। রেস্টুরেন্টের চেয়ার টেবিলও যেন বাদ যায়না। মানুষগুলো নেই। তাহলে কি ভুত আছে ওখানটায়?
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
জুন বলেছেন: ওহ আচ্ছা এই কথা । না এখনো ভুতেরা ঐ যায়গার খবর পায়নি। ঠিক আছে আপনার বাসা থেকেই সেখানে ভুত চালান দিতে হবে ইখতামিন
আবার এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ
৪৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু, প্রতিবার আপনার ভ্রমন কাহিনী পড়ে আনন্দিত হয়েছি, নিজেও ঘুরে বেড়িয়েছি আপনার ছবি আর বর্ননার সাথে সাথে। কিন্তু এবার কেন যে অনেক মন খারাপ হলো!! আসলেই এই মানুষগুলো কি করবে বলেন? সারা বছরের ব্যবসা তাদের এই সময়েই হয়! খুবই দুঃখজনক পরিস্থিতি! সত্যি কক্সবাজারের এই রূপ দেখে অনেক খারাপই লাগলো যেন কোন এক মৃত সুন্দরী তরূনী!
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
জুন বলেছেন: আমরাও ফেরার সময় একথা বলছিলাম কাল্পনিক। প্রতিবার যে আনন্দ নিয়ে ফিরে আসি তার সিকি ভাগও ভালোলাগেনি। প্রকৃতি তার সৌন্দর্য্য নিয়ে ঠিকই ছিল। কিন্ত তার উপর নির্ভর করে বেচে থাকা লোকগুলোর হাহাকার খুব খারাপ লাগছিল।
মন্তব্য আর সাথে আছো সবসময় তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।
৪৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
গেন্না বয় বলেছেন: এখনও যাওয়া উপযুক্ত সময়। মনে হবে নিজস্ব সী-বিচ। নিজেকে অনেক ভিআইপি ভিআইপি লাগবে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
জুন বলেছেন: কি জানি ভিআইপি ভিআইপি লাগতেও পারে গেন্না বয় , জলদি ঘুরে আসুন। কে জানে কতদিন এই পরিবেশ পাবেন।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৫০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
গেন্না বয় বলেছেন: এখনও যাওয়া উপযুক্ত সময়। মনে হবে নিজস্ব সী-বিচ। নিজেকে অনেক ভিআইপি ভিআইপি লাগবে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
জুন বলেছেন: নিজস্ব ভিআইপি বীচ
৫১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চট্রগ্রামের হওয়ার কারণে অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ছবি গুলো দেখে ভালো লাগলো । আবার চট্রগ্রাম আসলে আমার সাথে দেখা করিও আপু ++++
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
জুন বলেছেন: অবশ্যই দেখা করবো বিথি। আমি চট্টগ্রামের না হলেও আব্বার চাকরীর কারনে অনেক বৎসর থেকেছি চিটাগাং। আর কক্সবাজার কত বার গিয়েছি মনে হয় দশ বারো বার।
ভালোলাগার জন্য অনেক ভালোলাগা
৫২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ওবায়েদুল আকবর বলেছেন: ১২ তারিখে যাওয়ার কথা ছিল। খালাতো ভাই এর বিয়ের কারণে যাওয়া হলনা। ধ্যাত এমন সস্তার বাজারের সুযোগ নেয়া হলনা বলে আফসোস লাগছে।
চোরেরা দশদিনের সুযোগ ঠিকই নিল কিন্তু আমি অভাগা গৃহস্থের এক দিনের সুযোগ হেলায় হারাইলাম
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
জুন বলেছেন: খালাতো ভাইকে মাইনাস অভাগা গৃহস্থের এই দুর্দশার জন্য
এরপর সুযোগ সুবিধা পেলে আর মিস করবেন না আশাকরি।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ওবায়েদুল আকবর ।
৫৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২
মশিকুর বলেছেন:
ভ্রমন ব্লগ পড়তে পড়তে যতই নিচে নামি ততই মন ভালো হতে থাকে। কিন্তু এবার হল তার উলটো। মনটা সত্যিই খারাপ হয়ে গেল।
শুভকামনা।।
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
জুন বলেছেন: মশিকুর অনেক ধন্যবাদ আপনাকে সাথে আছেন বলে। বিষাদময় ভালোলাগার জন্য অনেক ভালোলাগলো।
শুভেচ্ছা রইলো ।
৫৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
*কুনোব্যাঙ* বলেছেন: একগুঁয়েমির তোড়ে শেষ হয়ে যাবে সব। রেডি গার্মেন্টস, ক্ষুদ্র মাঝারি শিল্প, কৃষি পণ্য, পর্যটন সব শেষ হয়ে যাবে। কারণ সবাই তালগাছবাদী। অবশ্য এর একটা পজেটিভ দিক বের করা যেতে পারে, বিভিন্ন নাটক বিজ্ঞাপন বা সিনেমার শুটিং ইউনিট গুলো এই ফাঁকে কক্সবাজারে তাদের শুটিং সেরে নিতে পারে। মানুষের ভীড়ের বিড়ম্বনা থেকে অনেকটাই রক্ষা পাবে। তবে এভাবে আর কিছুদিন চললে মানুষকে লুটপাটে নামতে হবে নইলে খাবার জোগাড় হবেনা। যদিও এটারও পজেটিভ দিক আছে। দেশের জনসংখ্যা অনেক বেশী।
আপনার এই পোষ্টটাই মনেহয় দেশের সার্বিক চিত্র। তারপরও আমরা বিভক্ত হয়ে তালগাছ নিজের কাছে রাখার জন্য যাচ্ছেতাই করে যাচ্ছি।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
জুন বলেছেন: রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আর বলার কিছু নেই কুনো। অত্যন্ত হতাশ হয়ে যাই দেশের সার্বিক চিত্র দেখে।
তোমার মন্তব্যের সাথে সম্পুর্ন একমত পোষন করছি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভেচ্ছা জেনো.।।।
৫৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
বেঈমান আমি. বলেছেন: থ্যান্কস গড।তুমি আবারো ভ্যাকেশানে যাও।তোমার সামু নিয়া কান্নাকাটির হাত থেকে বাচতে পারুম
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
জুন বলেছেন: এবার ভ্যাকেশনে রোমে যাবো
৫৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
মাহমুদ০০৭ বলেছেন: মনটা খারাপ হয়ে গেল আপু । খুব ।
আর কিছু বলতে পারছি না ।
ভাল থাকুন । শুভকামনা রইল ।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মাহমুদ০০৭ ।
আমাদেরও অনেক মন খারাপ করেছিল ।
শুভকামনা রইলো ।
৫৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশের সার্বিক পরিস্থিতি এমনই। ধ্বংস হয়ে যাক আমাদের রেডি গার্মেন্টস, ক্ষুদ্র মাঝারি শিল্প, কৃষি পণ্য, পর্যটন সব ধ্বংস হয়ে যাক। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা না করলেও চলবে। কারণ তাদের দরকার ক্ষমতা নামক প্রসাধনীকে ভ্যানিটি ব্যাগে কুক্ষিগত করে রাখা। সাধারণ জনগণকে তারা মনে করে টিস্যু পেপার। কিন্তু তারা ভুলে যায় জনতার জোয়াড় যখনই এসেছে ধ্বংস হয়েগেছে সকল অপশক্তি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ভ্রমণ ব্লগের মাধ্যমেও দেশের সার্বিক পরিস্থিতি।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
জুন বলেছেন: কান্ডারী চমৎকার একটি মন্তব্যে অসংখ্য লাইক। দেশ নিয়ে আমার মনে হয়না আমাদের বর্তমান রাজনীতিবিদদের কোন মাথা ব্যাথা আছে। যে যার আখের গোছাতে ব্যাস্ত। এসব ভাবতেও কষ্ট হয় কোথায় কেমন দেশে আছি আমরা ।
মন্তব্যের জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা সব সময়ের জন্য।
৫৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
লাবনী আক্তার বলেছেন: আফা আম্নের লগে মুইও ঘুরলাম। ভালই ঠেকতেয়াছে।
মোগর ধারে এরাম আফা থাকলে মোগর কি আর চেন্তা আছে?
খুব সুন্দর গোছানো পোস্টে ভালো লাগা রইল আপা।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
জুন বলেছেন: ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো লাবনী
৫৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
তাসজিদ বলেছেন: খুব যাবার ইচ্ছে ছিলা এবার। মনে হয়ে না যাওয়া হবে।
রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় গরিবের।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫
জুন বলেছেন: রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় গরিবের।
যথার্থ বলেছেন আপনি তাসজিদ। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
রাবার বলেছেন: এইটা কি অবস্থা কক্সবাজারের
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে রাবার
জী বর্তমানে এমন অবস্থাই কক্সবাজারের
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৬১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮
রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে ফিলিপ লাম টা কে সেটা একটু দেখে আসবেন
Click This Link
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
জুন বলেছেন: আপনার মজার পোষ্টটি দেখে আসলাম আর সেই সাথে ৫টা পেনাল্টি শ্যুট সামলে আসলাম রৌহান খাঁন
৬২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
মোঃ ইসহাক খান বলেছেন: কক্সবাজার যাওয়া হয়েছিল বহু আগে।
দীর্ঘতম সমুদ্র সৈকত আবারো জনমানুষের উচ্ছল কোলাহলে ভরে উঠুক।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
জুন বলেছেন: দীর্ঘতম সমুদ্র সৈকত আবারো জনমানুষের উচ্ছল কোলাহলে ভরে উঠুক।
আমাদেরও সেই কামনা থাকলো মোঃ ইসহাক খান ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৬৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
হানিফ রাশেদীন বলেছেন: আমার তেমন ভ্রমণ অভিজ্ঞতা নেই।
শুভ কামনা আপু।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
জুন বলেছেন: হানিফ রাশেদীনের জন্যও রইলো আমার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা
৬৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু!
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
জুন বলেছেন: অনেক ধন্যবাদ ।
এহসান সাবিরের জন্যও রইলো নতুন বছরের শুভেচ্ছা।
আপনার সকল চাওয়া পাওয়া পুর্ন হোক ২০১৪ তে সেই কামনা করি
৬৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল,,,,,,,,,,,,
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।
আমাদেরও ভালোলাগেনি
৬৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ছবিগুলো দেখে মন খারাপ হয়ে গেলো
কক্সবাজার সমুদ্র সৈকত যেটা কিনা আমাদের দেশের গর্ব তার এরকম অবস্হা ভাবাই যায়না
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: সেখানকার ব্যবসায়ী বিশেষ করে হোটেল, রেস্তোরা আর মার্কেটের দোকানীদের হতাশা আর করুন আক্ষেপ সত্যি আমাদের মনকে ভারাক্রান্ত করে তুলেছিল ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রহস্যময়ী কন্যা ।
৬৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
সকাল রয় বলেছেন:
অনেক সুন্দর সব ছবি।
অনেকদিন পর পড়লাম আপনার পোষ্ট।
খুব ভালো লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
জুন বলেছেন: তা ঠিক অনেক দিন পরই সকাল আসলো
ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো ।
শুভকামনা জেনো।
৬৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অন্ধকারে বন্ধ দুয়ারে উদভ্রান্ত যাত্রি দল... এখন কেমন কে জানে.. কক্সবাজার আমার প্রিয় একটা জায়গা অবশ্য দেশটাই যেন বন্ধ ছিল...
২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
জুন বলেছেন: একমত তোমার সাথে তুহিন । সেই কোলাহলময় কক্সবাজার ছিল এক মৃত নগরী । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৬৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা অনেক
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯
জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমারও অনেক ভালোলাগলো সাদা মনের মানুষ ।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
রাতুল_শাহ বলেছেন: একবারই গেছি- ফুটবল খেলছি।