নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

এমনটি চাইনি সুস্মিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭



এমনটি চাইনি সুস্মিতা,
আজকাল তুমি যেন বড্ড সংসারী হয়ে পড়েছো !
খোজ নিলেই শুনি রসুই ঘরে পেয়াজ কুঁচাচ্ছো ।
হয়তো রুটি সেঁকা শেষ, এখন আলু ভাজবে,
কিম্বা কুমড়োর ছক্কা।

নয়তো কল তলায় কাপড়ে ঘসে ঘসে মাখছো সাবান ।
শার্টের কলারটা বড্ড ময়লা তাই কঁচলে নিচ্ছো
দু হাতের তালুতে।
তারপরই উঠে গিয়ে বসলে রাজ্যের আনাজপাতি নিয়ে।
কাত করে রাখা বটিটা সোজা করে কাটতে বসলে
উঠোন থেকে তুলে আনা .. কি যেন নাম ?
ওহ, সেই কুলে খাঁড়া শাক?

গত রাতে অফিস ফেরত কর্তা তোমার
রুমালের কোনায় বেধে এনেছিল,
সারাদিনের বেচা বিক্রির পরে জেলেনীর ডালায়
পড়ে থাকা কিছু খয়ে যাওয়া গুড়োগাড়া মাছ ।
গভীর যত্ন নিয়ে তাই কেটে চলেছো তুমি মাথা নামিয়ে ।
এছাড়া তোমার কি নেই কোন কাজ !

ঝুম মাদক দুপুর না ঘুমিয়ে উঠোনের দড়ি থেকে এনে
শুকনো কাপড় জড়ো করে পরম মমতায়
শার্টের কুচকানো ভাজগুলো সমান করে চলেছো একমনে।
পড়নে তোমার রঙ জ্বলা ন্যাতানো শাড়ি
বদলে নেয়ার কথাও কি মনে পরেনি ?
মেঘ কালো দীঘল চুলে এলো খোপা বাঁধার
ফুরসৎই নেই তা জানি ,তবে ঐ লম্বা বেনীতে
এক গাছি বেল ফুলের মালা জড়াতেও তো পারো !

বলতো,
তোমার মতন এমন গৃহস্থ প্রেমিকাই কি আমি চেয়েছিলাম !
না সত্যি তা আমি চাইনি সুস্মিতা।

তবে কি চেয়েছি যদি জানতে চাও তাহলে বলি শোনো,
চেয়েছি সে হবে সাগর থেকে উঠে আসা সপ্তম ঢেউটির মত,
সফেদ ফেনার মুকুট পরে এক রাজকীয় উচ্চতায়
ভাসিয়ে নেবে আমার দু-কুল কোন এক দুর্নিবার আক্রোশে ।

সাইক্লোন হয়ে আসবে সে সমুদ্র মন্থন করে
দমকা থেকে ঝোড়ো হাওয়ার বেগে,
বজ্র আর বৃষ্টি হবে সঙ্গী তার, ঘুরে ঘুরে এসে
আছড়ে পড়বে মনের বসত ভিটায় ।

দৌড়ে গিয়ে দরজার কপাট জুড়তেই ,
জানালার খড়খড়ি গলে
মায়াময়ী কি দুর্দান্ত ক্ষিপ্রতায়
ঘরে এসে হাজির সুতানলী সাপের মতো,
কোমল হাতের কঠিন থাবায় মুহুর্তে ছড়িয়ে দিবে
টেবিলে সাজানো তোমাকে নিয়ে লেখা কবিতার পান্ডুলিপি যত ,
এক ফুঁয়ে নিভিয়ে দেবে পিলসুজে সন্ধ্যায় জ্বেলে রাখা বাতি।

নিকষ কালো অন্ধকারে সে এক মাহেন্দ্রক্ষনে,
অপেক্ষায় আছি আমি সঁপে দেব বলে,
পাগল করা মাতাল রমনীর
সেই উষ্ণ আলিঙ্গনে।

মন্তব্য ১৩৩ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বাহহ !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইম্রাজ কবির মুন :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

ময়না বঙ্গাল বলেছেন: ইবনে বতুতাকে খুব সমীহ করি একারনে হাটার যুগে বিশ্ব পরিভ্রমন করেছেন। আপনি তার নামধারন করেছেন, তাই আপনাকে সাধুবাদ। আপনার কবিতা সাথে আপনাবক ও তারিফ করি। গতানুগতিক গৃহ কর্মের আপনার বর্ণনায় নতুন আস্বাদ অনুভব করলাম। সাগর-বজ্র-সাইক্লোনের ব্যবহার দারুন।ভাষা ব্যবহারের দক্ষতায় খুব টেস পেলাম ভাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

জুন বলেছেন: জী ময়না বাঙ্গাল ভাই সঠিক বলেছেন :)
আমিও তাকে বড্ড সমীহ করি তাইতো তার পথে হেটে চলেছি ।
কবিতা ভালোলাগা আর বিশ্লেষন অনেক ভালোলেগেছে ।
আশাকরি ভবিষ্যতেও সাথে থাকবেন।
শুভেচ্ছা সকালের ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

শ।মসীর বলেছেন: এমনটি চাইনি সুস্মিতা

কারন আমি জানিনা আমি কি চাই...।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামসীর :)
আর ইউ এন এফ পি এ ২য় হবার জন্য কংগ্র্যাটস

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত হইছে আপু, কিন্তু সুস্মিতা আপারে ঠিক চিনলাম না। কে এই সুস্মিতা ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী ।
তারে আমিও চিনিনা তবে নামটা ভালোলেগেছে এই :)
শুভকামনা ...

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

সুমন কর বলেছেন: অনেক সুন্দর !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন কর আপনাকে ।
শুভেচ্ছা রাত্রির ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

ক্লান্ত তীর্থ বলেছেন: আহা আহা

ভালো লেগেছে! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

জুন বলেছেন: তাই ! শুনে অনেক খুশী হোলাম ক্লান্ত তীর্থ ।
স্বাগতম জানাই আমার ব্লগে :)

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

রিভানুলো বলেছেন: অনেক ভালোলাগা কবিতায় +++++্

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ রিভানুলো ভালোলাগার জন্য :)

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক সুন্দর আপু...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

জুন বলেছেন: তোমার কবিতার মত সুন্দর হয় না তুহিন । তারপরো ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো :)
শুভ কামনা অনেক ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না :)
রাতের শুভেচ্ছা রইলো .।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: ওরে বাবা !! কি সাংঘাতিক !!

চমৎকার !! চমৎকার !!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

জুন বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ মহামহোপাধ্যায়। আমি অনেক খুশী হয়েছি তোমাকে দেখে :)
শুভ কামনা রাত্রির ..।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার হয়েছে আপু!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

জুন বলেছেন: তাই নাকি অভি ? জেনে অনেক অনেক ভালোলাগলো :)
সাথে থেক সবসময় ।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখেছেন আপু।

আমাদের সমাজে বেশির ভাগ মেয়েদের জীবনটা এভাবেই কেটে যায়। খুব সুন্দর একটা চিত্র ফুটে উঠেছে কবিতায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ লাবনী । ঠিকই বলেছো, আমাদের সমাজের অনেক মেয়েদের জীবনই এভাবে কেটে যায় । একদিন দেখে তার পাওয়ার খাতা শুন্য। অবশ্য আমি ডিস্ক্রিমিনেট করবোনা, এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য ।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

মিথিলা মাহমুদ বলেছেন: চমৎকার!! এমন বধূ না হবারই আকাংখাই হয়তো সবার থাকে। কঠোর বাস্তবতাই তার প্রতিবন্ধক :|

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে মিথিলা মাহমুদ :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা অনেক ।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

নিশাত তাসনিম বলেছেন: বেশ চমৎকার!! খুব ভালো লাগলো। নং +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

জুন বলেছেন: ভালোলেগেছে জেনে আমারও অনেক ভালোলাগলো নিশাত তাসনিম :)
রাত্রির শুভেচ্ছা অনেক

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সিরাম হইছে আপু... :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

জুন বলেছেন: তাই নাকি জহির ! কিরাম হইছে দুই এক লাইন লিখতে ।
আশাকরি সপরিবারে ভালো আছো অনেক :)
শুভোকামনা রইলো ।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

বেলা শেষে বলেছেন: টেবিলে সাজানো তোমাকে নিয়ে লেখা কবিতার পান্ডুলিপি যত ,
এক ফুঁয়ে নিভিয়ে দেবে পিলসুজে সন্ধ্যায় জ্বেলে রাখা বাতি ।
A beautiful Poem, touchable Feelings....the Situation of ours genaration....
...Salam & Respect to you...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

জুন বলেছেন: বেলা শেষে আপনাকেও জানাই সালাম আমার পক্ষ থেকে।
অসাধারন একটি মন্তব্যে আপনার ভালোলাগা প্রকাশ করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ ।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কুলে খাঁড়া শাক এটার মানে বুঝলাম না আপু

কবিতা সুন্দর ++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

জুন বলেছেন: কুলে খাড়া শাক হলো ডাটার একটা ভ্যারাইটি, যেটাতে অনেক কাটা থাকে। গ্রামের অনেক মানুষ খায় ভাজি করে। আমিও খেয়েছি মানিকগঞ্জে অনেক মজা
কবিতা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ কাগজের নৌকা (রাসেল হোসেন) :)

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

সায়েম মুন বলেছেন: কবিতা দুর্দান্ত হয়েছে।
হালকা কিছু বাড়তি অংশ না থাকলে কবিতা আরও শার্প হতে পারতো। :)

এমনটি চাইনি,
আজকাল তুমি বড্ড সংসারী হয়ে পড়েছো সুস্মিতা ।
খোজ নিলেই শুনি রসুই ঘরে কুঁচাচ্ছো পেয়াজ ।
হয়তো রুটি সেঁকা শেষ, এখন আলু ভাজবে না হয়
ছক্কা কুমড়োর ।
নয়তো কল তলায় কাপড়ে ঘসে ঘসে মাখছো সাবান ।
শার্টের কলারটা বড্ড ময়লা তাই কঁচলে নিচ্ছো
তালুতে দু হাতের ।
তারপরই বসলে রাজ্যের আনাজপাতি নিয়ে।
কাত করে রাখা বটিটা উঠিয়ে বসলে কাটতে (কাটতে বসলের সামনে)
উঠোন থেকে তুলে আনা .. কি যেন নাম ?
ওহ, কুলে খাঁড়া শাক?

গত রাতে অফিস ফেরত কর্তা তোমার
রুমালের কোনায় এনেছিল বেঁধে
সারাদিনের বেচা বিক্রির পরে
পড়ে থাকা খয়ে যাওয়া গুড়োগাড়া মাছ ।
গভীর যত্ন নিয়ে তাই কেটে চলেছো তুমি মাথা নামিয়ে ।
এছাড়া তোমার কি নেই আর কাজ ?

ঝুম মাদক দুপুর না ঘুমিয়ে উঠোনের দড়ি থেকে এনে
শুকনো কাপড় টেনে টেনে পরম মমতায়
কুচকানো ভাজগুলো শার্টের করছো সমান একমনে
পড়নের রঙ জ্বলা ন্যাতানো শাড়ি
বদলে নেয়ার কথাও কি মনে পরেনি ?
মেঘ কালো দীঘল চুলে এলো খোপা বাঁধার
ফুরসৎই নেই জানি ,তবে ঐ লম্বা বেনীতে
এক গাছি বেল ফুলের মালা জড়াতেও তো পারো নাকি!


বলতো, তোমার মতন এমন গৃহস্থ প্রেমিকা কি আমি চেয়েছি !
আমি চাইনি সুস্মিতা, সত্যি এমন চাইনি ।

যদি জানতে চাও তবে বলি, সে হবে
সাগর থেকে উঠে আসা সপ্তম ঢেউটির মত,
সফেদ ফেনার মুকুট পরে এক রাজকীয় উচ্চতায় এসে
ভাসিয়ে নেবে আমার দু কুল প্রচন্ড আক্রোশে ।

সাইক্লোন হয়ে আসবে সে সমুদ্র মন্থন করে
দমকা থেকে ঝোড়ো হাওয়ার বেগে,
বজ্র আর বৃষ্টি হবে সঙ্গী তার । ঘুরে ঘুরে এসে
আছড়ে পড়বে মনের বসত ভিটায় আমার
দৌড়ে গিয়ে দরজার কপাট জুড়তেই ,
জানালার খড়খড়ি গলে
মায়াময়ী কি দুর্দান্ত ক্ষিপ্রতায়
ঘরে এসে হাজির সুতানলী সাপের মতো,
কোমল হাতের কঠিন থাবায় মুহুর্তে ছড়িয়ে যাবে
টেবিলে সাজানো তোমাকে নিয়ে লেখা কবিতার পান্ডুলিপি যত ,
এক ফুঁয়ে নিভিয়ে দেবে পিলসুজে সন্ধ্যায় জ্বেলে রাখা বাতি ।
নিকষ কালো অন্ধকারে কি এক মাহেন্দ্রক্ষনে, অপেক্ষায় আছি
আমি সঁপে দেব বলে, পাগল করা সে মাতাল রমনীর
উষ্ণ আলিঙ্গনে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

জুন বলেছেন: কোন জায়গাগুলো বাড়তি মুন বলে দাও । আমি তো বুঝতে পারছি না।
তোমার কথা মত দু একটা জায়গা এডিট করলাম। দেখতো এখন চকচকা খাপখোলা ছুরির মত শার্প হয়েছে নাকি ?
মুন অনেকদিন ধরে নানা ভাবে আমাকে সাহায্য করছো লেখালেখির ক্ষেত্রে। উৎসাহ দিয়ে যাচ্ছো মন্তব্যের মাধ্যামে। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা তোমাদের জন্য :)

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খুব ভালো লাগলো । সুনীলের ছায়া আছে প্রচ্ছন্ন ভাবে কিন্তু আপনার শব্দ নির্বাচন চৌকশ । শেষ হওয়ার পরেও মনে কিছুটা ভাবনার রেশ থেকে গেলো । বোধহয় পুরুষের চোখ দিয়ে তার ভালোবাসার মানুষটি এমনই হয়ে থাকে ।

অনেক শুভেচ্ছা আর শুভকামনা । ভালো থাকবেন । :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার ভালোলাগার জন্য ।
আপনি বললে হয়তো বিশ্বাস করবেন কি না জানি না সেটা হলো সুনীলের অনেক উপন্যাস পড়েছি কিন্ত ঐ নাদের আলী ছাড়া তার কোন কবিতাই আমি পড়িনি । আমার কবিতা রবিন্দ্র নজরুল জীবনানন্দদাশ সুকান্ত এমন কিছু কিছু লেখকের লেখার মাঝেই সীমাবদ্ধ। তবে গল্প উপন্যাস আমি পড়েছি প্রচুর দেশ বিদেশের অনেক অনেক লেখকের।
শুভ কামনা থাকলো আপনার জন্যও :)

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

মেহেরুন বলেছেন: বাহ!! অনেক সুন্দর কবিতা আপু। ++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মেহেরুন :)
শুভেচ্ছা সকালের ।

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

টুম্পা মনি বলেছেন: চমৎকার জুন আপু। অনেক সুন্দর কবিতা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টুম্পামনি আপনি পছন্দ করেছেন আমার কবিতা :)

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: দূর্দান্ত! আমি আপনার কবিতা আগে পড়ি নাই, খুব একটা কবিতা লেখেন বলেও শুনি নাই, কিন্তু আপনার এই লেখা পড়ে খুব ভালো লাগলো! মুগ্ধ হয়েছি নিঃসন্দেহে! কিছু শব্দ চয়ন, বিন্যাস খুব ভালো হয়েছে, কিছু জায়গা চোখে একটু লাগছে বটে, সায়েম মুন ভাই কিছু ইঙ্গিত করেছেন যেমন, কিন্তু সেইটা মোটেই বড় কিছু না, সব শেষে ভালো লাগাটাই রইলো!

শুভকামনা রইলো! আরো কবিতা চাই!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

জুন বলেছেন: আপনার মত একজন কবি দুর্দান্ত বল্লো আমার আর বলার কিছু নেই ।
ভুল ত্রুটিতো থাকবেই কারন এই ব্লগেই আমার লেখালেখির হাতেখড়ি। কিশোরী বেলায় ডায়রীর পেছনের পাতায় লুকিয়ে লুকিয়ে সাহিত্য চর্চা যদি হিসেবে না ধরা হয় :!>
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ৎঁৎঁৎঁ

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: চমৎকার

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা বৃত্তবন্দী শুভ্র
স্বাগতম আমার ব্লগে :)

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

আরুশা বলেছেন: দারুন লাগলো আপু আমার কাছে ++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

জুন বলেছেন: কি খবর আরুশা ? আপনার দেখি পাত্তাই নেই ! লেখালেখি কি ছেড়েই দিলেন নাকি ? লিখুন জলদি ।
ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ আরুশামনি :)

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

মামুন রশিদ বলেছেন: এমন চাইনি সুস্মিতা...


সাবধান হও পারমিতা..


;) :D B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

জুন বলেছেন: :-& :-&
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা মামুন রশিদ
:) :)

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

মামুন রশিদ বলেছেন: সুস্মিতা কে পছন্দ হইছে খুব ;) গৃহস্ত প্রেমিকা B-) পারমিতার মত খন্ডারনি নয় :#>

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

জুন বলেছেন: হু গৃহস্থ হইলেই সুবিধা মামুন :| কোন প্রশ্ন কর্তে বসবে না তাই না !
আচ্ছা ভাবীকে একটু জানিয়ে রাখবো খন #:-S
=p~ =p~

আবার আসার জন্য অনেক ধন্যবাদ :)

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
সে সমুদ্র মন্থন করে/
দমকা থেকে ঝোড়ো হাওয়ার বেগে/
বজ্র আর বৃষ্টি হবে/ সঙ্গী তার/ ঘুরে ঘুরে এসে
আছড়ে পড়বে/ মনের বসত ভিটায় আমার/


আহা ! গল্পটি যে কবিতা হয়ে উঠলো শেষের দৃশ্যবাঁকে
সুন্দর লিখা। লেখকের এবং সুস্মিতাদের জন্য শুভকামনা রইলো।
গৃহকর্মী চাইনে গৃহে মায়ানন্দি চাই...

ভালো থাকুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

জুন বলেছেন: হায় জোবায়েদ-অর-রশিদ আপনার নামটা উচ্চারনে দাত নড়বড়ে হওয়ার অবস্থা আমার। ভাগ্যিস কপি পেষ্ট করার সুবিধাটা আছে =p~
এত্ত সুন্দর করে মন্তব্য করেছেন আমি ভেবেই পাচ্ছি না কি উত্তর দেবো :)
পুরোনো গৎ বাঁধা কথাটাই বলি কেমন ?
অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য ।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ সুস্মিতা। দায়িত্বশীল এক রমনী। লেখাটাও বেশ হয়েছে। আরও ভাল হতে পারতো। কবিতার বিষয়বস্তু অসাধারণ ।জুনাপি চমৎকার হয়েছে।+

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

জুন বলেছেন: সেলিম আনোয়ার আমি কবি নই তারপরও যা লিখি তাতে আপনারা সবাই ভালো বলে যান এ আমাকে আভিভুত করে সাংঘাতিক রকম।
অশেষ ধন্যবাদ সব সময় সাথে থাকার জন্য :)

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ত্রিশোনকু বলেছেন: ভাল্লেগেছে খুব।

অভিনন্দন।


শুধু মাঝে মাঝে মনে হয়েছে পশ্চিম বংগীয় কবির কবিতা পড়ছি।

কিছু কিছু শব্দ ব্যাবহার করেছেন যে গুলো বাংলাদেশে ব্যাবহার হয় না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

জুন বলেছেন: ত্রিশোঙ্কু সব সময় এমন মন্তব্য করো যা সত্যি নিজেকে আরো অনুপ্রানিত করে তোলে সামনে এগিয়ে যাবার জন্য ।
কিছু কিছু শব্দ হয়তো এসেছে তা হয়তো আজন্মকাল সে দেশীয় বই পত্র পড়ার সুবাদে তা আমি অস্বীকার করবোনা ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

দিবা স্বপ্ন বলেছেন: কবিতায় সুনীলের প্রচ্ছন্ন ছাপ আছে। পড়তে বেশ অসাধারন লাগলো। কবিতায় এত্তগুলো প্লাস।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

জুন বলেছেন: ভাই দিবা স্বপ্ন স্বাগতম আমার ব্লগে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে কথা হলো আমি পড়তে খুবই ভালোবাসি এমনকি ঝাল্মুড়ির ঠোঙ্গাও আমার হাত থেকে রেহাই পায় না। তবে আধুনিক কবিতা আমার খুবই কম পড়া হয়েছে আর সুনীলের অনেক উপন্যাস পড়েছি কিন্ত নাদের আলী ছাড়া তার আর কোন কবিতাই আমি পড়িনি :(

শুভকামনা রইলো, ভবিষ্যতেও সাথে থাকবেন সেই কামনায় :)

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সংসার কর্ম বড়ই আজব জায়গা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

জুন বলেছেন: ভীষন সত্যি কথা নাজমুল হাসান মজুমদার,
আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি :(
নারী জাতির প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ :((
শুভকামনা জানবেন ভাই ভালো থাকুন নিরন্তর :)

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধ পাঠ। লেখা খুব সাবলীল এবং পরিপক্ব। অভিনন্দন আপু।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

জুন বলেছেন: ছাই ভাই সত্যি বলতে আপনাদের মতন লিখিয়েরা যখন এসে প্রশংসা করেন তখন সত্যি এক অদ্ভুত ভালোলাগায় মনটা ভরে ওঠে। মনে হয় না হলেও কিছুটা হয়তো লিখতে পেরেছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে দেশী ভাই অনুপ্রানিত করার জন্য।

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

বেঈমান আমি. বলেছেন: হাউ লোমান্টিক ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

জুন বলেছেন: হাই বেইমান হাউ আর ইউ ?
তোমার কাছে লুমান্টিক বাট অন্যদের কাছে ছ্যাড :-/
=p~

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক ভালো হয়েছে



নাম বদলে চালিয়ে দেয়া যাবে :D :D :D :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

জুন বলেছেন: কোথায় নাম বদলে চালাবেন শুনি ঘুনপোকা :|
আমার লেখার সর্বসত্ব সংরক্ষিত :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ সাথে একরাশ শুভকামনা ....

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১

অরুদ্ধ সকাল বলেছেন:
যদি জানতে চাও তবে বলি, সে হবে
সাগর থেকে উঠে আসা সপ্তম ঢেউটির মত,
সফেদ ফেনার মুকুট পরে এক রাজকীয় উচ্চতায় এসে
ভাসিয়ে নেবে আমার দু কুল প্রচন্ড আক্রোশে ।


কবিতার আঙিনায় সুন্দর সব শব্দমালা। কোনটা ছেড়ে যে কোনটা বলবো।


খুব ভালো লাগলো___
ঝুম মাদক দুপুর

কবির চোখে দুপুর আমিও সে দুপুর চাই;


ভালো লাগে এসব কবিতা। মনকে নাড়া দেয়। কবির কলম চলুক এভাবেই। বলেছিলাম কবিতা চলে আসবে আপনার হাতে চলে এসেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

জুন বলেছেন: হায় সকাল তুমি যদি জানতে তুমি কি লিখো তাহলে আমাকে এত্ত প্রশংসা করার আগে দুবার ভাবতে।আমিতো ভাবি আমি কেন সকাল হোলাম না ! তাহলে দিনরাত কবিতায় বসবাস করতাম ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে :)

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: সাইক্লোন হয়ে আসবে সে সমুদ্র মন্থন করে
দমকা থেকে ঝোড়ো হাওয়ার বেগে,
বজ্র আর বৃষ্টি হবে সঙ্গী তার । ঘুরে ঘুরে এসে
আছড়ে পড়বে মনের বসত ভিটায় আমার।
দৌড়ে গিয়ে দরজার কপাট জুড়তেই ,
জানালার খড়খড়ি গলে
মায়াময়ী কি দুর্দান্ত ক্ষিপ্রতায়
ঘরে এসে হাজির সুতানলী সাপের মতো,


বাপরে, চাইনে এমন টর্নেডো প্রেমিকা । আমার জন্য গৃহস্থি প্রেমিকা সুস্মিতাই ভালো :#>


শক্তিশালি কবিতা । ;) B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

জুন বলেছেন: মামুন একটু আধটু শক্তিশালী নয় একদম ফাইলিন বা আইলা ।
আর সপ্তম ঢেউ ।তুমি নিশ্চয় জানো সমুদ্রের সপ্তম ঢেউটি সর্বোচ্চ উচ্চতায় সর্ব শক্তি নিয়ে এসে আছড়ে পড়ে তীরে।
পারমিতা আউট সুস্মিতা ইন :-*
কি ধরনের লোক বাপু তুমি :P
আবার এসেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন ।
ভিন্নতর মেজাজ, ভিন্নতর প্লট।
শব্দের গাথুনিও চমৎকার।
ভাল্লাগলো খুব।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

জুন বলেছেন: কবির প্রশংসা সত্যি আনন্দদায়ক ।
অনেক ধন্যবাদ দুর্জয় :)

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: -
গৃহস্থ প্রেমিকা :)

ভালা লাগছে পুরাটা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

জুন বলেছেন: হু কিছু কিছু গার্হস্থ্য প্রেমিকও কিন্ত আছে মাসুম,
যারা হাতা খুন্তি নিয়ে রান্না ঘরে ব্যস্ত থাকে অনবরত ;)
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

কয়েস সামী বলেছেন: আবৃত্তি উপোযোগী একটা কবিতা! চমৎকার হয়েছে আপু!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ কয়েস সামী :)

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

রাসেলহাসান বলেছেন: বাহ! চমৎকার!! ++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রাসেলহাসান সাথে অনেক অনেক শুভকামনা :)

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

অদৃশ্য বলেছেন:





দারুন হয়েছে লিখাটি...


জুনাপুর জন্য
শুভকামনা...


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ অদৃশ্য সাথে অনেক অনেক শুভকামনা :)
অনেক দিন পর দেখলাম আপনাকে ।

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

মোঃ ইসহাক খান বলেছেন: ঘরোয়া আবহ এবং অনুভূতির খেলা।

সব মিলে দারুণ।

শুভেচ্ছা জানবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

জুন বলেছেন: উত্তর দিতে দেরীর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মোঃ ইসহাক খান
সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

একজন ঘূণপোকা বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন:

অনেক ভালো হয়েছে

নাম বদলে চালিয়ে দেয়া যাবে :D :D :D :D


লেখক বলেছেন: কোথায় নাম বদলে চালাবেন শুনি ঘুনপোকা :|
আমার লেখার সর্বসত্ব সংরক্ষিত :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ সাথে একরাশ শুভকামনা ....



যে হবে প্রেমিকা অথবা স্ত্রী, তার নাম তো সুস্মিতা নাও হতে পারে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

জুন বলেছেন: ওহ তাই হতেও পারে তার নাম হয়তো হবে সুচিস্মিতা বা পারমিতা :)
অনেক অনেক ধন্যবাদ আবার আসার জন্য ।

৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রাইসুল নয়ন বলেছেন:


অসাধারণ প্রকাশ।। সত্যি মন কাড়া লেখনি ।।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাইসুল নয়ন মন্তব্যের জন্য।
শুভকামনা অনেক অনেক :)

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

নাছির84 বলেছেন: 'সত্যি বলছি.....এমনটি চাইনি সুস্মিতা...সত্যিই এমনটি চাইনি'-বুঝতে পারার জন্য ধন্যবাদ।
কবিতায় আবেগের বিভাজন এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে....গোটা কবিতাটা কাউকে পাঠ করে শোনাতে ইচ্ছে হচ্ছে। কিন্ত...................।


পড়ে রইল ওসব কিন্তু-ফিন্তু....আগে মুখস্ত করে নেই !

----------------দুর্দান্ত লিখেছেন।


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

জুন বলেছেন: মুখস্ত করে কি করবে নাছির ? আপনার অসাধারণ লেখনীর পাশে আমার কবিতা বড্ড সাদামাটা ।
অসম্ভব সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ভবিষ্যতেও সাথে থাকবেন সেই আশাটুকু করতেই পারি তাই নয় কি !
অনেক ভালো থাকুন, শুভেচ্ছা রাত্রির :)

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

ময়নামতি বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ময়নামতি ভাই। আপনাদের দেখলে ভালোলাগে অনেক।
শুভকামনা রইলো একরাশ :)

৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: জুন,

এমোনটি করে কেউই চায়না ।

অন্ধবধু কবিতাটি পড়েছেন ? ঐ যে অন্ধ বধুটি বলছে --- পায়ের তলায় নরম ঠেকলো কি ? / আস্তে একটু চলনা ঠাকুর ঝি.... ।।
তেমনি এক অসহায় কূলবধুর ছবি এঁকেছেন সাহসের সাথে । খোঁপায় বেলফুলের মালা জড়াতেও যার ফুরসত নেই । হয়তো মনেই পড়েনা ! কেউ একজন ভালো যদি বাসবেই তার জন্যে যে জন্যে যে নিজেকে খানিকটা সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তা হয়তো তার অনুভবেই নেই । ভালোবাসার লোকটির কাছে সমুদ্র মন্থন করে যে দমকা থেকে ঝোড়ো হাওয়ার বেগে আসতে হয় তেমন একটা মন বোধহয় সংসারের পাহাড়সম কাজের ভীড়ে হারিয়েই ফেলেছে সে । জীবনটা বড়ই অদ্ভুত !

যে ছবি আঁকলেন, তার জুড়ি নেই । ঘর-গেরস্থালীর অমন প্রাঞ্জল ছবি, শুকনো কাপড় টেনে টেনে পরম মমতায় কুচকানো ভাজগুলো সোজা করার মতো পাট করে সাজিয়েছেন যেন ।

ঝুম মাদক দুপুর নামুক আপনার অনাগত সব কবিতায় ।

রাতের শুভেচ্ছা ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

জুন বলেছেন: আহমেদ জীএস এত সুন্দর করে কবিতাটি বিশ্লেষন করেছেন যা নিজেই একটি কবিতায় রুপান্তরিত হতে পারে।
ভালোলাগলো আপনার মতন বিশিষ্ট লেখকের মন খুলে বলে যাওয়া কথাগুলো।
অশেষ ধন্যবাদ সাথে শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন আপনি ও আপনার পরিবারের সবাই।
ধন্যবাদ

৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই হলো তুমি আর আমি হলাম আপনি। এরকম পার্থক্য কেন জুনাপু । মুইতো মামুন ভাইয়ের চেয়ে ৫ ব্যাচ জুনিয়র কমপক্ষে । এর রহস্য কী। ঝাতি জানতে চায় । :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

জুন বলেছেন: সেলিম আনোয়ার অনেক অনেক ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য। প্রথম সবাইকে আপনি বলতাম তারপর অনেকের অনুরোধে তুমি। এখন সব গোলমাল হয়ে গেছে কাকে কি বলছি । ভাবছি আবার পুরোনো রেকের্ডে ফিরে যাবো :)
শুভোকামনা অনেক সাথে রাতের শুভেচ্ছা .।.।।।

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

বোকামন বলেছেন:
কবিতা বড়ই সুন্দর !
৪৭নং মন্তব্যটি পড়ার পরে মন্তব্যে কি, আর কিছু লিখার থাকে।


ভালো থাকুন সবুজ থাকুন।
শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

জুন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলুম বোকামন। শীতে জ্যুরিখে জমে গিয়েছিলেন হয়তোবা। আশাকরি ভালো আছে আপনার নীল পরী সহ সবাই।
হুউ ঊনি অনেক সুদর করে বিশ্লেষন করে মন্তব্য করে। মনে হয় মনযোগী পাঠক ।
ভালো থাকুন সুস্থ থাকুন সতেজ থাকুন এই কামনায় :)

৫০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

মেহেরুন বলেছেন: শুভ বসন্ত আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

জুন বলেছেন: শুভবসন্ত মেহেরুন আপনাকেও :)

৫১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

গোল্ডেন গ্লাইডার বলেছেন: অনেক সুন্দর ! ++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে গোল্ডেন গ্লাইডার
শুভকামনা রাত্রির :)

৫২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২০

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর সাথে বসন্তের একরাশ শুভেচ্ছা ইখতামিন :)

৫৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

খেয়া ঘাট বলেছেন: নিকষ কালো অন্ধকারে কি এক মাহেন্দ্রক্ষনে,
অপেক্ষায় আছি আমি সঁপে দেব বলে,
পাগল করা সে মাতাল রমনীর
উষ্ণ আলিঙ্গনে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!! অসাধারণ!!!!
দুইবার বলার কথা ছিলো,, চারবারই বললাম। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

জুন বলেছেন: আমিও আটবার ধন্যবাদ ৮ বললাম খেয়াঘাট :P
সামুতে ঢুকতে দিচ্ছিলনা তাই মন্তব্যের উত্তর দিতেও দেরী হয়ে গেল :(
বসন্তের সকালের টাটকা শুভকামনা :)

৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

সায়েদা সোহেলী বলেছেন: এমনতো কথা ছিলো না সুস্মিতা :)



+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

জুন বলেছেন: কথা ছিলনা সায়েদা সোহেলী তবে এমনটি ঘটে সব সময় চারিদিকে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো সবসময়ের জন্য :)

৫৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: চারিদিকে যা দেখি তাতে তো এটাই বাস্তবতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

জুন বলেছেন: ঠিকই বলেছো কুনো । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।
শুভকামনা অনেক অনেক :)

৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০১

রাতুল_শাহ বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম, পড়ে দারুণ ভাল লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

জুন বলেছেন: আফসোস কোরোনা রাতুল, খুব একটা বিশেষ কিছু মিস করোনা মনে হয়।
তারপরো দীর্ঘদিন সাথে আছো, উৎসাহ দাও যা অনেক অনেক ভালোলাগে।
একরাশ শুভেচ্ছা তোমার জন্য

৫৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওরে রে ! এসি হয়ে গেলাম কবি আপু ! +++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

জুন বলেছেন: এসি বলে লজ্জা দিওনা তিতির :#>
খুব বেশি হলে তালপাতার পাখা হয়ো :!>

অনেক অনেক ভালোলাগা আর শুভকামনা তোমার জন্য :)

৫৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
এইযে জুন আপু! আপনার কবিতা পড়ে দিলাম! :P

এইবার খুশি তো? ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

জুন বলেছেন: বহুত খুশ, বাট তোমার গল্প অফ্লাইনে পড়ে ভয় পাইছি নাজিম-উদ-দৌলা :-& খালি মার্ডার আর মার্ডার B:-)
যাই হোক কিছু তো বলতেই হবে তাই না :P
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু চমৎকার লিখেছেন। ঝামেলার কারনে মন্তব্য করতে দেরী হল! আমাদের বাস্তবতার প্রতিচ্ছবি!! ভালো লাগা জানবেন আপু।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

জুন বলেছেন: আসলেই প্রাত্যাহিক ঝামেলায় আমারও অনেক প্রিয় ব্লগারের পোষ্টে যাওয়া হয়না। অনেক খারাপ লাগে কিন্ত অসহায় আমি।
যাই হোক শেষ পর্যন্ত পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কাল্পনিক।

৬০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক সুন্দর !

+ দিলাম।




বুঝেন না? মাষ্টার মাষ্টার ভাব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী পাঠ সাথে মন্তব্যের জন্য :)

৬১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

নেক্সাস বলেছেন: ঝুম মাদক দুপুর না ঘুমিয়ে উঠোনের দড়ি থেকে এনে
শুকনো কাপড় টেনে টেনে পরম মমতায়
কুচকানো ভাজগুলো শার্টের করছো সমান একমনে।
পড়নের রঙ জ্বলা ন্যাতানো শাড়ি
বদলে নেয়ার কথাও কি মনে পরেনি ?
মেঘ কালো দীঘল চুলে এলো খোপা বাঁধার
ফুরসৎই নেই জানি ,তবে ঐ লম্বা বেনীতে
এক গাছি বেল ফুলের মালা জড়াতেও তো পারো নাকি!




জুনাপা এত ম্যচিউরড কবিতা লিখেন আপনি জানা ছিলনা। মুগ্ধ হলাম দৃশ্যকল্পে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

জুন বলেছেন: হা হা হা ম্যাচিউরড শুনে অনেক ভালোলাগলো নেক্সাস। অনেক অনেক দিন পর তোমাকে ব্লগে দেখে অনেক ভালোলাগছে।
কই ছিলে ? শারিরীক অবস্থা কেমন এখন ?
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আর শুভকামনা ।

৬২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

রাতুল_শাহ বলেছেন: এসি বলে লজ্জা দিওনা তিতির :``>>
খুব বেশি হলে তালপাতার পাখা হয়ো

হা হা হা............

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩

জুন বলেছেন: =p~ =p~ =p~

৬৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

আরজু পনি বলেছেন:

আপনার কোন পোস্টে মন্তব্য মিস করেছি পেছন ফিরে দেখতে যেয়ে এই পোস্টটা দেখলাম...

পড়তে পড়তে থমকে ভাবছিলাম...
এমন তো চাইনি...চায় নি ... !

ভাবনা ঢুকিয়ে দিলেন মনের ভেতরে...
অসাধারণ লিখেছেন ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরজুপনি । কিছু দিন পার হয়ে গেলেও তরতাজা না থাকলেও আসলে মনে হয় 'নাহ ভুলে যায়নি '
শুভকামনা দীর্ঘযাত্রায় সঙ্গী থাকার জন্য :)

৬৪| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

একলা ফড়িং বলেছেন: প্রতিদিনের খুব সাধারণ জীবনধারা! কিন্তু কী অসাধারণ!!!


আমি তো তালপাখা না, যত্ন করে হাতে সেলাই করা নকশী হাতপাখা হয়ে গেলাম!

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২৩

জুন বলেছেন: ভালোলেগেছে জেনে অনেক অনেক ভালোলাগলো একলা ফড়িং ।
আগামীতেও সাথে থাকবেন এই কামনায় ।
শুভেচ্ছা সতত ....

৬৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২৮

কালোপরী বলেছেন: অসাধারণ :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কালোপরী :)

৬৬| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসাধারণ আপু।
অনেক সুন্দর লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিশেহারা অনেক পুরনো হলেও আমার প্রিয় একটি কবিতা পাঠের জন্য।

৬৭| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০০

স্প্যানকড বলেছেন: অসাধারণ ভালো লাগছে খুব :) আসলে সত্যি কি জানেন, এখনকার প্রেমিকারা না জ্বলতে পারে, না জ্বালাতে পারে। যা পারে উহা কোন ক্যাটাগরিতে পড়ে না। হুদাই প্রেম নিয়ে ঘ্যানঘ্যানানি। আসল প্রেম কি উহাই জানে না। অমন সুস্মিতা কবিতায় আছে বাস্তবে ওরে বাপ এক একটা কেউটে ! হা হা হা :) ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.