নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালের নতুন অতিথি আমার
ভোর সকালে নানা রকম পাখির কিচির মিচির আওয়াজ ছাপিয়ে আজ নতুন স্বরে ডেকে উঠলো নতুন অতিথি । উকি দিয়ে দেখি এক বুনো কবুতর । চুপি চুপি ছবি তুলে শেয়ার করলাম আপনাদের সাথে। কদিন ধরেই মন ভালো নেই। বুনো কবুতর কি শান্তি নিয়ে আসে পরাণের গহীন ভেতরে ? নাকি শান্তির জন্য শুধুই সাদা কবুতর প্রয়োজন ? তাহলে কোটি কোটি সাদা মানুষকে হারিয়ে ইথিওপিয়ার কালো মানুষটি কি করে শান্তি পুরস্কার জিতে নিলো !!
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ
১ নং ছবি আমার মোবাইলে
২ নং ছবি নেট
১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
জুন বলেছেন: আহমেদ জী এস ,
আমার সাদামাটা লেখায় প্রথমেই আপনার অসাধারন মন্তব্যখানা পেয়ে খুব খুশী হয়েছি ।
ভালো থাকবেন সবসময় আর সাথেই থাকবেন সেই প্রত্যাশায়
২| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: যোগ্যরাই টিকে থাকবে - - - - - -
১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
জুন বলেছেন: কিন্ত এই ক্রুর নগ্ন হিংস্র জনপদে সত্যি কি যোগ্যরা টিকে থাকবে ? আর থাকলেই বা কতকাল থাকবে ঠাকুর মাহমুদ ??
৩| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
সোনালী ডানার চিল বলেছেন: দারুন বলেছেন-
আসলে তো এভাবে ভাবা হয়নি-
শুভেচ্ছা নিবেন।
১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: আপনি হলেন কবি সোনালী ডানা। আপনিতো সাধারনকেই কত ভাবে কত ভংগীমায় কত অসাধারন ভাবে ভেবে থাকেন । আপনার সাথে কি আর আমি ভাবাভাবিতে পারি বলেন ?
শুভকামনা আপনার জন্যও ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডারউইন বলেছিলেন, " যোগ্যতমরাই থেকে থাকে"।
১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
জুন বলেছেন: ডারউইন বেচে থাকলে সারভাইব্যল অফ দ্য ফিটেষ্ট এর প্রকৃত রূপ দেখে থাকতো মোহাম্মদ সাজ্জাদ হোসেন । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
কি পরিস্হিতে, কি অবদানের জন্য উনাকে শান্তি পুরস্কার দেয়া হলো, সেটা আপনার দৃষ্টিকোণ থেকে আপনার পোষ্টে না থাকলে, পোষ্টের দরকার কেন, আমরা সংবাদেই উনার নোবেল প্রাপ্তির খবর পেয়েছি
১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
জুন বলেছেন: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ দীর্ঘদিন ধরে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জেতেন । আমি মনে করি সবাই এই খবরটি ইতিমধ্যেই পত্রিকায় পড়ে ফেলেছে । আমি তাকে এনেছি অন্য প্রেক্ষাপটে ।
আমাকে আবার কোন রকম বিশেষনে ভুষিত করবেন না আশাকরি ।
৬| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
জুন আপা,
আমার দীর্ঘ জীবনে অনেক কিছু দেখেছি, এই জীবনে একটি শব্দের সাথে বার বার নতুন করে পরিচিত হয়েছি যার ফলাফল আমি পেয়েছি আর তা হচ্ছে ধৈর্য্য/অপেক্ষা। আমার প্রিয় একটি শব্দের নাম ধৈর্য্য। বোনরে, অনেক দিন আপনার নতুন লেখা পাই না, কেমন আছেন আপনি?
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২
জুন বলেছেন: যার ফলাফল আমি পেয়েছি আর তা হচ্ছে ধৈর্য্য/অপেক্ষা।
আর আমার ধৈর্য্য বলতে কিছুই ছিল না ঠাকুর মাহমুদ, তাই হতাশ হয়েছি বারে বারে , তারপর ফিনিক্স পাখীর মত ধ্বংসস্তুপ থেকে আবার ডানা ঝাপটে জেগে উঠেছি। তবে সামু আমাকে শিখিয়েছে আগের চেয়ে কিছুটা শান্ত ধীর স্থির হতে । অনেক বছর হলো অনেক ঝড় ঝাপটা গেলো কি না । একদম আনাড়ী এসেছিলাম ব্লগ লিখতে তাই হয়তো অনেক ঠোকড় খেতে হয়েছে পদে পদে ।
লেখা হয় না আমিও বুঝি, কিন্ত কেন জানি আর লিখতে ইচ্ছে করে না সব কিছু দেখেশুনে চারিদিকে ।
ভালো থাকবেন অনেক অনেক আর আমাকে উৎসর্গ করে লেখা পোষ্টটিতে লিখে এসেছি
৭| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্ণবাদী পোস্ট !
বুনো অতিথির ছবি কিভাবে তুললেন, এরাতো অনেক দূরে মানুষ দেখলেও উড়ে চলে যায় ।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯
জুন বলেছেন: বর্ণবাদী পোস্ট !
কি বুলছেন গিয়াস ভাই
হা হা হা , দুখের মাঝেও হাসি আসলো আপনার মন্তব্যে ।
আমি একেবারে সামনে গিয়ে তুলেছি । প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইলো তারপর থতমত খেয়ে উড়ে চলে গেল। আবার খানিক পর উড়ে আসলো কোথায় তার বাসাবাড়ী কে জানে ? হয়তো কালও আসবে অন্যান্য পাখপাখালির মত ।
মন্তব্যে ধন্যবাদ ।
৮| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: আমি থাকি ছয় তলায়। ঠিক আমার পাশের বাসাটা অন্য রকম। তারা ছাদে, পুরো ছাদ জুড়ে গ্রীল ট্রিল লাগিয়ে পাখি পালছে। নানান জাতের পাখি। বেশীর ভাগই বিদেশি পাখি। প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে পাখির কিচির মিচির শব্দে। এর মধ্যে দুই একটা পাখি মধ্যে রাত্রেও ডেকে উঠে।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৭
জুন বলেছেন:
রাজীব নুর প্রথমেই ধন্যবাদ জানবেন আমার পোষ্টে মন্তব্যের জন্য ।
আমার ছবিটা ভালো করে দেখলেই বুঝবেন তারা আমার ইচ্ছে স্বাধীন অতিথি । কোন খাচায় পোষা নয় । বারান্দার বাইরে তারা আমাদের বেধে দেয়া ডালের উপর খাবার বাটি থেকে খাবার খাচ্ছে । আমি পাশের ঘরের জানালা দিয়ে ছবিটি তুলেছি । এখন ঝাক বেধে টিয়া বুলবুলি শালিকরা আসে প্রতিদিন । খাবার না পেলে চিৎকার চেচামেচি করে ।
ভালো থাকবেন সবসময়
৯| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭
টারজান০০০০৭ বলেছেন: আহ ! আপনার অথিতিগুলো খুবই চমৎকার ! তাহাদের সৎকারের ব্যবস্থাটাও দারুন লাগিল !
১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪
জুন বলেছেন: আপনার উৎসাহমুলক মন্তব্যে অনেক খুশি হোলাম টারজান। অনেক দিন পর ব্লগে আপনার দেখা পেলাম। ভালো থাকুন ।
১০| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,
প্রকৃতির সঙ্গে বাস্তবের শান্তির দূতকে একসূত্রে গেঁথে ছোট্ট পোস্টের মাধ্যমে ব্যক্ত করলেন শান্তির এক নির্মল আবেদন।
পোস্টটিতে পঞ্চম লাইক।
শুভকামনা নিয়েন আপুনি।
১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০
জুন বলেছেন: প্রিয় পদাতিক।
তারপর কেমন আছেন বলুন তো? আপনার মরচীকা পর্ব বেশ কিছুদিন হলো পড়া হয়নি নানা ঝঞ্জাটে। নিজেও কিছু লিখছি না। ভাবছি এখন থেকে আবার নিয়মিত হবো।
ভালো থাকবেন সবসময়
১১| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৮
ইসিয়াক বলেছেন:
আহ্ মনোহরা । হৃদয় কাড়া ।
নয়ন জুড়ালো ।
স্বপ্ন গুলো ফুল হয়ে
পাপড়ি মেললো ।
১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: সুন্দর কবিতায় দারুন প্রশংসায় ধন্যবাদ ইসিয়াক
১২| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০
রাকু হাসান বলেছেন:
অবাক হই এসব মুহূর্তগুলো নিপুনভাবে কিভাবে ক্যামেরাবন্ধি করেন ! ছোট লেখাটির ভাবার্থ অনেক জুন আপু ।
১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৮
জুন বলেছেন: রাকু হাসান এই মুহুর্তের ছবি তুলতে অনেক সময় লাগে। অনেক অপেক্ষা করতে হয়। তারপর এক শুভক্ষণে তারা ক্যামেরাবন্দী হন। তবে এই বুনো কবুতরটি আমাকে প্রথমেই সুযোগ দিয়েছিল।
মন্তব্য এ অশেষ ধন্যবাদ রইলো।
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৪
নীল আকাশ বলেছেন: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এর কর্মজীবন আজকেই পড়লাম। শুধু ইচ্ছে থাকলেই একটা মাত্র মানুষ যে পুরো দেশকে বদলে দিতে পারে সেটাই উনি সারা পৃথিবীর মানুষকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন।
A big big salute to this excellent person. He really desearves this prize.
বেশ্যাবৃত্তির চেয়েও দালালবৃত্তি আরও জঘন্য। আর এই দেশে আমরা এই পাপিষ্ঠ দালাল বৃত্তিই শুধু দেখে গেলাম।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
জুন বলেছেন: নীল আকাশ,
আন্তরিক দুঃখিত মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেলো বলে । আবি আহমেদের সাথে আমরাও একই কথা বলি কোন কিছু অর্জন করতে চাইলে স্বদিচ্ছাটাই বড় ।
শেষ দু লাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই । মন্তব্যে অশেষ ধন্যবাদ ।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৪৮
মা.হাসান বলেছেন: আপনার পাখি প্রেমের কথা আগে থেকে জানি। ছবিটি ভালো লেগেছে। কবুতরকে গ্রিকরা প্রেমের প্রতিক হিসেবে ব্যবহার করতো, প্রথম দিকের খৃস্টানরা ব্যাপ্টিজমের সময়ে হলি স্পিরিট এর চিহ্ণ হিসেব ব্যবহার করেছে, কোনটাতেই সমস্যা নেই, অশান্তি হয় তখন, যখন কবুতর দেখলে কারো কারো জিভে পানি চলে আসে।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর নোবেল পাওয়া আমার ভালো লাগে নি। বিষয়টা পলিটিকাল। উনি কিছু পদক্ষেপ নিয়েছেন, তবে অর্জন অনেক কম। কেউ কেউ বলেছেন উৎসাহ দেয়ার জন্য এই পুরস্কার। উৎসাহের জন্য নোবেল তখনই দেয়া যায় যখন অর্জন আছে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আমি একটা পোস্ট দিয়েছি এর উপর, খুব প্রাসঙ্গিক না বলে লিংক যোগ করলাম না।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
জুন বলেছেন: মা.হাসান ,
বড্ড দেরী হয়ে গেল আপনার এত আন্তরিক মন্তব্যটির জবাব দিতে ।
অশান্তি হয় তখন, যখন কবুতর দেখলে কারো কারো জিভে পানি চলে আসে। বিশ্বাস করবেন কি না জানি না এই সব জীব জানোয়ার ও পাখি জিনিসটা হত্যা করতে দেখলে আমার বড় কষ্ট হয় ।
আপনি জানি কোথায় কোথায় ঘুরে আসলেন, আমার পোষ্টে তাফাই গেটের একটা ছবিও দিয়েছিলেন । ভেবেছিলাম এটা বুঝি সুচনা কিন্ত এরপর আপনার ঐ বিষয়ে আর কোন লেখাই দেখলাম না ব্লগে । তাড়াতাড়ি লিখে ফেলুন আর আমার অজানা অচেনা জায়গাগুলো দেখে নেই চট করে ।
অনেক ভালো থাকুন , শুভেচ্ছা সন্ধ্যার ।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৪৮
মা.হাসান বলেছেন:
নোবেলের বিষয়ে একজন গুনী মানুষের বক্তব্য সম্বলিত ছবি যোগ করলাম। অপ্রাসঙ্গিক মনে করলে মুছে দেবার অনুরোধ থাকলো।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
জুন বলেছেন:
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
দরিদ্র বাংলাদেশ রোহিংগাদের রিফিউজী হিসেবে স্হান দেয়ার জন্য শান্তিতে নোবেল পাবার যোগ্যতা রাখে দেশ।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
জুন বলেছেন: আপনি যথার্থই বলেছেন ।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার কাজ।
আমি ছাদে বালতি ভরে পানি রাখি পাখিদের জন্য। রুটি ভাত চাল সাজিয়ে রাখি। এই কাজটা করে আমি বিপুল আণন্দ পাই।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
জুন বলেছেন: শুনে ভীষন ভালো লাগলো রাজীব নুর । আমি যখন দেশের বাইরে থাকি তখন আমার মাথায় একটা চিন্তাই ঘুরপাক খায় আর সেটা হলো পাখিগুলো খাবার না পেয়ে ফিরে যাচ্ছে
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একেই বলে যোগ্যতা তবে সাথে ভাগ্যও থাকতে হবে। দেখবেন কতজনেই বারান্দায় খাবার জুলিয়ে রেখেছে সেখানে শান্তির পায়রা আসেনা।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
জুন বলেছেন: একেই বলে যোগ্যতা তবে সাথে ভাগ্যও থাকতে হবে। এটা সত্যি কথা , সেদিন পেপারে পড়লাম ট্রাম্প বলছে আমি অনেক কাজ করেছি যা শান্তি পুরস্কার পাবার মত কিন্ত আমাকে দেয় না
অনেকেই খাবার দেয় কিন্ত কোন পাখিই আসে না । আমাদের অনেকে জিজ্ঞেস করে আমরা কেমন করে তাদের আনি ? আমি বলেছি ধৈর্য্য লাগে ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন । আপনাকে অনেওকদিন কিছুই লিখতে দেখি না । কারন কি ? আবার সদর্পে ব্লগের লেখালেখিতে ফিরে আসুন সেই প্রত্যাশায়
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে সাদা কালো কোন ব্যাপার নয়।
কর্ম সাধনই আসল কথা।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
জুন বলেছেন: আসলে সাদা কালো কোন ব্যাপার নয়।
কর্ম সাধনই আসল কথা।
মাইদুল সরকার আপনি ঠিকি বলেছেন কিন্ত কতজন মানুষ এই কথাটি মনে রাখে ?
যদি রাখতো তবে পৃথিবী থেকে বর্ন বৈষম্য কথাটি চিরদিনের জন্যই মুছে যেত ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২০| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭
ল বলেছেন: বাংলাদেশ নামক রাষ্ট্র কি নোবেল দাদাদের চোখে পড়েনা??
লাখ লাখ রোহিঙ্গাদের জান মালের নিরাপত্তার জন্য নোবোল এদেশের পাওনা ইথিওপিয়ান লোকটার নয়।।।
পাখিদের সাথে আপনার সখ্যতা নতুন নয় -- এমনি ছুঁয়ে থাক মায়া এ সংসারে।।।
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
জুন বলেছেন: আপনার কথার সাথে সম্পুর্ন সহমত । নোবেল ওয়ালার এক চোখা
পাখিদের আমি ভীষন ভালোবাসি ল । যেখানে যাই পাখি দেখলেই সাথে খাবার দেখলে তাদের সাথে ভাগ করে নিতে ভুলি না ।
মন্তব্যে অশেষ ধন্যবাদ ।
২১| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ।
দেরীতে জবাব দেবার জন্য আন্তরিক দুঃখিত ।
২২| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
করুণাধারা বলেছেন: পাখির ছবিটা খুবই সুন্দর তুলেছেন।
ছোট পোস্ট, কিন্তু অনেক দিন পর আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগল। আপনার অনুপস্থিতি ভীষণ ভাবে অনুভব করছিলাম।
যে কারণেই এই অনুপস্থিতি হোক, দোয়া করি সেটা কাটিয়ে উঠুন শিগগিরই। আমি দেখেছি কিছুদিন ব্লগ থেকে দূরে থাকলেই লেখার ব্যাপারে একটা আলসেমি চলে আসে, আর কিছুই লিখতে ইচ্ছে করে না। তাই দুটা, একটা মন্তব্য করে হলেও থাকুন।
১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
জুন বলেছেন: ব্লগে নিয়মিত আসতে না পেরে আমারো কষ্ট হয় করুনাধারা । আপনাদের বড্ড মিস করি ।
চেষ্টা করি সব সময় একটিভ থাকতে কিন্ত নানান ঝঞ্জাটে আর পেরে উঠি না । আশাকরি শীঘ্রই আবার নিয়মিত হবো ।
ভালো থাকুন করুনাধারা এই প্রত্যাশা রইলো
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরানের গহীন গভীরে...
একেবারেই গহন গবীরে যেন টেনে নিয়ে গেল...
কেমন আহ্লাদ মাখা ..যেন আদুল তুলতুলে পুষি
হা হা হা
শান্তি চাই। শান্তি আসুক
পদকের লোভে নয়,
মনুষ্যত্ব আর মানবতার বিকাশে
নিজ দেশৈর ভিন্নমতকে খুনগুম করে
ভীনদেশীদের আশ্রায়নে স্বপ্ন নয়
নিজ দেশৈ ভিন্নমতের সুস্থ চর্চা, মৌলিক মানববাধীকা, সাংবিধানিক অধিকার
প্রতিষ্ঠা বেশি জরুরী! নইলে বানরের গলায় মুক্তোর মালার মতো সুচির গলার শান্তি পুরষ্কার
হয়ে কলংকিত হবার সমুহ সম্ভাবনা রয়েই যায়।
১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
জুন বলেছেন: অসাধারন মন্তব্য ভৃগু, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।
আপনার সাথে গলা মিলিয়ে আমরা সবাই বলি শান্তি চাই প্রকৃত শান্তি । দেশের মানুষ শান্তিতে না থাকলে শান্তি পুরস্কার পেয়ে লাভ কি ?
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
আপনাকে খুঁজছিলাম এবার অনেক দিন পর এলেন। কেমন আছেন ? আপনার বুনো পায়রা দেখে আমারও মন ভালো
হয়ে গেল ।এতো ছোট করে লেখা দিলেন পড়ে তৃষ্ণা মিটছে
না । তারপরও ভালো লাগছে আপনাকে পেয়ে।
১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: ব্লগে প্রবেশ করতে যা অবস্থা তাতে অনেক সময়েই অনেক কে খুজে পাই না মুক্তা নীল ।
বুনো পায়রা এখন আমাদের রেগুলার ভিজিটার । দিনে দু তিন বার আসে খাবার খেতে । একাই আসে , জোড়াটা মনে হয় ডিমে তা দিচ্ছে ।
তারপর আপনি ভালো আছেন তো ? মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
আহমেদ জী এস বলেছেন: জুন,
ওয়াও! কি দারুন নিপুনতায় দু'টো সম্পূর্ণ আলাদা জিনিষকে একই সূতোয় গাঁথলেন। আপনার ছবির কবুতরের মতোই শান্ত-স্নিগ্ধ চার লাইনের লেখাটি যেন অনেক কিছুই বলে গেলো পরানের গভীর থেকে.................
+++++++++++