নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ মেঘভারে নত, থমকে আছে সমুদ্র আমরা অপেক্ষায় সি ত্রাং এর
নভো এয়ার থেকে যাত্রীদের নেমে আসা
বর্ষনমূখর সকালে নভো এয়ার থেকে কক্সবাজার বিমানবন্দরে নেমে আসলাম। বর্তমানে ঝড় সিত্রাংকে দেখতে কক্সবাজার এসেছি। আমি অবশ্য এর আগেও দুয়েক বার খুব কাছ থেকে সমুদ্রের ঝড় দেখেছি কিন্ত বাকি দুই সদস্যর অভিজ্ঞতা শুন্য। তাই এই ঝড়ের মাঝে আমাদের আগমন।
"সাগর সৈকতে সাতার কেটেছি কত কখনো তো হই নাই ক্লান্ত" ভুপেন হাজারিকার গানের কলিটি মনে পরলো
মেঘলা সাগর, নিরিবিলি সৈকত
চাষ করা মুক্তোর মালার ভারী ঝুড়িটা আমার সামনে রেখে বিক্রেতার অনুরোধ কেনার জন্য পিড়াপিড়ি এই ঘোড়ার মালিককে ডেকে বলেছি ওকে মেরো না যেন, মিস্টি হেসে বল্লো না না ন মারি
নিঃসংগ সাম্পান কক্সবাজার বালুকাবেলায়
ছবিগুলো সব আমার মোবাইলে তোলা।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৮
জুন বলেছেন: আমিও এখন একটু একটু পরছি অপু তানভীর।
২| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩১
ঋণাত্মক শূণ্য বলেছেন: অন্য ব্রাউজার থেকে ট্রাই করে দেখতে পারেন; কিংবা অন্য ইন্টারটেন প্রোভাইডার থেকে। চাইলে ভিপিএনও ব্যবহার করে দেখতে পারেন।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
জুন বলেছেন: মোবাইল দিয়ে করছি ভাই তাই অন্য ব্রাউজার ট্রাই করাটা কষ্ট তাই পুরনোটাতেই আছি। ঢাকা ফিরে আবার চেষ্টা করবো। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
৩| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৬
মোহামমদ কামরুজজামান বলেছেন:
বোন, সাগর পাহাড়ের মিতালি সবসময়ই ।
তাই সাগড়ের পাড়ে আপনার জন্য পাহাড়ের দাওয়াত ।
মনে হয় কারিগরী সমস্যা।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
জুন বলেছেন: আমারও মনে হয় কারিগরি মোহাম্মদ কামরুজ্জামান
আসলাম আমাদের প্রিয় সাগর সৈকত কক্সবাজার।
৪| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪১
শাহিন-৯৯ বলেছেন:
আপা, আমি এহা বড় মাপের টেকনিশিয়ান কিন্তু আপনার সমস্যাটি অতি ক্ষুদ্র তাই সমাধান দিতে পারলাম না। হাহাহা
কথা হচ্ছে সিত্রাং দেখতে গেছেন একটু সাবধানে থাকবেন, সিত্রাংয়ের পিক টাইমে সৈকতে না গিয়ে হোটেলের জানালা দিয়ে সাগরের উত্তাল দেখুন।
সাবধানে থাকুন।
শুভ কামনা নিরন্তর।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: অতি ক্ষুদ্র!! আপনার কথা শুনে দুক্ষ পাইলাম শাহীন
সাবধানেই আছি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো জোর হাওয়া শুরু হয় নি। ব্যাগে ছাতা নিয়ে মিররডডল এর মতো ভুলোমনা হয়ে মাথা ভিজিয়ে ঘুরে আসলাম
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
৫| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি আমরা চাই।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: মনে হয় না এখানে বসে মোবাইল দিয়ে ছবি দিতে পারবো। তবে আসল ঝড় শুরু হবে আগামী কাল থেকে। আর সেই ছবি বেচে থাকলে ঢাকা এসে দিবো।
৬| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি আছেন মহাসুখে। হিংসে হয় আমার।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৩
জুন বলেছেন: কি সুখ দেখলেন রাজীব নুর যে হিংসা করছেন
আমি তো ঝড়ের মাঝে বসে আছি
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৭| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২
হাবিব বলেছেন: কবে আসলেন দেশে? কবে ফিরবেন?
যাই হোক, হ্যাপি জার্নি
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৫
জুন বলেছেন: অল্পদিন হয় এসেছি হাবিব স্যার। আপনি কেমন আছেন? অনেক দিন হয় দেখি না আপনাকে। অবশ্য আমিও ইদানীং অনেকটা অনিয়মিত হয়ে পরেছি।
৮| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০১
সোনাগাজী বলেছেন:
কত নং সিগন্যাল?
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৬
জুন বলেছেন: ক্যাটাগরি ৩
৯| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৮
সোনাগাজী বলেছেন:
১টা প্লেন থেকে যাত্রীরা নামছে, সেই ছবিও আপনি ব্লগারদের দেখাতে চান?
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
জুন বলেছেন: দৌড়ের ওপরে আছি তারপর ও আপনার মন্তব্যের উত্তরটা আগে দেই। এই প্লেন থেকে যাত্রী নামার ছবি দেয়ার উদ্দেশ্য আমার নেই। প্লেন থেকে আমরা নামছি সে জন্যই ছবিটা দিলাম।
১০| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২
আহমেদ জী এস বলেছেন: জুন,
আরে কি বলছেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ব্লগের ইবনে বতুতার দুঃসাহসিক অভিযান ???
সমুদ্র তো ভালো রকমের শান্ত দেখাচ্ছে! সি ত্রাং এর ত্রিং ত্রিং লম্ফঝম্প কই ?
সাবধানে থাকুন। ত্রিং ব্রিং করে লাফিয়ে সমুদ্রের কাছে যাবেন না। সহযাত্রীদেরও হোটেল রুমে বন্দি করে রাখুন সি ত্রাং এর তান্ডবের সময়।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৩
জুন বলেছেন: আমি দুঃখিত আপনার মন্তব্যের উত্তর দিতে দেরি হলো বলে। এই ছবিতে অর্থাৎ গতকাল সমুদ্র মোটামুটি ছিল কিন্ত আজ তার ঢেউ আর গর্জনে কানে তালা লাগার অবস্থা। সমুদ্রের পাড়ে এখনো আমাদের মত কিছু দুঃসাহসী লোকজন ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কারা যেন এসে তাদের তাড়িয়ে দিচ্ছে কিন্ত একটু পরেই প্রবল উতসাহ নিয়ে আরও লোকজন জড়ো হচ্ছে। দোয়া রাইখেন।
১১| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভ্রমন শেষে একটা সমৃদ্ধ ছবি ব্লগ আশা করছি
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৫
জুন বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো হাবিব। ছবি ব্লগ আরেকটা দিলাম এখন বসে বসে মোবাইলে। তবে এডিট ছাড়া ছবি কিন্ত সাদা সিধা আগেই বলে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরেকবার এসেছেন বলে।
১২| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম ছবিটা দেখে ভালো করে বোঝা যায় যে পৃথিবী গোল।
ঘোড়ায় চড়া আপনার একটা ছবি দিলে ভালো হত।
সায়মানের নৌকাটা মনে হয় খেলনা নৌকা।
আগামীকাল কি ঝড়ের জন্য আলাদা একটা পোস্ট দিবেন?
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
জুন বলেছেন: আপনার মন্তব্যের প্রথম লাইন পড়ে পাইরেটস অভ দ্যা ক্যারিবিয়ান ম্যুভিটার কথা মনে পরলো সাড়ে চুয়াত্তর। যেখানে পৃথীবি চ্যাপটা মনে করে নৌকার সাইড ধরে অপর পারে চলে গিয়েছিল জলদিস্যুর দল
ঘোড়ায় আমি চড়ি নাই কারন ভটভটিআলা আমাকে ভয় দেখিয়েছিল এটা নাকি পিঠ থেকে ঝাকি দিয়ে ফেলে দেয় মাঝে মাঝে। তারচেয়ে ভটভটি চড়া নিরাপদ
সায়মনের নৌকা/ সাম্পানটিকে বলতে পারেন শো পিস।
ব্যাক্তিগত কারনে অনেক অনেক দেরি হয়ে গেল জবাব দিতে তার জন্য আন্তরিক দুঃখিত আমি।
১৩| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিতো বিন্দাস দেখা যাচ্ছে!
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এই দু একটা ছবি দিতে পেরেছিলাম জলদস্যু। জবাব দিতে দেরি হলো তার জন্য আন্তরিক দুঃখিত।
১৪| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ♥
সায়েমন মনে হয় এই মুহুর্তে কক্সবাজারের সবচেয়ে সুন্দর হোটেল।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ১১:১৫
জুন বলেছেন: সায়মনের চেয়ে আমার রয়েল টিউলিপ সী পার্লই ভালো লাগে গোফরান। সায়মনের সামনে মনে হয় বাজার। আর পারলে বীচ পর্যন্ত দখল করে বসে আছে।
ভাই কিছু মনে করবেন না উত্তর দিতে অনেক অনেক দেরি হয়ে গেল বলে। ভালো থাকুন সব সময়।
১৫| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আমার ও অনেক দিনের শখ ঝড় দেখার। আপাতত জুন আপুর ছবি দেখে শখ মিটাই।
অপেক্ষায় রইলাম আপু ছবি ব্লগের।
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
জুন বলেছেন: দেখো মনিরা ভালো লাগবে। প্রকৃতির কত যে রূপ আমরা আর তার কতটুকুই দেখতে পাই? মিশরের সাদা কালো মরুভূমির যে রূপ দেখেছিলাম রাতের আধারে তা মনে হয় এই জীবনে ভোলার নয়।
উত্তর দিতে দেরি হলো বলে ক্ষমা করে দিও আপু
১৬| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০০
রানার ব্লগ বলেছেন: এই ঝরটা ভয়ানক হতে পারে। যতদুর সম্ভব নিরাপদ স্থানে চলে যান।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:০২
জুন বলেছেন: এই ঝড়টি পরে জেনেছি যে তার আচরণটি ছিল ব্যাতিক্রমি। বার বার তার গতি আর দিক পাল্টাচ্ছিল রানার ব্লগ। আমরা সায়মনে নিরাপদেই ছিলাম যদিও এক্ববারেই বীচের উপর হোটেল। তবে বাতাসের গতি আরেকটু জোরে হোলে আমাদের রুমের কাচের দরজা ভেংগে যেত।
দেরিতে উত্তরের জন্য ক্ষমাপ্রার্থী।
১৭| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
'সিত্রাং ' বা 'সি-তরাং' নামটি নাকি তাইল্যান্ডের দেওয়া। ভিয়েতনামী ভাষায় এর অর্থ নাকি পাতা।
পাতার ভয়ংকরী দৃশ্যাবলী দেখার জন্য সেই সুদুর থাইল্যল্ড হতে কক্সবাজারে আপনার আগমন বার্তা
শুনে বেশ পুলকিত হলাম ।
আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা , ইতিমধ্যে গভীর
নিম্নচাপটি শক্তি বাড়িয়ে নাকি সত্যিই ঘূর্ণিঝড় সিত্রাং এ রুপ নিয়েছে এবং এটা এখন পূর্ব-মধ্যবঙ্গোপসাগর
ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা
সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এটা নাকি ওডিশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। মূলত পুরী, চিলকার মধ্যবর্তী এলাকায়
এই ঝড়ের প্রভাব বেশী পড়বে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে ।আগামী
কাল ২৪ অক্টোবর নাকি এটা উপকুলে আঘাত হানতে পারে । তাই দোয়া করি প্রবল ঘুর্ণিঝড়ের আঘাতে
কেও যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় ।
পরিজনবর্গ নিয়ে খুবই সাবধানে থাকবেন ,
সকলে নিরাপদ থাকুন এ কামনাই করি ।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:১৫
জুন বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ডঃ এম এ আলী ভাই। আপনি ঝড়টিকে ভালো ভাবেই কাটাছেঁড়া করেছেন বরাবরের মতই। আমরা সাবধানেই ছিলাম। কক্সবাজার থেকে আসার দুতিন দিন পর আমি কিছুটা অসুস্থ হয়ে পরি। তাই আপনাদের মন্তব্যের জবাব সময় মত দিতে পারি নি বলে লজ্জিত। ভালো থাকুন সব সময়।
১৮| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন: ছবিগুলো সুন্দর।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:১৬
জুন বলেছেন: মোবাইলে তোলা, এডিট ছাড়া কোনমতে পোস্ট করেছি। তারপরও আপনার প্রশংসা পেয়ে ভালো লাগছে কালবৈশাখী। ভালো থাকুন সব সময়। উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল তার জন্য দুঃখিত আমি।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬
অপু তানভীর বলেছেন: এই যে ছবি আপলোড করলাম ।