![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য প্রকাশে দুরন্ত প্রহরী,মিথ্যার প্রতিবাদে নীরন্ত সৈনিক
এই পৃথিবীতে একটা পবিত্রতম শব্দ হলো ভালোবাসা।যা বিভিন্ন মায়া-মহব্বত থেকে সৃষ্টি হয়ে থাকে।অথবা বলা যেতে পারে দুটি মন একত্রিত হলেই ভালোবাসা সৃষ্টি হয়।ভালোবাসা মানে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার আশ্রয় স্থল।ভালোবাসার জন্য অনেক কিছু করা যায় যা আমরা কখনও কল্পনাও করতে পারি না।
আমি মনে করি ভালোবাসার মাঝে যেমন সুখ আছে তেমনি দুঃখ ও যন্ত্রণাও রয়েছে।যখন দুটি মনের মাঝে একটু সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয় তখন তাদের সামনে নেমে আসে কালবৈশাখী ঝড়।আর সেই সামান্য ঝড়ের মাঝেই ঝরে যায় তাদের স্বপ্নময় সোনালী জীবন।ব্যর্থ হয় তাদের সকল চাওয়া-পাওয়া।জীবনের এই কঠিন আঘাতে তারা গুণতে থাকে জীবনের শেষ প্রহরগুলো।এ ছাড়াও তারা অসামাজিক কাজেও জড়িয়ে পড়ে।এমনকি কেউ মৃত্যুকে ও বেছে নেয় ফলে অকালেই ঝড়ে যায় অনেক মানুষের জীবন।
আজ আমি পাঠকদের উদ্দেশ্য বলছি কাউকে ভালোবাসতে হলে মন দিয়ে ভালোবেস না।কিছু কথা,কিছু ভালোবাসা আত্মগোপন করে রেখ।আর সেই আত্মগোপনটাই হবে তোমার ভবিষ্যৎ।এই উক্তিটি শুধুমাত্র তাদের জন্য যারা আজও প্রেম অথবা ভালোবাসা শব্দটিকে আপন করে নিতে পারেনি।আর যারা ভালোবাসা শব্দটি আপন করে নিয়েছে তারা কোনোক্রমেই কাউকে যন্ত্রণা উপহার দিও না।
©somewhere in net ltd.