নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাতের আলোকে,শান্তির মিছিলে,,

Juned Ahmed

সত্য প্রকাশে দুরন্ত প্রহরী,মিথ্যার প্রতিবাদে নীরন্ত সৈনিক

Juned Ahmed › বিস্তারিত পোস্টঃ

পবিত্র মক্কা ও মদীনায় অমুসলিমদের প্রবেশাধিকার নেই কেন

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

একথা সত্য যে, আইনত মক্কা ও মদীনায় অমুসলিমদের প্রবেশানুমতি নেই। নিম্নে বর্ণিত বিষয়গুলো এই নিষিদ্ধতার নৈপথ্য কারণগুলো উদঘাটনে সহায়ক হবে। ক. সেনানিবাস এলাকায় সকল নাগরিক প্রবেশানুমতি পায় না আমি একজন বাংলাদেশী নাগরিক। তা সত্ত্বেও এদেশের এমন কিছু এলাকা আছে যেখানে আমার অবাধে প্রশোনুমতী নেই। যেমন সেনানিবাস। পৃথিবীর প্রত্যিকটি দেশই সাধারণ নাগরিক প্রবেশ করতে পারবে না এমন সব এলাকা রয়েছে। শুধু মাত্র সেনাবাহিনীর সদস্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়াদির সাথে জড়িত ব্যক্তিবর্গ সে সব এলাকায় প্রবেশানুমতি পায়। একইভাবে ইসলাম সমগ্র বিশ্ববাসীর জন্য একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা। মক্কা ও মদীনা এ দুটি পবিত্র নগরিকে ইসলামের ক্যান্টনমেন্ট ধরা যেতে পারে। এখানে শুধু যারা তার অনুসারী এবং এর প্রতিরক্ষার সাথে জড়িত তারাই প্রবেশানুমতি পায় অর্থাৎ মুসলমানরা।সেনানিবাস এলাকায় সাধারণ নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি তোলা যে কোনো বিবেকবান মানুষের কাছেই অযৌক্তিক বলে গন্য হবে। একই ভাবে কোনো অমুসলিমের মক্কা-মদীনায় প্রশোধিকার নিয়ে প্রশ্ন তোলা সঙ্গত বলে বিবেচিত নয়। খ.মক্কা ও মদীনায় প্রবেশের “ভীসা” ১. যখনি কেউ অন্য কোনো দেশে ভ্রমন করতে চায়। প্রথমে তাকে সেদেশের ভিসা পাবার জন্য আবেদন করতে হয়।অর্থাৎ সে দেশে প্রবেশের অনুমতি। প্রতিটি দেশের এ ক্ষেত্রে নিজ নিজ আইন নীতিমালা এবং কিছু শর্ত রয়েছে। এসব কিছু পূরণ না হলে তারা ভিসা দেবে না। ২. ভিসা দেবার ব্যাপারে অত্যন্ত কঠিনভাবে রক্ষণশীল দেশগুলোর মধ্যে সবার ওপরে আমেরিকা। বিশেষ ভাবে তৃতীয় বিশ্বের কোণো নাগরিককে ভিসা দেবার জন্য তাদের আছে অসংখ্য নিয়ম কানুন। আরো আছে দুর্লভ ও দুরুহ শর্তসমুহ যা সাধারণের আয়ত্বাধীন নয় কোনো ভাবেই। ৩. আমি সিঙ্গাপুর ভ্রমনে গিয়েছিলাম। তাদের অভিবাসন বা ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল মাদক দ্রব্য বহনকারীর জন্য“মৃত্যুদন্ড”। এখন সিঙ্গাপুরে প্রবেশানুমতি চাইলে আমাকে তাদের যে আইন তা মেনেই নিতে হবে। আমি তো আর বলতে পারি না মৃত্যুদন্ড মধ্যযুগীয় নৃশংস বর্বরদের শাস্তি। তাদের সব নিয়ম-কানুন এবং শর্তগুলোকে যদি আমি মেনে নেই কেবলমাত্র তখনই আমার পক্ষে সে দেশের প্রবেশানুমতি পাওয়া সম্ভব। ৪. ভিসা-পৃথিবীর যে কোনো মানুষের জন্য মক্কা ও মদীনায় প্রবেশের অনুমতি পেতে হলে সর্ব প্রথম যে শর্তটি পুরণ করতে হবে তা হলো তার মুখে বলতে হবে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” অর্থাৎ মানা যায় এমন কেউ নেই কিছু নেই আল্লাহ ছাড়া এবং মুহাম্মাদ (সঃ) তার প্রেরিত রাসূল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:
" মক্কা ও মদীনা এ দুটি পবিত্র নগরিকে ইসলামের ক্যান্টনমেন্ট ধরা যেতে পারে। এখানে শুধু যারা তার অনুসারী এবং এর প্রতিরক্ষার সাথে জড়িত তারাই প্রবেশানুমতি পায় অর্থাৎ মুসলমানরা। "

-সেইজন্য মক্কায় ঝাড়ু দিতে বাংগালী মুসলমানদের দরকার হচ্ছে?

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

গোধুলী রঙ বলেছেন: Click This Link
প্যারিস হিলটনের লেদার প্রোডাক্টের দোকান আছে মক্কায় মক্কা মলে, আর সে নিজেই গেছিলো উদ্বোধন করতে। কাবা শরীফ থেকে দুরত্ব!! ২০ মিনিটের পথ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

হানিফঢাকা বলেছেন: জাকির নায়েকের লেকচার মেরে দিলেন। একবার ভাবলেনও না কি বলছেন। যা শুনেছেন তা অন্ধভাবে বিশ্বাস করেছেন এবং অন্ধভাবে প্রচার করে যাচ্ছেন। মক্কা এবং মদীনাতে অমুসলিমদের প্রবেশাধিকার কে বন্ধ করেছে? আল্লাহ, মুহাম্মদ নাকি আপনার সৌদি সরকার? কোন আইনে বন্ধ করেছে? আল্লাহর আইন নাকি তাদের নিজেদের আইন? সৌদি সরকার আইন করে আর এই আইনের পক্ষে সাফাই গাওয়ার জন্য আপনাদের মগজ ধোলাই করা হয়।

আল্লাহ বলেছেনঃ
"And proclaim to mankind the pilgrimage. They will come to thee on foot and on every lean camel; they will come from every deep ravine" (২২ঃ২৭)

মক্কা বিজয়ের পর কোন অমুসলিমদের কে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল এমন কোন ঘটনার কোন রেফারেন্স পাওয়া যায় না। মদীনাতে নবীর মৃত্যুর পর চার খলিফার শাসনামলেও অনেক অমুসলিম সেখানে ছিল এটা বিভিন্ন দলীল দ্বারা প্রমানিত। তার মানে নবীর সময় এবং উনার পরবর্তী কালেও মক্কা এবং মদীনায় অমুসলিম ছিল।
তাহলে ধর্মীয় কোন বিধান অনুযায়ী আজ মক্কা এবং মদীনাতে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ? অথবা মানুষের ইচ্ছানুসারে নির্মিত আইনকে কেন ধর্মীয় বিধান বলে চালিয়ে দেওয়া হয়?


৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

এ আর ১৫ বলেছেন: এক বারে জাকির নায়েকের লেকচারের কার্বন কপি !!!! আমাদের নবীর কাছে যখন অন্য ধর্মের মানুষ দেখা কোরতে আসতো মক্কা বা মদিনাতে কই আমরাতো দেখি নাই তাদের বাধা দিতে ? এমন কি নবী জী ( সা) মসজিদের ভিতরে মুসল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.