নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন-সম্ভাবনা শূন্য থেকে শিখরে পৌঁছার

জুনেদ আহসান

মানবতার পথের পথিক

জুনেদ আহসান › বিস্তারিত পোস্টঃ

গলায় আটকে যাওয়া কাঁটা নামানোর সহজ কিছু উপায়।"

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮





গলায় মাছের কাঁটা বিঁধলে সবার মনে অসম্ভব অস্বস্তির সৃষ্টি হয়। যা খুবই পীড়াদায়ক। তাই গলায় আটকা মাছের কাঁটা নামানোর উপায় সম্পর্কে আমাদের জ্ঞাত থাকা দরকার। আসুন জেনে নিই গলা থেকে মাছের কাঁটা সহজে নামানোর ৮টি উপায়-
গলায় আটকা কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে কোকাকোলা। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে তা নরম হয়ে নেমে যায়। ছবি সংগৃহীত


১. সাদা ভাত: গলায় আটকা মাছের কাঁটা সাদা ভাত খেয়ে খুব সহজে নামানো যায়। এজন্য আপনাকে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে গিলে ফেলতে হবে। এতে সহজে গলায় আটকা মাছের কাঁটা নেমে যাবে। মনে রাখবেন, শুধু ভাত খেলে কিন্তু কাঁটা নামবে না।


২. হোমিওপ্যাথি চিকিৎসা: গলায় আটকা মাছের কাঁটা নামানোর সর্বাধিক কার্যকরী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। এজন্য আপনাকে নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।


৩. পানি পান করুন: গলায় মাছের কাঁটা আটকে গেলে পানি পান করুন। পারলে হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে পান করুন। এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায়।


৪. কলা খান: গলায় মাছের কাঁটা বিঁধলে দেরি না করে পারলে চটজলদি একটি কলা খান। কলা খেতে খেতে কখন যে কাঁটা নেমে যাবে তা আপনি টেরও পাবেন না।


৫. লেবু খান: গলায় মাছের কাঁটা আটকে গেলে এক টুকরা লেবু নিন। তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে এর রস খান। দেখবেন কাঁটা নরম হয়ে নিমিষেই নেমে গেছে।


৬. অলিভ ওয়েল খান: গলায় কাঁটা বিঁধেছে? তাহলে মোটেই দেরি না করে একটু অলিভ অয়েল খান। এতে কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে।


৭. ভিনেগার খান: পানির সঙ্গে সামান্য পরিমাণ ভিনেগার মিশিয়ে পান করলে গলায় আটকা মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি ঠিক লেবুর মতো কাজ করে।


৮. কোকাকোলা পান করুন: গলায় আটকা কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে কোকাকোলা। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে তা নরম হয়ে নেমে যায়। এছাড়া শুকনো মুড়ি খেলেও এর কার্যকরী সমাধান পাওয়া যায়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

এস. এম. কামরুল আহসান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: জানা ছিল। তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক গুলো জানা ছিল না ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবগুলো খেয়েও যদি কাজ না হয়, তখন? অভিজ্ঞতা আছে বলে বলছি।

৫| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর বলেছেন আমার অভিজ্ঞায় জানি কলা খাওয়াতেই বেশি ফল পাওয়া যায়। কলার খন্ডকে রেক্টিফায়েড স্পিরিটে ভিজিয়ে খেলে অথবা হোমিও তরল ঔষধে ভিজিয়ে খেলে ত্বরিত গতিতে কাজ হয়। উপড়ে মন্তব্যকারী ভাই বলেছেন যদি এগুলো কোনটাতেই কাজ না হয় তখন কি হবে। কাঁটা যদি শক্ত মোটা হয় এবং খুবে গভীর ভাবে পুঁতে যায় তাহলে কিন্তু এ সব কিছুতেই কিছু হবে না তখন ফরসেপ দিয়ে বের করতে হবে অথবা একটা সরু মোমবাতির আগায় খাঁজ কেটে কাঁটাকে ঠেলে নিচে নামিয়ে দিতে হবে। বাকীটা পরে...

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

জুনেদ আহসান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।সু-পরামর্শ দেয়ার জন্য।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: গলার কাঁটা সরানো আরো একটা কৌশল হলো সরু লম্বা কাঠির মাথায় তুলা বেঁধে তেল বা পিচ্ছিল কোন পদার্থে ভিজিয়ে যেমন ভ্যাসলিন গ্লিসারিন এ ভিজিয়ে গলার ভিতরে সাবধানে ঘষাঘষি করলে তুলাতে কাঁটা আটকে গিয়ে বের হয়ে আসে বা পাকস্থলীতে নেমে যায়। এভাবে আমি অনেক রোগীর কাঁটা বের করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই।।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

জুনেদ আহসান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

৭| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: দারুন।
+++

২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৪:২৮

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

কালীদাস বলেছেন: গ্রামবাংলার সংস্কৃতির কোন ছোয়া নেই এই লেখায়। হাজার হাজার বছর ধরে বাঙ্গালি বিলাইয়ের ঠ্যাং ধরে কত মিলিয়ন/বিলিয়ন মাছের কাটা নামিয়ে ফেলল গলা থেকে; সেখানে আপনি কিনা.......শিট ম্যান B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.