নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ডুমুরের ইতিকথা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৩

আমার বাড়ীর পাশে একটা ডুমুর গাছ ছিলো,
ডুমুর গাছের নীচে একটা ছোট্ট দীঘি ছিলো।
মাঝে মাঝেই দোয়েল একটা ডুমুর গাছে বসতো,
ফুরুৎ করে উড়ে গিয়ে আবার ফিরে আসতো।

ডুমুর ফলের গুনের কথা অনেক শুনি আজ,
তখন কিছু জানতেম না, কী যে ওটার কাজ।
ক্বোরান বাইবেল ত্রিপিটকে আছে যে তার নাম,
ভেষজ গ্রন্থে লেখা আছে এই ওষধির গুনগান।

আদম হাওয়া নামলেন যখন মাটির দুনিয়ায়,
তাঁদের লজ্জাস্থান ঢেকেছিলেন এই ডুমুর পাতায়।
যীশু একবার ক্ষুধা নিয়ে ডুমুর গাছের তলায়,
শিষ্য নিয়ে থেমেছিলেন ক্ষুন্নিবৃত্তির আশায়।

ক্ষুধার মাঝে ফল না পেয়ে শাপ দিয়েছেন তাকে।
কোথাও যেন ফল না আসে, পত্র কিংবা শাখে।
একই জাতের বোধিবৃক্ষতলে অশ্বল্থ যার নাম
মোক্ষ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ মহান।

মধ্যপ্রাচ্যে পরিচিত আঞ্জির নাম নিয়ে
ক্বোরানে তার উল্লেখ আছে তীন নাম দিয়ে।
পথপাশে মেলে বলে এদের কদর খুব কম,
ফুল ছাড়া ফল হয় বলে প্রবাদে পায় কথন।

ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

কবীর হুমায়ূন বলেছেন: ডুমুরের ফুল খুবই সুন্দর!
অমাবশ্যায় দেখি রাতভর।

অন্য ঘরানার কবিতা। ভালো লাগলো। কেমন আছেন কবি?

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক খুশী হ'লাম এখানে আপনার মন্তব্য পেয়ে। আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি এখন কেমন আছেন?

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬

এহসান সাবির বলেছেন: আদম হাওয়া নামলেন যখন মাটির দুনিয়ায়,
তাঁদের লজ্জাস্থান ঢেকেছিলেন এই ডুমুর পাতায়।
যীশু একবার ক্ষুধা নিয়ে ডুমুর গাছের তলায়,
শিষ্য নিয়ে থেমেছিলেন ক্ষুন্নিবৃত্তির আশায়।


দারুন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এহসান সাবির।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

ভ্রমরের ডানা বলেছেন: ডুমুরের ফুল নামে একটা বাগধারাও পড়েছিলাম! অর্থ মনে হয় অসম্ভব বস্তু!

ডুমুর গাছ নিয়ে কবিতায় অনেক কিছু জানা হল! খুব ভাল কবিতা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: ডুমুরের ফুল নামে একটা বাগধারাও পড়েছিলাম! অর্থ মনে হয় অসম্ভব বস্তু! - জ্বী, ওটার কথাই শেষ চরণে বলেছি।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

ভ্রমরের ডানা বলেছেন: সম্ভব দুর্লভ বস্তু!
টাইপিং এররের জন্য দুঃখিত!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: :) ঠিক আছে...

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন: পথপাশে মেলে বলে এদের কদর খুব কম,
ফুল ছাড়া ফল হয় বলে প্রবাদে পায় কথন।


এই স্তবকটা ছেঁকে দেখা হয়নি! দুঃখিত!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, বুঝতে পেরেছি। :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২

সোহানী বলেছেন: এখানে ডুমুর দেখি খুব জনপ্রিয়। কাঁচা, শুকনা সবই বিক্রি হয়। বিশেষ করে দেখি তূর্কি, ইরান, ইরাকের দোকানগুলোতে বেশী বিক্রি হয়। আমার ভালোই লাগে। কিন্তু আমার ছেলে-মেয়ে কেউই খায় না বলে খুব কম কিনি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: মধ্যপ্রাচ্যে দেখেছি, ডুমুর ফল সেখানে বেশ জনপ্রিয়।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.