নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বনের মাঝে কত রঙের ফুল ফোটে,
নীল-বেগুনি, লাল-সাদা আর হলদেটে।
রঙ্গিন ফুলের রঙ্গিন শোভার মাঝখানে,
কোনটা হাসে, কোনটা কাঁদে কে জানে?
প্রজাপতি, ফড়িং এর দল সব ছোটে,
রঙের নেশায়, মধুর আশায়, তা বটে।
পাখনা মেলে হাওয়ায় ভেসে যায় উড়ে,
ফুলের মধু খেয়ে বেড়ায় ঘুরে ঘুরে।
পুষ্পরেনু জড়িয়ে তাদের হাল্কা গায়ে,
বয়ে নিয়ে পাখায় পাখায়, পায়ে পায়ে।
উড়ে বেড়ায় কাছে কিংবা বহু দুরে,
দেয় ছড়িয়ে বন-বাঁদারে বনান্তরে।
রঙ বেরঙের এমনি একটি ফুলবনে,
নিঃসঙ্গ দাঁড়িয়ে ছিল একটি কোণে,
হলদে রঙের নিষ্প্রভ এক ছোট্ট ফুল,
চিনতে তাকে হয়নি আমার মোটেও ভুল।
সবাই যখন হাসছিলো আর খেলছিলো,
দৃষ্টিটা তার আকাশ পানে স্থির ছিল।
উদাস কবির ঘোলা চোখের চেয়েও উদাস,
ছিলোনাতো দৃষ্টিতে তার খুশীর আভাস।
যায়নি কোন প্রজাপতি তার কাছে,
কেউ বুঝেনি এই নিয়ে তার ক্ষোভ আছে।
তার মনের ব্যথা বুঝতে পেরে এক কবি,
কাছে গিয়ে তুলে নিলো তার ছবি।
সেই ছবিটি অনেকেরই মনের মাঝে,
ভেসে ওঠে, নির্জনতায় সকাল সাঁঝে।
প্রতীক হয়ে ওঠে তাদের, একা যারা,
ভীড় ভাট্টার মাঝেও একা, বাক্যহারা।
পাদটীকাঃ ২০১২ সালের এপ্রিল মাসে নেপাল ভ্রমনে গিয়ে এরকম একটি নিঃসঙ্গ ফুল দেখে মুগ্ধ হয়েছিলাম। আজ ফেইসবুকের ছবিতে কিছু প্রাণবন্ত ফুলের সমারোহে ঠিক ও রকম একটি নিঃসঙ্গ ফুলকে দেখে মনে পড়লো সে কথা।
ঢাকা
২৩ ফেব্রুয়ারী, ২০১৩
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। প্রীত হ'লাম।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
অঢেল অবসরে বসে আপনার লেখা এই কবিতাটি পড়লুম ।
কবিতার ভাবে একটি সুন্দর বক্তব্য আছে , অবহেলায় অনাদরে একা থাকার ব্যথা ।
কবিতায় যে অন্তমিল হতেই হবে এমন কোনও কথা নেই । আরো কবিতা পড়ুন লিখুন । সময় কেটে যাবে সুন্দর ।
শুভেচ্ছান্তে ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার কবিতাটি পড়ে এখানে মন্তব্য রাখার জন্য। বলা বাহুল্য, কবিতার বিশ্লেষণ ও প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
"কবিতায় যে অন্তমিল হতেই হবে এমন কোনও কথা নেই" - একদম ঠিক কথা বলেছেন। আমি অন্ত্যমিল ছাড়াও কবিতা লিখে থাকি, আবার দিয়েও লিখি। আমার আরো কিছু কবিতা পড়লে হয়তো সেটা দেখবেন। আসলে, কবিতা তো ঠিক লিখি না, কবিতা আসে। যখন যেভাবে আসে, তখন সেভাবেই ওটাকে রেখে দেই।
পরামর্শের জন্য ধন্যবাদ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
জুন বলেছেন: ভালোলাগলো কবিতা, তবে কেমন যেন খানিকটা দুঃখ দুঃখ রয়েছে । কিন্ত ছবি কি মনের মাঝে তুলেছেন ? নাকি ক্যামেরায় ? যদি একটু শেয়ার করেন তাহলে আমরাও দেখে নেই সেই নিঃসঙ্গী ফুলকে ।
+
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। সেটা এখানে এসে জানিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ছবিটা দুটোতেই তুলেছিলাম। মনেরটা মনের মাঝে অবিকল রয়ে গেছে। ক্যামেরারটা রয়ে গেছে কম্পিউটারের কোন প্রকোষ্ঠে। খুঁজে দেখতে হবে। পেলে এখানে দিয়ে দেব।
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: @জুন, অন্যের পাতায় যিনি এ যাবত ২৩১১৩টি মন্তব্য রেখে এসেছেন, তার কাছ থেকে আমার কোন কবিতা এই প্রথম একটা মন্তব্য পেলো, একথা ভাবতেই বেশ ভালো লাগছে। আশাকরি আগামীতেও পাবো।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে! প্রাণবন্ত! কিন্তু কেন জানি দুঃখবোধও হচ্ছে!
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: নোটিফিকেশন বিভ্রান্তির কারণে প্রায় ছয় বছর পরে আপনার এ মন্তব্যটি দৃষ্টিগোচর হওয়াতে এই অতি বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করছি। তবুও মন্দের ভালো, আজ আপনার এ আন্তরিক প্রশংসাটুকুর জন্য অন্ততঃ ধন্যবাদ জানাতে পারলাম। অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন কবি, শুভকামনা....
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন: কখনও কখনও মনে হয় আমার জীবনটাও নিঃসঙ্গ ওই ফুলের মত। বড্ড একাকী। হয়তো ভাবনায় ভুল আছে তবুও মনে হয়।
কবিতা ভালো লেগেছে। বিশেষ করে কবিতার বিষয়টি আমার হৃদয় স্পর্শ করেছে।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: "হয়তো ভাবনায় ভুল আছে তবুও মনে হয়" - আমার মনে হয়, এরকম ভাবনা আমাদের প্রত্যেকের মনেই কোন না কোন এক সময় আসে, আবার কালক্রমে চলেও যায়।
সময় করে কবিতাটি পড়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে ও প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো পিলাচ++++++