নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কাল রাতে

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯

কাল রাতে,
তোমার ঐ মনোসরোবরে, হঠাৎ করে,
কেউ কি মেরেছিল একটি ছোট্ট ঢিল ছুঁড়ে?
গুডনাইট বলে তুমি যখন বিছানায় গেলে,
কিছুটা তরঙ্গ কি তোমার সাথে নিয়েছিলে?

কাল রাতে,
চোখের পাঁপড়িগুলো যখন কপাট লাগিয়ে
ঘুমের স্বপ্নরাজ্যে তোমায় নিয়ে গিয়েছিল,
কখনো কি তোমার মনের জানালা দিয়ে
কবিতাক্রান্ত একটি মুখ উঁকি দিয়েছিল?

কাল রাতে,
কেবল সেই কি কাটিয়েছে একটি নির্ঘুম রাত?
বারেবারে দেখেছে আকাশের ষোড়শী চাঁদ?
কখনো শুনেছে টিকটিকির সায় দেয়া কথা,
নৈশপ্রহরীর বাঁশীর হয়েছিলো একমাত্র শ্রোতা?

কাল রাতে,
তোমারও কি ঘটেছিল কোন ঘুমের ব্যাঘাত?
নাকি শুধু স্বপ্ন দেখে কেটে গেছে সারাটা রাত?
মনের অলিন্দে কি নেচেছিল কোন প্রজাপতি?
নিছক ভাবনা এসব, না মেলাই স্বাভাবিক অতি।

ঢাকা
১৭ মে ২০১৪

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

হামিদ আহসান বলেছেন: সুন্দর ...

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

মানবী বলেছেন: চমৎকার, সহজ সুন্দর কবিতা!

খুব ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ খায়রুল আহসান।

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: উদার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

মানবী বলেছেন: কোন এক ভুতুরে কারনে আমার পুরনো পোস্টের মন্তব্য মন্তব্যকারীর ব্লগ অথবা আমার ব্লগের "সাম্প্রতিক মন্তব্য" কলামে দেখা যায়না, আজ দেখছি প্রথম পাতায় ও আসছেনা। তাই নিশ্চিত নই আপনার কাছে জবাবের নোটিশ আসবে কিনা, তাই এমন মন্তব্য করা।

ভালো থাকুন সব সময়।

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে, এখানে আপনার এ মন্তব্য না দেখলে টেরই পেতাম না যে আপনি আপনার প্রথম ব্লগে করা আমার মন্তব্যটির জবাব দিয়েছেন। আপনার দ্বিতীয় ব্লগ "ক্যান্ডেল ইন দ্যা উইন্ড..." ও বেশ ভালো লেগেছে এবং সেখানেও আমি কিছু কথা রেখে এসেছি।

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬

মানবী বলেছেন: আপনার ব্লগের সবচেয়ে উপরে কমলা রং এর "নতুন ব্লগ লিখুন" এর পাশেই একটি ধূসর নীল বর্ণের এ্যারো মার্ক আছে, সেখানে যে সংখ্যা লেখা আছে তা নোটিফিকেশন নির্দেশ করে। কেউ আপনার ব্লগে নতুন মন্তব্য করলে বা আপনার মন্তব্যের জবাব দিলে এখানে জানিয়ে দেয় :-)

আপনার ব্লগে লক্ষ্য করলাম আআমর পুরন পোস্টের মন্তব্যগুলো "সাম্প্রতিক মন্তব্য করেছেন" কলামে দেখা যাচ্ছে, এটা দুদিন আগেও কাজ করছিলো না!

আন্তরিক শুভ কামনা রইলো।

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই, কত কিছুই তো জানার আছে, অথচ জানিনা।
আপনার একটা ব্লগে দেখেছি আপনি লিখেছেন যে আপনি চাননি যে ওটা প্রথম পাতায় যাক। আমার প্রশ্ন হলো, আমি চাইলেই কি আমার কোন লেখা প্রথম পাতায় কিংবা ইচ্ছে করলে পরের যেকোন পাতায় দিতে পারি? পারলে কিভাবে?
এসব নিয়মাবলী একত্রে কি কোথাও লিখা আছে?
"আপনার ব্লগে লক্ষ্য করলাম আআমর পুরন পোস্টের মন্তব্যগুলো "সাম্প্রতিক মন্তব্য করেছেন" কলামে দেখা যাচ্ছে, এটা দুদিন আগেও কাজ করছিলো না!" - এখন যেটা কাজ করছে, এটাই তো সঠিক পন্থা, নাকি?

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮

মানবী বলেছেন: 'আমার প্রশ্ন হলো, আমি চাইলেই কি আমার কোন লেখা প্রথম পাতায় কিংবা ইচ্ছে করলে পরের যেকোন পাতায় দিতে পারি? পারলে কিভাবে? এসব নিয়মাবলী একত্রে কি কোথাও লিখা আছে?"

- নতুন পোস্ট লেখার সময় বাম দিকে "পোস্টটি প্রকাশিত হবে" শিরোনামের ঠিক নীচে , "প্রথম পাতায়" লেখার পাশে একটি চেক বক্স আছে। সেটা চেক করা থাকলে প্রথম পাতায় প্রকাশিত হবে আর করা না থাকলে হবেনা। পোস্টকারী বিষয়টি নিয়ন্ত্রন করতে পারেন।

"ব্লগ লেখার নিয়মাবলী" শিরোনামের একটি পোস্ট আছে তবে আমি নিশ্চিত হয়ে বলতে পারছিনা সেভাবে লেখা আছে কিনা। নোটিশবোর্ডের ব্লগে থাকতে পারে। সঠিক তথ্য জানাতে পারছিনা বলে দুঃখিত।

এখন যেটা কাজ করছে, এটাই তো সঠিক পন্থা, নাকি?
- জ্বী, এমনটাই হবার কথা। নুতন পোস্টগুলোর ক্ষেত্রে পোস্টকারী ও মন্তব্যকারীর ব্লগে এমন হচ্ছে, শুধু পুরনো পোস্ট নিয়ে কিয়ছু সমস্যা হচ্ছে ইদানীং।

ভালো থাকুন :-)

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: বুঝলাম। অনেক ধন্যবাদ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

জুন বলেছেন: কেবল সেই কি কাটিয়েছে একটি নির্ঘুম রাত?
বারেবারে দেখেছে আকাশের ষোড়শী চাঁদ?
কখনো শুনেছে টিকটিকির সায় দেয়া কথা,

কবিতাটি দারুন লাগলো, অসাধারন বাক্য বিন্যাস কিন্ত এই টিকটিকি সব রসভংগ করে দিলো মনে হয় খায়রুল আহসান।
সত্যি কথা বলায় আশাকরি কিছু মনে নেবেন না :)
+

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: টিকটিকির কারণে রসভঙ্গ ঘটায় আমি দুঃখিত। তবে আপনার বাদবাকী কথায় ভীষণ অনুপ্রাণিত।
মানুষ যখন কোন কারণে নির্ঘুম রাত কাটায়, রাতের নীরবতায় তখন সে অনেক কিছুই শুনতে পায়, অন্য সময় যা পায়না। যেমন ঘড়ির টিকটিক, টিকটিকির টিকটিক, ইত্যাদি। 'টিকটিকির সায় দেয়া কথা' একটা প্রচলিত কুসংস্কার, এটার পক্ষে আমি কিছু বলিনি। শুধু বলেছি, ঘুমহীন মানুষ ওটাও খুব স্পষ্ট করে শোনে, যেমন শোনে নৈশপ্রহরীর বাঁশী, দূর থেকে ভেসে আসা কোন ব্যথিত কুকুরের করুণ আর্তনাদ, লক্ষীপেঁচার ডাক, এমনকি ভেন্টিলেটরে কিংবা এয়ারকনের ঘুলঘুলিতে বাসা বাঁধা পাখিদের নড়াচড়ার শব্দও।
"সত্যি কথা বলায় আশাকরি কিছু মনে নেবেন না" - মোটেও নেই নি। তবে আমিও আশাকরি, আমার এই ব্যাখ্যাটুকু হয়তো কিছুটা হলেও আপনার টিকটিকি বিষয়ক অস্বস্তি নিরসন করবে।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: টিকটিকি তত্ত্ব বিশ্বাস করেন নাকি ? :)

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: না ভাই, আমি 'টিকটিকি তত্ত্ব' বিশ্বাস করি না। একটা কুসংস্কার আছে, সেটার উল্লেখ করেছি মাত্র।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫

জুন বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত আমার মন্তব্যটি পরিস্কার করে না লেখার জন্য । টিকটিকির ডাককে কুসংস্কার ভাবিনি খায়রুল আহসান। হুতুম প্যাচা , লক্ষী প্যাচা শুনে অভ্যস্থ কান । তাই একটু মজা করেছিলাম। আবারও দুঃখ প্রকাশ করলুম ।
শুভেচ্ছা রইলো সকালের :)

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: দুঃখ প্রকাশের কোন কারণ নেই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.