নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

টেলিগ্রাফ তারে ফিঙে পাখি

২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৯

এক সারি ফিঙে পাখি
বসে আছে পাশাপাশি
টেলিগ্রাফ তারে।

আমরা দু'জনা
হয়ে আনমনা
চলেছি সফরে।

তুমি আমি পাশাপাশি
দু'জনেই বসে আছি,
নেই কথা, নেই হাসি...

তোমার মুখের হাসি
কোথায় যে গেলো ভাসি
জানিনা কী কারণে কেন,

ফিঙের রঙের মতো
কাল মেঘ আছে যতো
বসেছে তোমার মুখে যেন।

কে যেন চেন টেনে
গোপনে গেছে নেমে
ট্রেনটা থেমে আছে হেথা।

চুপচাপ পাশাপাশি
বসে আছে ফিঙে পাখি
তাদেরও মুখে নেই কথা।

ঢাকা
১৮ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৭

জহিরুল ইসলাম কক্স বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, জহিরুল ইসলাম কক্স। মন্তব্যে প্রীত হ'লাম।

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

ধমনী বলেছেন: আপনি কবিতাও লেখেন?
ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: এগুলো কি কবিতা হচ্ছে, ধমনী?
যদি হয়, তবে হয়তো বলতে পারি, হ্যাঁ, লিখি।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুমন কর।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার ছন্দ । কোমল সুন্দর ভাষায় কবিতা ।

শুভেচ্ছা রইল । :) ভালো থাকবেন ।

আরো লেখার অপেক্ষায় থাকলাম :)

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, নাজমুল হাসান মজুমদার। আশাকরি আমার অন্যান্য কবিতাগুলোও পড়ে দেখবেন।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: অনেক অনেক সুন্দর।টেলিগ্রাফ তারে ফিঙ্গে পাখি।অসাধারন ভাবনা।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

খায়রুল আহসান বলেছেন: উদার প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, রহস্যময় ডিটেকটিভ ঈশান।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

সুলতানা রহমান বলেছেন: এক জোড়া ফিঙে পাখি, এক জোড়া মানব ………চমৎকার!!

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

খায়রুল আহসান বলেছেন: দু'জোড়ার কারো মুখে কোন কথা নেই!
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, sultana rahman।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার ছন্দময় কবিতা +++

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, কান্ডারি অথর্ব।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন:

বাহ মানুষের নীরবতার সাথে ফিঙের নীরবতার উপমা ভালো লাগলো ।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

খায়রুল আহসান বলেছেন: ঐ সময়ে টেলিগ্রাফ তারের উপরে বসা ধ্যানমগ্ন ফিঙে পাখিদের দেখে আমার সেরকমই মনে হয়েছিলো।
পুরনো স্মৃতির আকর থেকে শুধু কয়েকটা মুহূর্ত তুলে এনেছি কবিতায়।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, আরজুপনি।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: ভাইয়া


এই কবিতা পড়ে তো আমি ভাবীজিকেই দেখতে পেলাম। একদিন ট্রেন ভ্রমনের সময় ভাবী যখন তোমার উপর রাগ করেছিলো তখন এই কবিতা লিখেছিলে তাইনা? :P

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: সে অনেক, অনেক দিন আগের কথা...
রাগ নয়, অভিমান।
ট্রেন পুনরায় চলার সাথে সাথেই সেটার অবসান হয়েছিলো।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: হা হা দেখেছো ভাইয়া!!!!!!!!!

আমি ঠিকই বুঝে গেছিলাম!:)

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

খায়রুল আহসান বলেছেন: তাই তো, অনেক বুদ্ধি!

১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

কাবিল বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কাবিল, কবিতার প্রশংসা করার জন্য। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর কবিতা।
ভাল লেগেছে। +

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, রক্তিম দিগন্ত। + পেয়ে অনুপ্রাণিত বোধ করছি।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর ছড়া| হাইওয়ে ছবির "খেলা শেষ" গানটার কথা মনে পড়ে যাচ্ছে| পারলে শুনে নিয়েন|

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: হাইওয়ে ছবির "খেলা শেষ" গানটার কথা মনে পড়ে যাচ্ছে -- লিঙ্ক দিতে পারবেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: "খেলা শেষ" গানটা শুনলাম। ধন্যবাদ, আরণ্যক রাখাল।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লেখালেখি প্রায় বন্ধ হয়ে যাওয়াতে কবিতা কম পড়া হয়। জীবনে দুই লাইনও ছন্দ মিলিয়ে লিখতে পারলাম না!!! তবে আজ বাড়ি ফিরতে ফিরতে ভাবছিলাম অচিরেই একটা কবিতা লিখতে হবে।
আপনার কবিতা মোটামুটি লেগেছে। হাল্কা ছন্দে লেখা।

কবে যে আবার আমিও কবিতা লিখবো!!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: জীবনে দুই লাইনও ছন্দ মিলিয়ে লিখতে পারলাম না!!! -- ছন্দ মেলাতেই হবে, এমন কোন কথা নেই। মুক্ত ছন্দেও ভালো কবিতা হয়।
আপনার কবিতা মোটামুটি লেগেছে -- ধন্যবাদ।
কবে যে আবার আমিও কবিতা লিখবো!! -- লেখা শুরু করলেই লেখা হয়ে যাবে, এ কথা নিশ্চিত করে বলতে পারি। কেননা, কবিতার 'ভাব' আপনার লেখাগুলোতে বিদ্যমান।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: চমৎকার সহজ সরল ছন্দময় কবিতা। ++

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার উদার প্রশংসায় ভীষণ অনুপ্রাণিত হ'লাম, শতদ্রু একটি নদী...। ডবল প্লাসও ডবল প্রেরণা দিলো।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ খায়রুল ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রামানিক। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, দৃষ্টিসীমানা।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছন্দমিল কবিতা । এবং সুন্দর অর্থও বহন করে । পড়ে বেশ ভাল লেগেছে ।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, কথাকথিকেথিকথন। কবিতা পড়েছেন এবং মন্তব্য করেছেন বলে খুশী হয়েছি।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার ছন্দময় মিষ্টি একটি কবিতাটি । ভীষণ ভালো লাগেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, গুলশান কিবরীয়া।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, কবিতা ভালো লেগেছে জেনে তৃপ্ত।

২০| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

রোদেলা বলেছেন: ফিঙ্গে পাখী-মিষ্টি পাখী-ভালো লাগলো।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ, রোদেলা। কবিতা ভালো লেগেছে জেনে খুব খুশী হ'লাম।
ফিঙে পাখি কিন্তু খুবই একটা হিংস্র আর যুদ্ধবাজ পাখি।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লাগল। অনেক কিউট একটা কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: দারুণ লাগলো আপনার 'কিউট' মন্তব্যটাও।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছন্দের সাম্পানে দুললাম- অনেকক্ষণ, চমৎকার!!!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ আপনাকে, কিরমানী লিটন, এই সুন্দর মন্তব্যের জন্য। মন্তব্যে চিত্ত দোদুল হয়ে উঠলো আনন্দের দোলায়।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৮

জুন বলেছেন: পাখি নিয়ে কবিতা সাথে ভাবীর সাথে অভিমান অনেক ভালোলাগলো। পাখি সে যেমনই হোক আমার অনেক প্রিয়।
ফিংগের কথায় একটি ঘটনা শেয়ার না করে পারলাম না খায়রুল আহসান।
আমার সম্পর্কিত মামা মামী নব বিবাহিত, মামী বিখ্যাত নাট্যকার সাইদ হোসেনের ভাগ্নী। এক দিন সকালে ঘুম ভেংগে বারান্দায় এসে মামী দেখলো টেলিফোনের তারে ফিংগে দোল খাচ্ছে। "এই এসো এসো দেখে যাও কি সুন্দর পাখী "। মামা বের হয়ে বল্ল " ওহ এই ফেউচ্চাটা দেখার জন্য ডাকো নাকি আমারে "! =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, জুন, আমার কবিতাটি পড়ে মন্যব্য করার জন্য।
পাখি সে যেমনই হোক আমার অনেক প্রিয়। -- আমারও।
ফিঙে পাখি দেখা নিয়ে আপনার নব বিবাহিত মামা মামীর অনুভূতির বৈপরীত্য দেখে খুব একটা অবাক হইনি, কারণ আমার চেনা পরিচিত অনেক লোককে দেখেছি ফিঙে পাখিকে অপছন্দ করতে। আর ওটাকে "ফেউচ্চা" বলে অনেকে ডাকে, তাও জানি।

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

আরজু পনি বলেছেন:

আপনি দু'দিন ধরে ব্লগে নেই কি ?
অনুসারিততে আপনার কথা আসছে না...

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: জ্বী হ্যাঁ, আরজুপনি, আমি প্রায় তিনদিন ঢাকার বাইরে ছিলাম, অন্তর্জাল থেকেও বিচ্ছিন্ন ছিলাম। ফলে এই ব্লগে কোন লেখা বা মন্তব্য পোস্ট করা সম্ভব হয়নি।
মন্তব্যে প্রীত হয়েছি।

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

শামছুল ইসলাম বলেছেন: সহজ কথায় অনেক বেদনার প্রকাশঃ

//কে যেন চেন টেনে
গোপনে গেছে নেমে
ট্রেনটা থেমে আছে হেথা।//


চমৎকার রূপকঃ

//চুপচাপ পাশাপাশি
বসে আছে ফিঙে পাখি
তাদেরও মুখে নেই কথা।//


কবিতাটা পড়া শেষ কিন্তু ভাল লাগার অনুভূতিটা ঘুরে ফিরছে সারা মনময়।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম।
রূপকের উল্লেখ করায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। কবিতা ভালো লেগেছে জেনে অনেক খুশী হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.