নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ভয় পাই

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

ইদানীং আমি ভয় পাই-
যানজটকে, কারণ স্থবির যানে আমার নিঃশাস বন্ধ হয়ে আসে।
ভয় পাই অসময়ে আমার বাড়ীর কাছে রিক্সায় ঘোরা
কোন আগন্তুকের মাইকে উচ্চারিত নির্লিপ্ত ঘোষণাকে,
কারণ অনেক চেনা মুখের চিরপ্রস্থান আমাকে ব্যাথিত করে।

আমি আরো ভয় পাই-
যখন প্রবাসী কোন স্বজনের দেশে ফেরার কথা শুনি,
কারণ, ইদানীং পর পর কিছু ঘটনা ঘটে গেছে, যখন
পরিচিত প্রবাসীর লাগেজ এসেছে, কিন্তু প্রবাসী আসেনি,
এসেছে তার নীরব নিথর দেহ নিয়ে শীতল কাঠের কফিন।

খুব বেশী ভয় পাই-
যখন কোন হাসপাতালে স্বজন দেখতে যাই, আর দেখি
মুখোশে নাক মুখ ঢাকা, সবুজ এ্যাপ্রন পরা নির্বাক নার্স
স্ট্রেচার ট্রলীতে করে মুমূর্ষ রোগীকে নিয়ে দ্রুত ধাবমান,
আর ঘোরে থাকা সেই রোগীটি এক অনিশ্চিত প্রত্যাশায়
কাতর চোখে শূণ্যে তাকিয়ে অপলকে দেবতাকে খুঁজছে।
এক্ষুনি সে অবেদন অচেতনে চলে যাবে, সুনিপুণ হাতে।
হয়তো সে ভাল হয়ে একদিন ফিরবে স্বগৃহে, হয়তো না।
তার হাত ছেড়ে দেয়া স্বজনের মুখ দেখে আমি ভয় পাই!

ঢাকা
২০ আগস্ট ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।


মন্তব্য ৫৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয় লাগে আমারও এসব বিষয়ে
সুন্দর হয়েছে অনেক

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
কবিতার প্রশংসায় প্রীত হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।

২| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

রায়হানুল এফ রাজ বলেছেন: এই সব কিছুতে আমার ও ভয় হয় কবি।
অনেক সুন্দর হয়েছে কবিতা।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা -- ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য এবং এ প্রশংসাটুকুর জন্য।
এসব বিষয় আজকাল ভাবায়, আগে ভাবাতোনা।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

ডার্ক ম্যান বলেছেন: ভয়ের পর ভয়
বাড়াচ্ছে মনের ক্ষয়

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: তাই?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
বীরশ্রেস্ঠ মতিউর রহমানকে নিয়ে লেখা আপনার আজকের পোস্টটা পড়ে এলাম। ভাল লেগেছে।

৪| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: এমন অনেক বিষয়েই বুকের ভেতরে ধুকপুক করে।
কবিতা অনেক ভাল লেগেছে ভাইয়া।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

ওমেরা বলেছেন: আমি এরকম অনেক কিছু ভাবলে ভয় পাই বিশেষ করে বাংলাদেশে যাব ভাবলেই ভয় যেই গাড়ী এক্সিডেন্ট হয় ।

কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: সব ভয়কে জয় করে এগিয়ে চলুন!
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...

৬| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমরা যাদের উপর আসঝা রেখে চলতে পারলে জীবনটা ভয়মুক্ত হওয়ার কথা, তাদের উপর আস্হা থাকছে না।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, আস্থার বড় অভাব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

আখেনাটেন বলেছেন:
ভয় নিয়েই বেঁচে থাকা। অার্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিলে এই ভয়কে জয় করার এই দেশে এখন আপাতত সম্ভব নয়।

আরো নানামুখি ভয় নাগরিকদের অাষ্ট্রেপৃষ্টে জড়িয়ে রয়েছে। সহসা এই ভয়ের রাহু গ্রাস থেকে বের হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। তবুও বেশিরভাগ মানুষ হতাশ নয়। এক আকাশ অাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই কারণেই এখনো টিকে আছি আমরা।

সুন্দর কবিতার জন্য অসীম ভালোলাগা রইল।

২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: এগুলো আমার ব্যক্তিগত ভয়, সবার হয়তো এসব ভয় নেই। ভয়টা ব্যক্তিগত হলেও, ভয়ের অনুভূতিগুলো অনেকের সাথে মিলে যেতে পারে। তাই শেয়ার করলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৮| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: এসব বিষয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক !! আমিও পাই !

কবিতা ভালো হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। এ নিয়ে নিজস্ব ভাবনা শেয়ার করাতে প্রীত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।

৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: অতুলনীয় +++

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত।

১০| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

ধ্রুবক আলো বলেছেন: ইদানিং আমিও খুব পাই, কি যেন একটা ভয় আমাকে খুব তাড়িয়ে বেড়াচ্ছে।
খুব যন্ত্রণাদায়ক এক ভয়।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: কিসের সে ভয়, এতটা যন্ত্রণাদায়ক?

১১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

করুণাধারা বলেছেন: কবিতার ভাবনাটি ভাল, কিন্তু আপনার ইদানীংকালের অধিকাংশ পোস্টেই বিদায়, চলে যাব,মৃত্যু এসব ভাবনা প্রাধান্য পাচ্ছে। এর শুরুটা মনে হয় সেই ২৯শে ডিসেম্বরে সেনামালঞ্চের ঘটনা দিয়ে। আমার মনে হয়,
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।

যেতে হবেই, জানি না কিভাবে কখন!!

"তার হাত ছেড়ে দেয়া স্বজনের মুখ দেখে আমি ভয় পাই! " চমৎকার উপমা- আমাদের সবাইকেই প্রিয়জনের বাড়ানো হাত ছেড়ে দিয়ে একদিন চলে যেতে হবে।

কবিতায় ++++++

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: সেই গল্প/কাহিনীর কথাটা মনে রেখেছেন দেখে ভাল লাগলো।
প্রিয়জনের হাত আস্থা, ভরসা, আশার আধার।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণীত হ'লাম।
আপনার দুটো পোস্টে মন্তব্য রেখে এসেছি।

১২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:



এমন আধ্যাত্বিক ব্যাপারগুলো কে ভাবে ?

তবুও আমি ভয়ে থাকি জীবন উশৃংখল হয়ে যাচ্ছে না তো ! কারো কাছে ক্ষতির কারণ হচ্ছে না তো ! কেউ আমার দ্বারায় প্রতারিত হচ্ছে না তো ! আমি কারো জন্য অচেনা হয়ে যাচ্ছি না তো !!

কবিতা ভাল লেগেছে বেশ ।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবেন বলে জানিয়েছেন, সেসব ভাবনা নিঃসন্দেহে আপনাকে একজন ভাল মানুষে পরিণত করবে।
কবিতা ভাল লেগেছে বেশ - জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

১৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৫

কানিজ রিনা বলেছেন: কেন জানি আরও বেশীদিন বেঁচে থাকার
ভয় পাই। মৃত্যুকে ভয়পাই না। সুখে থেকেও
সুখ অনুভব করিনা। এখন শুধুই ভাবি আর
কতদিন বেঁচে থাকব। পরপার দেখার ইচ্ছা।
সেখানে কেমন জীবন। আদেশ করিবা মাত্র
যাব চলিয়া। শুধু আদেশের অপেক্ষা।

কেন এসেছিলাম,কেন চলে যেতেই হবে,
কোথায় যাব সে কেমন জগত।
আপনারর জন্য শুভকামনা।

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: আদেশ করিবা মাত্র যাব চলিয়া। শুধু আদেশের অপেক্ষা -- এ আদেশ লংঘন করিবার তো কোনই উপায় নেই, সুতরাং আদেশ আসিবা মাত্র যাইতেই তো হইবেক।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হইলাম।

১৪| ২১ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০২

শুভ্র বিকেল বলেছেন: ভয়কে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এই ভয়গুলো সহজে কাটিয়ে উঠার রাস্তা দেখি না তবু চাই, আমরা যেন এই ভয় থেকে মুক্তি পাই।

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৫| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। খুবই সহজাত ভয়!
সময়ের সাথে সাথে যার পরিমাণ বাড়তে থাকে!
আর নির্ভয় হতে আল্লাহ জানিয়ছেন- মরার আগে মর, আত্মসমপর্ণ কারী না হয়ে মরো না!

আমরা জাগতিকতায় এত বেশি এত বেশী মোহাবিষ্ট নিজের দিকে তাকানো সময়ও বুঝি পাইনে!

সকাল দুপুর কাটে উচ্ছলতায়
মধ্যাহ্ণে অপরাহ্নেও ভরসায়
গোধূলি বেলায় দৃষ্টি অসহায়
হায়! অত:পর হায় এবং হায় ।

:)

++++

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: সকাল দুপুর কাটে উচ্ছলতায়
মধ্যাহ্ণে অপরাহ্নেও ভরসায়
গোধূলি বেলায় দৃষ্টি অসহায়
হায়! অত:পর হায় এবং হায়
-- কবিতা পড়ার জন্য এবং চমৎকার এ দার্শনিক মন্তব্যটার জন্যে আন্তরিক ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম। শুভকামনা...

১৬| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪

শামছুল ইসলাম বলেছেন: করুণ দৃশ্যটা যেন আমিও দেখছি, কবির সাথে !!

"স্ট্রেচার ট্রলীতে করে মুমূর্ষ রোগীকে নিয়ে দ্রুত ধাবমান,
আর ঘোরে থাকা সেই রোগীটি এক অনিশ্চিত প্রত্যাশায় "

হয়তো না-র বেদনাটা হৃদয় ছুঁয়েছে:

"হয়তো সে ভাল হয়ে একদিন ফিরবে স্বগৃহে, হয়তো না।
তার হাত ছেড়ে দেয়া স্বজনের মুখ দেখে আমি ভয় পাই! "

ভয় হয়, প্রাণ কাঁদে - কিন্তু তাও তো যেতে হবে পথের শেষ বাঁক অবধি ।

অসাধারণ কিন্তু সহজ একটা মন ছুঁয়ে যাওয়া কবিতা ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি এতটা মনযোগ সহকারে পাঠ করার জন্য আন্তরিক ধন্যবাদ। সুন্দর বিশ্লেষণে চমৎকৃত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৭| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় প্লাস ।
আর ভয় পেলে ভয় কিন্তু পিছু ছাড়বে না ।

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্লাস রেখে যাবার জন্যে আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৮| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটি আমার কাছে অভয় নয় অসহনীয় ........................অপরিকল্পিত নগরায়ন এর জন্য দায়ী ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: আপনি বোধহয় যানজটের কথা বলছেন। অপরিকল্পিত নগরায়ন ছাড়াও দুর্বল ব্যবস্থাপনা এবং দূর্নীতিও এর কারণ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম ভয়কে সাথে করেই আমাদের প্রতিদিনকার জীবন যাপন। তবুও ভাল থাকার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। ভাল থাকবেন।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ভাল বলেছেন। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২০| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরহ, প্রস্থান, ভয়, দুঃখ , বেদনা নিয়েই আমাদের জীবন।
এর মাঝেই এই ভেবে কিছুটা হাসি আনন্দ 'এখনো নিজে বেঁচে আছি'।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে নিজস্ব ভাবনাটুকু এখানে বলে যাবার জন্য।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: সকরুন কবিতা মন ছুঁয়ে গেল । ++++++

শুভকামনা ।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যটাও মন ছুঁয়ে গেল।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

২২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকেরই মনের ভয়কে তুলে এনেছেন সরল ভাষায়! চমৎকার!

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
মাঝে মাঝে আমার ব্লগে এসে মন্তব্য করে যান, ভাল লাগে।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৩| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৩

সোহানী বলেছেন: পরিচিত প্রবাসীর লাগেজ এসেছে, কিন্তু প্রবাসী আসেনি,
এসেছে তার নীরব নিথর দেহ নিয়ে শীতল কাঠের কফিন। ..........

দেশেই যাবো না......... তাহলে আর কফিনে ঢুকতে হবে না....... (জাস্ট ফান)।

মৃত্যু আমি কখনই ভয় পাই না...... কারন ওটাকে ভয় পেলে ওটা আরো ঝেঁকে বসে।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্যে ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
মানুষের জীবনের অনিবার্য পরিণতি মৃত্যুকে আমিও ভয় পাইনা। কিন্তু সে গন্তব্যের যাত্রাপথে অগণিত হৃদয়ে বিষাদ রেখে যাওয়া এবং প্রিয় মানুষদের কষ্টের কারণ হওয়াটাকে ভয় পাই।

২৪| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন:

কবিতা অসাধারন হয়েছে , সরাসরি প্রিয়তে ।

ভয় পাওয়াটা আসলে এখন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও ভয় এক অদৃশ্য ভূত। অনেকের জীবনেই ভয় তাড়া করে বেড়ায় ছায়ার মতো। এই ভয়ই হচ্ছে আমাদের ব্রেনকে বেশি বেশি কাজে লাগানোর পথে সবচেয়ে বড় অন্তরায়। ভয় যে কত ধরনের হতে পারে তার ইয়ত্তা নেই। রোগ ভয়, লোক ভয়, বার্ধক্যের ভয়, প্রিয়জন বিচ্ছেদের ভয়, নিরাপত্তার ভয়, ব্যর্থতার ভয়, দারিদ্রের ভয়, পোকা মাকড়ের ভয়, ভূতের ভয়, মৃত্যুভয় ইত্যাদি। তবে মজার ব্যাপার হচ্ছে, ভয়ের অবস্থান হচ্ছে আমাদের সচেতন মনে। আপনি সুন্দরভাবে এই ভয়গুলোকে কাগজে-কলমে লিপিবদ্ধ করে ফেলেছেন, এগুলোকে যথাযথভাবে শনাক্ত করতে পেরেছেন । এখন কাজ হবে ভয়ের আকৃতি বা প্রকৃতি অনুসারে এ ভয়গুলোর বিরুদ্ধে সহজ পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করা।

আমরা যদি আমাদের সচেতনতার সমুদ্রের গভীরে এই ভয়গুলোকে বিচরণ করতে দেই তাহলে আমাদের অজান্তেই এগুলো লালিতপালিত হয়ে নাদুস-নুদুস হয়ে উঠবে। এগুলোর হাত থেকে আমরা কখনো রেহাই পাবো না। । বলা হয়ে থাকে ভয় কখনো গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলো সহ্য করতে পারে না। ভয় হচ্ছে অন্ধকারের জীব , আলোয় এলেই তা মুখ থুবড়ে পড়ে যায়। আমাদের জীবনের সবচেয়ে বেশি সমস্যার কারণ হচ্ছে অনির্দিষ্ট ভয়।

ভয় আতঙ্কই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। ভয়ের হাত থেকে বাঁচার সহজ পথ একটাই। তা হচ্ছে, ভয়ের কথা ও তার রহস্যময় উৎপত্তির কথা জেনে ফেলা , এরকম ক্ষেত্রে ভয় তার রহস্য ও শক্তি দুই-ই হারিয়ে ফেলে।আমার মনে হয় ভয়কে মনের গহীনে বাস করতে দেয়া ঠিক নয় যদিও বর্তমান সামাজিক , রাজনৈতিক ও বৈশ্বিক বিভিন্ন ঘটনা ও কার্যকারিতার কারণে তা এক অতি দুরুহ ব্যপার । তবে ভয়ের কারণগুলিকে চোখের সামনে তুলে আনা যায় , আর এ কাজটি এ কবিতায় খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাই ।

ভয় থেকে মুক্তি পাওয়া বা ভয়কে কাবু করার সহজ কোন সহজ পথ নেই তবে আল্লার কাছে সাহায্য চাওয়ার পথ তো সকল সময় খোলাই আছে । যে অনৈতিক কাজ বা ব্যবস্থা হতে ভয়ের উদ্রেক হয় সে কাজটি পরিহার করে চলাই সহজ পথ । আর যে নৈতিক কাজ হতে ভয়ের উদ্রেক হয় তা সাহস করে করে ফেললে ভয় পালাবে বলে মনে করি । এটা সত্য যে কেউই ভয় থেকে মুক্ত নন। ভয় পান নি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। তবে যারা সফল, যারা বীর তারা ভয়কে মোকাবেলা করেছেন, ভয়কে নিয়ে উপহাস করেছেন, ভয়কে অতিক্রম করেছেন, তারা কখনো ভয়ের কাছে আত্মসমর্পণ করেন নি। আপনিও ভয়ের কাছে আত্মসমর্পন করেননি বলে বিশ্বাস করি ।

আপনার ব্যক্তিগত , পারিবারিক , সামাজিক ও সামরিক জীবনে এমন অনেক ভয়ের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনি মোটেও ভীত হননি বলে বিশ্বাস করি , আপনি সেই সমস্ত ভয়কে মোকাবেলা করেছেন নিশ্চয়ই সাফল্যের সাথে । তাই আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে ভয় কাটিয়ে ওঠার লক্ষ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে একটি সুন্দর কবিতা লিখার জন্য অমর দাবী জানিয়ে গেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার দীর্ঘ, সুচিন্তিত মন্তব্য পড়ে ভাল লাগলো। ভয়কে অবশ্যই জয় করতে হবে, নতুবা জীবন পশ্চাদগামী হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত, 'প্রিয়' তে নেয়ায় কৃতজ্ঞতা।

২৫| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

উত্তরাধিকার বলেছেন: কবি'র ভাবনায় ধ্রুব সত্য নিয়ে অনুভুত উপলব্ধিটুকু হৃদয় ছুঁয়ে গেল।
মুগ্ধতার অধিকার থেকে নিজের পুরাতন একটি কবিতা শেয়ার করবার ধৃষ্টতাটুকু নিজ গুনে ক্ষমা করে দিবেন - আশা করছি।
Click This Link

:)
আপনার সার্বিক সুস্বাস্থ্য কামনা করছি।
অনেক ভাল থাকুন - সারাক্ষন - সারা বেলা।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনার ফ্ল্যাশব্যাক ভাল লেগেছে।
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম। প্লাসেও।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব ভয়েরই কারণ! আমারও ভয় হয়।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটুকু ব্লগারদের সাথে শেয়ার করাতে প্রীত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন। নাতি নাতনিদের নিয়ে স্বর্গীয় আনন্দে সময় কাটান। অনেক শুভেচ্ছা রইলো...

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

শাহেদ খান বলেছেন: নাগরিক যাপন এবং আপনার নিত্যকার ভাবনাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করছেন আপনার লেখাগুলোতে। দৃশ্যগুলো স্পষ্ট এবং বক্তব্যও অকপট। এমনটা ভাল লাগে।

লেখায় অনেক শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: দৃশ্যগুলো স্পষ্ট এবং বক্তব্যও অকপট। এমনটা ভাল লাগে - চমৎকার, প্রেরণাদায়ক এমন মন্তব্য পেয়ে উৎফুল্ল এবং অনুপ্রাণিত বোধ করছি। অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.