নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

উজ্জ্বল পিঙ্গল কৈশোর

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

যে দুরন্ত বালকটি আজ দাপিয়ে দাপিয়ে
বন্ধুদের সাথে পাড়াময় খেলে বেড়াচ্ছে,
নোংরা ডোবায়, নালায় অনায়াসে নেমে
দু’হাত ভরে উল্লাসে ডানকানা মাছ ধরছে,
হৈচৈ করে কর্দমাক্ত হয়ে বাড়ী ফিরছে,
হায়! সে মোটেও জানেনা- এর পর
কিশোর বয়সে এসে সে একা হয়ে যাবে!
বন্ধুরা যদিবা থাকে আশে পাশেই, তবুও-
সে একা হয়ে যাবে, একা রয়ে যাবে!
একা পথ চলতে সে অভ্যস্ত হয়ে যাবে।

কোন এক সোনালী সময়ে-
তার চোখ খুলে যাবে,
জগতের সৌন্দর্য, ঈশ্বরের সৌন্দর্য,
প্রকৃতির সৌন্দর্য, নারীদের সৌন্দর্য,
সব একে একে এসে তার দুটো চোখে
বসত গড়ে যাবে দিনের পর দিন ধরে।

তার নিজের কন্ঠস্বর ভারী হয়ে যাবে, তবে-
কান দুটো খুঁজে বেড়াবে কোন কিন্নরী কন্ঠ,
কিংবা মোহনীয় কোন বাঁশির সুর, যা শুনে-
ভাবনারা পত্রপল্লবে বিকশিত হতে থাকবে।
বসন্ত বাতাসে সেসব অনুপম ভাবনাগুলো
বছর বছরান্তর ধরে আন্দোলিত হয়ে যাবে।

তারপর একদিন.....
কোন এক পাখি এসে তাকে বলে যাবে-
জীবনটা শস্যভূমির মত, যত কর্ষিত হবে,
সোনালী ফসলে তত ঘর ভরে যাবে।
সুতরাং হে যুবক, জীবন কর্ষণে লিপ্ত হও!
এর পর সে যুবক প্রৌঢ় হবে, বৃদ্ধ হবে,
কিন্তু তার মনে রয়ে যাবে কৈশোরের সেই
হিরন্ময় দিনগুলির অনুপম ছবি। মনে হবে,
সেই উজ্জ্বল পিঙ্গল কৈশোরই ছিল
তার জীবনের শ্রেষ্ঠ সময়।


ঢাকা
০৬ মার্চ, ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৭১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ্, কৈশোর! টাইমমেশিনে ভর করে যদি আবারও ফিরে যেতে পারতাম সেই দূরন্ত কৈশোরে! নস্টালজিক করে দিলেন।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য, অনেক খুশী হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অসাধারণ উপস্থাপনা, পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: অতীত মানুষকে টানে, তাই মানুষ অতীতে হারিয়ে যেতে ভালবাসে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


জীবনের শ্রেষ্ট সময়, গোচরে আসে দেরীতে

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: জীবনের শ্রেষ্ট সময়, গোচরে আসে দেরীতে - চমৎকার বলেছেন, সঠিক পর্যবেক্ষণ!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: কি চমৎকার ভাবে পুরো জীবন চিত্র বর্ণিত করলেন ।
শৈশব এ মনে হতো কবে বড় হবো , আর এখন মনে হয় বয়স কেন বাড়ছে , কখনও তো বড় হতে চাইনি । ছোট থাকা পরম আনন্দের । কেউ যখন বলে তুমি বড় হয়েছো এইটা তোমাকে মানায়না, কি নিদারুণ তীব্র কষ্ট অনুভব হয় ।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার সাড়ে এগার বছরের পুরনো পোস্ট ঈদের চাঁদ শীর্ষক কবিতাটি পড়ে একটা মন্তব্য করে এলাম।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন:
প্লাস+++



সময়, এখন তোমায় হারিয়ে ফেলেছি
একা একা বসে কেঁদেই চলেছি,
আসবে না কবু জানি
তবু
এখনো সময় নাহি বুঝি!!

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার মনের ভাবনাটুকু এখানে রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "আমাদের ইতিহাস, আমাদের গর্ব ১ ও ২" পড়ে দুটো মন্তব্য রেখে এসেছিলাম।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব নষ্টালজিক কবিতা। শৈশব কি কৈশোর যে সময় চলে যায় সে সময়ের মত সময় আর ফিরে আসে না।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
খুব নষ্টালজিক কবিতা - ধন্যবাদ এ মন্তব্যের জন্যেও।
প্রথম প্লাস- অনুপ্রাণিত হ'লাম।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।
সেই কৈশরের দিন গুলো ফিরে পেলে খুব ভাল হত।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

৮| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ সোনালী কৈশোর ! তখন বুঝতে পারিনি ,কি দিন অতিবাহিত করেছি।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: তখন বুঝতে পারিনি ,কি দিন অতিবাহিত করেছি - ঠিকই বলেছেন কথাটা।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।

০৮ ই জুন, ২০১৮ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট- মোডারেটর ভাই দের কাজ কি ?? পরে একটা মন্তব্য রেখে এলাম। একবার সময় করে দেখে নেবেন।

৯| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন:

নিজের হাতে এই ছবিটি গতকাল রাতে তুলেছি। ফুলটা পাশের বাসার ছাদ থেকে চুরী করেছি।
আপনার কবিতা ভালো লেগেছে, তাই ছবিটি আপনাকে দিলাম।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

খায়রুল আহসান বলেছেন: কেউ কেউ বলে থাকেন, বই ও ফুল চুরি করলে তাতে নাকি কোন দোষ নেই। শিশিরস্নাত গোলাপটি খুব সুন্দর, কিন্তু তবুও, চুরিকৃত জেনে গোলাপের প্রকৃত মালিকের কথা ভেবে মনটা খারাপ হলো।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

১০| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

করুণাধারা বলেছেন: মন্তব্য করতে এসে ফুলের ছবি দেখে মনটা ভালো হয়ে গেলো। তারপর দেখি পাশের বাসা থেকে ফুল চুরি করে আপনাকে উপহার দেয়া হয়েছে। হা হা হা। আমার প্রিয় বৈচিত্র্যময় ব্লগার রাজীব নূর! তার করা মন্তব্যও বৈচিত্র্যময়!

কবিতায় ভালোলাগা। শুরু হলো বাল্য দিয়ে, বাল্যের আনন্দময় দিন যাপনের ছবি এঁকেছেন। তারপর জীবনের দিনগুলো গড়িয়ে গেল। জীবনের নানা স্বপ্ন ও আনন্দের সাথে এলো নানা দায়িত্ব, এল প্রৌঢ়ত্ব, বার্ধক্য। তখন মন ফিরে তাকায় আনন্দময় কৈশোরের দিনের দিকে, ধূসর দেখালেও সেই দিনগুলোকে বড় আনন্দময় মনে হয়।

দারুন কবিতায় আরেকবার মুগ্ধতা।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

খায়রুল আহসান বলেছেন: ধূসর দেখালেও সেই দিনগুলোকে বড় আনন্দময় মনে হয় - ঠিক, ঠিক! একদম ঠিক!
কবিতায় মুগ্ধতা প্রকাশ করে অনুপ্রাণিত করে গেলেন। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭

মলাসইলমুইনা বলেছেন: জীবনের যে ট্রেনটা দ্রুত ছুটছে স্টেশনের পর স্টেশন পার হয়ে নির্ধারিত গন্তব্যে ওয়ান ওয়ে টিকেটে তার যাত্রী হয়ে শেষ স্টেশনে নামা আমার নির্ধারিতই আছে জানি | কিন্তু এতটা পথ পেড়িয়ে এসেও, পথে পথে মুগ্ধকর এতো কিছু দেখেও শুধুই মনে হয় আহা আমি যদি শৈশবের ফেলে আসা সেই স্টেশেনই থেকে যেতে পারতাম ! "দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না ...." গানটা কেন যেন মনে পড়লো খুব আপনার কবিতা পড়ে !খায়রুল ভাই কবিতায় অনেক ভালো লাগা |

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। পাঠান্তে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১২| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেউ কেউ বলে থাকেন, বই ও ফুল চুরি করলে তাতে নাকি কোন দোষ নেই। শিশিরস্নাত গোলাপটি খুব সুন্দর, কিন্তু তবুও, চুরিকৃত জেনে গোলাপের প্রকৃত মালিকের কথা ভেবে মনটা খারাপ হলো।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: পুনরায় ফিরে এসে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

১৩| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
অনুপ্রাণিত।

১৪| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবনটা শস্যভূমির মত......

ভাল লাগছে।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা থেকে কেউ কখনো কোন অংশ উদ্ধৃত করলে আমার খুব ভাল লাগে, কারণ আমি জানি, ওনার সে অংশটুকু ভাল লেগেছে বলেই উনি তা উদ্ধৃত করেছেন। আপনার ভাল লাগা শব্দ তিনটে লিখতে পেরে আমারও ভাল লেগেছিল। লিখে তৃপ্তিলাভ করেছিলাম।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৫| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: সেই কিশোরটা তুমি ভাইয়া!!!!! :)

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা, তাই নাকি?
মানব মানবীরা সাধারণতঃ কিশোর কিশোরী বয়সেই প্রথম একটু একটু করে কল্পনাবিলাসী বা ভাববিলাসী হতে শুরু করে। সে সময় তারা জীবন দর্শন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, জ্ঞাতসারে কোন পাপকর্ম করেনা, তাদের দৃষ্টিতে জড়িয়ে থাকে প্রেম-ভালবাসা, মায়া, মমতা, স্নেহ, দরদ ইত্যাদি। তারা সে সময়ে রোমান্টিকধর্মী (ক্লাসিকধর্মী ও বাস্তবধর্মী এর বিপরীত অর্থে) ভাবালুতায় আচ্ছন্ন থাকে। অনেকের জীবনেই এ সময়টা শুদ্ধতম সময় হিসেবে চিরদিন স্মৃতিময় হয়ে থাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।

১৬| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯

রায়হানুল এফ রাজ বলেছেন: অনবদ্য।
+++++

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।

১৭| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো । শেষ দু লাইন খুব সুন্দর । ++++

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---

১৮| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৪

অর্ক বলেছেন: দারুণ খায়রুল ভাই পারফেক্ট! প্লাস।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১১

অর্ক বলেছেন:

আপনাকে লাল টুপির শুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: আবারো ধন্যবাদ! :)

২০| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

মাষ্টার দা’ বলেছেন: গভীর জীবনো বোধের সাবলীল প্রকাশ! দারুন ভাললাগা ছুঁয়ে রইল :)

++++

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

শিখা রহমান বলেছেন: মানুষ হিসেবে আমি খুব নষ্টালজিক। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো শৈশবে আর কৈশোরে ফেলে এসেছি বলে মনে হয়। আপনার এই কবিতাটা এত্তো এত্তো ভালো লেগেছে। একদম আমার মনের কথা "সেই উজ্জ্বল পিঙ্গল কৈশোরই ছিল তার জীবনের শ্রেষ্ঠ সময়।" শুভকামনা আর একরাশ ভালোলাগা থাকলো প্রিয় কবি ও লেখক।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

খায়রুল আহসান বলেছেন: আপনার মত একজন সুলেখকের কাছে আমার এ কবিতাটা এত্তো এত্তো ভালো লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত বোধ করছি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা, এমন উদার প্রশংসার জন্য।

২২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

ডঃ এম এ আলী বলেছেন: চলমান বিশ্বের অনিঃশেষ যাত্রাপথে জীবনের পিঙ্গল কৌশোরের বর্ণাঢ্য উজ্জ্বলতা ছন্দোবদ্ধ ভাষার মোরকে বাধানো ‌একটি অপ্রতিহত প্রবাহই মনে হল কবিতাটির অনন্য বৈশিষ্ট্য । উজ্জল পিঙ্গল কৈশোরই জীবনের শ্রেষ্টতম সময়, তাতে কোন সন্দেহ নেই । তবে 'ইহাই যৌবন এই ধর্ম যাদের, তারা চিরকালই তরুন' , তাদের তরে তাই জীবনের প্রতিটি মহুর্তই হতে পারে শ্রেষ্টতম সময় । কামনা করি সকলেই হোক চির নবীন , জীবনের প্রতিটি ক্ষনে বয়ে চলুক জীবনের শ্রেষ্ঠতম সময়ের অনুরনন , অনুভুতিতে সতত জাগরুক থাকুক তারুন্যের চির ভাস্কর রূপ ।
অসাধারণ কবিতাটির জন্য রইল অভিনন্দন ।
ভাল থাকার শুভ কামনা রইল

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: খুবই প্রেরণাদায়ক আপনার বিদগ্ধ বিশ্লেষণ। অনেক, অনেক ধন্যবাদ এমন চমৎকার মন্তব্যের জন্য।
অনুভুতিতে সতত জাগরুক থাকুক তারুন্যের চির ভাস্বর রূপ - ধন্যবাদ, এটা আমারও মনের কথা।
প্লাসেও অনুপ্রাণিত।

২৩| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের সবচে বড় ট্র্যাজেডি- সময়কে চিনতে চিনতে বুঝতে বুঝতে সময় হারিয়ে যায়!
কি কৈশোর কি যৌবন!
হায় যখন অনুভবে আসে দেখি সময় কলে আমি দূরে বসে :((

মনে মননে তারুন্য যৌবন ধরে রেখৈ কিছূটা প্রায়শ্চিত্য করা যায় বটে ;)
তবে নিন্দার কাঁটা উপেক্ষা করেই চলতে হয় :)

জয়তু কৈশোর, জয়তু যৌবন :)

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: জীবনের সবচে বড় ট্র্যাজেডি- সময়কে চিনতে চিনতে বুঝতে বুঝতে সময় হারিয়ে যায়! - একদম খাঁটি জীবন দর্শন!
মনে মননে তারুন্য যৌবন ধরে রেখৈ কিছূটা প্রায়শ্চিত্য করা যায় বটে - তা বটে!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৪| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭

মিরোরডডল বলেছেন: হারিয়ে যাওয়া দিনগুলো সবসময় সুন্দর হয়

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলায় লিখতে পারছেন দেখে আরও ভাল লাগছে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

২৫| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: খুব সুন্দর কবিতা, খুবই ভালো লাগল। ধন্যবাদ

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। মন্তব্যে, কবিতার প্রশংসায়, অনুপ্রাণিত হ'লাম।

২৬| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৮

উম্মে সায়মা বলেছেন: আহা ফেলে আসা সেসব দিন!
খুব ভালো লেগেছে খায়রুল আহসান ভাই।+++

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও আমার ভাল লেগেছে। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা---

২৭| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২

জাহিদ অনিক বলেছেন:

সাইকেল অফ লাইফ, এর মধ্যে যেন কৈশোরের দুরন্তকালই ফুটিয়ে তুলেছেন কবি; কবির কিশোর স্মৃতির যেন নস্টালজিয়া।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: সাইকেল অফ লাইফ - ঠিকই বলেছেন, পেছন ফিরে এই সাইকেলকেই দেখা!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৮| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:





শূন্য থেকে কিছু একটা অতঃপর শূন্য ! এর মাঝে কিছু সংখ্যায় মানুষ নিমগ্ন থাকে, তারপর ঠকে যাওয়ার আক্ষেপ নিয়ে প্রস্থান ।

সবাই ফিরে পেতে চায় দূরন্ত কিশোর ফেলে আসার পরে !

কবিতায় মানুষের বিবর্তনের আক্ষেপ । ভাল লেগেছে ।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: সবাই ফিরে পেতে চায় দূরন্ত কিশোর ফেলে আসার পরে - কিন্তু হায়! একবার ফেলে আসলে আর সেখানে ফিরে যাবার কোন উপায় থাকেনা!
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৯| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: দুরন্ত সার্বজনীন কৈশোর কে তুলে এনেছেন।
চমৎকার !

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মনিরা সুলতানা। একটা 'লাইক' রেখে গিয়েছিলেন অনেক আগেই, সেটা লক্ষ্য করেছিলাম। ভেবেছিলাম, মন্তব্য করতে হয়তো ভুলে গেছেন। কিন্তু ঠিকই পরে এসে মন্তব্য রেখে গেলেন দেখে প্রীত হ'লাম, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৩০| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ছেলে বেলায়,দুরন্ত দশ্যিপনায় মেতে যে ছিলাম বড় সুখে,
কিন্তু এখন অসময়ে, জীবনের অবসরে ভেবেভেবে দিন যে আমার কাটে।
জীবনবুঝি এমন হয়,চক্রাকারে ঘুরতে চায়।আমরা পৃষ্ঠ হই বারেবারে।
অপরাহ্নের আলো আসুকনা এদিকে , একটু নাহয় গায়ে মেখে নিয়ে,
বাকি দিনগুলি কাটুক আনন্দে, সামুর ময়দানে হেসেখেলে।
ধন্যবাদ,স্যার শুভেচ্ছা নেবেন।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কবিতা পড়ে নিজের ভাবনাগুলো এখানে রেখে যাওয়ার জন্যে।
মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা---

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনার দ্বিতীয় পোস্ট - কানসাসে গ্রেপ্তার বাংলাদেশি অধ্যাপক,আশঙ্কায় পরিবার - পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আগেও জানিয়েছিলাম।
এর পরে "আজব মাষ্টার" এবং আজ "আজব মাষ্টার/দ্বিতীয় পর্ব" - পড়েও একটা মন্তব্য করেছি।
একবার দেখে নিলে খুশী হবো।

৩১| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: যৌবনের প্রারম্ভে কৈশোর কালেই বোধকরি মানব মানবীর মনে প্রথম প্রেমানুভূতির সৃষ্টি হয়। এ সময় থেকেই তাদের মন, মনন এবং দৃষ্টি অনুভূতিপ্রবণ এবং সংবেদনশীল হতে শুরু করে। শৈশবকালে তারা যে বর্ণিল প্রজাপতির পেছনে ছুটতো শুধুই রঙের মোহে, আনন্দে আর উচ্ছ্বাসে ওকে ধরতে, কৈশোরে এসে সে প্রজাপতিটারই দিকে তারা তাকিয়ে তাকিয়ে ওর উড়ে চলা দেখে, ওর ওড়াউড়ি দেখেই আনন্দিত হয়, ওকে আর তারা ধরতে যায় না। তারা প্রকৃতির মাঝে সুর ও ছন্দ খুঁজে, গান শোনে, গল্প বোঝার চেষ্টা করে, গল্পের ভেতরের গল্প খুঁজতে শুরু করে। জননীর ভালবাসা তাদের বুকে আজীবন মাস্তুল হয়ে রয়, কিন্তু এ বয়স থেকেই তারা সেই মাস্তুলে অন্য নানাবিধ ভালবাসার পাল ওড়াতে থাকে।

৩২| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

রানা আমান বলেছেন: খুবই সুন্দর কবিতা। আসলেই জীবনের শ্রেষ্ট সময় কৈশোর কাল ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘদিন পরে আমার কোন লেখায় এলেন, মন্তব্যে এবং প্লাসে অতিশয় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৩৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: যদিও সময়ের যোগফলই জীবন... যোগ করতে করতে যোগফল টা শূন্য!
আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল শৈশবের সব দুরন্তপনার কথা।।




কবিতা খুব সুন্দর লিখেছন ভাইয়া।।

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: সময়ের যোগফলই জীবন - চমৎকার কথা বলেছেন।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

৩৪| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: আহ....আবার যদি কৈশোর ফিরে পেতাম........

ভালো হয়েছে।

১২ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: ভালো হয়েছে - ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
কিন্তু হায়! কৈশোর ফিরে পাবার আর কোন উপায় নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.