|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পা জোড়া তো ঠিকই আছে; 
হাঁটলামও অনেক। 
বিশ্বের এ অনন্ত চরাচরে 
কত ঘুরে বেড়ালাম, 
কিন্তু কোথাও কোন পদচিহ্ন
রেখে আসতে পারলাম না। 
হাত দুটো তো ঠিকই আছে;
লেখালেখিও করেছি অনেক। 
থিতু মনের খেরোখাতায় 
কত কিছুই তো লিখলাম! 
কিন্তু কোথাও কোন স্বাক্ষর
রেখে আসতে পারলাম না। 
চোখ দুটো তো ঠিকই আছে।
দেখলামও অনেক।
প্রকৃৃতি ও কত মানুষের ছবি
দু’চোখে স্মৃতি হয়ে জ্বলে! 
কিন্তু তবু নিজে কোথাও  
স্মরণযোগ্য হতে পারলাম না।  
ঢাকা
১৪ মে ২০১৮ 
সর্বস্বত্ব সংরক্ষিত।
 ৭৯ টি
    	৭৯ টি    	 +২১/-০
    	+২১/-০  ১৪ ই মে, ২০১৮  দুপুর ১২:৫৮
১৪ ই মে, ২০১৮  দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: একজন বিদগ্ধ পাঠক, লেখক ও শিল্পীর চমৎকার একটি মন্তব্য দিয়ে আমার এ কবিতাটি সম্মানিত হলো। প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ, আহমেদ জী এস। 
মন্তব্য পড়ে মনে হলো, কবিতাটি যেন আপনারই জন্য লিখেছি। 
ভাল থাকুন, শুভকামনা...
  ১৬ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৯
১৬ ই জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্য দিয়ে অনেক উৎসাহিত করে গেলেন, আহমেদ জী এস। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা---
আপনার পুরনো পোস্ট "তাহলে কবিতা কি ? কাহাকে বলে কবিতা?" এবং তার আগের পোস্টটা পড়ে মন্তব্য রেখে এসেছিলাম।
২|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ১২:৫১
১৪ ই মে, ২০১৮  দুপুর ১২:৫১
মাকামে মাহমুদ বলেছেন: এত সুখ মানুষের স্বরণীয় না হলেও চলে ।
  ১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:২৯
১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন- আপনাকে সুস্বাগতম! 
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
৩|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ১:০৪
১৪ ই মে, ২০১৮  দুপুর ১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: দিন শেষে কি তাহলে আমাদের শুধু আক্ষেপই থেকে যায়?
এই চরাচরে মানুষ হয়তো কখনই পুরোপুরি সুখী হতে পারে না?
কবিতা ভাল লেগেছে ভাইয়া।++
  ১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:৩৪
১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:৩৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
কখনো কখনো তেমন ভাল কিছু করতে না পারার জন্য আক্ষেপ কিছুটা হয় তো বৈকি, কিন্তু পরক্ষণেই স্রষ্টার অন্যান্য অনুগ্রহ এবং আনুকুল্যের কথা ভাবলে তা নিমেষে তিরোহিত হয়ে যায়।
৪|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ১:১৬
১৪ ই মে, ২০১৮  দুপুর ১:১৬
কাওসার চৌধুরী বলেছেন: কান দুটো তো ঠিকই আছে;
শুনলামও অনেক।
কত তিরস্কার, কত আর্তনাদ, 
কত প্রেমালাপ, কত গলাবাজি, 
কত জ্ঞানের কথা শুনলাম।
অনেক শুনা এখনো আছে গেঁথে
কানে, কতশত কান কথা
করেছে প্রস্তান স্টোরেজটা খোঁজে 
না পেয়ে।।
  ১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:৩৭
১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:৩৭
খায়রুল আহসান বলেছেন: কানটাকে ইচ্ছে করেই বাদ দিয়েছিলাম। 
মন্তব্যের জন্য ধন্যবাদ।
  ১৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৮
১৮ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনার তৃতীয় পোস্ট "রেবেকা ম্যাডাম (গল্প)" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।
৫|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ১:৩৬
১৪ ই মে, ২০১৮  দুপুর ১:৩৬
মিথী_মারজান বলেছেন: মানুষ যত ভালো কাজই করুক না কেনো, আরো ভালো কিছু করার আক্ষেপ মনের ভেতরে কোথায় যেন থেকেই যায়।
এখনি ঝেড়ে ফেলুন আপনার আক্ষেপ।
ব্যক্তি জীবনের কথা বাদ দিলাম, সামুতে কিন্তু আপনি অবশ্যই শ্রদ্ধাভাজন, স্মরণীয় এবং লেখালেখিতে নিজস্ব স্বাক্ষর এঁকে অলরেডি সামু ব্লগে দৃঢ় পদচিহ্নের ছাপ গেঁথে ফেলেছেন। 
অবশ্য আক্ষেপ থাকা ভালো।
নিজেকে আরো মেলে দেয়া যায় এমনসব পজিটিভ তাড়নায়।
কবিতায় ভালোললাগা।
ভালো থাকুন সবসময়।
  ১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
১৪ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত ইতিবাচক এ কথাগুলোয় ভীষণ প্রণোদিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---
৬|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ১:৫৯
১৪ ই মে, ২০১৮  দুপুর ১:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেকি শ্রদ্ধেয়!!!
আপনারা আমাদের গুরুজন! ব্লগের বটবৃক্ষ। এটাই বা কম কীসে??
@"থিতু মনের খেরোখাতায়"
-- খেরোখাতা কী???
  ১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:২৬
১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:২৬
খায়রুল আহসান বলেছেন: খেরোখাতা - অভিধান অনুযায়ী এর মানে- মোটা লাল কাপড়ে বাঁধাই-করা খাতা; জাবেদা খাতা; যে খাতায় নানান বিষয় লেখা থাকে। an all-purpose notebook; a notebook for writing down all sorts of accounts.
আপনার এ প্রশ্নটা আরো অনেকের মনে থাকতে পারে, এ কথাটা ভেবে অন্য কয়েকজনের মন্তব্য স্কিপ করে আপনার মন্তব্যের উত্তর আগে দিলাম। 
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ২:০৫
১৪ ই মে, ২০১৮  দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে তো কবিতা গল্প সব সাজিয়ে রেখেছেন। ভালো লেগেছে আপনার কবিতা।
  ১৪ ই মে, ২০১৮  রাত ৮:২৫
১৪ ই মে, ২০১৮  রাত ৮:২৫
খায়রুল আহসান বলেছেন: সাজিয়েই তো রেখেছি। প্রথম দিকের লেখাগুলো তেমন পঠিত হতো না। এখন আপনারা পড়েন বলেই তো ভীষণ উৎসাহিত হই। 
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও প্রাণিত।
শুভেচ্ছা---
৮|  ১৪ ই মে, ২০১৮  দুপুর ২:০৬
১৪ ই মে, ২০১৮  দুপুর ২:০৬
তারেক_মাহমুদ বলেছেন: মাঝেমাঝে এটাই মনে হয়, পৃথিবী সব কিছুই থাকবে শুধু থাকবো আমি, এমন কোন কিছু করতে পারলাম না যার কারণে সবাই মনে রাখবে। সুন্দর, ++
  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:১৬
১৪ ই মে, ২০১৮  রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: জ্বী, এমন ভাবনা থেকেই এ কবিতার জন্ম। কবিতা পড়ে সেটা সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে ধন্যবাদ জানাচ্ছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৯|  ১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:০৬
১৪ ই মে, ২০১৮  বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন: 
দিনে দিনে মানুষের স্মৃতির পাতা বর্ধিত হয়; একই সময়ে মানুষ অন্যদের স্মৃতিতে নিজের প্রতিবিম্ব রেখে যান। 
পংক্তিগুলো মানবজীবনের শ্বাশত কিছু সত্যকে ধারণ করেছে।
  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:৪১
১৪ ই মে, ২০১৮  রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি দার্শনিক মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, চাঁদগাজী।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১০|  ১৪ ই মে, ২০১৮  বিকাল ৫:০৮
১৪ ই মে, ২০১৮  বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: পদ চিহ্ন রাখার জন্য মহৎ কাজ করতে হবে। মহৎ কাজের মাধ্যমে পদ চিহ্ন রেখে যেতে হয়। 
কবিতা সুন্দর হয়েছে।
সহজ সরল সুন্দর।
  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:৫৬
১৪ ই মে, ২০১৮  রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। সুন্দর মন্তব্য।
১১|  ১৪ ই মে, ২০১৮  রাত ৮:৩৯
১৪ ই মে, ২০১৮  রাত ৮:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় আক্ষেপ আছে।
তবে জীবনে চলার পথ কে পিছনে ফেলার অনুভূতিও আছে। 
এগিয়ে চলুন। 
একদিন কর্মের ছাপ ধরণীর বুকে চিহ্ন হয়ে থাকবে।
  ১৫ ই মে, ২০১৮  সকাল ৮:২২
১৫ ই মে, ২০১৮  সকাল ৮:২২
খায়রুল আহসান বলেছেন: এগিয়ে চলুন। একদিন কর্মের ছাপ ধরণীর বুকে চিহ্ন হয়ে থাকবে - এ আশার বাণীটুকু শুনিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ১০:১৫
১৯ শে জুলাই, ২০১৮  রাত ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনার ধর্মের একাল সেকাল এবং ভবিষ্যৎের আকাল পোস্টে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।
১২|  ১৪ ই মে, ২০১৮  রাত ৮:৪৩
১৪ ই মে, ২০১৮  রাত ৮:৪৩
করুণাধারা বলেছেন: পায়ের চিহ্ন, হাতের স্বাক্ষর কিংবা চোখের দৃষ্টিতে আঁকা ছবি, সবই একদিন মুছে যাবে। শুধু হৃদয়ের স্পর্শ পেয়েছিল যেসব হৃদয়, সেই স্পর্শকে চিরকাল তারা লালন করবে। 
অতএব আক্ষেপ করার কিছু নেই, আপনি অনেকের হৃদয়ে নিশ্চয় বেঁচে থাকবেন।
কবিতা খুব ভালো হয়েছে।
  ১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:০৯
১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: অতএব আক্ষেপ করার কিছু নেই, আপনি অনেকের হৃদয়ে নিশ্চয় বেঁচে থাকবেন - আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে এতদিন ধরে এই ব্লগে লেখালেখিটা তবে বোধহয় সার্থকই হলো। অনেক, অনেক ধন্যবাদ এমন উদার মূল্যায়নের জন্য। 
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হয়েছি। 
শুভকামনা...
১৩|  ১৪ ই মে, ২০১৮  রাত ৮:৫৬
১৪ ই মে, ২০১৮  রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনয়ী আত্মবিশ্লেষন, আত্মার অতৃপ্ততার সন্ধান, অমরত্বের অমনিবাসে ”আমি’র” চিরন্তনি আকাংখার শুন্যতা, দারুন ফুটেছে কাব্যে 
জুম আউট করে লং শটে জীবনকে দেখতে পারায় অনেক আনন্দ। অনেক ক্ষুদ্রতার জন্য তখন মায়া হয়, অনেক ্োবেগ তখন বৃহত্তর আঙ্গকে মূল্যহীন মনে হয়, অথচ মূখোমুখি জীবনে এক চুল নাহি দেব ছাড়! চেতনা! 
আত্মা, স্বত্ত্বার ভাবনার মাঠ যত বিস্তৃত, অনুভব তত সূক্ষ, সুন্দর মহত হয়।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় সিনিয়র 
++++
  ১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:২৯
১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:২৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
জুম আউট করে লং শটে জীবনকে দেখতে পারায় অনেক আনন্দ - সেটাই তো দেখছি এবং আনন্দ উপভোগ করছি। 
স্বত্ত্বার ভাবনার মাঠ যত বিস্তৃত, অনুভব তত সূক্ষ, সুন্দর মহত হয় - একটা অসাধারণ কথা বলেছেন!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। শুভেচ্ছা রইলো...
১৪|  ১৪ ই মে, ২০১৮  রাত ৯:৩৫
১৪ ই মে, ২০১৮  রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: দারুন শব্দে শব্দে ফুটিয়ে তুলেছেন স্মরণীয় বরণীয়দের আরও আরও অসাধারণ হবার ,নিজেকে ছাড়িয়ে যাবার আক্ষেপ। 
আপনি ব্লগে যেমন আমাদের মাঝে আপনার লেখায়, দরদী মন্তব্য আমাদের কাছ প্রিয় হয়ে আছেন।তেমনি আশা করছি সব কিছুতেই আপনি নিজের ছাপ রেখে যাচ্ছেন। 
শুভ কামনা 
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৩:৪০
১৫ ই মে, ২০১৮  বিকাল ৩:৪০
খায়রুল আহসান বলেছেন: সব কিছুতে তো পরের কথা, কোন কিছুতেই ছাপ রেখে যেতে পারছিনা বলেই তো কবিতায় এ আক্ষেপটুকু ব্যক্ত হয়েছে। তার পরেও আপনাদের অনেকের মন্তব্য পড়ে বেশ উৎসাহিত হচ্ছি। মনে হচ্ছে, এখানে লেখালেখি করাটা একেবারে বিফল হয়নি। আপনাদের মন্তব্যগুলো তার প্রমাণ। 
প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসেও অনুপ্রাণিত হ'লাম।
১৫|  ১৪ ই মে, ২০১৮  রাত ১০:১৫
১৪ ই মে, ২০১৮  রাত ১০:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ লিখেছেন। 
ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
  ১৫ ই মে, ২০১৮  বিকাল ৩:৪৯
১৫ ই মে, ২০১৮  বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: উচ্চ প্রশংসায় প্রাণিত হ'লাম। প্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম । 
১৬|  ১৫ ই মে, ২০১৮  রাত ১২:৪৭
১৫ ই মে, ২০১৮  রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা গভীর তাৎপর্য পূর্ণ । তার চেয়ে বেশি আপনার মন্তব্য। আপনার কমেন্ট আমার পোস্টে বটবৃক্ষের সুশীতল ছায়ার মতো। আমি মুগ্ধ হ ই । আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুক সুস্বাস্থ্য দান করুক।
  ১৫ ই মে, ২০১৮  রাত ৮:০৬
১৫ ই মে, ২০১৮  রাত ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা গভীর তাৎপর্যপূর্ণ। তার চেয়ে বেশি আপনার মন্তব্য। আপনার কমেন্ট আমার পোস্টে বটবৃক্ষের সুশীতল ছায়ার মতো। আমি মুগ্ধ হই। - ধন্যবাদ, সেলিম আনোয়ার। আপনার কাছ থেকে এমন কমপ্লিমেন্টস পেয়ে অভিভূত হ'লাম। 
কবিতা কতটুকু তাৎপর্যপূর্ণ সে ব্যাপারে নিশ্চিত নই, তবে মন্তব্য এবং প্রতিমন্তব্য লিখার সময় আমি ১০০% মনযোগ দেই। দৈনিক নানারকমের টানাপোড়েনের মধ্যে একজন লেখককে অনেক কষ্ট করে সময় বের করে নিয়ে এখানে লিখতে হয়। এখানে লেখার সময় তারা কোন ব্যক্তিগত লাভক্ষতি কিংবা প্রচারের কথা চিন্তা করেন না, বেশীরভাগ ক্ষেত্রে কবি লেখকগণ তাদের নিজস্ব ভাবনাগুলোকে বৃহত্তর পাঠক সমাজের সাথে শেয়ার করার মানসেই তাদের লেখাগুলো এখানে পোস্ট করেন। তারা চান পাঠক তাদের লেখা পড়ুক, লেখা পড়ে তিনি এ ব্যাপারে কী ভাবছেন তা মন্তব্যের আকারে এখানে প্রকাশ করুক। সে কথাটা মনে রেখেই আমি আমার মন্তব্য লিখে থাকি, এবং মন্তব্য লেখার সময়ে শতভাগ অনেস্ট থাকি। একইভাবে, প্রতিমন্তব্য লেখার সময়েও আমার লেখা প্রতিটি শব্দ কলম বা কী বোর্ড থেকে নয়, মন থেকেই বের হয়ে আসে।
১৭|  ১৫ ই মে, ২০১৮  রাত ৩:৩৭
১৫ ই মে, ২০১৮  রাত ৩:৩৭
শিখা রহমান বলেছেন: কবিতাটা খুব সত্যিকথা বলেছে। আর সত্যিকথা অনেক সময়েই বিষন্ন করে দেয়। 
তবে আমার মনে হয় সব মানুষই সাধারণ তবে কখনো কখনো কারো কাছে অসাধারণ। সাধারণ মানুষগুলো ভালোবাসার ছোঁয়াতেই কেবলমাত্র অসাধারণ হয়ে উঠতে পারে। 
আপনি দারুণ লেখেন আর লেখাগুলো যে দৃষ্টিভঙ্গি তুলে ধরে, শুধু সেই জন্যেই এই ব্লগে অনেকেই আপনাকে ভালোবাসে আর আপনাকে মনেও রাখবে। আপনি অবশ্যই 'স্মৃতির যোগ্য।'
শুভকামনা। ভালো থাকবেন অনেক।
  ১৫ ই মে, ২০১৮  রাত ৮:২০
১৫ ই মে, ২০১৮  রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: "আর লেখাগুলো যে দৃষ্টিভঙ্গি তুলে ধরে, শুধু সেই জন্যেই এই ব্লগে অনেকেই আপনাকে ভালোবাসে আর আপনাকে মনেও রাখবে। আপনি অবশ্যই 'স্মৃতির যোগ্য।' " - আমার মত একজন লেখকের জন্য আপনার মত একজন পাঠকের এমন মন্তব্য অনেক বড় একটা প্রাপ্তি। অনেক, অনেক ধন্যবাদ এ মন্তব্যের জন্য। 
ভাল থাকবেন, শুভকামনা---
  ২৫ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৯
২৫ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "উদাসীন সঙ্গম" পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
১৮|  ১৫ ই মে, ২০১৮  সকাল ৮:৪৫
১৫ ই মে, ২০১৮  সকাল ৮:৪৫
শামছুল ইসলাম বলেছেন: অনবদ্য একটি কাব্য ।
  ১৫ ই মে, ২০১৮  রাত ৯:০৮
১৫ ই মে, ২০১৮  রাত ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: তিনটে মাত্র শব্দে কবিতার একটা উচ্চ মূল্যায়ন করে গেলেন, শামছুল ইসলাম। অনেক, অনেক ধন্যবাদ এ উদার মন্তব্যের জন্য। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, সব সময়...
১৯|  ১৫ ই মে, ২০১৮  সকাল ৯:২৮
১৫ ই মে, ২০১৮  সকাল ৯:২৮
সোহানী বলেছেন: হুম ঠিক তাই। কিন্তু চেস্টাতো করে যেতে হবে তাই নয় কি? না আসুক অসাধারন কোন রেজাল্ট তারপর ও তো সে পদচিহ্ন থাকবে..... সেটাই বা কম কি!
  ১৫ ই মে, ২০১৮  রাত ১০:১৬
১৫ ই মে, ২০১৮  রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। 
মানুষের চিরদিনের আকুতি, মানুষের মনে ঠাঁই পাওয়া। এটাই ভাল কাজ করার অনুপ্রেরণা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২০|  ১৫ ই মে, ২০১৮  সকাল ৯:৩১
১৫ ই মে, ২০১৮  সকাল ৯:৩১
সুমন কর বলেছেন: ছোট, অর্থবহ এবং সুন্দর ।
  ১৫ ই মে, ২০১৮  রাত ১০:৪৪
১৫ ই মে, ২০১৮  রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। বিশেষণগুলো অনেক প্রেরণা যুগিয়ে গেল!
২১|  ১৫ ই মে, ২০১৮  সকাল ১০:০১
১৫ ই মে, ২০১৮  সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন। সুন্দর মন্তব্য। 
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
  ১৫ ই মে, ২০১৮  রাত ১১:০৭
১৫ ই মে, ২০১৮  রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।
২২|  ১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:৫৫
১৫ ই মে, ২০১৮  দুপুর ১২:৫৫
জুন বলেছেন: খায়রুল আহসান আমার কাছে মনে হচ্ছে এটি আপনার শ্রেষ্ঠ কবিতা । 
স্বাক্ষর, পদচিন্হ, স্মরণীয় কিছুই প্রকাশ্যে থাকে না কখনো কখনো, 
তারপর ও আমাদের চেষ্টার কমতি থাকে না কোথাও একটু দাগ রেখে যাবার ।
অনেক অনেক ভালোলাগা রইলো ।
আনলাকি ১৩ প্লাস দিতে চাইনি তাও দিতে হলো  
 
ভালো থাকুন সব সময়ের জন্য । 
দ্বিপ্রহরের শুভেচ্ছা জানবেন । 
+
  ১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:০৬
১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:০৬
খায়রুল আহসান বলেছেন: তারপর ও আমাদের চেষ্টার কমতি থাকে না কোথাও একটু দাগ রেখে যাবার - জ্বী, সেটাই বলতে চেয়েছি, এবং চেষ্টার পরে আত্মোপলব্ধির চেষ্টা করেছি।
আনলাকি ১৩ প্লাস দিতে চাইনি তাও দিতে হলো - কোন সমস্যাই নেই, আমার জন্মই তো হয়েছিল আনলাকী ১৩ তে।
আনলাকী ফর সাম, বাট লাকী ফর মী!  
  ২৮ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
২৮ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "ব্যারেন্ট সাগরের কান্না (প্রথম পর্ব)" পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
আপনিও দ্বিপ্রহরের শুভেচ্ছা জানবেন।
২৩|  ১৫ ই মে, ২০১৮  দুপুর ১:০৫
১৫ ই মে, ২০১৮  দুপুর ১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
মানুষের জীবন ও পাওয়া পাওয়া বুঝি এমনই।
ধন্যবাদ।
  ১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:২৯
১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: বোধহয় বলতে চেয়েছিলেন,  মানুষের জীবনে চাওয়া পাওয়া বুঝি এমনই - যদি তাই হয়, তবে আমি আপনার সাথে একমত। 
মন্তব্যের জন্য ধন্যবাদ। 
২৪|  ১৫ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
১৫ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
আকিব হাসান জাভেদ বলেছেন: কৃর্তি মানের মৃত্য নাই । একদিন সবাই মনে রাখবে । যেমন করে রবিন্দ্রনাথকে আমরা মনে রেখেছি । সুন্দর বাক্য কাব্য ।
  ১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৪
১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:৪৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২৫|  ১৬ ই মে, ২০১৮  রাত ১২:৪০
১৬ ই মে, ২০১৮  রাত ১২:৪০
অক্পটে বলেছেন: প্রচন্ড জীবনবোধের গভীর বিশ্লেষণে এমন দারুণ কবিতা সৃষ্টি হতে পারে। আর আপনি তাই করেছেন। ভাবনায় মুগ্ধতা ছড়িয়েছেন।
  ১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:৫১
১৭ ই মে, ২০১৮  বিকাল ৪:৫১
খায়রুল আহসান বলেছেন: অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এ উদার মূল্যায়নে। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - আমার ব্লগে সুস্বাগতম!
২৬|  ১৬ ই মে, ২০১৮  দুপুর ১২:৫২
১৬ ই মে, ২০১৮  দুপুর ১২:৫২
কবীর বলেছেন: কোটি হৃদয়ে না থাকতে পারলেও কিছু হৃদয়ে তো থাকতে পারবো.. এটাও একধরণের স্মরণীয় থাকা।
কবিতা ভালো লিখেছেন...
  ১৭ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
১৭ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: কিছু হৃদয়ে তো থাকতে পারবো..  - বেশ তো, ভাল কথা! 
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
২৭|  ১৬ ই মে, ২০১৮  দুপুর ১:২৪
১৬ ই মে, ২০১৮  দুপুর ১:২৪
জাহিদ অনিক বলেছেন: 
অনেকেই যেটা বলেছেন, ব্লগে আপনি আপনার চিহ্ন রেখেছেন ইতোমধ্যেই। 
তবে আমার ধারনা- আপনার আরও অনেক কিছু দেয়ার বাকী এই ব্লগে। 
কবিতাটা সুন্দর হয়েছে।
  ১৭ ই মে, ২০১৮  রাত ৮:০৩
১৭ ই মে, ২০১৮  রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অভিব্যক্ত আস্থা ও আশাবাদ অনেক প্রেরণা যুগিয়ে গেলো। প্লাসটাও।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৮|  ১৬ ই মে, ২০১৮  দুপুর ২:০৯
১৬ ই মে, ২০১৮  দুপুর ২:০৯
জাহিদ অনিক বলেছেন: 
ন্যূনতা; কবিতার নামটি বেশ মানানসই ও পছন্দ হয়েছে
  ১৭ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
১৭ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার "apt" শিরোনামের ব্যাপারে আমি মনযোগী, নিজের এবং অন্যেরও। অন্যের কবিতার শিরোনাম ভাল লাগলে আমি চেষ্টা করি সব সময় তা উল্লেখ করতে। আমারটার কেউ যখন উল্লেখ করে তখন ভীষণ আনন্দিত হই। আপনি আমাকে সে আনন্দ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ।
২৯|  ১৬ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
১৬ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
উম্মে সায়মা বলেছেন: সুন্দর কাব্য খায়রুল আহসান ভাই। মানুষের চিরজীবনই কিছু না কিছুর আক্ষেপ থেকে যায়!
  ১৭ ই মে, ২০১৮  রাত ৮:২২
১৭ ই মে, ২০১৮  রাত ৮:২২
খায়রুল আহসান বলেছেন: মানুষের চিরজীবনই কিছু না কিছুর আক্ষেপ থেকে যায়! - ঠিক বলেছেন, ধন্যবাদ। কবিতার প্রশংসা করে মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। 
শুভকামনা...
৩০|  ১৭ ই মে, ২০১৮  রাত ১০:০৭
১৭ ই মে, ২০১৮  রাত ১০:০৭
ধ্রুবক আলো বলেছেন: শেষের দু লাইনে আমার মনের কথা ফুটে উঠেছে, আমিও কোথাও স্মরণীয় হতে পারলাম না।
তবে আপনি স্মরণীয় হয়ে থাকবেন, দেখবেন ঠিকই সবাই আপনার কথা মনে করবে, গর্ব করবে।
  ১৮ ই মে, ২০১৮  রাত ৮:১৬
১৮ ই মে, ২০১৮  রাত ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনার জীবনটা প্রায় পুরোতাই বাকী রয়ে গেছে। ভাল কাজ করতে থাকুন, বিবেকের অনুশাসন মেনে চলুন, ইন শা আল্লাহ নিশ্চয়ই আপনি একদিন স্মরণীয় বরণীয় হয়ে উঠবেন।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসেও অনুপ্রাণিত। 
ধন্যবাদ ও শুভেচ্ছা---
৩১|  ১৮ ই মে, ২০১৮  সকাল ১০:৩১
১৮ ই মে, ২০১৮  সকাল ১০:৩১
জুন বলেছেন: একজন মুসলিম হিসেবে আমিও বিশ্বাস করি কোন তারিখই দুর্ভাগ্যের নয় । কিন্ত অনেক মানুষ এমনকি থাইল্যান্ডের জনগন এটা এমনভাবে বিশ্বাস করে যা অকল্পনীয়। তাদের কোন বাড়ির হোল্ডিং নং 13 নেই । সুবর্নভুমি এয়ারপোর্টের লাগেজের কনভেয়ার বেল্টে বারোর পরেই চৌদ্দ   আপনার প্রতি মন্তব্যে অনেক ভালোলাগা রইলো । আর অজানা তেরো তারিখে রইলো শুভকামনা
   আপনার প্রতি মন্তব্যে অনেক ভালোলাগা রইলো । আর অজানা তেরো তারিখে রইলো শুভকামনা 
  ১৮ ই মে, ২০১৮  রাত ১১:১৪
১৮ ই মে, ২০১৮  রাত ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: কিছু কিছু কুসংস্কারের প্রতি ওরা অন্ধভাবে বিশ্বাস করে বলে জানি। তবুও, মানুষ হিসেবে ওদেরকে আমার ভাল লাগে। 
পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনায় প্রীত হ'লাম।
  ০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৫
০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৫:০৫
খায়রুল আহসান বলেছেন: আপনার "অংক আতংক !!" পোস্টে আপনার মন্তব্যের উত্তর দিয়ে এসেছিলাম।
৩২|  ১৮ ই মে, ২০১৮  রাত ৮:৩৮
১৮ ই মে, ২০১৮  রাত ৮:৩৮
নীহার দত্ত বলেছেন: 
কবিতাটি ভালো লাগলো। সামুতে যে ক'জন কবিতা লেখেন তাদের মধ্যে আপনি একজন যার কবিতা পড়া যায়। 
খুব বেশী গুনী কবি নেই এই ব্লগে। আপনারা যারা সচেতবভাবে লিখে থাকেন তাদের জন্যই মাঝেমধ্যে আসি এই ব্লগে।
  ১৯ শে মে, ২০১৮  বিকাল ৪:১৪
১৯ শে মে, ২০১৮  বিকাল ৪:১৪
খায়রুল আহসান বলেছেন: সামুতে যে ক'জন কবিতা লেখেন তাদের মধ্যে আপনি একজন যার কবিতা পড়া যায় - আপনার মুখে ফুলচন্দন!   
 
বলাই বাহুল্য, আপনার মন্তব্য আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। কবিতার প্রতি অনুরাগে আপনি এ ব্লগে আসেন, এ কথা জেনে অত্যন্ত মুগ্ধ হ'লাম। কবিতা প্রসারিত হোক, পৌঁঁছে যাক মানুষের হৃদয়ের গহীনতম কোণে।
  ০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৪
০১ লা আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা "জীবনবোধ" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। একবার সময় করে দেখে নেবেন।
৩৩|  ২০ শে মে, ২০১৮  রাত ১:১২
২০ শে মে, ২০১৮  রাত ১:১২
এম ডি মুসা বলেছেন: নান্দনিক!
  ২০ শে মে, ২০১৮  সকাল ১০:২৬
২০ শে মে, ২০১৮  সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
৩৪|  ২১ শে মে, ২০১৮  সকাল ১১:০২
২১ শে মে, ২০১৮  সকাল ১১:০২
শামচুল হক বলেছেন: অসাধারণ হয়েছে। খুব ভালো লাগল।
  ২১ শে মে, ২০১৮  সকাল ১১:৩৭
২১ শে মে, ২০১৮  সকাল ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
৩৫|  ২২ শে মে, ২০১৮  রাত ১২:২৫
২২ শে মে, ২০১৮  রাত ১২:২৫
অজানিতা বলেছেন: ক্ষুদ্র এ জীবনে অনেক আক্ষেপই থেকে যায়। অনেক স্বপ্নই পূরণ হবার নয়।
তবুও বলি, আপনি আমাদের অনেক প্রিয় এবং শ্রদ্ধেয় ব্লগার, আপনার প্রতি আমাদের ভালোবাসা নিরন্তর।  
অনেক ভালো থাকবেন।  
  ২২ শে মে, ২০১৮  বিকাল ৩:৪২
২২ শে মে, ২০১৮  বিকাল ৩:৪২
খায়রুল আহসান বলেছেন: ক্ষুদ্র এ জীবনে অনেক আক্ষেপই থেকে যায়। অনেক স্বপ্নই পূরণ হবার নয়। - খুব সুন্দর করে এ কথাগুলো বলেছেন। 
অনেক, অনেক ধন্যবাদ অজানিতা, আপনার এ চমৎকার মন্তব্যের জন্য। 
বাকী কথাগুলোতেও অনেক প্রীত ও মুগ্ধ হ'লাম। 
শুভকামনা---
৩৬|  ২৯ শে মে, ২০১৮  সকাল ৯:০০
২৯ শে মে, ২০১৮  সকাল ৯:০০
অলিভিয়া আভা বলেছেন: কখনো ক্ষনে ক্ষনে এরকম মনে হয় আমাদের সকলেরই। মনে হয় জীবন তো কেটে যাচ্ছে কিন্তু কিছুই তো করা হলো না। এটা একটা আক্ষেপ হয়ত। আবার হতে পারে এটাই কর্ম স্পৃহা। যেভাবেই দেখিনা কেন, ছোট্ট একটা জীবনে বেশী কিছু করে যাওয়ার আশা করি না। যেভাবে আছি, ভালো আছি। অপরের কোন ক্ষতি করছি না এইটুকুতেই আমার তৃপ্তি। 
যাক এবার আপনার কবিতায় আসি। এই ব্লগের কবিদের মধ্যে আপনার কবিতার কথা আলাদা করে বলার কিছুই নেই। অভিজ্ঞতার কারনেই হোক আর আপনার মার্জিত রুচির কারনেই হোক, আপনার লেখাগুলো দারুণ হয়। আমি যদি এমন লিখতে পারতাম ! 
ধন্যবাদ ভাইয়া।
  ২৯ শে মে, ২০১৮  সকাল ৯:২৪
২৯ শে মে, ২০১৮  সকাল ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অলিভিয়া আভা, কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য রেখে যাবার জন্য।
মনে হয় জীবন তো কেটে যাচ্ছে কিন্তু কিছুই তো করা হলো না - হ্যাঁ, এটা একটা আক্ষেপই হোক, কিংবা কর্মস্পৃহাই হোক, ভাবনাটা মাঝে মাঝে মাথায় এসে যায় বৈকি! 
"যেভাবে আছি, ভালো আছি। অপরের কোন ক্ষতি করছি না এইটুকুতেই আমার তৃপ্তি"। - এই কথাটাই বা বুকে হাত দিয়ে ক'জনা বলতে পারে? ভাল লাগলো আপনার এ আত্মবিশ্বাস এর কথা জেনে।
আমি যদি এমন লিখতে পারতাম! - আপনি এখনো কোন লেখা এখানে পোস্ট করেন নাই। তবে অন্যদের লেখায় আপনার মন্তব্য পড়ে বোঝা যায়, আপনার লেখার মানও ভাল হবে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৮  দুপুর ১২:৪২
১৪ ই মে, ২০১৮  দুপুর ১২:৪২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
সুন্দর কোমল কিছু বেদনা, যারা তেমন তেমন মানুষের বুকের গহনেই শুধু স্বাক্ষর রেখে যায় , যা বাইরের মানুষের চোখে পড়েনা কখনও। বেশিরভাগ মানুষ শুধু স্বাক্ষরবিহীনই থেকে যায় , বেঁচে নয় ।