নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পথ হারানো শিশুর মতন

১২ ই জুন, ২০২০ বিকাল ৫:০০

সুখে দুঃখে যাকে খুঁজি,
সে তো আছে আমাতে ডুবি,
রক্তধারায় শিরায় শিরায়
মগজে মননে,
শয়নে স্বপনে,
তবু তারে খুঁজি অবচেতনে।

ব্যথা বেদনায় তারেই খুঁজি,
নিশীর আঁধারে, দিবার আলোতে,
নিদ্রা সজাগে, মন্দ ভালোতে,
হাসির ঝিলিকে, অশ্রুজলে।
এক পথ হারানো শিশু যেমন
মাকে খোঁজে, চোখের আড়ালে!

ঢাকা
১২ জুন ২০২০

মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: আমার প্রাণের মানুষ আছে প্রানে তাই হেরি তাই সকলখানে.......

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস এর জন্য ধন্যবাদ।
কবিতাটি প্রাণ সঞ্চালক, প্রাণ রক্ষক, প্রাণ সংহারক, প্রাণ স্রষ্টাকে নিয়ে লেখা।

২| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


মানব মনের চিরন্তন অনুধাবন

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:১২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্য, ধন্যবাদ।

৩| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৩

মনিরা সুলতানা বলেছেন: সরল নৈবদ্য ! প্রিয়জন কে।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
বেশ কিছুদিন পর এলেন আমার পোস্টে। আশাকরি, ভাল আছেন।
শুভকামনা...

৪| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৫

জাফরুল মবীন বলেছেন: সৃষ্টি ও স্রষ্টার রহস্যময় সম্পর্ক এমনই।

কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম আর সেই সাথে রইলো অফুরন্ত শুভকামনা।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯

খায়রুল আহসান বলেছেন: সৃষ্টি ও স্রষ্টার রহস্যময় সম্পর্ক এমনই - আপনি কবিতার মূল ভাবটি ধরতে পেরেছেন, এজন্য ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
শুভকামনায় এবং কবিতায় মুগ্ধতা জানিয়ে যাওয়াতে অনুপ্রাণিত।

৫| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৬

করুণাধারা বলেছেন: এই দিনগুলোতে সচেতনভাবে উৎকণ্ঠা এড়িয়ে থাকতে পারলেও অবচেতনে তা থেকেই যায়। আমি সারাদিন কেবল নিউজ পোর্টাল পড়তে থাকি, তরুণ কারো মৃত্যু সংবাদ পেলে বিপর্যস্ত হই তার সন্তান আর অন্য প্রিয়জনদের কথা ভেবে। আজো দুজন ডাক্তারের মৃত্যু সংবাদ পড়ার পর আমি আর ব্লগে আমার পোস্টে কারো মন্তব্যর উত্তর দিতে পারছিলাম না... ফেইসবুকে গেলাম, আপনার পোস্ট দেখলাম, আমার কষ্ট আরো বাড়ল...

এই কবিতায় আল্লাহর সহায়তা চাচ্ছেন। তায়ালা পরম করুণাময়। এই ব্যথা বেদনার সময় তিনি আপনাদের সহায় হোন- প্রার্থনা করি।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯

খায়রুল আহসান বলেছেন: এই কবিতায় আল্লাহর সহায়তা চাচ্ছেন। আল্লাহ তায়ালা পরম করুণাময়। এই ব্যথা বেদনার সময় তিনি আপনাদের সহায় হোন- প্রার্থনা করি - অনেক ধন্যবাদ, আপনার প্রার্থনা আল্লাহ রাব্বুল 'আ-লামীন কবুল করুন এবং আমাদের সবাইকে সপরিবারে সুরক্ষা করুন!
মন্তব্যে এবং প্লাসে অভিভূত ও অনুপ্রাণিত। শুভেচ্ছা জানবেন।

৬| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

করুণাধারা বলেছেন: আল্লাহ তায়ালা লিখেছিলাম।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: জ্বী, সেটা স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছি।

৭| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের নানান বয়সের নানান সময়ে আমরা কাউকে না কাউকে খুঁজতেই থাকি।
কবিতায় প্লাস +++

১৪ ই জুন, ২০২০ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: বাহিরের কাউকে খোঁজার চেয়ে ভেতরে যার বাস, তাকে খোঁজার এবং পাওয়ার বিভিন্ন স্তর রয়েছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত হ'লাম। ধন্যবাদ এবং শুভকামনা....

৮| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রাকু হাসান বলেছেন:

কাকে যেন খুঁজি আপনার কবিতার মত করেই । কবিতায় প্লাস । ভালো এবং নিরাপদে থাকুন স্যার।

১৪ ই জুন, ২০২০ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রাকু হাসান, কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য।

৯| ১২ ই জুন, ২০২০ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




ছন্দোবদ্ধ। কাউকে খোঁজার তাড়না। মনে হয় খোঁজটা এখানে, একই সুরে গাঁথা---

" কি করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
এতো প্রেম আমি কোথা পাবো না
তোমারে হৃদয়ে রাখিতে,
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে এপাড়ে
তুমি আপনি না এলে এপাড়ে
হৃদয়ে রাখিতে,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা ............"

( রবীন্দ্র সঙ্গীত )

১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার এবং প্রিয় একটি রবীন্দ্র সঙ্গীতের উদ্ধৃতি দেয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনি খোঁজার প্রকৃতি সঠিকভাবে শনাক্ত করেছেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১০| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৩২

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
"প্রভুর ক্ষমা, মায়ের আশীষ" আপনার এ কবিতাটির
সাথে আজকের এই কবিতার কেমন যেন একটা মিল খুঁজে পেলাম ।
অ,ট:
আপনাকে কখনো জানানো হয়নি , আপনার
বইয়ের আপনার ও আপনার শ্রদ্ধেয় আম্মার ছবিটি পুরো
বইয়ের সৌন্দর্য ও সার্থকতা এনে দিয়েছে ।

১৪ ই জুন, ২০২০ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: “বহতা নদীর মত সতত বহমান” - আমার এ বইটি আপনি পড়েছেন, এ কথা জেনে খুবই আনন্দিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ বইটি পড়ার জন্য এবং বিশেষ ঐ কবিতাটির কথা এখানে উল্লেখ করার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা....

১১| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৩৮

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে মন   আন্দোলিত হল।

১৪ ই জুন, ২০২০ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: মন আন্দোলিত হলো - এটা এক বিশেষ অনুভূতি। অনেক ধন্যবাদ, এমন চমৎকার একটা অনুভূতির কথা এখানে প্রকাশের জন্য।

১২| ১২ ই জুন, ২০২০ রাত ৯:১২

মিরোরডডল বলেছেন: "শয়নে স্বপনে
তবু তারে খুঁজি অবচেতনে"


সত্যি তাই হারিয়ে খুঁজি

১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: খুঁজতে খুঁজতেই তারে খুঁজে পাওয়া যায়!

১৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: কবিতাটা তিনবার পড়লাম।
সহজ সরল ভাষা। কোনো ভান বা ভনিতা নেই।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা তিনবার পড়ার জন্য ধন্যবাদ। আমার কোন কবিতায়ই ভান বা ভনিতা থাকে না। চিরকাল সহজ কথা সহজ করে বলার চেষ্টা করেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: এইজন্যই বোধ হয় কবিগুরু বলেছিলেন,
আমি পথভোলা এক পথিক এসেছি....
কাব্যে ও কথায় মুগ্ধতা।

শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১:২৪

খায়রুল আহসান বলেছেন: কাব্যে ও কথায় মুগ্ধতা - অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
আমার এর আগের কয়েকটি পোস্টে আপনি অনুপস্থিত, যা এই প্রথমবারের মত হলো।

১৫| ১৩ ই জুন, ২০২০ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন:



ভালোবাসার নীড় সবাই চায়। ভালোবাসা আছে বলেই মানুষ স্বপন দেখে। জীবনে রঙিন করে কল্পনা করে। বয়স বাড়ার সাথে সাথে ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসলেও ভালোবাসায় কেয়ার, রেসপেক্ট আর আশ্রয় থাকা চাই। সে আশ্রয় মায়ের আঁচলে হোক আর প্রেমিক/প্রেমিকার, বউ/স্বামীর চোখে হোক। কবিতায় ভালোলাগা।

আশা করি, ভালো আছেন। অনেক শুভ কামনা রইলো।

১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪

খায়রুল আহসান বলেছেন: আশা করি, ভালো আছেন। অনেক শুভ কামনা রইলো - জ্বী, আমরা ভাল আছি সপরিবারে। আপনার জন্যেও অনেক শুভকামনা....
প্লাসে অনুপ্রাণিত।

১৬| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার পড়লাম। বেশ লাগলো। আমার স্ত্রীকে আবৃত্তি করে শোনালাম।

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৯

খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার একটি কাজ করেছেন। আবৃত্তিকার এবং শ্রোতা, উভয়কে আন্তরিক ধন্যবাদ।

১৭| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



আসল মালিকের সন্ধানে ব্যাকুল মন। ছুটে যায় অবিরাম। অবিশ্রান্ত। অনির্বান।

মালিকের দর্শনে আকুল হৃদয়ে লেখা কবিতাটি আপনার চোখে পড়েছিল কি না জানি না- তাঁর দর্শন!

কবিতায় +

১৫ ই জুন, ২০২০ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: লিঙ্কে দেয়া আপনার সনেটটা আগেও পড়েছিলাম, এখনও একবার পড়লাম। পোস্টে আপনি কমেন্ট বন্ধ করে রেখেছেন বলে তখনও মন্তব্য করতে পারিনি, এখনও পারলাম না।

যায়না তাঁকে দু'চোখে দেখা, তিনি দেখেন সকলকে,
সকল সৃষ্টি যা কিছু আছে এ দ্যুলোকে ও ভূলোকে।
সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ তিনি, সুতীক্ষ্ণ তাঁর দৃষ্টি,
প্রতিনিয়ত দেখতে পান বিশ্ব ব্রহ্মান্ডের সব সৃষ্টি।

১৮| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৪২

জেন রসি বলেছেন: কবিতায় একটা সুফিবাদি আবহ আছে। আত্মা হয়ে পরমাত্মার কাছে আশ্রয় খুঁজে পাওয়ার আকুতি। অথবা হতে পারে নয়ন তোমাকে পায়না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: আত্মা হয়ে পরমাত্মার কাছে আশ্রয় খুঁজে পাওয়ার আকুতি - আপনি ঠিকই ধরতে পেরেছেন, এবং চমৎকার করে বলতেও পেরেছেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। শুভেচ্ছা এবং শুভকামনা....

১৯| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আমার প্রাণের মানুষ আছে প্রানে তাই হেরি তাই সকলখানে.......

এই গানটিও একই অর্থে...... মানুষের মাঝেই যার অবস্থান.........তিনিই যার স্রষ্ঠা...........
আছে সে নয়নতারায় তাই না হারায়... ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিন পানে.......

কবিতাটা পড়ে এই গানটাই মাথায় এসেছিলো ভাইয়া। :)

১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, আপনার ব্যাখ্যা ঠিকই আছে , আমারই কথাটা বুঝতে ভুল হয়েছিল।
পুনঃমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা....

২০| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

এমন আকাঙ্খিত একজন মনের অজান্তেই জীবন চলার পথে সঙ্গী হয়ে যেন থাকে সবখানে।

১৫ ই জুন, ২০২০ রাত ৯:২২

খায়রুল আহসান বলেছেন: এমন আকাঙ্খিত একজন - হুঁ, পরম আরাধ্য!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। শুভেচ্ছা এবং শুভকামনা....

২১| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:০১

সাহাদাত উদরাজী বলেছেন: +

১৬ ই জুন, ২০২০ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: :)

২২| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




খায়রুল আহসান ভাই,
এক বয়সে অবলম্বনহীন ভাবে মা কে খুঁজি, তারপর খুঁজি বাবাকে। তারপর শুরু হয় ভাইবোনকে খোঁজা। সময় পেরিয়ে যা্য় খোজ শুরু করি বন্ধু - বান্ধবী - প্রেয়সী।

জীবনের শেষে হয়তো আমরা কেউ কেউ বুঝতে পারি “খোঁজা উচিত ছিলো নিজেকে, জীবন শেষে হয়তো বুঝতে পারি খোঁজা উচিত ছিলো স্রষ্টাকে” - আপনার কবিতাটি অনেক অর্থবহ। ধন্যবাদ ভালো থাকুন ভাই।



১৬ ই জুন, ২০২০ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতাটি অনেক অর্থবহ - অনেক ধন্যবাদ, পোস্টে পুনরায় এসে পুনঃমন্তব্য করে যাবার জন্য।
আপনার প্রোফাইল পিকচারে হেরিকেনের ছবি দেখে মনে হয়, আপনিও যেন কাউকে খুঁজে চলেছেন!

২৩| ১৭ ই জুন, ২০২০ রাত ৩:০৯

ডঃ এম এ আলী বলেছেন:


দারুন ছন্দময় কবিতা । পাঠেমুগ্ধ ।
নিগুঢ় কথাই রয়েছে কবিতার ভাজে ভাজে । খুঁজে খুঁজে হয়রান হয়ে শেষে দেখা যায় নীজের মাজেই লুকিয়ে ছিল আরাদ্ধ সে ধন । তা্‌ইতো লালন সাই বলেছেন ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে। যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা। ও সাঁই নিকট থেকে দূরে দেখায় যেমন কেঁশের আড়ে পাহাড় লুকায় দেখ না। আমি ঘুরে এলাম সারা জগৎরে। তবু মনের গোল তো যায় না। আর কবি গুরুর রবিন্দ্রনাথও বলেছেন অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে. চলবে না। এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো,. কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি,. দেশ-বিদেশে কতই ঘুরি,. এবার বলো, আমার মনের কোণে. দেবে ধরা, ছলবে না. আড়াল দিয়ে লুকিয়ে গেলে. চলবে না

অনেক অনেক শুভেচ্ছা রইল



১৭ ই জুন, ২০২০ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিগুরু এবং লালন সাঁই এর যথোপযুক্ত উদ্ধৃতিদুটো মন্তব্যে উল্লেখ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
নিগুঢ় কথাই রয়েছে কবিতার ভাজে ভাজে এমন মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা----

২৪| ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ভেরি স্পিরিচুয়াল! কবিতায় লেখকের জীবনবোধ এবং কিছুটা বয়সকেও রিফলেক্ট করেছে।

রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকে তিনি লেখে গেছেন তার কালজয়ী কবিতা ও গানগুলো, যার অধিকাংশই প্রকৃতি ও ঈশ্বর প্রেম।
বলা বাহুল্য, প্রথম জীবনে লেখা বেশিরভাগ গান/কবিতা প্রেমের ও সৌন্দর্য্যের।


কিন্তু আপনার কবিতার সৌন্দর্য্য হলো এর সরলতা এবং সার্বজনীনতা। পড়লেই মনে হয় এটি তো আমারই অনুভূতি।

১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার, প্রেরণাদায়ক মন্তব্য। এমন মনযোগী পাঠককেই তো কবিতায় চাই!
বয়সের বিভিন্ন স্তর মানুষকে জীবন ও প্রকৃতির সৌন্দর্য পৃথকভাবে চিনিয়ে যায়। সব সৌন্দর্যের উৎস একই সত্ত্বা, তাঁর সৌন্দর্যই তাঁর সকল সৃষ্টিতে কিছু কিছু করে ছড়িয়ে পড়ে।
অসংখ্য ধন্যবাদ, আমার কবিতা নিয়ে এমন একটি অমূল্য স্বীকৃতি এখানে রেখে যাবার জন্য।

২৫| ১৯ শে জুন, ২০২০ রাত ১:২৯

মাহমুদ০০৭ বলেছেন: সরল। আধ্যাত্মিক।
কেমন আছেন স্যার?

১৯ শে জুন, ২০২০ সকাল ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: সরল। আধ্যাত্মিক - অনেক ধন্যবাদ এ প্রশংসাটুকুর জন্য।
আমি ভাল আছি, আলহামদুলিল্লাহ! অনেকদিন পরে এলেন, খুব ভাল লাগলো। আশাকরি, কুশলেই ছিলেন এতদিন।
ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা....

২৬| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কেবল নিজেকেই খুঁজে বের করতে হয়, যার উত্তর কখনো কখনো এক জীবনের পুরোটা সময়েও অনেকেরই জানা হয়ে ওঠে না। আপনার কবিতায়ও তেমনি এক অজানাকে জানার আকুলতা প্রকাশ পেয়েছে সহজ আর সাবলীলতায়। বেশ ভালো লেগেছে স্যার। সুস্থ থাকবেন আর আগামীতে আরো লিখবেন এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর একটি মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, ইফতেখার ভূইয়া
মন্তব্যে অভিভূত হ'লাম।

২৭| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৮

জুন বলেছেন: আমিও শায়মা আর আহমেদ জী এস এর মত রবীন্দ্রনাথেই আশ্রয় খুজি খাইরুল আহসান কি বলেন?
রবি ঠাকুরের ভাষায় বলতে হয়
"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি --- "
আমাদের সবার মাঝেই এমন কেউ না কেউ লুকিয়ে থাকে যাকে আমরা দেখতে পাই না।
অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: কবিগুরু'র গানটি থেকে কিছু কথা উদ্ধৃত করার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.