নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
উদাসী এক পল্লী গায়ক গেয়ে চলেছিল
একে একে তার কন্ঠে যত গান ছিল।
শুরুতে নিজের জন্যই সে আনমনে গায়,
নিজের সুরে নিজেই সে মোহিত হয়ে যায়!
তারপর ধীরে ধীরে সে আরও গান ধরে,
কন্ঠ ছেড়ে, জানা যত গান এক এক করে!
তার গান শুনে মুগ্ধ হয়ে কিছু পাখির দল
থামিয়ে দিয়েছিল তাদের নিজ কোলাহল।
সে গেয়ে চলেছিল নিরন্তর বুঁজে তার আঁখি,
দরদী কন্ঠে, ‘আমার সোনার ময়না পাখি’!
পাখিকূল সে গানের মর্ম নির্ঘাৎ বুঝেছিল,
তাই গান শেষে সব পাখি উড়াল দিয়েছিল!
ঢাকা
০৩ জুলাই ২০২০
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: বৈষ্ণব বৈষ্ণবীর ছবিসহ গানটিকে এখানে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
২| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫
ঢুকিচেপা বলেছেন: সত্যিকার অর্থে একজন গায়কের শুরুটা হয় এভাবেই।
“তার গান শুনে মুগ্ধ হয়ে কিছু পাখির দল
থামিয়ে দিয়েছিল তাদের নিজ কোলাহল।”
-খুব সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে দুটো "খুব সুন্দর" (আপনার আখ্যায়) পংক্তি উদ্ধৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় দারুন আবেগময় কবিতা লিখেছেন।
০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর একটা মন্তব্যের জন্য।
৪| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৮
জুন বলেছেন: ভালো লাগলো সোজা সরল কবিতা খায়রুল আহসান ।
আমাদের মত আধুনিক কবিতা না বোঝা মানুষদের জন্য পার্ফেক্ট।
+
০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: আমার এ সোজা সরল কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্রেরণাদায়ক মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
৫| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা
ভাবের দারুন প্রকাশ ।
কবিতাটি পাঠে
বাউলমনা গায়ক আর
ময়না পাখিকে নিয়ে
মনের কোনে জেগে
উঠা কিছু ভাবনা
রেখে গেলাম নীচে।
.................................
তুমি জানো নারে বাউল
তুমি মোর জীবনের সাধনা
প্রথম যেদিন শুনেছি
তোমার গান
আপন মেনেছি মনে।
সেদিন ফাল্গুনের দিনে
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পাখিরা গাইছিল গান
চলতি পথে বাউলের গান শুনে
থেমে গেল তাদের কলতান।
গান শেষে পাখিদের ফেলে
বাউল যখন গেল চলে
অতৃপ্তির আগুন বুকে জ্বেলে
পাখীরাও উড়াল দিল
বাউলের পিছে পিছে ।
কিচির মিচির করে
বলছিল পাখিরা সমস্বরে
পাইলে তোরে মোদের নীড়ে
দেখাইতাম অন্তর চিঁড়ে
পাখীদের বুকের ব্যাথা
যা মুখে বলতে পারিনা ।
শুনে পাখিদের আবেগী গুঞ্জন
ময়না পাখীর গানওয়ালার মনে
গানের সুরের দাবানল জ্বলে
পুড়াইয়া মনের যত জ্বালা
বিরহ কাতর ময়নার কষ্ট
করল ধারণ নীজ অন্তর তলে ।
বাউল ভাবে খুঁজলাম যা জনমভরে
কোনখানে পাইনে যার ঠিকানা
বাউল গায়ক গানে গানে বলে
ফিরে এলো জীবন মোর
রইলোনা মনে আর কোন
না পাওয়ার বেদনা ।
শুভেচ্ছা রইল
০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২
খায়রুল আহসান বলেছেন: বাউলমনা গায়ক আর তার শ্রোতা পাখিদেরকে নিয়ে চমৎকার একটি কবিতা রচনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, ডঃ এম এ আলী। অবশেষে বাউলের মনে আর কোন বেদনা রইলো না জেনে মনটা খুশিতে ভরে গেল।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
৬| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: সোনার ময়না পাখি: পটভূমি কেন্দ্রিক কাব্যে ভালোলাগা।
পক্ষীকুলের উড়াল দেওয়ার মতোই আমাদের মনের অবরুদ্ধ দরজাগুলোও মুক্ত হোক। হৃদয় যেন সত্যিই সেই পরশপাথরের সন্ধান পায়।
ঠাকুর মাহমুদ ভাইয়ের শেয়ার করা বিখ্যাত ময়মনসিংহের ভাটি গানের কথাটি পড়ে খুবই ভালো লেগেছে।
ডক্টর আলী ভাইয়ের কবিতাটি অসাধারণ লাগলো।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: পক্ষীকুলের উড়াল দেওয়ার মতোই আমাদের মনের অবরুদ্ধ দরজাগুলোও মুক্ত হোক। হৃদয় যেন সত্যিই সেই পরশপাথরের সন্ধান পায় - খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি যেন আমার কবিতায় একটা নতুন মাত্রা যোগ করলো।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
৭| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৮
মিরোরডডল বলেছেন:
ঠামাতো গানটা দিয়েই দিয়েছে আমি লিংকটা দিলাম ।
খুব সুন্দর একটা গান । কবিতা পড়ে ঠিক এটাই মনে হলো ।
০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: আমি লিংকটা দিলাম - গানের লিঙ্কটা দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু লিঙ্কটা ক্লিক করলে "video unavailable" দেখাচ্ছে।
ষাটের দশকের শুরুতে প্রখ্যাত পল্লীগীতি শিল্পী নীনা হামিদের কন্ঠে এ গানটি প্রথম গীত হয়েছিল (অন্য কারো কন্ঠে এর আগেও গীত হতে পারে, তবে সেটা আমার জানা নেই)। তখন এ গানটি খুবই জনপ্রিয় হয়েছিল এবং বাংলার গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে কোন উৎসব পার্বনে এ গানটি গীত হতো। দূর থেকে মাইকে ভেসে আসা এ গানের সুর শুনতে শুনতে আমি অনেক রাতে ঘুমিয়ে পড়েছি। কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে নীনা হামিদ উপস্থিত থাকলে ওনার কাছে দর্শকদের কাছ থেকে অনুরোধ, কখনো কখনো দাবী আসতো এ গানটি পরিবেশন করা জন্য। উনি যখন গলা ছাড়তেন, তখন আকাশ বাতাস প্রকম্পিত হতো হৃদয় মোচড়ানো এ গানের মায়াবী কান্নায়!
এটা ছিল আমাদের সময়ের কথা। আপনাদের সময়ে এ গানের আধুনিকায়ন হয়েছে। তাতেও মন্দ হয়নি, সেটাও ভাল লাগে। গানের কথার সাথে কন্ঠের দরদ ঠিকমত মেশাতে পারলে গান সুখশ্রাব্য হয়, গানের কথা ও সুর অন্তরে অনুরণিত হতে থাকে।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
৮| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১
সোহানাজোহা বলেছেন: বাংলা সাহিত্যে বাউলদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তারা হৃদয়ের সমস্ত দরদ মেখে বাংলা ভাষার জন্য অবদান রেখে গেছেন। তার মধ্য আমার সোনার ময়না পাখি অবস্যই অন্যতম। যে গানে শুধু পাখিকুল কেনো মানুষের হৃদয়ও ক্ষনিকের জন্য থেমে যেতে বাধ্য। কবিতা খুবই ভালো লেগেছে।
০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় আপনি একটি সুন্দর মন্তব্য করে এবং কবিতায় প্লাস (+) দিয়ে বাউলদেরকে, আমার কবিতাকে এবং আমাকে সম্মানিত করে গেলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যে গানে শুধু পাখিকুল কেনো মানুষের হৃদয়ও ক্ষনিকের জন্য থেমে যেতে বাধ্য- যথার্থ বলেছেন!! চমৎকার!!!
কবিতা খুবই ভালো লেগেছে। - অনেক ধন্যবাদ, অনেক অনুপ্রাণিত!
৯| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৯
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
যেমন সুন্দর কবিতা তেমন ভাল লেগেছে কবিতার শিরোনাম।
কবিতা দেখে আমার একটি গানের কথা মনে পড়ল,
ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ভরে আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা ....
আমার অসম্ভব প্রিয় এই গানটি আপনার কবিতার সাথে আমি মিল খুঁজে পেলাম ।
অনেক ধন্যবাদ সহ ভালো থাকুন এবং ঈদ মোবারক।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে আপনার পছন্দের একটি গানের কিছু কথা উদ্ধৃত করার জন্যে অসংখ্য ধন্যবাদ। প্রেরণাদায়ক মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহা'র বিলম্বিত ঈদ শুভেচ্ছা- ঈদ মোবারক!
১০| ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০২
শেরজা তপন বলেছেন: আমি আপনার কবিতাগুলো পড়ি-মন্তব্য করতে গিয়ে আবার থেমে যাই। আমি কবিতা ভালবাসি, কিন্তু বেশীরভাগ কবিতা বুঝি না।
খানিকটা সহজ ভাষায় কাব্যিক ঢঙ্গে আপনার কবিতা পড়তে আমার ভাল লাগে। ভাললাগা জানালাম- ফের মন্তব্য না করলেও আপনি জানবেন আপনার কবিতা আমি পড়েছি।
ভাল থাকুন সুস্থ থাকুন!
০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য করতে গিয়ে আবার থেমে যাই - ওহ নো! থেমে গেলে চলবে না! বুঝেন বা না বুঝেন, কিছু একটা বলে যাবেন। না বুঝলে বুঝেন নি যে, সে কথাটাই বলে যাবেন! তবেই না বুঝতে পারবো আমার কোথাও গলদ হচ্ছে।
আমিও আপনার লেখা পড়ি। এ যাবত যে ক'টা পরেছি, সব ক'টাই ভাল লেগেছে এবং আমি সে ভাল লাগার স্বাক্ষর আপনার পোস্টগুলোতে রেখে এসেছি। আপনার লেখাও খুব ঝরঝরে এবং পাঠককে আটকে রাখে, আপনার প্রোপিকটার মতই স্বচ্ছ, পরিপাটি এবং নির্মল।
অনেক শুভকামনা....
১১| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২১
কবিতা পড়ার প্রহর বলেছেন: বাউল গান শুনে আমিও উদাস হই পাখিদের মত। আর ময়না পাখির গান শুনে পাখিরা তো মুগ্ধ হবেই।
০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: মানুষ পাখিদের গান শুনতে ভালবাসে। পাখিরাও বোধকরি মানুষের গান শুনতে ভালবাসে।
১২| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৮
মিরোরডডল বলেছেন:
স্যরি কেনো যে ওপেন হলোনা বুঝলাম না ।
যেকোনো গান অরিজিনালটাই সবচেয়ে সুন্দর হয় যেগুলো আপনি শুনেছেন ।
এটা অনেক পরে করা কিন্তু ভালো গেয়েছে অর্ণব ।
আবার দিলাম । হোপ ইট উইল ওয়ার্ক ।
০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৭
খায়রুল আহসান বলেছেন: এটা অনেক পরে করা কিন্তু ভালো গেয়েছে অর্ণব - হ্যাঁ, তিনি ভাল গেয়েছেন। পরের লিঙ্কটা কাজ করেছে, যদিও গানটা ওনার কন্ঠে আমি আগেও ইউটিউবে শুনেছি।
যেকোনো গান অরিজিনালটাই সবচেয়ে সুন্দর হয় যেগুলো আপনি শুনেছেন জ্বী, ঠিক বলেছেন। এ গানে নীনা হামিদ অদ্বিতীয়া।
পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
খায়রুল আহসান ভাই, আমি পুরো গান আপনার পোস্টে দিয়ে দিচ্ছি এই সুযোগে। আমি এই গান লালন শাহের মাজারে শুনেছি। আমাদের গ্রামে ষাঁটের দশকে বৈষ্ণব বৈষ্ণবী আসতেন সামান্য চালের বিনিময়ে তারা যে সকল গান করতেন তার মধ্য এই গানটিও ছিলো।
আমার সোনার ময়না পাখি
কোন দ্যাশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি…
আমার সোনার ময়না পাখি…
***গানটি ময়মনসিংহ ভাটি এলাকার অনেক পুরাতন গান।