নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বেলা শেষের আশা

২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৫

শেষ বেলায়-
শেষ কথাটা যেন হয়
একটু ভালবাসাময়;
শেষ গানটিও-
সুরেলা, স্মৃতিময়।

শেষ স্পর্শটুকু যেন
জড়িয়ে রাখে মমতায়,
শেষ দৃষ্টিটুকুও
সকাতরে জানাক বিদায়
নিঃশর্ত ক্ষমায়,
মায়াবী দু’টি আঁখির
নীরব অঙ্গীকারে,
সাক্ষ্যে ও নিশ্চয়তায়!


ঢাকা
২৫ মার্চ ২০২১

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
আসলে কবিতা হলো আবেগের খেলা।

২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা হচ্ছে সত্যোপলব্ধি- "সেই সত্য যা রচিবে তুমি- ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি রামের জনমস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।"
কবিতার সাথে মনের আবেগ সংমিশ্রিত থাকতে পারে, তবে কখনোই তা অলীক কল্পনা নয়।

২| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বেলা শেষের নির্মল আকুতি।++কাব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা জানবেন স্যার।

২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: "বেলা শেষের নির্মল আকুতি" - ভাল লাগলো আপনার এ চমৎকার সার-সংক্ষেপ। কবিতাটি আসলেই তাই।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ এবং শুভকামনা!

৩| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: ভাইয়া কদিন ধরে তোমার কি হয়েছে বলোতো!!

এত শেষ নিয়ে ভাবছো কেনো?

২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: ঠিকই ধরেছেন!
শুধু 'কদিন ধরে' নয়, বেশ কিছুকাল ধরে যাই লিখি বা লিখতে চাই না কেন, ঘুরে ফিরে ঐ কয়েকটি কথাই মাথায় ঘুরপাক খায়- মায়া, মৃত্যু, গোধূলি, বিদায়, ঝরাপাতা, স্মৃতি, সমাধি এবং অবশ্যই, ভালবাসা। এসব শব্দ আমার লেখায় একটা প্রাণহীন মনোটোনি এনে দিচ্ছে, সেটা বুঝতে পারি।
চেষ্টা করবো, এর পরের পোস্টে এর থেকে বেরিয়ে আসতে।

৪| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩২

মুক্তা নীল বলেছেন:

শ্রদ্ধেয় ভাই ,
এখনই আপনার বেলাশেষের আশা ভাবার দরকার নেই,
তবে এরকম চাওয়ার মাঝেও পরম শান্তি আছে ।
অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করি।

২৬ শে মার্চ, ২০২১ সকাল ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে ব্লগে প্রত্যাবর্তনে এবং আমার পোস্টে আসায় আপনাকে সুস্বাগতম জানাচ্ছি।
"তবে এরকম চাওয়ার মাঝেও পরম শান্তি আছে" - জ্বী, আপনি ঠিকই উপলব্ধি করেছেন। শান্তির অন্বেষণেই কবিতা লেখা ও প্রার্থনা।
সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম।

৬| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৬

করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে।
অফলাইনে আপনার আগের দুটি কবিতাও পড়েছিলাম, কিন্তু জানান দেবার ফুরসৎ করে উঠতে পারিনি। এখন আগের দুটো কবিতাও পড়লাম, সব কবিতায় একই ভাবনা ঘুরে ফিরে এসেছে। আসলে করোনা এসে জীবন সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে...

সুস্থ্য থাকুন, শুভকামনা।

২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
"আসলে করোনা এসে জীবন সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে..." - আপনি বোধকরি আসল রোগটি সনাক্ত করতে পেরেছেন। আজ (কবিতা লেখার দিনে) সকালে ফজরের নামাযের পর বিছানায় শুয়ে সেলফোনটা অন করেই এক বিরাট ধাক্কা খেলাম। আমার প্রায় সাড়ে পাঁচ দশকের পুরনো বন্ধুর (বাল্যবন্ধু) স্ত্রী করোনার শিকার হয়ে গ্রীনলাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মা ও মেয়ে একসাথে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মেয়ে সপ্তাহখানেক পর সুস্থ হয়ে বাড়ী ফিরে এসেছে, মা তা পারেন নি; এ পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি ওপারে চলে গেছেন। আমার এই বন্ধু দম্পতির বাসভবনটি ছিল আমাদের ক্লাসমেটদের একত্রিত হবার একটি নিশ্চিত ঠিকানা। এ জীবনে কতবার যে তাদের গৃহে আমরা কখনো এককভাবে কখনো সমষ্টিগতভাবে আতিথ্য গ্রহণ করেছি, তার কোন হিসেব নেই। উনি অত্যন্ত পরহেযগার নারী ছিলেন, একই সাথে অত্যন্ত সামাজিক এবং মিশুক প্রকৃতিরও ছিলেন। তার এই আকস্মিক অন্তর্ধানে (কভিড সনাক্ত হবার পর মাত্র ১২ দিনের মাথায়) আমার স্ত্রী এবং আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। উনি ছাড়াও এ মুহূর্তে আমার কয়েকজন নিকটাত্মীয় এবং প্রতিবেশীসহ নিকট বন্ধুও করোনার কারণে চিকিৎসাধীন আছেন। এ ধরণের খবর পাবার পর মনে এর একটা প্রভাব তো পড়েই।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। বিশেষ করে এর আগের দুটো পোস্ট অফলাইনে পড়ার পর আবার অনলাইন হয়ে সেখানে মন্তব্য এবং প্লাস দিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা!

৭| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষসময়টা যেন হয় মঙ্গলময়।+++

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: "শেষসময়টা যেন হয় মঙ্গলময়" - সুন্দর প্রার্থনা!
তাই হোক, তাই যেন হয়!

৮| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে প্রিয় ব্লগার।

দোয়া রইলো।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।

৯| ২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



গরম কালের বিকেলটা অনেক লম্বা হয়

২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: "গরম কালের বিকেলটা অনেক লম্বা হয়" - allegory টা খুব চমৎকার হয়েছে, ধন্যবাদ।

১০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




শায়মার মতো আমারও মনে হয়েছে ইদানীং আপনি জীবনের বেলা শেষের গানের সুর-লয়-তাল খুঁজতে লেগেছেন খুব।
করুণাধারা মন্তব্যে করোনাকে নিয়ে যা বলেছেন হয়তো সেটাই মূখ্য আপনার এমন খোঁজার পেছনে।

ছন্দবদ্ধ কবিতা। বেলা শেষের গানের মতোই বিষাদময় সুরেলা।

২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনাদের (শায়মা, করুণাধারাসহ আপনার) ধারণা ঠিক। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
"বেলা শেষের গানের মতোই বিষাদময় সুরেলা" - ভাল লাগলো কথাটা।

১১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেলা শেষে গান
কেন খুঁজে পেরেশান?
ঘটবেই যা ভাবিনা তা-
এসো খুশির স্বপ্নে সাজিয়ে দেই সবার ভুবন। :)

+++

২৭ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: "বেলা শেষে গান
কেন খুঁজে পেরেশান?
ঘটবেই যা ভাবিনা তা-
এসো খুশির স্বপ্নে সাজিয়ে দেই সবার ভুবন"
- একটি চমৎকার আহবান!
মন্তবে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: সর্বদা স্বাগতম।
চেষ্টা করি সবসময়, প্রতিটি মন্তব্যের উত্তর সযত্ন বিবেচনায়, আন্তরিকতায় দিতে। এটা পাঠকের হক।

১৩| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:৪১

ঢুকিচেপা বলেছেন: বিদায় বেলায় হৃদয়ের চাওয়া।
সবার মনে বুঝি একই রকম আশা জাগে।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: "সবার মনে বুঝি একই রকম আশা জাগে" - জ্বী, আমারও তাই মনে হয়।
মন্তবে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১:১৫

শায়মা বলেছেন: ভাইয়া এইবার একটা ফান কবিতা। যেটা পড়ে শিবরাম তার স্বর্গ থেকে বসেও হেসে ফেলবে।

৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: ফান কবিতা - তো সবাই লিখতে পারে না, তবে এবারে আমি একটা ভিন্নতর প্রচেষ্টা নিয়েছি, ছড়া কবিতা। আশাকরি সেটা ভাল লাগবে।
পুনঃমন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।

১৫| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৮:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



বেলা শেষের আশা, অনেক সুপ্ত কথাই যায় যে বলে । কবিতা পাঠে মুগ্ধ ।

বেলা শেষের উপলব্দি নিয়ে রবিন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ দিকে এসে লিখেছিলেন
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল/ সত্তার নূতন আবির্ভাবে—
কে তুমি,/ মেলে নি উত্তর। বৎসর বৎসর চলে গেল,/
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিম সাগর তীরে,/নিস্তব্ধ সন্ধ্যায়—
কে তুমি,/ পেল না উত্তর।


কথা হলো তার পরেও বেলা শেষে থেকে যায় কিছু আশা
তারি কিছু রূপ আর কিছু প্রকাশ দেখা গেল এ কবিতায় ।
গুরত্বের দিক দিয়ে কিছু আশা থেকে যায় তালিকার শীর্ষে ।
যার অনেকগুলিই জগৎ সম্পর্কিত সামগ্রিক মায়ার বাধন ।
আশা সফল হোক আর না হোক,এ বিশ্বের উৎপত্তি ও পরিণতি,
সৃষ্টির লক্ষ্য-উদ্দেশ্য,আদি-অনাদি,একত্ব-বহুত্ব, সসীম-অসীম,
কার্যকারণ,স্রষ্টা-সৃষ্টি, প্রনয়- প্রনয়ী , মায়া- মমতা ভালবাসা ইত্যাদি
বিষয় সম্পর্কে মানুষ শুধু আশাই নয় চিন্তা-অনুধ্যান না করে পারে না।
আর মানুষের এ সহজাত স্পৃহাই মানুষের মনে জন্ম দেয় বহুবিধ আশার ।
আপাদমস্তক মানুষের চিন্তার অঙ্গনে হাজির হয় বহুবিধ আশার । বুদ্ধি
ও চিন্তাকে নিজ ডানার ওপর বসিয়ে মানুষ আশাকে তার আকাঙ্ক্ষার
শেষ সীমানায় ভ্রমণ করায়,ভ্রমন করায় এমন সব জগতে যেখানে
পরিভ্রমণ করা মানুষের পরম লক্ষ্য। এ লক্ষ্য পুরণের পথ পরিক্রমায়
শেষ বেলার আশা অসীম অন্ধকারের মাঝেও জাগায় আলো চেনার ক্ষমতা।
পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে, তার অনেকগুলির পেছনে শেষ বেলার
আশাই যোগিয়েছিল বড় শক্তি। শেষ বেলায় আশা কখনও হয় না মিথ্যা । সেখানে লক্ষ্য
থাকে স্থির ,আশা থাকে অবিচল । সবচেয়ে উদ্বেগজনক অবস্থাতেও শেষ বেলার আশা হয় একটি
জীবন্ত স্বপ্ন আর শান্ত ও আনন্দিত থাকার ক্ষমতা সম্পন্ন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতায় মন্তব্য প্রসঙ্গে কবিগুরু'র কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। আর উদ্ধৃতির পরের কথাগুলো আপন জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা এবং দর্শন থেকে উঠে এসেছে। আমার কাছে সেগুলোও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
অনেক অনুপ্রাণিত হ'লাম, আপনার সুচিন্তিত মন্তব্য এবং প্লাস পেয়ে।
আপনার শরীর এখন কেমন? ব্যথা বেদনা কিছুটা কমেছে?
ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা....

১৬| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৮:২৪

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
শায়মার মন্তব্যের মতোই আমারও কিন্তু মনে হচ্ছে আপনি কেন এতো বেলা শেষের পূরবীর সুরের কথা ভাবছেন । যেমন বললেন তা থেকে বেরিয়ে আসার কথা সেটাই হোক । আপনি ব্লগের একটা আনন্দ ধারা।আপনার কবিতার বিদায়ের রাগিণীর সুরটা যেমন বিষন্ন করে আমাদের তেমন বা তারচেয়েও বেশি খুশী করবে আপনার কবিতা আবার উচ্ছল ঝর্ণার শব্দের মতো উচ্ছল ছন্দ তুললেই । ভালো থাকুন।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনি ব্লগের একটা আনন্দ ধারা - এত বড় একটা কমপ্লিমেন্ট দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
ভিন্নতর একটা পোস্ট দিয়েছি আজ সকালেই। আপনি অবশ্য ইতোমধ্যে সেটাতেও মন্তব্য করেছেন। উভয় মন্তব্য মনোমুগ্ধকর এবং প্রেরণাদায়ক। প্রীত ও অনুপ্রাণিত।

১৭| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: তাই যেন হয়... বেলা শেষের গানে বাজুক প্রিয়তম সুর..
তার আগ পর্যন্ত ভাল কাটুক সর্বক্ষণ, শুভকামনায়-

৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর এ মন্তব্যটি স্পর্শ করে গেল! মন্তবে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৮| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: এটা আপনার একটা ভাল অভ্যেস। আপনি একটা পোস্টে শুধু একবারই এসে মন্তব্য করে যান না। আপনি পরেও মাঝে মাঝে এসে কে কী বললো তা দেখে যান, এবং কখনো কখনো পুনঃমন্তব্য করেন।
আমিও মাঝে মাঝে তাই করি। :)

১৯| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:০৩

মিরোরডডল বলেছেন:




খুব অল্পকিছু কথায় মায়াময় একটি কবিতা । জীবনের সবচেয়ে বড় রহস্যটা এখানেই ।
কেউ জানে না চলে যাবার শেষ মুহূর্তটা কেমন হবে । কোথায়, কখন, কি অবস্থায় যেতে হবে ।
কিন্তু সবাই চায় ওই সময়টায় কাছের মানুষ প্রিয় মানুষ যেনো পাশে থাকে । স্পর্শের মাঝে যেনো জড়িয়ে রাখে ।

আমি কিন্তু উল্টো পথে হাটা মানুষ ।
আমি আমাকে সব কাছের মানুষ, ভালোলাগা ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে দূরে রাখি ।
যেনো চলে যাবার সময় কষ্ট পেতে না হয় , না আমাকে না তাদেরকে ।
মায়া ভয়ংকর কষ্টের নাম । মায়া থেকে যতটা দূরে থাকা যায় ।

চলুন একটা পছন্দের গান শুনি । গানটা খুবই ডিপ্রেসিভ কিন্তু সুন্দর ।

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে
শেষ কথা যাও বলে

সময় পাবেনা আর
নামিছে অন্ধকার
গোধূলিতে আলো আঁধারে
পথিক যে পথ ভোলে

পশ্চিম গগনে ওই দেখা যায় শেষ রবিরেখা
তমাল অরণ্যে ওই শুনি শেষ কেকা







০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

খায়রুল আহসান বলেছেন: মায়া ভয়ংকর কষ্টের নাম । মায়া থেকে যতটা দূরে থাকা যায় - চাইলেই কি দূরে থাকা যায়? যেদিকে তাকাই, সেদিকেই তো মায়া!
গানটাতে দেখাচ্ছেঃ ভিডিও আনএভেইলেবল! :)
তবে, গানের কথাগুলো খুব সুন্দর!

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ এবং শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.