নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
তেমন কেউ নই, তেমন কিছু নই আমি
এ কথা তো জানি, বেশ ভালো করেই জানি!
নেই কোন খ্যাতি, নেই তেমন কোন অর্জন,
উল্লেখ করার মত নেই কোন সাফল্যের বিবরণ।
দেখতে পাচ্ছি গড় আয়ুর সূচকের হিসেবান্তে
পৌঁছে গেছি আজ জীবনের প্রায় শেষপ্রান্তে।
এ বয়সে নতুন কিছু অর্জনের সম্ভাবনা নেই,
ব্যস্ত থাকার কথা পুরনো সঞ্চয় ধরে রাখাতেই।
তবু মাঝে মাঝে স্বপ্ন দেখে চমকে উঠি হঠাৎ হঠাৎ,
কি যেন নতুন একটা কিছু করে ফেলেছি অকস্মাৎ!
এতদিন খ্যাতি ছিলনা, ছিল না বিড়ম্বনা অসংগত,
খ্যাতির আগমনে এখন স্বপ্নে হলেও, হচ্ছি বিব্রত!
রংপুর
১৬ জুলাই ২০২১
১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: "বাহ বেশ তো" - সবই কল্পনা! স্বপ্নে মাঝে মাঝে দেখছি বড় একটা কিছু করে ফেলেছি, সেজন্য সম্বর্ধিত হচ্ছি, আবার স্বপ্নেই বিব্রতও হচ্ছি! কি একটা অবস্থা!
"মধুর হোক সেই বিড়ম্বনা" - কি চমৎকার একটা আশীর্বাদ রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
"অহংবোধ যেন না পেয়ে বসে শ্রদ্ধেয়" - সে সম্ভাবনা নেই, নিশ্চিত থাকুন। কিসের আবার অহংবোধ, দিন শেষে সবই তো শূন্য, সবই ফক্কিকার!
কবিতায় প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসটি রেখে ধন্য করে গেলেন।
২| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার অধরা খ্যাতি যেন বিব্রতকর না হয় সে প্রত্যাশাই থাকছে। কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ।
১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য এবং সেটা যে ভাল লেগেছে, তা এখানে জানিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
সুন্দর মন্তব্যে প্রীত হ'লাম।
৩| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:০৪
আল-ইকরাম বলেছেন: খুব স্বাভাবিক। খ্যাতি বড় সাংঘাতিক জিনিস। এর থেকে দূরে থাকাই ভাল। বেশ লিখেছেন। শুভেচ্ছা নিরন্তর।
১৭ ই জুলাই, ২০২১ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: "খ্যাতি বড় সাংঘাতিক জিনিস। এর থেকে দূরে থাকাই ভাল" - কথাটা সত্য।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। প্রশংসায় প্রাণিত হ'লাম।
শুভকামনা....
৪| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:৪৮
কামাল১৮ বলেছেন: যা কিছু অর্জন সবই নিজের,যা অর্জিত হয় নাই সেটার জন্য নিজের ব্যর্থতাই দায়ী।আশাই জীবন
১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: "যা অর্জিত হয় নাই সেটার জন্য নিজের ব্যর্থতাই দায়ী" - এ কথাটা সব সময় সত্য নয়।
আশাই জীবন - এ কথাটা সত্য।
৫| ১৭ ই জুলাই, ২০২১ ভোর ৬:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে । গড় আয়ু যাই হোক না কেন, কবির শতায়ু কামনা করি ।
সৃষ্টিশীল মানুষ তাদের কর্মগুণে অনন্য ও অদ্বিতীয় হয়ে ওঠেন সাধারণ মানুষের কাছে।
একথা তারা নীজেরা মানুন কিংবা না মানুন, সে বিচারের ভার কেবল ভক্তকুলেরই অধীন।
সৃজনশীল কাজ যাদের জীবনে নিয়ে আসে খ্যাতি , তাদের নিকট খ্যাতির পাশাপাশি
বিড়ম্বনাও যে কম নয়, সে কথা খ্যাতিমান মানুষগুলো বেশ ভাল করেই জানেন ।
খ্যাতিমান মানুষগুলোর কিছু পাগল ভক্ত থাকে।এসব পাগল ভক্ত কোনো যুক্তি মানেনা।
খ্যাতিমান মানুষের প্রতি তাদের প্রেম , ভক্তি, ভালবাসা অতি নিখাদ।
খ্যাতির বিড়ম্বনা তারকা মানুষদের নিয়তি ।খ্যাতির শিখরে উঠা মানুষদের মধ্যে থাকে
সহনশীলতা , ঔদার্য , বিনয়াবনতা, ভদ্রতা । আর এগুলিই একজন মানুষকে নিয়ে যায়
খ্যাতির শিখরে। আমরাও প্রতিনিয়ত শিখছি ঔদার্যতা দিয়ে কিভাবে মানুষকে আপন
করে নেয়া যায় । ভক্তের অর্ঘ্যতে বিড়ম্বিত হলেও খ্যাতিমানরা দেননা জানান
তা ভক্তকুলে, ফিরিয়েও দেননা সে অর্ঘ্য ভক্ত মনে ব্যথা পাবে বলে।
নীজগুণে করেন ধারণ সহজাত ঔদার্যের বাতাবরনে।
ভক্তের অর্ঘ্যে বিড়ম্বিত আর লজ্জিত অনুভুত হওয়ার মধ্যে আছে কিছু ব্যবধান,
বিড়ম্বিত অনেক ক্ষেত্রেই রাগান্বিতের সমার্থক হয়ে দাঁড়ায়। তাই ভক্ত কুলের
প্রতি এই পদবাচ্যটি ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষনতার প্রয়োজন আছে বলে
মনে হয় ।
যাহোক, খ্যাতিমান হিসাবে বিবেচিতদেরকে আমরা পাগল ভক্তকুল ভক্তির অর্ঘ্য
দিয়েই যাবো যতই তাঁরা হননা কেন বিড়ম্বিত, শুধু রাগান্বিত না হলেই হয় ।
শুভেচ্ছা রইল
১৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: "বিড়ম্বিত অনেক ক্ষেত্রেই রাগান্বিতের সমার্থক হয়ে দাঁড়ায়। তাই ভক্ত কুলের প্রতি এই পদবাচ্যটি ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষনতার প্রয়োজন আছে বলে মনে হয়" - চমৎকার একটা ধারণা দিলেন। এতটা গভীরভাবে আমরা অনেক সময় চিন্তাই করি না।
প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। অনুপ্রাণিত।
৬| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫২
হাবিব বলেছেন: আপনার কবিতা যেন মুক্তার মালা
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা যেন মুক্তার মালা - আপনার এ সুন্দর মন্তব্যটাও মুক্তোর মালা হিসেবেই ঝুলে থাকবে আমার এ পোস্টের গলায়, সামু বেঁচে থাকে যতদিন!
অশেষ ধন্যবাদ এবং শুভকামনা! ঈদে বাড়ী গেলে সাবধানে যাবেন, থাকবেন!
৭| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১০:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি ইতিমধ্যে অন্য এক স্থানে পড়েছি।
এ যেন কাজ শেষে তিনি হিসাব নিকাশ,
উত্তর মিলল এসে খ্যাতির বিড়ম্বনায়...
কবিতায় ভাল লাগা রইল।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
১৯ শে জুলাই, ২০২১ সকাল ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: "কবিতাটি ইতিমধ্যে অন্য এক স্থানে পড়েছি" - তার পরেও, এখানে এসে পুনর্বার পড়ে মন্তব্য রেখে যাওয়াতে প্রীত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। অনুপ্রাণিত।
৮| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন পূর্ণ হোক
খ্যাতি ছড়িয়ে পড়ুক দশ দিগন্তে, জন্মান্তরে....
সেলিম আনোয়ার ভায়ার মধুর বিড়ম্বনা আর ড. এম এ আলী ভায়া আবেদনে সহমত।
রাগান্বিত না হলেই হলো
প্রিয় সিনিয়রের স্বপ্ন পূরণের শুভকামনা রইলো
১৯ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: স্বপ্নেই এত বিব্রত হই, আর সত্য সত্যই যদি কোনদিন খ্যাতি পিছু নেয়, সেদিন না জানি কি অবস্থা হয়!
যাহোক, একটি সাময়িক ভাবনা ও কল্পনা নিয়ে লেখা কবিতায় যে আন্তরিকতার সাথে মন্তব্য করে এবং প্লাস দিয়ে গেলেন, তজ্জন্য অশেষ ধন্যবাদ এবং শুভকামনা....
৯| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা।
ভাল থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।
১০| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতাটি বার বার পড়ার মতো কিছু একটি আছে কবিতার গহীন-গহীনে কোথাও। আপনার কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুইটি লাইন মনে পড়ছে।
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
আপনাকে অশেষ ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা পড়ে আপনি কবিগুরু'র কবিতা থেকে দু'চরণ উদ্ধৃত করেছেন, এতে সম্মানিত বোধ করছি।
অনেক ধন্যবাদ, কবিতা পাঠ করে এখানে মন্তব্য এবং প্লাসটি রেখে যাবার জন্য।
১১| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৬
জুন বলেছেন: আমরা কেউই তেমন কেউকেটা নই তারপরও ভাব দেখাই আমরা বিরাট কিছু। তারপরো খ্যাতির বিড়ম্বনা কিন্ত সাংঘাতিক
+
২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, অনেকেই হয়তো তেমন ভাবটি দেখান। যাদের সম্বল যত কম কিন্তু উচ্চাকাঙ্খা অধিক, তাদের দেখানোর প্রয়োজনটা তত বেশি।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
১২| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:০১
করুণাধারা বলেছেন: আপনার কবিতার পেছনের ভাবনা ভালো লেগেছে...
গীতার একটা শ্লোক মনে পড়ল:
মা কুরু ধন-জন- যৌবন গর্বম
হরতি নিমেষ্যাৎ কাল সর্বম।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৯
খায়রুল আহসান বলেছেন: গীতার শ্লোকটার একটু ব্যাখ্যা দিতে পারবেন কি?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
১৩| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:০৪
করুণাধারা বলেছেন: গীতার শ্লোকের অর্থ:
ধন, জন যৌবনের গর্ব কোরোনা, নিমেষেই কাল (সময়) তা হরণ করে নেবে।
এই বিষন্ন সময়ে এধরনের অনেক উক্তি মনে পড়ে। জানিনা কখন কালের গর্ভে হারিয়ে যাবে সবকিছু!!
২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার, খুবই প্রাসঙ্গিক একটা শ্লোক শিখলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
কথাটা সবারই মনে রাখা প্রয়োজন। যাদের বেশি প্রয়োজন, তারা এসব নীতিবাক্যের পরোয়া করে না, পতিত না হওয়া পর্যন্ত।।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অধরা খ্যাতির আগমনে স্বপ্নেও হচ্ছি বিব্রত। বাহ বেশ তো।
মধুর হোক সেই বিড়ম্বনা তবু অহংবোধ যেন না পেয়ে বসে শ্রদ্ধেয় ।