নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
একটি মর্মস্পর্শী কবিতা,
এক টুকরো গল্প,
একটি চিত্রশিল্প, কিংবা
মোহন কন্ঠের সুর, সুমধুর,
যন্ত্রসঙ্গীতের কান্না ও মূর্ছনা-
এসব কিছুর উৎস ও উৎপত্তিস্থল
একটিই, কেবল একটিই হয়;
একটি স্পন্দনমুখর, রক্তিম হৃদয়!
এদের উপকরণ এবং কার্য-কারণ
হতে পারে নানা প্রকরণ।
যেমন এক বুক শূন্যতা,
একটি দীর্ঘশ্বাস,
অশ্রুহীন চোখের দৃষ্টি উদাস,
ব্যাকুল প্রেমের আকুল আকুতি,
দয়ার মায়ার পেলব পরশ,
কিংবা স্মৃতির স্নিগ্ধ আবেশ।
প্রক্রিয়া ভিন্ন হলেও, এসবের
আবেদন অভিন্ন, প্রভাব অনুরূপ।
এদের গন্তব্য, লালনক্ষেত্র এবং
আশ্রয় একটিই- হৃদয়ের মর্মমূল!
রংপুর
২০ জুলাই ২০২১
২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম 'লাইক'টির জন্য অসংখ্য ধন্যবাদ।
"যথাযথ ভাবেই হৃদয়ের মর্মমূলকে অনুধাবন করে কাব্যে তুলে ধরেছেন" - প্রীত হ'লাম এ উদার মূল্যায়নে।
২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: যখন হৃদয়ের মর্ম মূল থেকে কবিতা, গান, গল্প, সুর, ছবি ইত্যাদি সৃষ্টি হয় তখন হৃদয়বান মানুষের হৃদয়ে তা দাগ কাটে। এভাবেই মহৎ শিল্প-কর্ম, গান, সাহিত্য কালজয়ী হয়। দেশ, বর্ণ, ধর্ম, জাতির ঊর্ধ্বে উঠে যায় সেই মহতি প্রয়াস। তাই তো শুধ দেশের নয় এমন কি ভিন দেশের অনেক গান, সাহিত্য, ছবি দেখে আমরা আপ্লুত হই। ভাষার কারণে হয়তো পুরো স্বাদ আমরা পাই না। কিন্তু নিঃসন্দেহে তা আমাদের মনে আলোড়ন তোলে। শিল্প সাহিত্যের এই মাধ্যমগুলি কার্যকারণ ভিন্ন হলেও এদের আবেদন অভিন্ন।
কবিতাটা খুব ভালো লাগলো। ধন্যবাদ কবিকে।
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর করে কবিতার মর্মকথাটি ব্যাখ্যা করলেন, এজন্য অশেষ ধন্যবাদ।
যে কোন শৈল্পিক সৃষ্টি হৃদয় থেকেই উৎসারিত হয়, সেটা যে প্রকরণেই হোক না কেন। হৃদয়ের ছোঁয়া ছাড়া শিল্পসৃষ্টি সম্ভব নয়।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।
শুভকামনা....
৩| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:২২
নব ভাস্কর বলেছেন: বুঝলাম কবিতার উৎপত্তি মস্তিষ্ক থেকে নয়, হৃদয় থেকেই হয়
ভালো লাগা রেখে গেলাম।
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: "বুঝলাম কবিতার উৎপত্তি মস্তিষ্ক থেকে নয়, হৃদয় থেকেই হয়" - আপনি ঠিকই বুঝেছেন। শুধু কবিতাই নয়, যে কোন শৈল্পিক সৃষ্টি হৃদয় থেকেই উৎসারিত হয়, সেটা যে প্রকরণেই হোক না কেন। হৃদয়ের ছোঁয়া ছাড়া কোন শিল্পসৃষ্টি সম্ভব নয়।
কবিতার পাতায় আসার জন্য ধন্যবাদ। আন্তরিক মন্তব্যে প্রাণিত হ'লাম।
৪| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৬
নজসু বলেছেন:
আপনি এবং আপনার কবিতা।
উভয়ই আমার ভালো লাগা।
২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৮
খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর কথার কী জবাব দেবো, তা ভেবে পাচ্ছি না। আমার পোস্টে আপনার উপস্থিতি বরাবরই আমার জন্য প্রেরণা ও সন্তুষ্টির উপলক্ষ।
কোমল মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
৫| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
যিনি মনের ডাক শুনতে পেরেছেন তিনি তাঁর কর্মে স্বাক্ষর রাখতে পেরেছেন। তাই হয়তো রুটি বানানোর ছোট্ট কারিগরটি আমাদের দুঃখুমিয়া কবি কাজী নজরুল ইসলাম। তিনি মনের ডাক শুনতে পেয়েছিলেন অবশ্যই নয়তো তিনি বড়জোড় কোনো একটি রুটি - ভাতের হোটেলের কর্তা হতে পারতেন (হয়তোবা)। বাংলাভাষা যতোদিন থাকবে কাজী নজরুলের নামটি ততোদিন থাকবে। হৃদয়ের মর্মমূল থেকে তিনি একজন কবি ছিলেন, একজন শিল্পী ছিলেন।
কবিতা ও কথামালা সত্যি সত্যি মনে ধরার মতো হয়েছে। +++
২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: "যিনি মনের ডাক শুনতে পেরেছেন তিনি তাঁর কর্মে স্বাক্ষর রাখতে পেরেছেন" - কথাটা আপনি চমৎকার বলেছেন!
উদার প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
৬| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:২৪
জুন বলেছেন:
একটি মর্মস্পর্শী কবিতা,
এক টুকরো গল্প,
একটি চিত্রশিল্প, কিংবা
মোহন কন্ঠের সুর, সুমধুর,
যন্ত্রসঙ্গীতের কান্না ও মূর্ছনা-
এসব কিছুর উৎস ও উৎপত্তিস্থল
একটিই, কেবল একটিই হয়;
একটি স্পন্দনমুখর, রক্তিম হৃদয়!
আশ্রয় একটিই- যা হৃদয়ের মর্মমূলে
ঘা দিয়ে যায়।
অসাধারন এক কবিতায় অনেক ভালোলাগা রেখে গেলাম খায়রুল আহসান ।
+
২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। উদার মন্তব্যের জন্য ধন্যবাদ, জুন।
৭| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।
১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত বোধ করছি।
আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম।যথাযথ ভাবেই হৃদয়ের মর্মমূলকে অনুধাবন করে কাব্যে তুলে ধরেছেন। পোস্টে লাইক।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।