নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অনাধুনিক আমি

২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

মনীষীরা বলে গেছেন,
কোন কিছু ধরে থেকো না, ‘লেট-গো’!
তবুও নাছোড়বান্দা আমি,
সবকিছুই আঁকড়ে ধরে থাকি।
লেখাজোখা করা প্রতিটি কাগজের টুকরোতেই
আমি যেন কত শত ইতিহাস খুঁজে পাই!
নতুন কেনা চশমা আমার ড্রয়ারে পড়ে থাকে,
পুরনোটা দু’কান জুড়ে বসে হামেশা দিব্বি হাসে!

পুরনো ওয়ালেট, জুতো, পোষাক তো বটেই,
বছরে বছরে বদলে যাওয়া পুরনো সেলফোন,
চলতে চলতে থিতু হয়ে যাওয়া সব হাতঘড়ি,
আধ-পড়া বই, ইত্যাদি কিছুই ছাড়তে চাই না।
তবুও ছেড়ে দিতে হয়, একসময়-
কাগজের টুকরোগুলো বাতাসে ভেসে যায়,
আঙুল ধরে থাকা শিশু আঙুল ছেড়ে চলে যায়,
মুক্ত স্বাধীনভাবে ছুটোছুটির জন্য।

বিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া;
যতই অস্বস্তি হোক, একে থামানোর উপায় নেই।
পরিবর্তন ও চারপাশের বিকাশমান ‘গ্রোথ’ মেনে নিয়ে
নিজেকেও বদলে নেয়ার নামই হয়তো আধুনিকতা।


ঢাকা
২৩ নভেম্বর ২০২২

মন্তব্য ২৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০

গেঁয়ো ভূত বলেছেন: ওল্ড ইজ গোল্ডে, কিছু পুরাতন অনেক দামি, তবুও আমি নতুনের আশায় উন্মুখ, পথ চেয়ে থাকি...

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

খায়রুল আহসান বলেছেন: "কিছু পুরাতন অনেক দামি, তবুও আমি নতুনের আশায় উন্মুখ, পথ চেয়ে থাকি..." - বাহ, খুবই চমৎকার তো আপনার এ মন মানসিকতা! এরকমই তো হওয়া উচিত।
প্রথম মন্তব্য এবং প্লাস- দুটোর জন্যই অসংখ্য ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১১

অপু তানভীর বলেছেন: পুরানো সব কিছুতেই আঁকড়ে ধরে থাকার অভ্যাস আমারও ।
(কেবল প্রেমিকা বাদে :D)

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, ব্রাকেটে বেশ মজার কথা বলেছেন!
এখন দেখছি পুরানো সব কিছুকেই আঁকড়ে ধরে থাকার অভ্যাস অনেকেরই আছে! :)
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

গেঁয়ো ভূত বলেছেন: ১ নং মন্তব্যে টাইপো গোল্ড হবে।

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, বুঝতে পেরেছি, ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

মিরোরডডল বলেছেন:



আমিও মনে হয় আধুনিক না ।
পরিবর্তনকে অলওয়েজ ওয়েলকাম করি এবং খুব সহজেই পরিবর্তনের সাথে মানিয়ে নেই কিন্তু
কোথায় যেন পিছুটানটা থেকে যায়।
প্রথম যেটাতে মন বসে যায়, মনের একাংশ অলওয়েজ সেখানে থেকেই যায় ।
মনটা ফিরে ফিরে বারবার শুধু সেদিকেই চায় । কি জ্বালা !

২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: "পরিবর্তনকে অলওয়েজ ওয়েলকাম করি এবং খুব সহজেই পরিবর্তনের সাথে মানিয়ে নেই কিন্তু কোথায় যেন পিছুটানটা থেকে যায়" - পিছুটান থাকা আর 'আঁকড়ে ধরে থাকা'র মধ্যে পার্থক্য আছে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৫| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

জুল ভার্ন বলেছেন: কবিতায় স্মৃতিকে ধরে রাখার চমতকার প্রয়াশ। আমিও স্মৃতি সংরক্ষণ করতে পছন্দ করি। পুরোনো কোনকিছুর মায়া আমি ছাড়তে পারি না! আমার বাসায় এমন অনেক জিনিস আছে পুরোনো যা আমি ফেলি না কারণ প্রতিটা জিনিসই আমার অনেক বেশি পছন্দের। সব জিনিসের সাথেই জড়িয়ে আছে কোন না কোন স্মৃতি। আর প্রতিটা জিনিসই এক এক করে গড়ে তোলা। সমস্যাও অনেক, বাসায় পুরোনো সব জিনিসপত্রের জন্য দেখা যায় সবকিছু জ্যাম হয়ে থাকে। আর এতে করে মনও ফ্রেশ থাকে না। অগোছালো হয়ে থাকে সবকিছু। দরকারি কত কিছুই পাওয়া যায় না অনেক সময়। তবে জীবনের এমন অনেক সময়, স্মৃতি আছে, যা সংসারে তথা পারিবারিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়......

কবিতায় ভালোলাগা অফুরান।

২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪২

খায়রুল আহসান বলেছেন: "সব জিনিসের সাথেই জড়িয়ে আছে কোন না কোন স্মৃতি" - এটাই তো যত সমস্যার মূল!
তাই তো কবিগুরু শতবর্ষ আগে বলে গেছেন (১৩২১ বঙ্গাব্দ)---
"জীবনের ধন কিছুই যাবে না ফেলা--
ধুলায় তাদের যত হোক অবহেলা"
!

মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: সামুতে আমি দুইজনের কবিতা খুব পছন্দ করি। তার মধ্যে আপনি একজন।
আপনার কবিতা গুলো সহজ সরল হয়। ভাষা বা শব্দ চয়ন হয় অতি মনোরম।
সবচেয়ে বড় কথা আপনার কবিতায় ভান বা ভনিতা থাকে।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ উদার মূল্যায়ন এবং মন্তব্যের জন্য।

৭| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুভূতি
আমিও আপনার মতই পুরাতনকে আঁকড়ে ধরি

২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: "আমিও আপনার মতই পুরাতনকে আঁকড়ে ধরি" - মনে হয়, বেশিরয়াগ মানুষই তাই করে!
মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১১

নেওয়াজ আলি বলেছেন: কবিতার শিরোনামটাই আধুনিক

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: বাহ, মাত্র তিনটি শব্দের ছোট্ট একটি কথায় আপনি তো দারুণ একটি মন্তব্য করে গেলেন! + +
মন্তব্যে প্রীত এবং মুগ্ধ হ'লাম।

৯| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ২:০৬

মাস্টারদা বলেছেন: প্রিয় পুরনো পথকে সবাই পর করতে পারে না। নতুন পথে পড়ে থেকেও প্রাণ আইঢাই করে।

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন কথাটা। অনেক ধন্যবাদ আপনাকে, পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য।

১০| ২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর পোস্টে আপনাকে পেয়ে প্রীত হ'লাম। মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

১১| ২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

করুণাধারা বলেছেন: আমিও অনাধুনিক! ধাবমান কাল আমাদের নিয়ে দ্রুত এগিয়ে যেতে চায়, কিন্তু মন পড়ে থাকে অসংখ্য স্মৃতির মাঝে...

কবিতা চমৎকার হয়েছে। এ আমাদের অধিকাংশের মনের কথা। আমিও এমন একটা লেখা লিখেছিলাম গদ্যে যা পড়ে আছে।

২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: "ধাবমান কাল আমাদের নিয়ে দ্রুত এগিয়ে যেতে চায়, কিন্তু মন পড়ে থাকে অসংখ্য স্মৃতির মাঝে..." - খুব সুন্দর বলেছেন কথাটা!
আপনার পড়ে থাকা গদ্যটাও পড়তে আগ্রহী। ওটাকে তুলে এনে এখানে প্রকাশ করা যায় কিনা, তা বিবেচনা করুন।

মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১২| ২৫ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ অনেকদিনপর সামুতে লগ ইন করে দেখতে পাই
আমার অনেক লেখায় আপনার অনেক মুল্যবান মন্তব্য
না দেখা আবস্থায় জমে আছে । সে গুলি দেখে উত্তর দিতে
না পারার জন্য মনটা ভারাক্রান্ত হয়ে গেছে ।
কোমরের প্রচন্ড ব্যথার কারণে বলতে গেলে শয্যাসায়ি আছি,
চলা ফেরায় ও লেখালেখি করতে পারছিনা । চিকিৎশা, ঔষধ সেবন
ও থেরাপী সবকিছুই চলছে, কিন্ত নিরাময় হচ্ছেনা , সাথে যুক্ত হচ্ছে আরো
অনেক ব্যধি । তাই সামুতে চিচরণ করে লেখালিখি করা বেশ কষ্টকর ।
শুয়ে শুয়ে স্পীচ টু রাইটিং টেকনোলজি ব্যবহার করে এখন লিখছি,
এ পদ্ধতিতে লিখতে বেশ সময় নেয় । তবু এই মন্তব্যটি লিখছি ।
দোয়া করবেন সুস্থ হয়ে যেন লেখালেখিটা করতে পারি ।
সময় করে আপনার করা মন্তব্যগুলির জবাব দেবার আশা রাখি ।

আপনার মুল্যবান ভাবগাম্ভির্যময় এই কবিতাটি পাঠ করলাম ।
সবকিছু আকরে ধরে থাকা হতেইতো জন্ম নেয় অভিজ্ঞতা ,
আর অভিজ্ঞতাকে সঞ্চয় করেই অনেক মহৎ কাজ করা যায়।
তাই পুরাতনকে আকরে ধরে থাকার মধ্যেই রয়েছে অনেক মর্তবা ।
আমরা সবাই জানি ধূলির মতো পুরাতন আর কিছু নেই এই বিশ্ব চরাচরে ,
জিবনকালে পায়ের নিচে থাকলেও মৃত্যুর পর তাতেই মিশে থাকি আমরা।
জনান্তিকে বলি আপনি কথনো পুরাতন হবেন না ,আধুনিকতা থাকবেই তথায়।
আপনার অসামান্য কবিতা সম্ভার দেশ কালের সীমানা পেরিয়ে ইতোমধ্যেই
ঠাই করে নিয়েছে আধুনিকতা ও নব্য আধুনিকতায় , কবিতা কভু হয়না পুরাতন ।
আপনার কবিতা থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা হলো
সকল প্রকার বিভেদ ভুলে পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি করা।
আমাদের সাহিত্যকাশে আপনার বিচরণ আরো প্রলম্বিত হোক
আর সে বিচরণ পথ কুসুমাস্তীর্ণ হোক সে কামনাই করি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: প্রিয় আলী ভাই,

আপনি আমার দোয়ায় সব সময়েই আছেন। আমি যখন আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করি, তখন অনেকদিন আপনার কথাও মনে হয়েছে এবং আপনার সুস্থতার জন্য প্রার্থনা করেছি।

এত শারীরিক অসুবিধা সত্ত্বেও আপনি ব্লগে এসে আমার কবিতা পড়েছেন এবং এত হৃদয়স্পর্শী একটা মন্তব্য করেছেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

"আমরা সবাই জানি ধূলির মতো পুরাতন আর কিছু নেই এই বিশ্ব চরাচরে ,
জিবনকালে পায়ের নিচে থাকলেও মৃত্যুর পর তাতেই মিশে থাকি আমরা"
- কবিতা পড়ে আপনার এই অমূল্য দার্শনিক ভাবনাটি আমাদের সাথে শেয়ার করার জন্যেও অসংখ্য ধন্যবাদ।

আপনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং স্বচ্ছন্দে পুনরায় ব্লগিং শুরু করুন, এই দোয়া ও শুভকামনা রইলো নিরন্তর!

১৩| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কঠোর বাস্তবতা কাব্যে প্রকাশ পেয়েছে। ++
পোস্টে লাইক।
শুভেচ্ছা স্যার আপনাকে।

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
শুভকামনা নিরন্তর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.