নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পুরুষ আর স্ত্রীলিঙ্গ প্রভেদ সকল প্রাণীতেই আছে,
দুয়ের মাঝে বিয়ে-বন্ধন হয় শুধু মানব-মানবীতে।
অন্য প্রাণীদের মাঝে নেই বিয়ের প্রচলন,
তাদের মাঝে আছে শুধু ভালবাসার অদৃশ্য বন্ধন।
একটি বিয়ে ব্যর্থ হলে দুটো হৃদয় পোড়ে,
প্রেমহীন শুষ্ক হৃদয় শুধু শূন্যবৃত্তে ঘোরে।
দ্বিপাক্ষিক, নিরন্তর ভালবাসায় বিয়ে পয়মন্ত হয়,
এমন দম্পতি থেকে সৃষ্ট পরিবারে সুখ বহমান রয়।
ঢাকা
২৮ জানুয়ারী ২০২৩
২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যটির জন্য আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
একটি বিয়ে ব্যর্থ হলে দুটো হৃদয় পোড়ে - কখনো কখনো তিন চার বা তারও বেশী হৃদয় পোড়ে বা সমস্যা তৈরি হতে দেখছি। ভবিষ্যতে হয়তো সংখ্যা আরও বাড়বে!
কবিতা ভালো হয়েছে। যথারীতি +++
৩০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, কখনো কখনো একাধিক হৃদয় পোড়ে। তখন সেই সাথে কোথাও কোথাও হিংসার অনলও ছড়িয়ে পড়ে।
প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক একটি বিয়ে ব্যর্থ হলে দুটি হৃদয় পোড়ে
কী সুন্দর কাব্য কথা
৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যটাও খুব সুন্দর। প্লাসে প্রীত ও প্রাণিত।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩
গেঁয়ো ভূত বলেছেন: আমরা যেটাকে ভালবাসা বলি,
তা কি সত্যিই ভালবাসা?
নাকি ভালবাসার অভিনয়?
নাকি বার্নার্ড শ এর কথাই ঠিক?
৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: বার্নার্ড শ' এর কোন কথাটার প্রতি ইঙ্গিত করছেন?
৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভিন্ন স্বাদের কবিতা!!
৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: হুম!!!
৬| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
নেওয়াজ আলি বলেছেন: বাস্তবতা নিয়ে চমৎকার লেখা
৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা। মন্তব্যে প্রীত হলাম।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
সোনাগাজী বলেছেন:
পশ্চিমে বিয়ে কমে গেছে, একটা বড় সমস্যা দিকে যাচ্ছে পশ্চিম।
৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: এটা বড় সমস্যাই বটে!
৮| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন: আজকাল মানুষ খুব বেশি ব্যক্তিকেন্দ্রিক।আগের তুলনায় অতিমাত্রায় অসহিষ্ণু। তার উপর পারিবারিক বন্ধন শিথিল হতে হতে নিম্নতর দৈন্যদশায় পৌঁছে গেছে। বিয়ে টিকে থাকে দু'পক্ষের ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর।আজকাল সবাই স্বার্থের বন্ধনে আবদ্ধ ।পারিবারিক মূল্যবোধ আজ বইয়ের পাতায় সীমাবদ্ধ।
আকাশ ছোঁয়া চাহিদার কারণে মানুষ টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে সম্পর্কের বাধন আর আগের জায়গায় নেই। কেউ কাউকে সময় দেয় না।মহা ব্যস্ত সময়।
পৃথিবীতে মানুষ একমাত্র বিবেকবোধ সম্পন্ন প্রাণী অথচ তারা সবচেয়ে অবিবেচক প্রাণীতে পরিণত হয়েছে। নিজের তৈরী জালে নিজেই জড়িয়ে যাচ্ছে ক্রমশ। অনেক সমাজে নানা জটিলতায়,বিবাহ ভীতি দেখা যাচ্ছে অথচ এমন হবার কথা ছিল না।
কবিতা ভালো লাগলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা।
৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: আপনি মোটা দাগে বিয়ের বাঁধন শিথিল হবার কারণগুলো মোটামুটি ভালই আলোচনা করেছেন। আন্তরিক মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: আপনি আসলে একজন অভিজ্ঞ মানুষ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: জীবনের পথে চলতে চলতে যা কিছু দেখি, শুনি এবং বুঝি, তা থেকেই আমি লিখি। তাই সেখানে অভিজ্ঞতার ছোঁয়া তো থাকেই।
১০| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৭
মিরোরডডল বলেছেন:
কবিতাটা অন্যরকম।
ইসিয়াকের এই কথাটা ভালো লাগলো:
পৃথিবীতে মানুষ একমাত্র বিবেকবোধ সম্পন্ন প্রাণী অথচ তারা সবচেয়ে অবিবেচক প্রাণীতে পরিণত হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা অন্যরকম - আপনি দ্বিতীয় পাঠক, যিনি এমনটি বললেন। এর আগে মরুভূমির জলদস্যুও এ কথাটি বলে গেছেন।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দিন পারে দেখা হলো।
দোয়া রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: জ্বী, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্যেও রইলো দোয়া এবং শুভকামনা।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর লিখেছেন
পুরুষ আর স্রীলিঙ্গ প্রভেদ সকল প্রাণিতেই আছে
দুয়ের মাঝে বিয়ে -বন্ধন হয় শুধু মানব - মানবীতে ।
অন্য প্রাণীদের মাঝে নেই বিয়ের প্রচলন ,
তাদের মাঝে আছে শুধু ভালবাসার অদৃশ্য বন্ধন ।
তাইতো মানব মানবীর প্রেম ভালবাসা প্রনয় নিয়ে হয়েছে
গল্প কবিতা ও মহাকাব্যকথা রচনা ।
অন্য প্রাণিদের প্রনয় কাহিনী নিয়ে এখন পর্যন্ত কোন মহাকাব্য হয়নি রচনা ।
তবে তাদের গ্রনয় বিরহ বেদনা নিয়ে হয়েছে লিখা কিছু কবিতা ও গ্প কথা ।
প্রসঙ্গক্রমে বলা যায় -
রবীন্দ্রনাথ তার ভাষা ও ছন্দ কবিতায় লিখেছেন: ঋষি বাল্মীকি
তমসার তীরে /অপূর্ব উদবেগভরে সঙ্গীহীন ভ্রমিছেন ফিরে ...
অকস্মাত
মুখ তুলে তাকিয়ে দেখলেন ভোরের আকাশে এক জোড়া ‘ক্রৌঞ্চ’ পাখি যাচ্ছে উড়ে। সংস্কৃতে ‘ক্রৌঞ্চ’ বলতে,
পন্ডিতদের মতে, কোঁচ বক বোঝায়।ওই নির্মল দৃশ্যটি দেখে বাল্মীকি অত্যন্ত প্রীত হলেন বটে তবে সহসা
একটি পাখি তীরবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে ঋষি চমকে উঠলেন । পাখিটি ছিল পুরুষ । স্ত্রীপাখিটি আকাশ
থেকে নেমে এসে নিহত সঙ্গীকে ঘিরে আর্তস্বরে ডাকাডাকি করতে থাকে। বাল্মীকি ওই করুণ দৃশ্যটি দেখে
শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন। কবি বলেই। ঋষি বলেই। বাল্মীকি এদিক-ওদিক তাকিয়ে তীরধনুক হাতে
ব্যাধ ( শিকারী) কে দেখতে পেলেন। অত্যন্ত ক্ষুব্দ হয়ে বাল্মীকি ব্যাধকে অভিশাপ দিলেন।
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতমঃ
বাংলা তর্জমায় লাইন দুটির মানে এরকম দাঁড়ায়:
হে ব্যাধ তুমি অনন্তকাল শান্তি পাবে না।
তুমি হত্যা করেছে প্রেমে মগ্ন পাখি!
এটিই সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক। শোক থেকে শ্লোক। নিহত পাখির শোক থেকেই উৎসারিত বাক্য বলেই ‘শ্লোক’। আদিশ্লোকের রচয়িতা বলেই বাল্মীকি আদিকবি ।
নিষ্ঠুর ব্যাধ তীরবিদ্ধ করেছিল জোড়ার পুরুষপাখিকে । স্ত্রীপাখিটিকে কাতর বিলাপ করতে দেখে বাল্মীকির মনে এক
বিরহ কাতর নারীর ছবি ভেসে উঠল । সেই বিরহ কাতর নারীই রামের স্ত্রী সীতা। স্ত্রী কোঁচ বকের করুন বিলাপই
মহাকাব্য রামায়ণ লেখার প্রেরণা।
আশায় আছি একদিন অন্য প্রাণীদের প্রেম বিরহ প্রনয় কাহিনী নিয়ে হবে কালজয়ী মহাকাব্য রচনা ।
সুন্দর অর্থবোধক কবিতাটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: আমার সামান্য একটি অকিঞ্চিৎকর কবিতা-প্রচেষ্টা কে নিয়ে আপনি কি চমৎকারভাবেই না অসামান্য একটি ইতিহাস উদ্ধৃত করে গেলেন! জ্ঞানের পরিসীমা কতদূর বিস্তৃত হলে এমনভাবে রিলেট করা যায়, তা কল্পনায় আসে না। অনেক ধন্যবাদ আপনাকে, এমন একটি জ্ঞানগর্ভ মন্তব্য এখানে রেখে যাবার জন্য।
প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ সংসারীক কাব্যিক অনেক শুভ কামনা রইল