নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আজ মধ্যরাতের 'কিয়ামুলল্লাইল' নামাযই ছিল সম্ভবতঃ এ রমজানের শেষ জামাতবদ্ধ 'কিয়ামুলল্লাইল'। ইমাম সাহেবের চমৎকার ক্বিরাত-তিলাওয়াৎ শুনতে শুনতে মনটা প্রশান্তিতে ভরে উঠেছিল। আট রাকাত নামায পড়াতে ইমাম সাহেব সাধারণতঃ সময় নেন ত্রিশ মিনিট, মুনাজাতে বার থেকে পনের মিনিট, সর্বমোট প্রায় পঁয়তাল্লিশ মিনিটে 'কিয়ামুলল্লাইল' নামায সমাপ্ত করেন। উনি পবিত্র ক্বুর'আনের বিভিন্ন আয়াতে আল্লাহতা'লা মানুষকে যেসব প্রার্থনা শিখিয়ে দিয়েছেন, বেছে বেছে সাধারণতঃ সেসব আয়াত তিলাওয়াৎ করেই নামায পড়িয়েছেন। সেসব আয়াতের অনেকাংশ অর্থসহ আমার জানা আছে। তাই নামাযের মধ্যে প্রায়শঃই শাস্তির ভয়ে শিউরে উঠেছি, সৎ কর্মের পুরস্কারের কথা ভেবে আশান্বিত হয়ে আন্দোলিত হয়েছি, আবার একজন আত্মসমর্পনকারী হিসেবে পরম নির্ভরতায় প্রশান্ত হয়েছি। ইমাম সাহেবের কণ্ঠে শোনা প্রার্থনা ছাড়াও, এই পঁয়তাল্লিশ মিনিট জুড়ে আমার মন নিরন্তর নীরবে আওড়ে চলে আমার নিজস্ব কিছু নিবেদন, যার কোন বাঁধাধরা গতিপথ নেই। যখন শুনি, "প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে", তখন আমি নিজেকে মৃত্যুশয্যায় দেখতে পাই, যেভাবে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে পেটে-বুকে-নাকে নল গোঁজা অবস্থায় হাসপাতালে দেখেছি। নিজেকে ক্ববরে শায়িত দেখতে পাই, যেভাবে শায়িত রেখে এসেছি তাদের অনেককে। আবার যখন শুনি, ‘বরকতময় তিনি, তাঁর হাতে রাজ্যক্ষমতা আর তিনি সব বিষয়ে শক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন; যাতে পরীক্ষা করবেন তোমাদের কাদের কাজ ভালো। আর তিনি পরাক্রমশীল ও ক্ষমাশীল’ (সুরা-৬৭ মুলক, আয়াত: ১-২), তখন নিজেকে মুনকার-নাকির এর প্রশ্নের উত্তর দেয়া অবস্থায় দেখতে পাই ঠিক তেমনিভাবে, যেমনটি কর্মজীবনে দেখেছি ছাত্ররা আমার প্রশ্ন শুনে জানা প্রশ্নের উত্তর ভুলে গিয়ে গলদঘর্ম হচ্ছে। আমার প্রার্থনা তখন হয় এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে নিস্তার লাভ, এবং প্রার্থনাটি নিবেদন করি তাঁর কাছে, যিনি সকল শান্তির আধার ও অধিকারী, আর যার নামেই প্রবাহিত হয় অনন্ত শান্তির নিরন্তর ফল্গুধারা।
আমি প্রভুকে অন্তরে অনুভব করতে ভালোবাসি। কারণ, তিনি আমার স্রষ্টা, তাই নিশ্চয়ই তিনি আমাকে বিপদগ্রস্ত দেখতে চাইবেন না, দেখলেও আমাকে উদ্ধারে অবশ্যই এগিয়ে আসবেন। আর এই অনুভব লাভের জন্য মধ্য রজনীর প্রার্থনাই সবচেয়ে মোক্ষম সময়। এ সময়ে অন্তর সহজে বিগলিত হয়, প্রার্থনা অন্তর থেকে উঠে এসে কণ্ঠে ও জিহ্বায় কেন্দ্রীভূত হয়। তখন ভাবা সহজ হয় যে আমার ভ্রান্তি সসীম, তাঁর ক্ষমতা ও ক্ষমা পরিধিহীন, অসীম। তিনি আমার অভিভাবক, তিনি আমার প্রতিপালক, তিনিই আমার রব্ব। তিনি আমার হায়াত দানকারী, হায়াত দারা'জকারী, রুজি-রোযগার-রিযিক-ইজ্জত এ বরকতদানকারী, রোগ-ব্যাধিতে শিফা দানকারী, জান-মাল-ইজ্জতের হেফাযতকারী, বিপদে নাজাত দানকারী, অন্তরের ব্যক্ত-অব্যক্ত নেক ইচ্ছা পূরণকারী, শারীরিক ও মানসিক ক্লান্তি ও পেরেশানি অবসানকারী, সকল গতির সূচনা, নিয়ন্ত্রণ ও নিশ্চলকারী, সর্বশ্রেষ্ঠ সুরক্ষাকারী এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র সকল বিষয়ে অবগত সর্বশ্রেষ্ঠ শ্রোতা, দ্রষ্টা ও ত্রাতা। এমন একজন সর্বশক্তিমান ক্ষমতাধর নিত্য বিদ্যমান সত্তার কাছে নিজেকে সঁপে দিয়ে আমি চিরনিদ্রায় শায়িত হতে চাই, পুনরায় তাঁর ডাকে সাড়া দিয়ে জাগ্রত ও পুনরুল্থিত হবার অপেক্ষায়। মনে বড় আশা, তাঁর প্রেরিত কোন প্রতিনিধি এসে যেন আমায় ডাক দিয়ে যায়, "হে প্রশান্ত আত্মা! তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে। অতঃপর আমার (নেক) বান্দাদের মধ্যে শামিল হও। আর আমার জান্নাতে প্রবেশ কর"। (সুরাহ ফাজর, আয়াত ২৭-৩০)
ঢাকা
২১ এপ্রিল ২০২৩
২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
২| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক!
শুভকামনা।
২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক!
৩| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
সৃষ্টিকর্তাকে অন্তর দিয়েই অনুভব করতে হয়। তার স্বত্তাকে বুঝতে হয় সকল সৃষ্টির ভেতর দিয়ে।
শুধু মধ্য রজনীতেই নয়, কোলাহলহীন পরিবেশে অসীম আকাশের নীচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার সৃষ্ট সকল রহমত অনুভব করতে পারলে এক অন্য ধরনের প্রশান্তি মন ছেয়ে রাখে।
চমৎকার হয়েছে মধ্য রজনীর প্রার্থনা!
ঈদের শুভেচ্ছা।
২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ ভাবনাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। এ যেন আমারই কথা।
অনেক ধন্যবাদ, মন্তব্য এবং 'লাইক' এর জন্য।
৪| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৫
আমি সাজিদ বলেছেন: লেখাটি পড়তে পড়তে আমার অন্তরও প্রশান্তিতে ভরে উঠলো। ঈদের শুভেচ্ছা।
২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০
খায়রুল আহসান বলেছেন: লেখাটি পড়তে পড়তে আপনার অন্তরও প্রশান্তিতে ভরে উঠার কথা জেনে আমিও অন্তরে শান্তি অনুভব করছি। লেখাটিকে সার্থকতা দান করার জন্য আপনাকে ধন্যবাদ।
৫| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
দারুন আবেগময় একটা লেখা।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
৬| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৯
জ্যাকেল বলেছেন: শুভেচ্ছা রইল মাহে রমজানের!
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক!
৭| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মুবারক।
সবার সব প্রার্থনা কাবুল হোক।
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: আমীন।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মুবারক!
৮| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
অনেক অনেক ভালো থাকো।
আরও অনেকদিন ব্লগিং করো।
২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: ঈদ মুবারাক!
অনেক, অনেক ধন্যবাদ, শুভকামনার জন্য। আল্লাহ মাবুদ কবুল করুন এবং এর জন্য উত্তম বিনিময় দান করুন!
৯| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৪
করুণাধারা বলেছেন: অন্তর দিয়ে রবকে অনুভব, আকুতি, আর রবের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের ছবি বাঙ্ময় হয়ে উঠেছে লেখাটিতে। পবিত্র কুরআনের যে আয়াত উদ্ধৃত করেছেন তাও মনে প্রশান্তি এনে দিল। ভালো লেগেছে আপনার মধ্য রজনীর প্রার্থনার কাহিনী। এমন প্রার্থনা আমি খুব কমই করতে পারি!
ঈদ মুবারক!
২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মুবারক!
পোস্ট পড়ে লেখকের এফোর্টকে পুরোটা কাভার করে প্রশংসা করেছেন এবং নিজের অনুভূতিও কিছুটা প্রকাশ করেছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
১০| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:২২
এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক
২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: ঈদ মুবারক!
১১| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: ঈদ মুবারক!
১২| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ঈদ মোবারক ।
চমৎকার হয়েছে মধ্য রজনীর প্রার্থনা, সাথে এর প্রেক্ষিত বর্ণনা । সুরা ফাজরের শেষ তিন আয়াতের বর্ণনা
প্রাসঙ্গিক হয়েছে । আয়াত ত্রয়ের বর্ণনাতে বলা হযেছে মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতাদের দ্বারা তাকে
একটি সুসংবাদ শোনানো হয়। তার মৃত্যুর পর কবর থেকে পুনরুত্থান করার পর আবার তাকে সুসংবাদ শোনানো
হবে এবং কিয়ামতের মাঠে বিচারকাজ শেষ হওয়ার পর পুনরায় তাকে এ সুসংবাদ দেওয়া হবে।
প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলা হবে, আমার নেককার বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং তাদের সাথে
আমার জান্নাতে প্রবেশ করো। এ আদেশ হতে ইঙ্গিত পাওয়া যায় যে, জান্নাতে প্রবেশ করা ধর্মপরায়ণ, সৎ
বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার ওপর নির্ভরশীল । তাদের সাথেই জান্নাতে প্রবেশ করা যাবে। এ থেকে জানা যায় যে,
যারা দুনিয়াতে ধার্মিক ও সৎকর্ম পরায়ণ লোকদের সঙ্গ অবলম্বন করে, তারা যে তাদের সাথে জান্নাতে যাবে, এটা
তারই আলামত। উল্লেখ্য নামাজের প্রতিটি রাকাতেই সুরা ফাতেহা পাঠ আবশ্যকীয় করা হয়েছে যেখানে সুরাটির
শেষ দুই আয়াতে ( আয়াত ৬-৭) বলা হয়েছে আমাদেরকে সরল পথ দেখাও(আয়াত ৬)
তাদের পথ, যাদেরকে তুমি নিয়ামত দান করেছ; তাদের পথ, যারা ক্রোধভাজন নয় এবং যারা
পথভ্রষ্টও নয়( আয়াত ৭) ।
মহাবিজ্ঞ আল্লাহ তায়ালা মুমিনদেরকে কিভাবে নিয়মিতভাবে সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত থাকার জন্য
বিধান দিয়েছেন ও তা প্রতিপালনের জন্য নির্দেশনা দিয়েছেন তা সত্যিই ভাবার বিষয়, তা সত্যিই কতই
না মঙ্গলময় ।
দোয়া করি আল্লাহ সর্বদাই আমাদেরকে সৎকর্মশীলদের সাথে
অন্তর্ভুক্ত থাকার জন্য তৌফিক দিন । আমীন
শুভেচ্ছা রইল ।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: ঈদ মুবারাক!
সুরাহ ফাজরের শেষ তিন আয়াতের বিশদ ব্যাখ্যা প্রদানের জন্য অশেষ ধন্যবাদ। প্রাসঙ্গিকভাবে সুরাহ ফাতিহার শেষ দুই আয়াতের ব্যাখ্যাও একই সাথে আলোচনা করার জন্য ব্যাখ্যাটি বুঝতে সহজ হয়েছে।
আপনার দোয়ার সাথে একাত্মতা ঘোষণা করছি।
১৩| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৫
মুক্তা নীল বলেছেন:
খুবই সুন্দর করে আপনি লিখেছেন যা পড়ে অন্তর প্রশান্তিময় হয়ে যায় ।
২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনি পড়েছেন এবং এত সুন্দর একটা মন্তব্য করেছেন, এতে আমিও প্রশান্তি লাভ করলাম।
ভালো থাকুন, শুভকামনা....
১৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪১
আরোগ্য বলেছেন: تقبل الله منا و منكم.
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: আমীন!
১৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার এই পোস্টটি অন্যত্র পড়েছি স্যার। এখানে ফুল ভার্সনে ঢুকতে না পেরে কমেন্ট করতে পারিনি। খুবই টার্চি লেখা।
বিলম্বিত ঈদের শুভেচ্ছা আপনাকে।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য, প্লাস এবং ঈদ-শুভেচ্ছার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৮
নীল আকাশ বলেছেন: জি, সেটা হওয়ার সম্ভবনাই বেশি। ভোর রাতে বৃষ্টি হয়েছে। এটা এর একটা পরিচিত আলামত বা নির্দেশনা।
আপনাকে মাহে রামাদান ও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।