নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
ব্লগে বেশি কেউ কবিতা পড়তে আসে না;
এটা কবিতা লিখিয়েরাও বেশ জানে।
উৎসুক তাদের মনটা জবাব খুঁজে পায় না,
কবিতা-পাঠক আজ নেই কেন কোনখানে।
তবু তারা মনে মনে এই আশা করে,
কেউ তার কবিতাখানি একটু পড়ুক!
তরঙ্গে তরঙ্গে তারা ভাসায় কথার সায়রে,
কবিতার ছোট কিস্তি, তা ভাসুক বা ডুবুক!
গদ্যে লেখা যায় কত শত কথার কথকতা,
কবিতায় সেটাই বলতে হয় অল্প কথায়।
সে কথাগুলো কবি'র অন্তঃকরণের বারতা
পাঠকের মন ছুঁলে সেগুলোই কবিতা হয়ে যায়।
ঢাকা
০১ অক্টোবর ২০২৩
০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
২| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১০:১১
বাকপ্রবাস বলেছেন: গদ্যের আবেদন কবিতায় পুরণ।
সব কবিতা ভাল হয়না, আমি দেখেছি এখানে কবিতায় যারা কমেন্ট পায় সেখানে আমি কমিন্ট করিনা মাঝেমাঝে, কিন্তু পড়ি। করিনা কারন আমি যখন দেখি নারীর শরীর এসে যায় কথায় কথায় সেটা আমাকে টানেনা।
ছড়া বা পদ্য হলে আমি অবশ্যই চেষ্টা করি কমেন্ট করতে যেহেতু আমি নিজেই লিখি
ভাল কবিতায় কমেন্ট কম আসে, কারণ আধুনিক ভাল কবিতাগুলো অনেকেই সহজে বুঝতে পারেনা, আমিও কম বুঝি, কিন্তু এটা বুঝিযে এই কবিতা ভাল হয়েছে, তায় কমেন্ট করি সুন্দর ভাল এমনটা
০১ লা অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: ছড়া বা পদ্য হলে আমি অবশ্যই চেষ্টা করি কমেন্ট করতে যেহেতু আমি নিজেই লিখি - একই কথা আমিও কবিতার ক্ষেত্রে বলতে পারি।
আপনি আমার কবিতায় এসে মন্তব্য করেছেন, এতে নিঃসন্দেহে আমি প্রীত ও প্রাণিত হলাম।
অনেকে কোন মন্তব্য না করেই প্লাস দিয়ে চলে যান, বুঝতে পারি তারা নীরব পাঠক। পোস্টে তাদের মন্তব্যহীন উপস্থিতি টের পেলেও আমি প্রীত হই।
৩| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়তে আমার সব সময় ভাল লাগে।
কিন্তু আগে ব্লগে অনেকে ভাল ভাল কবিতা লিখতেন।এখন সেই সব কবিরা ব্লগে কবিতা কম লেখেন।
০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়তে আমার সব সময় ভাল লাগে - প্রীত হলাম, কবিতার প্রতি আপনার অনুরাগের কথা জেনে।
এ কথা সত্য, ব্লগে এখন পূর্বের তুলনায় কবিতা কম আসে, ভালো মানের কবিতা আরও কম আসে। তবে মনে হচ্ছে, অতি সম্প্রতি কিছু ভালো মানের কবিতা আবারও আসতে শুররু করেছে।
৪| ০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
করুণাধারা বলেছেন: কবিতার পাঠক নেই তা নয়, সমস্যা হচ্ছে যারা পড়েন তাদের অনেকেই মন্তব্য করতে চান না। কারণ কবিতায় অল্প শব্দে ভাব প্রকাশ করেন কবি, এটা নিয়ে আলোচনা করতে গেলে কবিতাটি প্রথমে হৃদয়ঙ্গম করতে হয়। এই কাজটি কখনো কখনো কঠিন কাজ হয়ে দাঁড়ায়!
এই কবিতার দ্বিতীয় স্তবক বেশি ভালো লেগেছে।
০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করতে সময় কম লাগে বলে অনেকেই কবিতার পোস্টে এসে ঢুঁ মেরে যান। তবে পাঠকের তুলনায় মন্তব্যের সংখ্যাটা অনেকই কম থেকে যায়। এর একটা কারণ হয়তো আপনি যা বলেছেন, সেটাও হবে।
স্তবক উল্লেখপূর্বক কবিতা ভালো লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য আপনাকে ধন্যবাদ। + +
৫| ০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
জটিল ভাই বলেছেন:
কবিতা লিখা শ্রমসাধ্য, বুঝতে লাগে জ্ঞাণ,
কিন্তু এখন আমরা সবাই নাই কাজে পেরেসান!
তাইতো এখন ছন্দে বাঁধা শব্দের অর্থ খোঁজার,
অনুসন্ধানী মন খুঁজে, পাওয়াই বড্ড ভার।
তারচেয়ে বরং দেশ দশ নিয়া চর্বিত চর্বন,
করাটাই আজ লিখার মাঠে সহজ আচরণ।
কবিতা আজ ভালল্লাগেনা, ছন্দে অরুচি,
তারচেয়ে ভালো টিকটক হতে সস্তা কিছু খুঁজি।
০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৯
খায়রুল আহসান বলেছেন: জটিল ভাই তো দেখছি সরল একটা কবিতা লিখে ফেলেছেন! অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, রম্য মন্তব্য এবং প্লাস এর জন্য
৬| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৭
জাহিদ অনিক বলেছেন: ব্লগের কবি ও কবিতা নিয়েই যেহেতু কবিতা - তাই শ্রদ্ধাভরে স্মরণ করে যাচ্ছি কেবল কবিদের'কে
কবিতা লেখাটা মোটেও সহজ কিছু না। হৃদয়ের দহন ছাড়া সে আসে না।
০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩১
খায়রুল আহসান বলেছেন: "কবিতা লেখাটা মোটেও সহজ কিছু না। হৃদয়ের দহন ছাড়া সে আসে না" - চমৎকার বলেছেন এ কথাটা। বিশেষ করে পরের কথাটা আমি পুরোপুরি উপলব্ধি করি।
কবিদের প্রতি এভাবে শ্রদ্ধা প্রকাশের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হলাম।
৭| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৩
ইসিয়াক বলেছেন: আমার ভীষণ ইচ্ছে,একদিন এমন একটা কবিতা লিখবো যা মানুষের মুখে মুখে ফিরবে।এই একটা কবিতা আমায় হাজার বছর বাঁচিয়ে রাখবে। এই কবিতার গুণে লোকজন আমায় ভালোবাসবে।নিঃস্বার্থ ভালোবাসার বড্ড লোভ আমার।জানি স্বপ্ন স্বপ্ন ই থেকে যাবে কারণ আমি ভীষণ ভীষণ অগোছালো।আমার অনেক সীমাবদ্ধতা আছে । তবুও স্বপ্ন দেখতে দোষ নেই। জীবন তো একটাই।
#আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। শুভেচ্ছা রইলো।
০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনার মত একই রকমের ইচ্ছে আমারও হয়। মানুষের ইচ্ছে থেকে স্বপ্ন দেখা শুরু, স্বপ্ন দেখতে দেখতেই একদিন বাস্তবায়নও হয়ে যায়। আশা করি একদিন আপনার স্বপ্নও বাস্তবায়িত হবে।
স্বপ্নীল মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৮| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার কবিতা খুবই উচ্চাঙ্গের ভাবনা প্রকাশ করেছে ।
কবিতার প্রতিটা চরণ পাঠ করে ভাবি করে নীজের মতন
কবিতাটি পাঠের পর নীজ ভাবনার কিছু কথামালা
অনেকটা কবিতার মত করেই বলে গেলাম নীচে ।
কবিতা কথা বলে জীবনের
যাপিত জীবনের নানান গল্পের
প্রতিফলিত রূপই যে কবিতা।
কবিতায় খুঁজে পাওয়া যায় সুখ ও শান্তি,
ভালোবাসার ছোঁয়ামাখা চিত্রমুখ।
কবিতা যে শুধু সুখ ,শান্তি আর
ভালোবাসার কথা বলে তা কিন্তু নয়।
কবির সামান্য অসতর্কতাও
সমাজের শরীরে ফুঁড়ে দিতে পারে বিষদাঁত।
সেই কবি ও কবিতা তাই আড়ালে পড়ে ঢাকা
সে রকম কবি ও কবিতার ইতিহাসও কম নয়।
এজন্যই অনেকের প্রশ্ন, কবিতা লেখা
কি সহজ সোজা নাকি সত্যের আরাধনা
কিংবা ধ্যানের ছবি থাকে কবিতায় ।
যে দর্শনের ছবি কবি আঁকেন,
সেটা নিশ্চয়ই সুচিন্তা করেই আঁকেন।
কিন্তু কখনো কখনো সময়ের করাল থাবায়
ভিন্ন দৃষ্টির সৃষ্টি করে অনেকের লেখা কবিতায়।
কবিতা নিয়ে নানান প্রশ্ন রয়েছে সৃষ্টিকাল থেকেই
হয়তো আরো অনেক দিন ধরে তা থাকবেও।
তবে সম্প্রতি প্রায় পাঠকই অভিযোগ করেন,
আধুনিকতার নাম করে লেখা কবিতাগুলো
তারা বোঝেন না কিংবা বুজতেও চাননা।
অনেক কবিও একই অভিযোগের তীর ছোড়েন।
কবিতার চলমান যে গতি, ছন্দ-যতি, মিল-অমিল
তা একশ্রেণির হঠাৎ কবির হাতে পড়ে দলিত-মথিত
হয়ে গাঁটের পয়সায় বই আকারে বেরিয়ে
পরিশেষে ডাস্টবিন উপচে পড়ছে বলে
গুঞ্জন রটে মর্মে দেখা যায় এই
সামুর পাতায় অনেকের লেখাতেই।
পরচর্চায় আর নারির বিশেষ সৌন্দর্য বর্ণনায়
হয়না কবিতা যদি না থাকে তাতে সত্য প্রেমের মিশ্রন।
হিরা মানিক চুনি পান্না আর যুবক যুবতির তথ্যে নয়,
ধান-নদী-খালের মাছের ঝিলিকের কাছে
খুঁজতে হবে বাংলা কবিতার নান্দনিক দিক,
যা হবে সহজিয়া নদীর মতো, বাউল কোকিলের মতো,
প্রতিবাদী কাকের মতো, সকালবেলার পাখির মতো ।
কবিতার ভিতরে থাকবে মিলের মতো টান,
থাকবে না জটিল কুটিল রাজনীতির আবরণ
বরং থাকবে প্রজাপতির রং, ফুলের সুবাস,
ধানের শীষে একটি শিশির বিন্দুর মতন
লেপ্টে থেকে পাঠকের বুকে জাগাবে শিহরণ।
কবিতাকে গতির কাছে ছন্দময়তার কাছে,
রূপক-উপমার কাছে বিশ্বাসের বিভূতির কাছে
সমর্পিত হতে হবে তবেই না কবিতা ও কবি পাবে
ব্লগ সহ সকল স্তরের পাঠক আকর্ষন ।
আপনার লেখা কবিতাগুলি উতরিয়েছে
সকল প্রকার প্রতিবন্ধকতার আবরন
তাইতো বারে বারে আসি করতে
তাদের থেকে মধু আহরণ ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: "কবিতায় খুঁজে পাওয়া যায় সুখ ও শান্তি,
ভালোবাসার ছোঁয়ামাখা চিত্রমুখ" - চমৎকার বলেছেন।
"কবিতাকে গতির কাছে ছন্দময়তার কাছে,
রূপক-উপমার কাছে বিশ্বাসের বিভূতির কাছে
সমর্পিত হতে হবে তবেই না কবিতা ও কবি পাবে
ব্লগ সহ সকল স্তরের পাঠক আকর্ষন" - অনেক ধন্যবাদ, কবি ও কবিতা সম্পর্কে আপনার এই পর্যবেক্ষণটি এখানে তুলে ধরার জন্য। আশাকরি কবিগণ আপনার এ পরামর্শ আমলে নিয়ে তাদের নিজেদের প্রতি এবং কবিতার প্রতি সুবিচার করবেন।
বস্তুনিষ্ঠ পরামর্শ এবং প্রেরণাদায়ক প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৯| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৩
সোহানী বলেছেন: হাহাহাহা........ কে বলেছে কবিতা পড়া হয় না ব্লগে। এই যে আপনারটা পড়লাম।
০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনি অবশ্য শুধু এটা নয়, আমার প্রায় সব কবিতাই পড়েছেন। এজন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি।
১০| ০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৭
ধ্রুবক আলো বলেছেন: মাঝে মাঝে লগইন ছাড়া আপনার ব্লগে ঘুরে যাই
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ। মাঝে মাঝে লগ-ইন করেও আসবেন।
১১| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: সত্য কথা তবে কিছুটা অভিমানী বটে। ঠিকই তো কাব্যরা কখনো সখনো এমনো পর্যবেক্ষণধর্মী হোক। হয়ে উঠুক অন্তরের বারতা।
কাব্যে দশম লাইক।
শুভেচ্ছা স্যার আপনাকে।
০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কথায় পোস্টে দশম লাইক দিয়ে যাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
"কিছুটা অভিমানী বটে" - কবিরা তো কিছুটা অভিমানী হয়েই থাকেন!
১২| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:০৮
কালো যাদুকর বলেছেন: কবতা পড়া আসলে প্রেমে পড়ার মতন, চাইলেও পরতে হয়, না চাইলেও পরতে হয়, কপালের ব্যপার। কোন প্লান করে কবিতা পড়া হয় না।
০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০২
খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটি বেশ চমকপ্রদ! মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক বলেছেন, কবিতার পাঠক আগাগোড়াই বেশ কম মনে হয়। দিন দিন সংখ্যা আরো কমছে। আমার মনে হয়, কবিদের সেদিকে ভ্রুক্ষেপ করা উচিত না, কবিতা মনের খোরাক থেকে আসার কথা, পাঠকে তার স্বীকৃতি। স্বীকৃতি না পেলেও সৃষ্টি থেমে থাকা ঠিক না।
আমি নিজেও কবিতা বুঝি না, তবে বোঝার চেষ্টা করি। বুঝতে পারলে মনে হয় একটা পথ পাড়ি দিয়ে কবিকে জানলাম। দৈনন্দিনের সাধারণ চলাফেরায়, পরিচয়ে মানুষকে জানা যায়? বলুন। কবিতা একটা ভাল উপায় মনে হয়।
০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা মন্তব্যের জন্য।
"আমার মনে হয়, কবিদের সেদিকে ভ্রুক্ষেপ করা উচিত না" - আপনিও একদম ঠিক কথাটিই বলেছেন।
"স্বীকৃতি না পেলেও সৃষ্টি থেমে থাকা ঠিক না" - সঠিক, অতি অবশ্যই।
১৪| ১৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর প্রকাশ, শ্রদ্ধেয় কবি
১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পাঠ করে এখানে মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সঠিক বলেছেন কবি দা
জয় কবিতার--------------