নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রশ্নে নির্বাক, উত্তরে নির্বাক

২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২


জীবন যুদ্ধে ক্লান্ত, 'শৈলান প্রবীণ নিবাস' এর এক বিস্ময়বিমূঢ়া, বয়স্কা নারী
১১ নভেম্বর ২০২৩, অপরাহ্ন ১৫-৪০


একদিন তার বিস্ময়াভিভূত, অপলক, জিজ্ঞাসু চোখদুটো বুঁজে যাবে;
অবসান হবে সকল জিজ্ঞাসার, নীরব প্রতিবাদের,
ভালোবাসাহীন জীবনের সকল বঞ্চনার, সকল অবিচারের।
নীরব প্রশ্নের কশাঘাত পদাঘাতের চেয়েও কঠিন বেদনাদায়ক!
এরা যদি কোনদিন স্বকণ্ঠে প্রশ্ন করে বসে,
সমাজ বদলের জন্য, অসাম্য, বৈষম্য ও অবিচার নিরসনের জন্য
আমরা কী অবদান রেখেছি?
আমরাও সেদিন এদেরই মত নির্বাক হয়ে চেয়ে রবো!


'শৈলান প্রবীণ নিবাস', ধামরাই, ঢাকা থেকে ফিরে--
১২ নভেম্বর ২০২৩


মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: অসাধারণ একটি কথামালা তথা কবিতা পড়লাম।

আপাতত চলি, পরে কথা হবে।

২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: "আপাতত চলি, পরে কথা হবে" - আচ্ছা, ঠিক আছে। প্রথম মন্তব্য এবং দ্বিতীয় লাইক এর জন্য অশেষ ধন্যবাদ।

২| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯

সোনালি কাবিন বলেছেন: কবিতায় যে প্রশ্ন রাখলেন, তার উত্তরে মৌনতা ছাড়া আর কিছু ভাঁড়ারে নেই।

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: প্রশ্নটা যেমন কঠিন, উত্তরটা তার চেয়েও কঠিন, আয়ত্তের বাইরে।
মন্তব্য ও লাইক এর জন্য ধন্যবাদ।

৩| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




পোস্টের ছবির চোখে যে অতলান্ত হতাশার নিরব জিজ্ঞাসা, তার উত্তর মনে হয় আমাদের জানা নেই কারো!
একটি ছবি কিন্তু লক্ষ শব্দের চেয়েও বেশি কথা বলে!
ভালো লেখা হয়েছে।

২৩ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: "পোস্টের ছবির চোখে যে অতলান্ত হতাশার নিরব জিজ্ঞাসা, তার উত্তর মনে হয় আমাদের জানা নেই কারো!" - জ্বী, আপনি ঠিকই বলেছেন। আমিও আমার উপরের প্রতিমন্তব্যে বলেছিঃ "প্রশ্নটা যেমন কঠিন, উত্তরটা তার চেয়েও কঠিন, আয়ত্তের বাইরে"।
একটি ছবি কিন্তু লক্ষ শব্দের চেয়েও বেশি কথা বলে! - জ্বী, অবশ্যই।
মন্তব্য ও লাইক এর জন্য ধন্যবাদ।

৪| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানুষের জীবন বড্ড অদ্ভুত।

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

খায়রুল আহসান বলেছেন: বিচিত্র জীবন নিয়েই পৃথিবীতে আমাদের বসবাস।

৫| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১২

কামাল১৮ বলেছেন: এই সমস্যার সমাধানের জন্য সংঘঠিত হওয়া দরকার।সেটা নিয়ে আমরা কেউ কথা বলি না।কিন্তু সমস্যাটা নিয়ে কথা বলতে মজা পাই।

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

খায়রুল আহসান বলেছেন: এদের জন্য বহু সংগঠন নামে আছে; কামে কেউ নেই!

৬| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: আমি ভয় পাচ্ছি, যখন আমার অনেক বয়স হয়ে যাবে- তখন কি আমি অসহায় হয়ে যাবো?

কবিতা হৃদয় স্পর্শ করে গেলো।

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

খায়রুল আহসান বলেছেন: বয়স হয়ে গেলে মানুষ প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে থাকে। পরনির্ভরশীলতা থেকে অসহায়ত্বের সৃষ্টি হতে থাকে। এটাকে ভয় পেলে চলবে না; জীবনের সহজাত, স্বাভাবিক প্রবৃদ্ধি ও পরিণতি হিসেবে মেনে নিতে হবে।

৭| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

ঢাবিয়ান বলেছেন: কি যে করুন ছবিটা !

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: ছবিটা সত্যিই বড় করুণ, জিজ্ঞাসু আর মর্মভেদী!

৮| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

গেঁয়ো ভূত বলেছেন: আমাদের সমাজ বদলে যাচ্ছে, বদলে গেছে আমাদের পরিবার কাঠামো, কিন্তু, পরিবর্তিত বাস্তবতায় যে ধরনের পদক্ষেপ প্রয়োজন সেই কাজটিতে আমাদের সমাজ ও রাষ্ট্রের খুব একটা সফলতা আছে বলে তো মনে হচ্ছে না। ছবির মানুষটির দৃষ্টি যেন আমারিই দৃষ্টি। কিন্তু এর উত্তরটা কে দেবে???

শুভকামনা। ভাল থাকবেন।

২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: "কিন্তু এর উত্তরটা কে দেবে???" - নিজের বিবেক ছাড়া এর উত্তর দেয়ার মত কেউ নেই!
মন্তব্য ও লাইক এর জন্য ধন্যবাদ।

৯| ২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয়বিদারক শব্দগুচ্ছের সঙ্গে ছবিটি যেন এক অনন্ত হাহাকারকে তুলে ধরেছে।যদি ওনার পরবর্তীকালের কোনো খবর পেতাম খুশি হতাম।
শুভেচ্ছা স্যার আপনাকে।

২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: "ছবিটি যেন এক অনন্ত হাহাকারকে তুলে ধরেছে" - সত্যিইতাই। ওনার পরবর্তীকালের কোনো খবর জানার আর কোন সুযোগ পাবো কিনা জানিনা, পেলে খবর সংগ্রহ করে আপনাকে জানাবো।
সহমর্মী মন্তব্য ও লাইক এর জন্য অশেষ ধন্যবাদ।

১০| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার গ্রামের বাড়ি ধামরাই থানায়।

২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: তাই নাকি? আপনি তো তাহলে একটি সমৃদ্ধ এলাকার মানুষ।
মন্তব্য ও লাইক এর জন্য অশেষ ধন্যবাদ।

১১| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

শায়মা বলেছেন: অনেক ভাবনার একটা কবিতা ভাইয়া।

মানুষ যত বেশি দিন বাঁচে তত বেশি অপাংতেয় হয়ে পড়ে।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০০

খায়রুল আহসান বলেছেন: "মানুষ যত বেশি দিন বাঁচে তত বেশি অপাংতেয় হয়ে পড়ে" - একটা নির্দিষ্ট বয়সের পর থেকে, বিশেষ করে মানুষ কর্মক্ষমতা হারানোর পর থেকে এবং আরও কিছুকাল পরে চলৎশক্তিহীন হয়ে পড়লে আত্মীয় অনাত্মীয় তো দূরের কথা, নিজ পরিবারেই একেবারে অপাংক্তেও হয়ে পড়ে।
অনেক ভাবনার একটা কবিতা পড়ে নিজের ভাবনাটাও এখানে শেয়ার করে গেলেন, এজন্য ধন্যবাদ। প্লাসে প্রাণিত।

১২| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: কবিতা বা শিরোণাম - প্রশ্নে নির্বাক, উত্তরে নির্বাক। যে বিষয়টি নিয়ে কবিতাটি লিখেছেন আমার কাছে আসলেই এটার প্রশ্নে ও উত্তরে উত্তর হলো , নির্বাক। দেশে দেশে, সমাজে সমাজে, মানুষে মানুষে এই একটি প্রথা চালু করেছে, বৃদ্ধাশ্রম, এটা আমি কল্পনাও করতে পারি না!

আমি ব্লগে অনেক দিন থেকে অনিয়মিত, সেজন্য অনেক দিন পর আপনার এই নতুন লেখাটি পড়া সৌভাগ্য হলো। বিষয় নিযে তো বললাম। আর কবিতার ভাষা, ছন্দ আর অনুভভ হৃদয় না ছুঁয়ে পারে না।

পৃথিবীর মানুষের মনে গভীর অসুখ বাঁসা বেঁধেছে, মানুষ পৃথিবীর কোন ঋণ শোধ করতে চায় না। মানুষের টুকরো টুকরো দুঃখ, ব্যথা, কষ্ট মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সমাজ বদল হয়েছে ঠিক, কিন্তু বৈষম্য, অসাম্য, অবিচার রয়েই গেল।

মানব জীবনের একটি চরম বেদনাদায়ক আখ্যান আপনার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে, যা আমাকে খুব করে নাড়িয়ে দিয়েছে।

শুভকামনা।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে হলেও, আপনাকে ব্লগে ফিরতে দেখে অত্যন্ত প্রীত।
ভালোবাসাহীন জীবনে বৃদ্ধাশ্রম ব্যবস্থাটা কিছুটা স্বস্তি ও শারীরিক শান্তি এনে দেয় বৈকি, তবে আমার কাছেও মনে হয় যে কাউকেও যেন এ ব্যবস্থার আশ্রয়ে যেতে না হয়।
"পৃথিবীর মানুষের মনে গভীর অসুখ বাঁসা বেঁধেছে, মানুষ পৃথিবীর কোন ঋণ শোধ করতে চায় না। মানুষের টুকরো টুকরো দুঃখ, ব্যথা, কষ্ট মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সমাজ বদল হয়েছে ঠিক, কিন্তু বৈষম্য, অসাম্য, অবিচার রয়েই গেল" - পোস্ট পড়ে আপনার এমন চমৎকার ভাবনাগুলো এখানে ব্যক্ত করে যাবারর জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

কালো যাদুকর বলেছেন: এই কবিতা লেখাটিই একটি কঠিন ব্যাপার। মন্তব্য করা বা উত্তর করাও আরো কঠিন। ঐ চোখে যে প্রশ্নটি ওটাই সবথেকে কঠিন প্রশ।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: "ঐ চোখে যে প্রশ্নটি ওটাই সবথেকে কঠিন প্রশ্ন" - একদম ঠিক বলেছেন। ধন্যবাদ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৫ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: পুনরাগমগনের জন্য ধন্যবাদ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

ডঃ এম এ আলী বলেছেন:



একেই বলে ছবি কথা বলে :)
কবিগুরু তার কবিতায় বলেছিলেন
প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে—
কে তুমি, মেলে নি উত্তর। বৎসর বৎসর চলে গেল,
দিবসের শেষ সূর্ শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিমসাগরতীরে,
নিস্তব্ধ সন্ধ্যায়— কে তুমি, পেল না উত্তর।

তেমনটিই দেখা যায় এ কবিতার কথামালায়
দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে তাদের দ্বারে
জীবন সমুদ্রের ভাটার কালে দু:সহ যাতনাময় দিনে
একমাত্র শান্তনা তারা পেয়েছে কষ্ট নিবারনের ঐক্যতানে
মমতার আধারে তাদের প্রতি সদয় শৈলান প্রবীণ নিবাসে ।

পুর্বকার যাপিত জীবনে যতবার সমাজের মুখোশধারীদের
তারা করেছে বিশ্বাস ততবার দেখেছে অনর্থ পরাজয়।
এই হার-জিত খেলা, জীবনের মিথ্যা এ কুহক জীবন সায়াহ্নে
এসে বিজড়িত তাদের পদে পদে , চাওয়া আর না পাওয়া
একাকিত্বের জীবন তাদের দুঃখ বেদনার পরিহাসে ভরা।
উপারে পারি দেয়ার বিচিত্র চলচ্ছবি, আগত দিনের মৃত্যুর
হাতছানী বিকীর্ণ আঁধারে রেখে যায় প্রশ্ন ঘুনে ধরা
এই সমাজের প্রতি; চেয়েছিল যা পেয়েছে কি তা -
সে সকল শুধুই এই কবিতার কথামালার মতই
প্রশ্নে নির্বাক, উত্তরেও নির্বাক ।

জীবন বোধের সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা রইল

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিগুরু'র কবিতা থেকে উদ্ধৃতিটা চমৎকার এবং যথার্থ হয়েছে।

"এই হার-জিত খেলা, জীবনের মিথ্যা এ কুহক জীবন সায়াহ্নে
এসে বিজড়িত তাদের পদে পদে , চাওয়া আর না পাওয়া
একাকিত্বের জীবন তাদের দুঃখ বেদনার পরিহাসে ভরা"
- খুবই চমৎকার একটি অনুভব এবং উপলব্ধি! এ অনুভব এবং উপলব্ধি থেকে করা মন্তব্য ও লাইক এর জন্য অশেষ ধন্যবাদ।

১৬| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫০

তাহেরা সেহেলী বলেছেন: শিকড় থেকে শুধরাতে হবে।
নিজের জন্যে যা আশা করি, অন্যের জন্যেও তা যতক্ষণ পর্যন্ত না চাইতে এবং দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমারা ভালো কিছু আশা করতে পারি না।

২৭ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: "শিকড় থেকে শুধরাতে হবে" - একদম ঠিক কথা। বাকি কথাগু্লোও চমৎকার। সব মিলিয়ে একটি যথার্থ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

১৭| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৩

সোহানী বলেছেন: ছবিটা অনুভূতিকে নাড়া দেয়।

২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: আসলেই মন ও মননকে নাড়া দিয়ে যাবার মতই ছবি এটা। মন্তব্য ও লাইক এর জন্য অশেষ ধন্যবাদ।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

করুণাধারা বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। স্বস্তি, সম্মান, আর সুস্থতার সাথে থাকুন আজীবন।

এই কবিতায় দেয়া ছবি দেখে আমার অজানা অনুভূতি হয়েছে, দুঃখ উৎকন্ঠা হতাশা ভরা দুই চোখ দেখে কেবল প্রার্থনা করি, এমন দিন যেন কারো জীবনেই কখনো না আসে।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার মত একজন নগণ্য মানুষের জন্মদিনের তারিখটা স্মরণে রেখেছেন দেখে বিস্ময়ে অভিভূত হ'লাম। আর সেটা স্মরণে রেখে আমার জন্য তিনটি অমূল্য সম্পদের দোয়া রেখে গিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন! আজ সারাদিনে অনেক শুভেচ্ছাবার্তা পেয়েছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে। ব্লগে পাওয়া এই সুন্দর শুভেচ্ছাবার্তাটি সবগুলোর ঊর্ধ্বে স্থান করে নিল।

"দুঃখ উৎকন্ঠা হতাশা ভরা দুই চোখ দেখে কেবল প্রার্থনা করি, এমন দিন যেন কারো জীবনেই কখনো না আসে" - উপস্থিত আমার অনুভূতিও এমনই ছিল। ছবিটা দিয়েছি সে জন্যেই, তবে কবিতায় সেটা ফুটিয়ে তুলতে পারিনি।

অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনাকে ব্লগে পুনরায় নিয়মিত হতে দেখে ভালো লাগছে।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

মিরোরডডল বলেছেন:




জানা ছিলো না আজ প্রিয় ব্লগারের জন্মদিন। ধারাপুর কমেন্ট থেকে জানলাম, আপুকে থ্যাংকস।

প্রিয় ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা।
I hope your life path leads you to a healthy, happy long life.

By the way, I am also a Sagittarius :)


১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।
"By the way, I am also a Sagittarius" - আমার আগের ২২ দিনে, নাকি পরের ৯ দিনে? আগে হলে আপনাকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা, আর পরে হলে অগ্রিম শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.