নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
"ঝরা পাতা গো, আমি তোমারই দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে।।"
– কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
পথশয্যায় ঝরাপাতা...
পুরনো, বিবর্ণ, শুকনো পাতারা ঝরে যায়,
পীচঢালা পথে ঠাঁই নেয় ক্ষণিকের শয্যায়,
যতক্ষণ না ঝাড়ুদার এসে তাদের সরিয়ে নিয়ে যায়,
অন্তিম বহ্নিশিখায় ভস্মীভূত করে মাটিতে মিশিয়ে দেয়।
আনমনা পথচারী তাদের মাড়িয়ে চলে যায়,
ব্যস্ত জীবনের অদৃশ্য রশি তাদের কোমরে বাঁধা।
জীবন বসে থাকে না; একদিন আবার অঙ্কুরোদ্গম ঘটে।
নতুন পাতার মুখ আঁখি মেলে, উঁকি দেয়, মুকুলিত হয়।
এভাবেই ছকে বাঁধা প্রতিটি প্রাণের জীবনের পথচলা;
আসা যাওয়ার এ ছকবাঁধা পথের নামই জীবন।
এ জীবন চলমান, তবে এ চলা চিরন্তন নয়।
একদিন সব আঁখি চিরতরে বুঁজে যায়, জীবন ঝরে পড়ে!
ঢাকা
২০ ফেব্রুয়ারী ২০২৪
"জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?"
-- মাইকেল মধুসূদন দত্ত
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: আমার এলাকায় হাঁটার সময় পথের উপর পড়ে থাকা এসব ঝরা পাতা আর শুয়ে থাকা এসব পাতা মাড়িয়ে আনমনা পথচারীদের পথচলা দেখে আমার মনে যেসব ভাবনার উদয় হয়েছিল, তারই প্রতিফলন ঘটেছে কবিতার চরণে চরণে। ভাবনা তেমন গভীর নয়, তাৎক্ষণিক অনুভূতির প্রকাশ মাত্র। কবিতায় তেমন রূপকেরও আশ্রয় নেই নি; শুধুমাত্র প্রাসঙ্গিকতার কারণে ছবিটা জুড়ে দিয়েছি। তবুও কবিতাটি আপনার কাছে "সুন্দর ও গভীর" অনুভূত হয়েছে জেনে ধন্য হলাম। প্রথম মন্তব্য ও প্লাসে প্রাণিত।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ।।।।
অনেক সুন্দর হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২
খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হলাম।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪
নজসু বলেছেন:
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে. সকল রঙ্গিন পরিচয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০২
খায়রুল আহসান বলেছেন: ভালো কাজ রেখে গেলে মরণ সাধারণতঃ সে পরিচয় মুছে দেয় না।
মন্তব্য ও প্লাসে প্রীত ও প্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হলাম।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সহজ সরল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত হলাম।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬
মায়াস্পর্শ বলেছেন: জীবন চক্র।
চলমান তবে নিরন্তন নয়।
অনেক সুন্দর করে লিখেছেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও অনেক সুন্দর করে লিখেছেন। +
প্লাসের জন্য ধন্যবাদ।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
প্রামানিক বলেছেন: আমাদের সবার জীবনই ঝরাপাতার মত। খুব ভালো লাগল কবিতা। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: খুব ভালো লাগল কবিতা - আপনাকে অনেক ধন্যবাদ, কবিতা পাঠ এবং সদয় মন্তব্যের জন্য।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩
নীল-দর্পণ বলেছেন: "জীবন বসে থাকে না; একদিন আবার অংকুরোদগম ঘটে।
নতুন পাতার মুখ আঁখি মেলে, উঁকি দেয়, মুকুলিত হয়।" খুবই বাস্তব, জীবন ঘনিষ্ট দুটো লাইন।
গ্রামে আমাদের বাড়ীর উঠোনের কোনে একটা বিশাল মেহগনি গাছ আছে, ফাল্গুনের এই সময়ে এক/দুই দিনের মাঝে পুরো গাছের পাতা ঝরে একদম খালি হয়ে যায়! সব চাইতে অবাক লাগে আবার ১/২ দিনের মাথায় পুরো গাছ পাতায় ভরে যেতে থাকে!
ভালোলাগা রেখে গেলাম লেখায়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: আসা-যাওয়া, উদয়-অস্ত, এগুলো বিধাতার বিধান, প্রকৃতির বিধি। এসব নির্দিষ্ট নিয়ম মেনেই হয়।
মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১
আরোগ্য বলেছেন: যদি ভুল না করি এটা রূপক কবিতা।
সুন্দর ও গভীর।