![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলে যাওয়া তাদের সকল কথা।
প্রণয়প্রার্থী যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে এক পথে চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ-
নদীও তখন শুনতে চায় নৈঃশব্দের কথামালা।
অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল দুটি হৃদয়
একান্তে বসে চুপিসারে বলে কিছু হৃদয়ের কথা,
দূর দূরান্ত চরাচরে নিশাচর পাখি আর প্রাণীরাও
কান পেতে শোনে ইথারে ভেসে আসা সেসব কথা।
জ্যোৎস্নালোকে পথ চলতে চলতে মাশুক দম্পতি
যখন অবলীলায় বলে যায় তাদের মনের গচ্ছিত কথা,
ঝিঁঝিঁ পোকারাও কান পেতে তখন স্তব্ধ হয়ে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের প্রণয়ের পংক্তিমালা।
ঢাকা
২৭ এপ্রিল ২০১৫
২| ২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।
৩| ২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৬
যামিনী সুধা বলেছেন:
দেশের পরিবর্তিত অবস্হা কি কোনভাবে আপনার উপর প্রভাব ফেলেছে?
জাতি কি প্রেমের কবিতার অভাবে আছে?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৮
জুল ভার্ন বলেছেন: ❤️