নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

নৈঃশব্দের কথকতা

২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৩

দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলে যাওয়া তাদের সকল কথা।

প্রণয়প্রার্থী যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে এক পথে চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ-
নদীও তখন শুনতে চায় নৈঃশব্দের কথামালা।

অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল দুটি হৃদয়
একান্তে বসে চুপিসারে বলে কিছু হৃদয়ের কথা,
দূর দূরান্ত চরাচরে নিশাচর পাখি আর প্রাণীরাও
কান পেতে শোনে ইথারে ভেসে আসা সেসব কথা।

জ্যোৎস্নালোকে পথ চলতে চলতে মাশুক দম্পতি
যখন অবলীলায় বলে যায় তাদের মনের গচ্ছিত কথা,
ঝিঁঝিঁ পোকারাও কান পেতে তখন স্তব্ধ হয়ে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের প্রণয়ের পংক্তিমালা।


ঢাকা
২৭ এপ্রিল ২০১৫

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৮

জুল ভার্ন বলেছেন: ❤️

০২ রা মে, ২০২৫ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।

০২ রা মে, ২০২৫ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৬

যামিনী সুধা বলেছেন:



দেশের পরিবর্তিত অবস্হা কি কোনভাবে আপনার উপর প্রভাব ফেলেছে?
জাতি কি প্রেমের কবিতার অভাবে আছে?

০২ রা মে, ২০২৫ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: বয়স তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে; আপনি কি কোনদিনই একটু সভ্য ভব্য হবার চেষ্টা করবেন না?

৪| ২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৩২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ্! সুন্দর। শিরোনামটা ও সুন্দর। শেষের দুই প্যারা বেশি ভালো লেগেছে ।

০২ রা মে, ২০২৫ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটার কথা আলাদা করে উল্লেখ করাতে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। +

৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

০২ রা মে, ২০২৫ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: ওকে।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২১

মিরোরডডল বলেছেন:




কবিতা খুব ভালো লেগেছে।

বেশ আগে কোন একজনের পোষ্টের মন্তব্যে কয়টা লাইন লিখেছিলাম।
সেটাই এখানে দিলাম, এই কবিতার সাথে যায়।

অনুচ্চারিত শব্দগুলো সবচেয়ে বেশি
উচ্চারিত হয় অব্যক্ত কথায়।
যে হৃদয় শুনবার, না বললেও
সে হৃদয় ঠিকই শুনতে পায়।




০২ রা মে, ২০২৫ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার উদ্ধৃৃত লাইনগুলিও সুন্দর। +
কবিতা খুব ভালো লেগেছে জেনে প্রীত হলাম। +
ধন্যবাদ।

৭| ০২ রা মে, ২০২৫ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



একটি নীরব, কোমল প্রেমের কবিতা — যেখানে শব্দ নয়, অনুভূতিই মুখ্য। প্রকৃতিও থেমে শুনে প্রেমিক হৃদয়ের নৈঃশব্দের কথন। অপূর্ব ও গভীর।

০২ রা মে, ২০২৫ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: যেখানে শব্দ নয়, অনুভূতিই মুখ্য - অনেক ধন্যবাদ, এ উদার মূল্যায়নের জন্য।

৮| ১৮ ই মে, ২০২৫ সকাল ৯:২৪

ডঃ এম এ আলী বলেছেন:




বহুমুখী ব্যস্ততা সে সাথে বরাবরের মত শারিরিক বেশ কিছু পিড়াদায়ক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি ব্লগে বিচরণ
বলতে গেলে নাই বললেই চলে । তাই আমার বেশ কিছু পোষ্টে করা আপনার মুল্যবান মন্তব্যগুলিউ দেখা হয়ে
উঠেনি । সময় হাতে নিয়ে সাগুলি মন্তব্যের জবাব দিব ইনসাল্লাহ । ব্লগে বিচরণ কম থাকায় আপনার মুল্যবান
পোষ্টগুলিউ দেখা হয়ে উঠেনি । আপনার এই কাইতাটি বেশ কটি মাধ্যমে দেখা যাচ্ছে দেখে ভাল লাগল ,
সেসব জায়গায় আপনার লেখা দেখে সহব্লগার হিসাবে নীজকেই গর্বিত অনুভব করছি ।

এই কবিতাটি আমার মত আনেক পাঠকেরই হৃদয়কে ছুঁয়ে যায় তার গভীর অনুভব ও সূক্ষ্ম রোমান্টিকতা দিয়ে।
কবিতাটি যেন প্রেমের এক নিঃশব্দ, অথচ গভীর ও অলৌকিক রূপকে তুলে ধরছে, যেখানে শব্দ নয়, অনুভূতিই
মুখ্য। দুটি হৃদয়ের নিঃশব্দ কথোপকথন শুধু তাদের মাঝেই সীমাবদ্ধ থাকে না, তা পৌঁছে যায় প্রকৃতির অন্তরাত্মায়,
এমনকি দেবতাদের শ্রবণেও।

প্রতিটি স্তবকে আপনি নিঃশব্দতাকে এক আলাদা জীবন দিয়েছেন, যেন প্রেমিক-প্রেমিকার নিঃশব্দ বাক্যালাপই
প্রকৃত সংলাপ। নদী, অরণ্য, নিশাচর প্রাণী, জ্যোৎস্না , সবই প্রেমের সেই অতলস্পর্শী মুহূর্তগুলোর সঙ্গী হয়ে ওঠে।
এই কবিতাটি আমাদেরকে মনে করিয়ে দেয়, ভালবাসা আসলে উচ্চারিত শব্দে নয়, বরং অনুভবে, দৃষ্টিতে, ছোঁয়ায়
এবং গভীর নৈঃশব্দে বেশি প্রকাশ পায়। এটি এক গভীর, প্রশান্ত, ও হৃদয়গ্রাহী পাঠানুভব।সেই অনুভবটুকু হৃদয়ে
ধারণ করে যাবার বেলায় কবিতাটিকে প্রিয়তে নিয়ে গেলাম ।

শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.