নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী এসে ঘর বাঁধে
আমাদের গ্রামে গ্রামে
বাড়ীর আঁচলে !
কখনো সে চুপচাপ শুয়ে থাকে
কখনো সে ডানা মেলে ওড়ে
কখনো সে নড়েচড়ে
কখনো সে ওঠায় ছোবল !
নদীকে জড়িয়ে ধরে
বেঁচে থাকে মাঝি
বেঁচে থাকে মালোপাড়াবাসী
বেঁচে থাকে হাজার কৃষক
আর বাঁচে কবি ও গায়ক
মাঝে মাঝে প্রেম
এখন বাঁচে না দেখি
কাকচক্ষু জলের নদীরা !
ঘোলা জল হয়ে যায়
লাল নীল কালো ও হলুদ
সোঁদা ঘ্রান হয়ে যায় কেমন বিকট !
একদিন সেই ঘ্রান মিশে যায়
চিরতরে
ধোঁয়াটে বাতাসে !
জীবন মরন তাই
প্রাণীদের একাকী খাবার নয়
নদীরাও তার সাথী আজ !
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২২
বোকামন বলেছেন:
তৃতীয় ভালোলগা। নদী বহমান থাকুক..
শুভকামনা ভাই
১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। নদীমাতৃক বাংলাদেশের নদীদের দু:খের শেষ নেই।
৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০
আরজু পনি বলেছেন:
কবিতার সাথে ছবিটা দেখে চোখ জুড়িয়ে গেল।
১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ,আপু। আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। ছবিটা নেট থেকে নেয়া। তিতাস নদীর ছবি। তিতাস পারের মৎস্যজীবীরাই 'মালো' নামে পরিচিত। তিতাস পারের এক মালোপাড়ার সন্তান অদ্বৈত মল্ল বর্মন তাঁর নিজের তথা কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে লিখে গেছেন অমর উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর কবিতা!
সাথের ছবিটাও দারুন!
১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৭
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।
১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +++
ভালো থাকবেন