নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াল্ট হুইটম্যানের একটা বিখ্যত কবিতার নাম,O Captain! My Captain!। তার মুল বক্তব্য ফররুখ আহমদের 'পাঞ্জেরী' কবিতার কাছাকাছি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের (এক দিবসীয় এবং ২০-২০) অধিনায়ক মাশরাফির জন্য এটা এখন আমাদের নির্ভরতা আর আকূতির বাহন হয়ে উঠেছে-O Captain! My Captain!
আরো অনেকবারের মতো আজও বাংলাদেশ দলের জয়ের মূল কাণ্ডারি মাশরাফি। ইংরেজ দলপতি জস বাটলারও সে ভূমিকা নেবার চেষ্টা করেছেন। আজ সফল হননি। আজ যে মাশরাফির দিন। ব্যাটিং, বোলিং,ফিল্ডিং এবং অসাধারণ অধিনায়কত্ব। ইংরেজদের পুরো প্ল্যান গুবলেট করে দিয়েছেন তিনি। ওরা স্বপ্নেও ভাবেনি আজকের ম্যাচ জিততে পারবে না।
কিন্তু মাশরাফি ভেবেছেন। সবার চোখ কপালে তুলে দিয়ে বোলিং শুরু করিয়েছেন সাকিবকে দিয়ে। অবাক করে দিয়ে নিজে এলেন দ্বিতীয় ওভারে। দু'পাশ থেকে বজ্রআঁটুনির বোলিং আর টপাটপ উইকেট শিকার করে ইংরেজদের মনোবল ভেঙে চুরমার করে দিয়েছেন। পঞ্চম উইকেট জুটি ভেঙেছেন তাসকিনকে এনে। মোসাদ্দেককে আনলেন এক ওভারের জন্য। অষ্টম উইকেট জুটি ভাঙলেন। যখন আদিল রশিদ শেষ জুটিতে কাঁপন ধরিয়েছেন তখন আবার এলেন অধিনায়ক। জিতিয়ে দিলেন দলকে।
মাশরাফির প্রশংসার ভাষা আমার জানা নেই। তাই তাঁর প্রতি অপরিসীম শ্রদ্ধা। আর আকূতি- এভাবেই আমাদের প্রাণের চাহিদা মেটান আপনি-O Captain! My Captain!
পুনশ্চ:
ইংরেজদের ব্যাটিংয়ে লেজ দেখিয়েছে কিভাবে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হয়। কিভাবে সর্বাবস্থায় হাল ধরে থাকতে হয়। প্রথম ম্যাচে আমরা সেটা পারিনি। দ্বিতীয় ম্যাচে নাসির আসতেই আমাদের লেজটাও ইংরেজদের মতোই হয়ে গেলো।
১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন