নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে...

C:\Users\asusmobile\Desktop\FF.jpg

কেএসরথি

ভালো আছি, ভালো থেকো...আকাশের ঠিকানায় চিঠি লিখো!

কেএসরথি › বিস্তারিত পোস্টঃ

কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ১

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

আমি ভ্রমন জাতীয় একটা সিরিজ লেখছিলাম। সিরিজটির নাম "আমার বিদেশ ভ্রমন" - ক্রমানুসারে এক এক করে লিখব ভেবেই শুরু করেছিলাম। কিন্তু এখন হঠাৎ করেই কানাডা চলে আসতে হলো। তো এখন ভাবছি, কানাডা নিয়েই কিছু লিখি। তাছাড়া মাত্র কিছুদিন আগে এসেছি বলে, সবকিছু এখনও স্মৃতিতে স্পষ্ট আছে। কিছুদিন পর লিখতে বসলে দেখব অনেক কিছুই মনে পড়ছে না।



এই সিরিজে আমি চেষ্টা করব, কানাডা সম্পর্কে কিছু বলার। সিরিজটি ছবি ও তার সাথে একান্তই নিজস্ব ভাবনার উপরই লেখা হবে। আমি একেবারেই নতুন এই দেশে। তাই পড়ার সময় এই ব্যাপারটা মনে রাখতে হবে। :)



*************************************************



ইমিগ্রেশন ভিসার জন্য এ্যাপ্লাই করার পর, দিন-মাস সব চলে গেল কিন্তু কোন খবর নাই। ব্যাটারা ভিসা দিবে নাকি দিবে না, সেটাও বুঝতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ তাদের একটা ম্যাসেজ পেলাম "জরুরী ভিত্তিতে পাসপোর্ট পাঠাও, ভিসা তৈরি। আর দেরি করা সম্ভব নয়"। আমি তো ভাবলাম 'আরে বাহ!' - কিন্তু কিসের কি! পাসপোর্ট পাঠানোর পর আবার সেই আগের কাহিনী। কোন খবর নাই। শেষেতো মনে হলো - কিসের কি ভিসা দিবে না, নিশ্চয়ই কোন গোলমাল লেগেছে, মাঝখান দিয়ে আমার পাসপোর্টটা হাওয়া হয়ে গেছে।



প্রায় ২ মাস পর ফেরত পেলাম পাসপোর্ট। কানাডার সব কাগজপত্র এখন ভিএফএস করে থাকে। তাদের অফিস গুলশান-২ গোলচক্করের ডেলটা বিল্ডিং-এ (অনেক উচু বিল্ডিং, উপরে ডেলটা লেখা আছে)। ভিএফএসে গিয়ে নিজের নাম বললাম (পাসপোর্ট ফেরত আসলে ওরা আপনার মোবাইলে এসএমএস করে জানায়)। একটু পরেই ভিএফএস এজেন্ট আমার হলুদ খামটি দিল - কিছুটা ভয় লাগছিল, না জানি ভিতরে কি আছে। খুুলে দেখলাম ভিসা পেয়েছি - ১ বছরের মাঝে কানাডাতে ঢুকতে হবে, আর একবার ঢুকে যাবার ২ মাসের মাঝেই পিআর কার্ড পাব (এটাকে আমেরিকাতে গ্রীন কার্ডও বলা হয়)।



সত্যি কথা বলতে কি, অনেক দিন ধরে আশা করতে করতে কবে যে আশাটা মরে গিয়ে, সেখানে একটা শুন্যস্থান তৈরি হয়েছে - বুঝতে পারিনি। প্রায় ৪ বছর চেষ্টার পর, আমার হাতে সেই কানাডা যাবার ভিসা - তাও আবার যেন তেন নয়, একদম পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা। পাসপোর্ট হাতে নিয়ে তাই খুব একটা উল্লাস বোধ করি নি, খুশি হয়েছি, কিন্তু অনেকটাই সাদামাটা। হয়ত ভ্রুর সাথে সাথে চেহারাটাও একটু কুচকে ছিল।



অগাস্ট ২০১৪র এক ভোরে রওনা দিলাম কানাডার উদ্দেশ্যে।



ইমিগ্রেশন এসে দাড়ালাম। অফিসার আমাকে ছোটখাট কিছু প্রশ্ন করলেন:



"কোথায় যাচ্ছেন?"

"কানাডা"।

"পড়তে?"

"না, পার্মানেন্ট রেসিডেন্সি"।



এটা শোনার পর, মনে হলো, তার কাজ করার গতি আরো অনেক ধীর হয়ে গেল। হয়ত আমার বোঝা ভুল। তিনি চশমা খুলে মুছতে থাকলেন, পাশের বুথে থাকা অফিসারের সাথে একটা-দুটা কথা বললেন। পাশের অফিসারও বলল "ভাই বসে থাকতে থাকতে কোমর ব্যাথা হয়ে গেছে"। আবার প্রশ্ন:



"চোখ জ্বালা করে বুঝলেন, সেই রাত ১০টার সময় ডিউটি শুরু, এখন কয়টা বাজে?"

"ভোর ৫টা"

"ভোর ৫টা, তাহলে বুঝতে পারেন ৭ ঘন্টা এই মনিটরের সামনে বসা"

"সেই জন্যই মনে হয় সব অফিসারের চোখে চশমা"



বুঝলাম না উনি আমার শেষের কথা মাইন্ড করলেন কিনা, আমার পাসপোর্ট টা পাশের অফিসারের হাতে দিলেন পরীক্ষা করার জন্য। ঐ অফিসার পাসপোর্ট টি স্ক্যান মেশিনে রাখতেই মনিটরে ভিসাটা উঠে আসল (উনার মনিটর টা আমার দিকে ঘোরানো থাকায় সব দেখতে পারছিলাম)। উনি ২/৩ টি বিভিন্ন বোতাম টিপতেই মনিটরের পর্দায় ভিসাটির রং বদলাতে লাগল - একবার সাদাকালো, একবার একবারেই কালো হয়ে গেল কিন্তু ভিসার নিচে থাকা লাল/নীল/বেগুনী রংগুলো স্পষ্ট ফুটে উঠল, যেন কোন শিল্পীর কারুকার্য, এই রংগুলো খালি চোখে কিন্তু দেখা যায়নি। এটা দেখার পরই অফিসার বললেন "আরে ইমিগ্রেশন ভিসা তো, এইগুলার নকল নাই"। তারপর কোন ঝামেলা ছাড়াই পার হয়ে গেলাম ইমিগ্রেশন।



আগের সিরিজগুলোতে নিজের তোলা ছবি দিতে পারিনি, তাই এবার ছবি তুলেছি। :)



ইমিগ্রেশন পার হয়ে গেটের দিকে যাচ্ছি





টার্কিশ এয়ারলাইন্স গেট ৪





আমার বাহন, যেটা আমকে ইস্তানবুল নিয়ে যায়





জেট ব্রিজের মাঝ দিয়ে প্লেনে ঢুকছি





প্লেনের দরজার সামনে





টার্কিশ এর বসার সিট গুলো কিছুটা ছোট, পা রাখার জায়গা কম। আপনার উচ্চতা যদি ৬'' এর কাছাকাছি হয়, তাহলে আপনাকে একটু এদিকসেদিক করে বসতে হবে। আমি মোটামুটি আড়াআড়ি ভাবে জানালার দিকে হেলেই কাটিয়েছি।



নিজের সিটে প্রতিবিম্ব :P





জানালা দিয়ে বাংলাদেশ এয়ারলাইনস





প্লেন ধীরে ধীরে যাত্রা শুরু করছে





ঢাকার আকাশ (মাত্র রেডিসন হোটেল পার হয়ে এলাম)





মেঘের মাঝে যাত্রা





এক ঘন্টা পরই সকালের নাস্তা দেয়া হলো। সত্যিকার অর্থে খুবই জঘন্য ছিল নাস্তাটা। নাস্তা হিসেবে দেয়া হলো রুটি (একেবারেই শুকনো, মনে হচ্ছিল এটা রুটি না, পাথর), পাস্তা (এটার উপরিভাগটাও শুকনো), দই, জুস, একটা মিস্টি (কাস্টার্ড জাতীয়, ভালোই)।





যতদূর চোখ যায়





নাস্তা খেতে খেতে হঠাৎ বাবা-মা-ভাইয়ের কথা ভেবে মনটা কেমন করে উঠল। /:)

অনেক লিখে ফেললাম। আজকে আর না। কাল আবার বাকিটুকু।



(চলবে)

মন্তব্য ৩৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

শিরনামহিনা বলেছেন: আর কোথায় ?.।।।আর ছবি সহ লিখুন.।।। ভালো লাগলো ছবি গুলো দেখে।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৭

কেএসরথি বলেছেন: আজকে একটু কাজটাজ খোজা নিয়ে ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ কালকে পোস্ট করতে পারব।

২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

ভ্রমন কারী বলেছেন: ++++++++

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৭

কেএসরথি বলেছেন: আপনার নিকটা পছন্দ হয়েছে :)

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯

পয়গম্বর বলেছেন: ওয়েলকাম টু কানাডা। জেট lag কাটলে আওয়াজ দিয়েন, ঘরোয়াতে বসে আড্ডা দেওয়া যাবে।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৮

কেএসরথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার সিরিজগুলো অনেক ভালে লেগেছে।

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

শরৎ চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৯

কেএসরথি বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল আপনার ভ্রমণ ও ছবিগুলো +++

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৯

কেএসরথি বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন।

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫

সোহানী বলেছেন: অপেক্ষা করেন... আসছি আপনার সাথে যোগ দেয়ার জন্য।

দারুন সুচনা...চলুক +++

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:২১

কেএসরথি বলেছেন: কবে নাগাদ আসার প্ল্যান আছে আপু? এখানে ঠান্ডা-গরম মিলে যাচ্ছে দিনকাল। কিন্তু মনে হচ্ছে ঠান্ডা চলে আসবে তারাতারি। একবার ঠান্ডা এসে গেলে কিন্তু ৬ মাসের জন্য সব বন্ধ :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ সুন্দর বর্ননার জন্য। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২৬

কেএসরথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

বাকি বিল্লাহ বলেছেন: ভাই সারাজীবন শুধু পরেরটা দেখে আফসোসই করে গেলাম। ইমিগ্রেশন ভিসার প্রসেসটা আমাদের সাথে শোয়ার করলে ভাল হত। আপনার কপালের সাথে ঘষা দিলে যদি আমার ভাগ্যটা বদলায় আর কি.....!!
ভ্রমন কাহিনী সব সময় ভাল লাগে। সঙ্গেই আছি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

কেএসরথি বলেছেন: বাকি ভাই আফসোস করবেন কেন? যদি সত্যি চান, তবে লেগে যান ওটার পেছনে। সময় আর কিছু টাকা-পয়সা খরচ হবে এটা মনে রাখতে হবে। আর এটাও মনে রাখতে হবে ইমিগ্রেশন অনেক সময়ের ব্যাপার, মানে আজকে এ্যাপ্লাই আর ২ মাস পর বিদেশ - এরকম নয়। বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

আমি নিজেও ভাবছিলাম একটা পোস্ট দিব পুরো ইমিগ্রেশনের উপর।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

কেএসরথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

১০| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭

সোহানী বলেছেন: এখনো ঠিক নেই তবে আগামী বছরের মাঝামাঝি যাবো আশা করি....... অপনি কি টরেন্টোতে থাকেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

কেএসরথি বলেছেন: আপু আমি টরন্টো থেকে কিছুটা দূরে থাকি। এই মূহুর্তে এখানেই থাকব ইচ্ছা আছে।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

মোজাহিদুর রহমান ব বলেছেন: ভাই আমার ও কানাডা পাড়ি দেয়ার ইচ্ছা ছিল অলোসতার জন্য পারিনি
আপনার লেখা পড়ে আাবার যাবার লাগি মন চাই ।
অসাধারন লেখা ও ছবি । চালাই যান

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

কেএসরথি বলেছেন: অলসতার জন্য হয়ত পারেন নি। কিন্তু নিজেকে যাচাই করে দেখুন, সময় কিন্তু আছে এখনও।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

নিঃস্বার্থ ভালোবাসা বলেছেন: আশা করি ইমিগ্রেশন ভিসা প্রসেসটায় টাকা এবং সময় কেমন দিতে হবে ডিটেলস নিয়ে সিরিজ করবেন। প্রিয়তে রাখলাম আর অপেক্ষায় রইলাম !!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

কেএসরথি বলেছেন: সেই রকম একটা কিছু লেখার ইচ্ছা আছে।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

বাকি বিল্লাহ বলেছেন: আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম। ইমিগ্রেশন ভিসা সাধারনত কতদিনের হয়? আপনি কি এখন কানাডা? কিভাবে এপ্লাই করবো কিছুই তো জানিনা। সময় করে টোটাল প্রসেসটা নিয়ে যদি একটা পোস্ট করতেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

কেএসরথি বলেছেন: ইমিগ্রেশন ভিসা কতদিনের হয় - বলতে কি ভিসা পেতে কতদিন লাগে বুঝিয়েছেন??? সেটা হলে, সাধারনত ৩-৪ বছর এখনকার নিয়ম অনুযায়ী। তবে আগামী জানুয়ারী ২০১৫, কানাডার ইমিগ্রেশন নিয়ম-নীতি বদলানোর একটা কথা উঠেছে।

ডিটেইলস নিয়ে একটা পোস্ট দিব কিছু দিনের মাঝেই।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

নীল-দর্পণ বলেছেন: বাহ! আপনার ৪ বছরের প্রতীক্ষা আমার পড়তে চার মিনিট লাগলো মনে হয় :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

কেএসরথি বলেছেন: কথা সত্য !!! :)

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

বাকি বিল্লাহ বলেছেন: না সেটা না ভিসার মেয়াদ কতদিন হয় সেটা জিজ্ঞেস করলাম। পোস্টের অপেক্ষায় রইলাম। ;) অনেক অনেক শুভ কামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

কেএসরথি বলেছেন: ইমিগ্রেশন প্রক্রিয়ার শেষের দিকে আপনাকে একটি মেডিকেল পরিক্ষা করাতে হবে । ভিসার মেয়াদ সাধারনত মেডিকেল পরিক্ষার পরবর্তী ১ বছর দেয়া হয়।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

কেএসরথি বলেছেন: ধন্যবাদ।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০

লীন প্রহেলিকা বলেছেন: নিজের প্রবাসে আসার সময়ের কথা মনে পরে গেল, এগুলো ছবি হলেও অনেক বেদনা মাখানো। ভাল থাকুন দূর প্রবাসে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

কেএসরথি বলেছেন: কোথায় আছেন লীন প্রহেলিকা?
আপনার জন্য শুভ কামনা রইল।

১৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

তুষার কাব্য বলেছেন: শুভকামনা।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

ডাঃ নেয়ামত-উল্লাহ-হাসান বলেছেন: আমি আপনার সব পোসট পরেছি। খুব ভালো লাগল.।

২০| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭

নুরুল পলাশ বলেছেন: Skilled woker visa তে অ্যাপ্লাই ক‌রেছি গত ন‌ভেম্ব‌রে,২০১৪। মে‌ডি‌কে‌লের জন্য ব‌সে অা‌ছি। অার কোন খবর নাই। অাচ্ছা এখন কি ৪ বছর লা‌গে? গত এ‌প্রিল,২০১৪ তে যে FSWP চালু হ‌য়ে‌ছে তা‌তে ১২-১৫মাস প্রসে‌সিং টাইম বলা ছিল। মে‌ডি‌কে‌ল ও ভিসার জন্য তাই কত‌দিন লাগ‌বে অা‌রো বুঝ‌তে পার‌ছি না। একটু পরামর্শ দি‌বেন

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভালো লাগলো ভাই, ফটোব্লগের আমি চির ভক্ত

২২| ১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৩

জে আর সিকদার বলেছেন: আ‌সিতেছি বস ! ছবি গুলি রোমাঞ্চকর

২৩| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চমৎকার লিখেছেন। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.