নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“পাপকাজগুলো মানুষের চেহারাকে কুৎসিত করে দেয়\"\n

মুফতি উবায়দুল্লাহ

“ততক্ষণ পর্যন্ত যেকোন জ্ঞানের মাধ্যমে কেউ উন্নত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সুন্দর আচরণের মাধ্যমে সে তার জ্ঞানকে সৌন্দর্যময় করে।”

মুফতি উবায়দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

প্রদত্ব ঋণের যাকাত আদায় করার বিধান কি?

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

সম্পদ যদি ঋণ হিসেবে অন্যের কাছে থাকে, তবে
ফিরিয়ে না পাওয়া পর্যন্ত তাতে যাকাত আবশ্যক নয়।
কেননা উহা তার হাতে নেই। কিন্তু ঋনগ্রস্ত ব্যক্তি যদি
সম্পদশালী লোক হয়, তবে প্রতি বছর তাকে (ঋণ
দাতাকে) যাকাত বের করতে হবে। নিজের অন্যান্য
সম্পদের সাথে তার যাকাত আদায় করে দিলে যিম্মামুক্ত
হয়ে যাবে। অন্যথা উহা ফেরত পাওয়ার পর হিসেব করে
বিগত প্রত্যেক বছরের যাকাত আদায় করতে হবে।
কেননা উহা সম্পদশালী লোকের হাতে ছিল। আর তা
তলব করাও সম্ভব ছিল। সুতরাং ঋণদাতার ইচ্ছাতেই
চাইতে দেরী করা হয়েছে।

কিন্তু ঋণ যদি অভাবী লোকের হাতে থাকে। অথবা এমন
ধনী লোকের হাতে যার নিকট থেকে উদ্ধার করা কষ্টকর,
তবে তার উপর প্রতি বছর যাকাত আবশ্যক হবে না।
কেননা উহা হাতে পাওয়া তার জন্য অসম্ভব। কেননা

✔আল্লাহ্‌ বলেনঃ
وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ

“যদি অভাবী হয় তবে তাকে সচ্ছলতা পর্যন্ত অবকাশ
দিবে।” (সূরা বাক্বারাঃ ২৮০)

✔অতএব তার জন্য সম্ভব নয় এসম্পদ পূণরুদ্ধার করা
এবং তা দ্বারা উপকৃত হওয়া। কিন্তু পূণরুদ্ধার করতে
পারলে বিদ্বানদের মধ্যে কেউ বলেন, তখন থেকে নতুন
করে বছর গণনা শুরু করবে। আবার কেউ বলেন, বিগত
এক বছরের যাকাত বের করবে। এবং পরবর্তী বছর
আসলে আবার যাকাত আদায় করবে। এটাই অত্যধিক
সতর্ক অভিমত।

✔বইঃ ফাতাওয়া আরকানুল ইসলাম,
✔অধ্যায়ঃ যাকাত,
✔অনুচ্ছেদঃ প্রদত্ব ঋণের যাকাত আদায় করার বিধান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



যাকাত ইত্যাদি বিলুপ্ত করে, প্রত্যেক নাগরিককে ট্যাক্স দিতে হবে।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮

মুফতি উবায়দুল্লাহ বলেছেন: যাকাত বিলুপ্ত করে বলতে.???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.