নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

একটি অবধারিত ক্ষুদে বার্তা, আমার অপহৃত প্রেম ও আমার ব্যক্তিগত আক্ষেপ...

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

নতুন বছরে তুমি শুভেচ্ছা জানাবে সেটা অনুমেয় ছিল। কিন্তু ঠিক এভাবে লিখবে তা অনুমান করতে পারি নি কোনদিন!



জানতে চেয়েছ কেমন আছি?, জানিয়েছ আমার অপহৃত ভালবাসা নিয়েও তুমি সুখী হতে পারো নি?, জিজ্ঞেস করেছ বিয়ে করছি কবে?, বলেছ আমার চেয়েও ভাল মেয়ে পাবে তুমি।, আরো কত কি... ভুলে যাওনি "ভাল থেক" লিখতেও। সবশেষে বড় বড় অক্ষরে লিখেছ "আমায় ক্ষমা কর, ভুলে যেও"



ঘড়ির ঘন্টার কাটাটা ঘুরে গেছে কয়েক ডিগ্রী। উত্তরে কি লিখব ভেবে পাই নি। শুধু লিখেছি, "নতুন বছরের শুভেচ্ছা রইল। ভাল থেক। ঠিক ততটা ভাল যতটা ভাল থাকলে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না।"



আমি ভাল আছি। তুমি সুখী নেই জেনে আগে যে আগুনে পুড়তাম তার চেয়ে বেশি আগুনে পুড়ি। যেমনটা তুমি চেয়েছিলে তেমনটা না হতে পারার আক্ষেপে পুড়ি বারংবার। আর হ্যাঁ, তোমার চেয়ে ভাল মেয়ে হয়ত পাব কিন্তু সে কোন দিন ও "তুমি" হবে না। মেয়ে তুমি যে অদ্বিতীয়া!



আচ্ছা, এখনো কি কোন আবেদনময়ী জ্যোৎস্নায় মনে পড়ে আমার সেই কবিতা গুলো? তোমায় ভেবে লেখা শতগুচ্ছ কবিতাগুলোর একটিও তোমায় আবেগে পোড়ায় এখনো? গুন গুন করে এখনো কি আবৃতি কর জ্যোৎস্না নিয়ে লেখা তোমার ভাল লাগা সেই কবিতাটা? সেই -



উঠোনে দাঁড়িয়ে

আমি দুনয়ন ছড়িয়ে

চাঁদকে দেখছি

আর আনমনে ভাবছি,

আহা! মেঘের পরশে তারে কত নিষ্পাপ মনে হয়

তার তো কোন কলঙ্ক থাকার কথা নয়!




নাকি ভুলে গেছ? গিয়ে থাকলে গেছ! কোন অনুযোগ নেই। জানি অমন হাজার কবিতায় তোমার কৈশর-যৌবন কেটেছে। সব তো তোমার মনে থাকবার কথা নয়। আর তাতে আমারো তো আপত্তি থাকার কথা নয়!



হিসেব রাখিনি ঠিক কতবার তুমি ক্ষমা চেয়েছ। কিন্তু বুঝি তোমাকে ক্ষমা করা উচিত ছিল। আমার কষ্টের কসম, আমি চেয়েছিও। ভেবেছিলাম তোমাকে বোধহয় ক্ষমা করতে পেরেছিও। কিন্তু তোমায় ভেবে বেড়িয়ে আশা একেকটা দীর্ঘশ্বাস, যা হয়ত ২৫০ কিলোমিটার দূর থেকেও তোমায় ছুঁয়ে দেয়, সেই দীর্ঘশ্বাস এর সাথে কোথায় যেন সে ক্ষমা হারিয়ে যায়। প্রতিটা দীর্ঘশ্বাস এর সাথে সাথে বুঝতে পারি মনের কোন অবাধ্য অংশ তোমায় আজো ক্ষমা করতে পারে নি। জানি - ক্ষমা মহত্তের লক্ষন। আমি বোধহয় আজো মনে প্রানে মহৎ মানুষ হতে পারি নি হে প্রিয়। আমায় তুমি ক্ষমা কর।



আর, ভুলে যাওয়ার কথাই যখন তুললে তাহলে শোন, ভুলে হয়ত তোমায় আমি যাব। যেমন বলেছিলেন জীবনান্দ তার কবিতায় - "...প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়" এই লাইনদুটির মতই আমার প্রেম, তুমি, তোমার নিপুন ছলনা, মিথ্যাচার, সব, সব ভুলে যাব, মুছে দেব মনের মণিকোঠা থেকে। ভুলে যাব বলেই হয়ত লিখতে পারি -



দুঃখের বিক্ষেপন

স্বপ্ন ভাঙ্গার আর্তনাদ,

স্পর্ধাহীন প্রত্যাশা, আর

না পাওয়ার তিক্ত স্বাদ।

এরই মাঝে বাঁচি, মরি,

পোড়াই, পরক্ষনেই অনুতাপে পুড়ি।



জ্যোৎস্নায় ভিজে মহুয়া খাই

ছেঁড়া পালে নাও ভাসাই

অজানা গন্তব্যে ছুটে যাই

‘যেতে হয়, তাই ভুলে যাই'

তবু ভুলতে ভুল হয়

আবেগী মন পরে রয়

ভিজতে চায় ছলনায়



আমি অনেকটা পরিনত, সত্যি বেশ আছি!

তোমাকে ভোলার খুব কাছাকাছি

আদম বেশে আবার মহুয়া’তে হারাবো

আসছে জ্যোৎস্নায় তোমাকে ভুলে যাব

কথা দিলাম।




ভাল থেক প্রিয়। আমিহীন তোমার সুখী হওয়া হয়নি, এটা জানানোর জন্য কোনদিন, কোনদিন যোগাযোগ কর না। আমার ভীষণ কষ্ট লাগে! তুমি ঠিক ততটা ভাল থেক যতটা ভাল থাকলে আমায় ভুলে থাকা যায়, আমার খোঁজ না নেয়া যায়।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

একজন নিশাচর বলেছেন: সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।

শুভ ব্লোগিং

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

একজন নিশাচর বলেছেন: :|

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

রাইসুল নয়ন বলেছেন:
এ কি অবস্থা তোমার?
আক্ষেপ করোনা !
ও যে তোমার সাধের মন ভাঙ্গানিয়া !
ক্ষমা করার প্রস্নই ওঠেনা !
অভিশাপের প্রয়োজন নেই,!
ও জ্বলুক নিরন্তর।
আজ কেন ভাঙ্গা স্বপ্ন নীয়ে তোমার দ্বারে ?
বলে দাও, এটা স্বপ্ন তৈরির কারখানা নয় !!

শুভকামনা রইলো।।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ বন্ধু নয়ন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

একজন আরমান বলেছেন:
তোমার চেয়ে ভাল মেয়ে হয়ত পাব কিন্তু সে কোন দিন ও "তুমি" হবে না।

চমৎকার একটি উক্তি।

অসাধারণ বললে ভুল হবে। তাই কিছু বলার সাহস করছি না।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

একজন নিশাচর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই।


আপনাদের কমেন্ট পেলে সত্যিই লেখার অনুপ্রেরনা পাই। আমার ব্লগে বারবার আপনাকে আমন্ত্রন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
আমন্ত্রণ গ্রহন করা হল ভাই। :)
আর আমার নাম ধরে ডাকলেই বেশী খুশী হবো। আমি আপনার ছোট কিনা তাই। :!> :!> :#> :#>

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

একজন নিশাচর বলেছেন: :)

গ্রাজুয়েশনের জন্য অভিনন্দন। !:#P

গ্রাজুয়েট কাউকে আপনি বলেই সম্বোধন করতে হয় যতক্ষণ না সে তুমি বলার অনুমতি না দেয়।

ধন্যবাদ সেই অনুমতি দেয়ার জন্য। :)

আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
হা হা
ব্যাপার না ভাই।
এবার শুরু
খোঁজ - the search for a চাকরি। /:) /:)

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

একজন নিশাচর বলেছেন: গুড লাক আরমান :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
ও মেয়ে তোর জন্য ভালোবাসা কিনে এনেছি
আমি প্রেমের হাট থেকে
এবার তবে ফিরে আয় আমার বুকে
নইলে জানবি আমি আছি তোর স্বপ্নের পূজারী হয়ে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

একজন নিশাচর বলেছেন: প্রেমের হাট থেকে আমি ভালবাসা কিনে এনেছিলাম ঠিকি কিন্তু বড্ড দেরী করে হাট থেকে ফিরেছিলাম। আমার ছোট্ট কুড়েঘর আর সস্তা টাকায় কেনা ভালবাসা সে দুপায়ে মাড়িয়ে চলে গিয়েছিল আগেই। আমার বাড়ি ফেরার অপেক্ষা পর্যন্ত সে করে নি।

পুজা আমি আজো তার ঠিকি করি। আর মনে প্রানে প্রার্থনা করি -
যে আমাকে প্রেম শেখালো সে যেন আজ সুখেই থাকে...

ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার কবিতা এটা ?!!

"ভাল লাগছে খুব" এই কথাটা কিভাবে জানালে আপনি খুশি হবেন ?

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

একজন নিশাচর বলেছেন: নিয়েল ভাই, আপনাকে আমার ব্লগে দেখে কি যে! ভাল লাগছে বোঝাতে পারব না।

হ্যাঁ ভাই, আমিই লিখেছিলাম কবিতাটি (পোস্টের ভেতরের কবিতাটি/২টি)।

(যে আমাকে প্রেম শেখালো সে যেন আজ সুখেই থাকে এটা কিন্তু আমার কবিতা না ভাই)

মাঝে মাঝেই আমন্ত্রন রইল আমার ব্লগে।
আবার আসবেন

অশেষ ধন্যবাদ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: :!> :!>
জী আসব তো বটেই ।
ভাল থাকবেন

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ। :)

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যে আমাকে প্রেম শেখালো
প্রেম শিখিয়ে বুকের মাঝে
অনল দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

একজন নিশাচর বলেছেন: একদম শেষের লাইনগুলোই দিয়ে দিলেন? আমার জন্য কোন ফ্লোর ই রাখলেন না?

এই কবিতাটার প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমার ভাল লাগে। তবে কেন জানি সবচেয়ে বেশি ভাল লাগে,

সেই তো আবার বুঝিয়েছিল
যাও গো চলে আমায় ছেড়ে...


আমার ব্লগে আপনাকে স্বাগতম স্বর্না। এই সম্ভবত প্রথম আপনার কমেন্ট পেলাম।

ভাল থাকবেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জীবন গিয়েছে চলে আমাদের কুঁড়ি কুঁড়ি, বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

একজন নিশাচর বলেছেন: হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু-সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের-আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: আবেগী লেখা। কিন্তু কোন এক বিচিত্র কারণে এই ধরনের লেখা আমায় স্পর্শ করেনা, এর আবেগটা আমি ফিল করতে পারিনা। হয়তো ব্যাক্তি হিসেবে আমি কিছুটা কাঠখোট্টা ধরনের যার জন্য এমনটা হয়। আপনার লেখা পড়ে আমারও এমন কিছু একটা লিখতে ইচ্ছা হচ্ছে। চেষ্টা করে দেখি পারি কি না! এতটা কাঠখোট্টা হওয়া কোন কাজের কথা না।


++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

একজন নিশাচর বলেছেন: খুব ভাল লাগল এটা জেনে যে, আমার লেখা পড়ে আপনার এমন কিছু একটা লিখতে ইচ্ছা করছে।

চেষ্টা করেন। দেখবেন আমার চেয়ে আপনার লেখা অনেক ভাল হয়েছে। হেলাল হাফিজ এর কবিতা পড়েছেন নিশ্চয়ই। ওনার কবিতা পড়ে আমার কি মনে হয় জানেন? মনে হয়- এই ভদ্রলোকের প্রেমের বিচ্ছেদ বোধহয় খুবই করুন ছিল। না হলে এত ফিল দিয়ে কবিতা লেখার কথা না!

আমার বিচ্ছেদও মনে হচ্ছে ওনার আধা-আধি কিংবা ⅓ করুন ছিল। তাই হয়ত দু-একলাইন মাঝে মাঝে লিখে ফেলতে পারি।

প্লাস এর জন্য ধন্যবাদ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

একজনা বলেছেন: ভালোলাগা রইল। বুঝিয়া লন। :D :D :D


আপনার জন্য এই কবিতাটা দিলাম------------



অহংকার - হেলাল হাফিজ

বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো
খুলে রেখেছিলাম অর্গল,
আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা
তুমি শুধু দেখেছো অনল।

তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে
ফ্রিজ শটে স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে বাঁচি।

উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।



ভালো থাকবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

একজন নিশাচর বলেছেন: প্রিয় একজনা,
ভালোলাগা বুঝিয়া পাইলাম।

আর প্রিয় কবির অহংকার কবিতাটি দিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনিও ভাল থাকবেন।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

একজন নিশাচর বলেছেন: তোমাকেও ধন্যবাদ আরমান। :)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

নিশাচর ভবঘুরে বলেছেন: সুন্দর হে নিশাচর :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ নিশাচর ツ

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

একজনা বলেছেন: আপনাকে স্বাগতম। হেলাল হাফিজের কবিতা আমারো খুব ভালো লাগে। তবে আমার প্রিয় সুনীল। :) :) :) :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

একজন নিশাচর বলেছেন: আপনার জন্য,

ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

একজনা বলেছেন: এবার আপনাকে ধন্যবাদ প্রিয় কবির কবিতার জন্য। তবে আমার প্রিয় এটা------

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

(ব্যর্থ প্রেম - সুনীল গঙ্গোপাধ্যায়)


ভালো থাকবেন সবসময়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনিও ভাল থাকবেন।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভুলে যাওয়া গন্ধের মতো
কখনো তোমাকে মনে পড়ে।
হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস।
আর মেঘের কঠিন রেখায়
আকাশের দীর্ঘশ্বাস লাগে।
হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ’লো,
তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো,
বৃষ্টির আগে শব্দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ধতা আসে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯

একজন নিশাচর বলেছেন: এটা কার কবিতা? আগে পড়িনি কখনও। এমনকি শুনিও নি :(

তবে কবিতাটা সুন্দর।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল থাকবেন।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

নীলফরিং বলেছেন:


‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’

এর পরে অবশ্য বলার আর কিছু থাকে না। তবে ক্ষমা সত্যিই মহত্বের লক্ষণ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

একজন নিশাচর বলেছেন: আমার খুব পছন্দের কিছু লাইন এগুলো। যতবার পড়ি ততবারই মনে হয় জহির রায়হান হয়ত আমার মত কাউকে মনে করেই লাইন গুলো লিখেছেন। তাই নিজের প্রোফাইল ইনফরমেশন এ দিয়ে রেখেছি।

আমি মন থেকেই চেষ্টা করেছি তাকে ক্ষমা করে দেবার। কিন্তু না পারাটা আমার ব্যর্থতা। ক্ষমা করবেন তার জন্য। আর যদি কখনও মনের সেই অবাধ্য অংশটিও তাকে ক্ষমা করতে পেরেছে বলে মনে হবে সেদিন আপনার ।।তবু তুমি ভালো থাকো আশায়, নিরাশায়, অনামিকা।।। কবিতার কমেন্টে গিয়ে জানিয়ে আসব।

ভাল থাকবেন।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

নীলফরিং বলেছেন:

সুদিনের অপেক্ষঅয় থাকলাম, ভ্রাতা। অপেক্ষার কালো মেঘ ফুঁড়ে বেড়িয়ে আসুক দিব্যলোকে আশার ঝিলিক রেখা।

বিশ্বাসে বাঁচুক হৃদয় বহুকাল ধরে....................নিবীড়বেলায়...............

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

একজন নিশাচর বলেছেন: আবার আসিবে সুদিন
শুধিব যা আছে ঋণ,
নয়নে নয়ন রেখে বলব আছে যত প্রানের কথা
ভুলে যাব তুমিও যে অবেলায় দিয়েছিলে ব্যাথা...

বিশ্বাসে বাঁচুক হৃদয় কাল হতে কাল
হৃদয় হতে মুছে যাক অবিশ্বাস এর জঞ্জাল...

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.