নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো পৃথিবীটাই আমার রাজ্য, আমি অবাধে বিচরণ করবো আমার রাজ্যে।

রা জ্য

হোমো সেপিয়েন্স

রা জ্য › বিস্তারিত পোস্টঃ

Subject Review: Nuclear Science & Engineering in Bangladesh

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২১

CSE এর প্রথম অক্ষর C কে বদলে N বসিয়ে দিলেই সেটা NSE মানে "নিউক্লিয়ার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" হয়ে যায়।
দেশে এই বিষয়টা নতুন বলেই অনেকের মনে হাজারো প্রশ্ন আছে, যদিও বা অনেক জায়গাতেই অনেকেই অনেক রিভিউ দিয়েছে। আমি আরো একটা রিভিউ দিচ্ছি একদম সব ক্লিয়ার করার জন্যে। সো আগামী দশ-পনের মিনিটের জন্যে চলুন প্রশ্নোত্তরের গল্পে মাতি...

১/ NSE সাবজেক্টটা কি বা কেমন...?
- নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের অ্যাপ্লাইড শাখাটাকেই আসলে এই বিষয়ের ভিত্তি-প্রস্তর হিসেবে ধরা হয়। যদিও NSE নামটা শুনলেই পারমানবিক বোমা বা পারমানবিক বিদ্যুৎ শক্তির প্ল্যান্ট চোখের সামনে ভাসতে থাকে। বিষয়টা ঠিক তা না। এই দুটো বিষয় ছাড়াও রেডিয়েশন, নিউক্লিয়ার সেফটি, নিউক্লিয়ার হেলথ, নিউক্লিয়ার ওয়েস্ট মেনেজম্যান্ট, ফিউচার অব নিউক্লিয়ার এনার্জি সহ এমন আরো অনেক কিছু যুক্ত আছে এর সংগে...

২/ এই সাবজেক্ট কি আমি পড়তে পারব?/ এটা কি খুব কঠিন সাবজেক্ট...?
- প্রথমেই বলি, ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্টই সহজ না। সব গুলোই কঠিন, তবে আমাদের শিক্ষা ব্যাবস্থায় অন্যান্য সাবজেক্টের থেকে এটার ক্রেডিট আওয়ার কিছুটা কম। তাই সে হিসেবে সহজ বলা যেতেই পারে।
তবে এই সাবজেক্টে ভাল করতে হলে অবশ্যই ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যালকুলাস, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান এ ভালো হতে হবে। অবশ্য এত ভয় পাওয়ারও কিছু নেই, শুধু বেসিক লেভেল ঠিক থাকলেই চলবে।

৩/ এই সাবজেক্ট পড়ে কি চাকুরী পাবো...?
- তাও ভালো জিজ্ঞেস করো নাই যে বিয়ের জন্যে বর/পাত্রি পাবা কিনা...! ;) (দিনকাল যা পড়ছে...।!! :p ) শোন, সাবজেক্ট যেহেতু আছে তার চাকুরিও কোথাও না কোথাও আছে, দেশে কিংবা বিদেশে। শুধু চাকুরীর চিন্তায় ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে এই সাবজেক্ট এভয়েট করাই উত্তম। কারন দেশে এখনো ঐ ভাবে কোন ফিল্ড গড়ে উঠে নি। আর এটা মূলত রিসার্চ বেসড্‌ সাবজেক্ট। তবে বাইরের বিশ্বে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগটা অন্যান্য সাবজেক্টের থেকে এই সাবজেক্টে অনেক বেশি, কারন এটা পুরো দুনিয়াতে নতুনই বলা চলে।

৪/ এই সাব্জেক্টের চাকুরীর সেলারী কেমন...?
- একটা স্ক্রীন শট দিয়ে দিচ্ছি, যারা অলস তারা দেখে নিও। আর যারা একটু আগ্রহী তারা গুগলে সার্চ করলেই দেখতে পারবা, বিশ্বে চাহিদা বা সেলারির দিক থেকে দুই নাম্বারের সাবজেক্টটাই Nuclear Science & Engineering


৫/ দেশে কোন চাকুরি আছে...?
- না নাই, থাকলেও ২-৩% এর মত। তবে রুপপুর কমপ্লিট হলে অনেকই চাকুরী পাবে। আরো পাঁচটা প্রজেক্ট আছে প্রক্রিয়াধীন। এই সাবজেক্টের চাকুরী না থাকলেও অন্যান্য অনেক জায়গায় চাকুরী পাবে। একটা গ্রাজুয়েশন থাকলেই হল। যেমন কর্পোরেট সেক্টর তার মধ্যে অন্যতম। তবে সে জন্যে ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরো অনেক দক্ষতা থাকা লাগবে সে ক্ষেত্রে।

৬/ এই সাবজেক্টের ভবিষ্যত কি...?
- কোন সাবজেক্টেরই ভবিষ্যত নাই যদি কেউ সেটা না পড়ে। এই সাবজেক্টের ভবিষ্যতই তুমি । যে পড়াশোনা করে গড়ে দিয়ে যাবে এটার ভবিষ্যত। তবে এই সাবজেক্ট পড়ে ডাক্তারিও করতে পারবা, যদি রেডিয়েশন নিয়ে পড়।যদিও এই সাবজেক্ট এর অন্যতম ভবিষ্যত ভাবনা হল নিউক্লিয়ার ওয়েস্ট নিউট্রালাইজেশন আর নিউক্লিয়ার ফুয়েল ইন ভেহিক্যাল। সহজ কথায়, নিউক্লিয়ার বর্জ্যের দূষন কমানো এবং নিউক্লিয়ার শক্তি দিয়ে যানবাহন চালানোর মত কোন টেকনোলজি বের করা। চলে আস তুমি,তাক লাগিয়ে দিয়ে যাও দুনিয়াকে এর একটা টেকনোলজি উদ্ভাবন করে... :)

৭/ বাংলাদেশে NSE কেমন হবে...?
- এই সাবজেক্ট বুঝতে হলে অবশ্যই প্র্যাক্টিক্যাল সাইটে স্ট্রং থাকা লাগবে , আর সেই সুযোগটা ঢাকা ভার্সিটি আর মিস্টের মত অন্য কোন ভার্সিটি ভালো দিতে পারবে কিনা সন্দেহ আছে। দেশের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং খোলা মিস্টে। এ বছর খুলছে কুয়েটে। বাকিটা নিজেই বুঝে নাও। তবে এইটুকু নিশিত বলা যায় আমাদের দেশে এই সাবজেক্টের ভবিষ্যত খুবই ভালো।

৮/ এই সাবজক্টের জব ফিল্ড গুলা কি কি...??
- উপরের থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ আশা করি, তারপরও যদি আরো জানতে ইচ্ছে হয় তবে কষ্ট করে একটু গুগলে সার্চ করে দেখ, আমার থেকেও ভালো ইনফর্মেশন গুগল দিতে পারবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

আল মাসুম ভাই বলেছেন: দারুন
http://www.amraito.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.