নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

কুয়াশা প্রান্ত

সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।

কুয়াশা প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

ডিভোর্স

১৩ ই মে, ২০১৮ রাত ৮:৫৪



আমি যে বার বার বলি বিয়ে শাদীর উপর থেকে মন উঠে যাচ্ছে শুধুই বলি না । এই পরিসংখ্যান বাংলাদেশের বিশেষ করে আমাদের রাজধানী ঢাকার বর্তমানে বিয়ে করা যত সহজ ডিভোর্স তার থেকেও ।
.
বলতে লজ্জা লাগছে কিন্তু তাও বলার জন্য বলা ২০১৫ থেকে ২০১৮ এর ভিতর পরিচিত বন্ধু অথবা নামে পরিচিত এমন বিবাহ এর সংখ্যা ছিলো ৮৭ টি ।
.
বর্তমানে এর মধ্যে শুধু ১৬ টি সংসার সুখে শান্তিতে চলছে বাকী গুলো ১৭ দিন থেকে ১ বছর এর মাথায় ডিভোর্স ।
.
এসব হওয়ার কারন আমাদের নৈতিক অবক্ষয় ছাড়া আর কিছুই না । দিন যাচ্ছে টেকনোলজি আপডেট হচ্ছে সেই সাথে বৃদ্ধি পাচ্ছে আমাদের সমস্যা ।
.
এই যে ৭১ টি ডিভোর্স হলো এর ভিতর ৯৫% ই হলো অনলাইন ভিত্তিক কারনে কোথাও স্বামী স্ত্রীকে চীট করছে কোথাও স্ত্রী করছে স্বামী কে । সম্পর্কের প্রতি শ্রদ্ধা বলতে কিছু যে থাকা উচিত তা আর থাকছে না ।
.
কারন জানতে চাইলে কয়েকজন স্বামী জানায় তারা সারাদিন অফিস করে বাসায় আসে,আসার পর তাদের স্ত্রী তাদের সাথে এমন আচরণ করে যে তারা আসায় তারা বিরক্ত এবং রাতভর ফেসবুক হোয়াটসএপ এ গ্রুপ কল সেলফী কনটেস্ট তো রয়েছেই ।
.
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায় ফেসবুক কিছু প্রাইভেট গ্রুপ আছে যেগুলায় পশ্চিমা ধাচের ফটো কনটেস্ট হয় যার প্রাইজ থাকে টাকা অথবা বিভিন্ন গিফট । এরকমই কনটেস্ট এ ছবি দিয়ে এই ছবি পরবর্তীতে এডাল্ট সাইটে যাওয়া এবং তা পরিবারের হাতে গিয়ে হেনস্থা হবার রেকর্ড ও কম নয় ।
.
ধর্মীয় অনুশাসন এর দিকে তাকাচ্ছি না কারন আমরা প্রধান কাজ গুলোই করি না দূরের গুলো তো চিন্তা ও করি না ।
.
শুধু একটা কথাই বলবো সব শেষে বিয়ে করার আগে ভেবে করুন মন চাইলেই বিয়ে করার দরকার নেই । একটি বিয়ে অনেক পবিত্র সম্পর্ক অনেক সম্মান অনেক রহমত থাকে । তাই বিয়ে করতে হলে কম খরচে করুন অপচয় করবেন না আল্লাহ বরকত দিবেন । আর ডিভোর্স দেওয়ার আগেও অন্তত কয়েকবার ভাবুন ।
.
অনলাইনে আপনার থেকে ১৫ বছর এর ছোট অথবা বড় ছেলে অথবা মেয়ে আপনার সাথে সম্পর্ক করছে আপনি যদি ভাবেন সে আপনাকে খুব ভালো বাসে তবে বোকার স্বর্গে বাস করছেন । নিজে সচেতন হোন অন্য কে সচেতন করুন সম্পর্ক করুন অফলাইনে সম্পর্ক অনলাইন এ যাবে তো আপনিও যাবেন ।
.
কুয়াশা প্রান্ত
MR. DARK CYANIDE

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:১৮

নতুন বলেছেন: ভন্ডামী বাদ দিতে হবে... বিয়ে করলে স্ত্রী/স্বামীর সাথে সত থাকতে হবে।

বিয়ের আগের সম্পক থাকলে বিয়ের পরে সেটা চালিয়ে যাওয়া অবশ্যই প্রতারনা।

এটা অনেক বড় একটা কারন ডিভোসে`র।

২| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩১

ঢাবিয়ান বলেছেন: আগে শুনতাম উন্নত বিশ্বে নাকি এই অবস্থা।যে যার ইচ্ছা তাই করে। কিন্তু পরবর্তীতে উন্নত বিশ্বে এসে এসব বেলাল্লাপনার কিছুই দেখি না। উলটো বাংলাদেশেই শুনি এইসব বেশি।

৩| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যেসব বিয়ে আবেগের তাড়নায় হয় সেসব বিয়েতে ডিভোর্স হয় বেশি। সুতরাং চিরস্থায়ী কোনো কাজ করার আগে ভালো করে ভেবে চিন্তে করা উচিত। কথায় আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভেবো না।

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: পারস্পারিক শ্রদ্ধা আর বিশ্বাসের উপরই সম্পর্ক টিকে থাকে যা আজকাল দাম্পত্য জীবনে কম।

৫| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: এই ৩৩৯০০ টি ডিভোর্সের বেশীর ভাগই হয়তবা যৌতুক সংক্রান্ত। কিন্তু আমাদের মূল মাথাব্যথা ১০০টি কেস নিয়ে যেখানে পরকীয়া প্রেম মূল ফ্যাক্টর।

১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৬

কুয়াশা প্রান্ত বলেছেন: ছবিটি এখানে প্রধান না লেখাটাই মেইন আর যৌতুক এর জন্য ডিভোর্স এর হার সম্পর্কে বিশদ ধারনা নেই কিন্তু বর্তমানে যৌতুক এর থেকেও পরকিয়া মারাত্তক রুপ ধরেছে যা চিন্তার

৬| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্যাড, ভেরি ব্যাড :(

৭| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৫১

করুণাধারা বলেছেন: এখন মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে, আর সহনশীলতা কমে গেছে। একটা বিয়ে মানে দুজন মানুষের পারস্পরিক সমঝোতা- জীবনযাপনের খুটিনাটি বিষয়ে। কিন্তু সহনশীলতা কমে যাওয়ায় তারা সমঝোতা করতে রাজি হয় না, যার ফলাফল ডিভোর্স। তবে আজকাল বেশিরভাগ ডিভোর্স হয় পরকীয়ার কারণে।

সুন্দর একটি বিষয়ে লেখার জন্য ধন্যবাদ।

৮| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেক্রিফাইস ব্যপারটা মানুষের মধ্য থেকে উঠে গিয়েছে। একটু মানিয়ে চললেই সংসার কত সুন্দর...

৯| ১৪ ই মে, ২০১৮ রাত ১:০৩

ওমেরা বলেছেন: যদিও আমি মেয়ে তবু আমার মনে হয় মেয়েদের অর্থনৈতিক স্বাবলন্বীই বড় কারন । এটার কারনেই অন্যান্য সমস্যা গুলো তৈরী হচ্ছে পরিনাম ডিভোর্স ।

১০| ১৪ ই মে, ২০১৮ রাত ২:২৮

কলাবাগান১ বলেছেন: "যদিও আমি মেয়ে তবু আমার মনে হয় মেয়েদের অর্থনৈতিক স্বাবলন্বীই বড় কারন ।"
তাই আপনি বাল্য বিবাহ সাপোর্ট করেন সুইডেনে বসে....আপনার তো ুচিত না পড়ালিখা করা...ক্লাস ফাইভই থাকতে বিয়ে দেওয়া উচিত..
পাকিস্হান কোন ভাল রাস্ট্র না...তাদের জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে

১১| ১৪ ই মে, ২০১৮ ভোর ৫:৩১

খনাই বলেছেন: হ্যা, করুনাধারা আর ওমেরার মন্তব্যের সাথে একমত । বিশেষ করে মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠেছেন এই সময় তাই তাদের বার্গেনিং পাওয়ারও বেড়েছে। ওমেরার এই মন্তব্য খুবই প্রাগমেটিক । আর করুনাধারা যেমন বলেছেন সবার সহনশীলতা কমে গেছে। সহনশীলতা কমে যাওয়ায় তারা সমঝোতা করতে রাজি হয় না, যার ফলাফল ডিভোর্স। খুবই সত্যি। আমাদের দেশের বেশিরভাগ সমাজবিজ্ঞানীই এটাই বলেছেন ডিভোর্স নিয়ে । কিন্তু কিছু সম্মানিত ব্লগার কিছু না বুঝে বা সম্পর্কে কোনো পড়াশোনা না করেই দেখি মন্তব্য করছেন মনে হয় শুধু মন্তব্য করে তাদের জ্ঞান জাহির করার জন্যই ! হ্যা সেলুকাস খুবই বিচত্র এই দেশ !!

১২| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

১৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৭

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.