নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

বই প্রকাশের আগে বাংলা একাডেমি কে পান্ডুলিপি জমা দেওয়ার বাধ্যবাধকতা – মুক্তচিন্তার পথে নতুন বাধা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯




বাংলাদেশের সাহিত্য ও প্রকাশনা জগতে সম্প্রতি একটি নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। বাংলা একাডেমি কর্তৃক বই প্রকাশের আগে পাণ্ডুলিপি জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপের বিষয়টি লেখক, প্রকাশক এবং পাঠকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই সিদ্ধান্তকে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার পথে নতুন এক অন্তরায় হিসেবে দেখছেন।

নতুন নিয়ম ও এর কার্যকারিতা

বাংলা একাডেমির নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো বই প্রকাশের আগে লেখক বা প্রকাশককে সেই বইয়ের পাণ্ডুলিপি একাডেমির কাছে জমা দিতে হবে এবং অনুমোদন নিতে হবে। একাডেমির নির্ধারিত কমিটি সেই পাণ্ডুলিপি পর্যালোচনা করবে এবং তাদের মতামতের ভিত্তিতে বই প্রকাশের অনুমতি দেওয়া হবে বা নির্দিষ্ট সংশোধনীর পর তা প্রকাশ করা যাবে।

মুক্তচিন্তার ওপর প্রভাব

এই নিয়ম কার্যকর হলে লেখক ও প্রকাশকের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে অনেকেই আশঙ্কা করছেন।

১. সৃজনশীলতা ও সাহিত্যের বৈচিত্র্যে বাধা: যে কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ সৃজনশীলতাকে দমিয়ে দেয়। লেখকেরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে না পারলে সাহিত্যের বিকাশ ব্যাহত হবে।
২. স্বাধীন মতপ্রকাশের সংকোচন: মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। এই নিয়ম কার্যকর হলে লেখকরা সেন্সরশিপের ভয়ে আত্মনিয়ন্ত্রণ বা ‘সেলফ-সেন্সরশিপ’-এর পথে হাঁটতে বাধ্য হবেন।
৩. নতুন লেখকদের জন্য নিরুৎসাহ: নতুন লেখকরা প্রকাশনার জটিলতা ও অনুমোদন প্রক্রিয়ার ভয়ে লেখালেখি থেকে দূরে সরে যেতে পারেন। ফলে নতুন সাহিত্যিক প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হবে।

প্রকাশনা শিল্পের ওপর প্রভাব

প্রকাশকদের জন্য এই নতুন নিয়ম এক ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে।

প্রকাশনার বিলম্ব: অনুমোদন পেতে দেরি হলে বই প্রকাশের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে, বিশেষ করে সাহিত্য মেলা বা বিশেষ উপলক্ষের জন্য নির্ধারিত বইগুলোর ক্ষেত্রে এটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

বাণিজ্যিক ক্ষতি: বই প্রকাশে বাধা আসলে লেখক ও প্রকাশকের আর্থিক ক্ষতি হতে পারে।

প্রকাশকদের স্বাধীনতা খর্ব: প্রকাশকরা যদি বাংলা একাডেমির অনুমোদন ছাড়া কোনো বই প্রকাশ করতে না পারেন, তবে এটি প্রকাশনা শিল্পের স্বাধীনতার ওপর বড় ধরনের হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।

বাংলা একাডেমির অবস্থান ও বিকল্প সমাধান: বাংলা একাডেমি যুক্তি দিচ্ছে যে, এই নিয়মের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং মানসম্পন্ন সাহিত্য প্রকাশ নিশ্চিত হবে। তবে এই উদ্দেশ্য অর্জনের জন্য কঠোর সেন্সরশিপ আরোপ না করে একটি নীতিগত দিকনির্দেশনা বা গাইডলাইন তৈরি করা যেতে পারে।

বাংলাদেশের সাহিত্য ও প্রকাশনা জগতে স্বাধীন মতপ্রকাশের পথ সুগম রাখতে বাংলা একাডেমির এই নীতির পুনর্বিবেচনা প্রয়োজন। মতপ্রকাশের স্বাধীনতা ও সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করতে হলে লেখক, প্রকাশক এবং নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ জরুরি। অন্যথায়, এই নিয়ম নতুন প্রতিভার উত্থানকে বাধাগ্রস্ত করতে পারে এবং মুক্তচিন্তার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।


লিংক: Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: পুলিশ আর মানুষের গ্যাঞ্জামে মার খেতে চায় না। তাই এমন দাবি করেছে। বাণিজ্য মেলায় ধোলাই খেয়েছে।। :-P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮

কিরকুট বলেছেন: দেশ বারো ভাতারি হয়ে গেছে ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: পুলিশ আর মানুষের গ্যাঞ্জামে মার খেতে চায় না। তাই এমন দাবি করেছে। বাণিজ্য মেলায় ধোলাই খেয়েছে।। :-P


তাওহীদি জনতা কখন কি করে বসে তাই তারা শুধুই হালাল বই মেলাতে আসতে দেবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭

কিরকুট বলেছেন: দেশ এক বাপের হাত থেকে হাজার বাপের হাতে ধর্ষন হচ্ছে ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭

নতুন বলেছেন: পন্ডিতে বোঝে আকারে ইঙ্গিতে মূর্খে বোঝে গুতায়।

দেশের অনেকেই সবাই বেশি স্বাধীনতা পেয়ে গেছে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি অন্য প্রকাশনী থেকে ছাপালে সেটার পান্ডুলিপিতো বাংলা একাডেমি চাইছেনা।বাংলা একাডেমি থেকে ছাপাতে চাইলে তবেই পান্ডুলিপি চাইতেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫

কিরকুট বলেছেন: আপনি দয়া করে লিংক কে দেয়া সংবাদ টা আরো একবার পড়েন ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: বাংলা একাডেমিতে গত পনের বছর অযোগ্য অদক্ষ লোকেরা জয়েন করেছে। তাই আজ ল্যাজেগোবরে অবস্থা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮

কিরকুট বলেছেন: বাংলাদেশের কোন জায়গায় দক্ষ লোক আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.