নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি আশরাফুল

কবি আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

বিবেকের কাছে খোলা চিঠি

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

প্রিয় বিবেক,



কেমন আছ? অনেকদিন হল তুমি পাশে নেই। আমাকে ছাড়া তোমার দিনকাল কেমন চলে তা বলতে পারবনা। তবে এটুকু বলতে পারি, তুমি ছাড়া আমি খুব ভাল আছি। খুউব ভাল! তুমি না থাকাতে যে কত কাজ খুব সহজে করতে পেরেছি তা বলে শেষ করতে পারবনা।



তুমি নেই বলে চার বছরের শিশু আজ আমার কাছে পণ্য।



তুমি নেই বলে আজ স্বপ্নদের হাতে পিস্তল, রামদা আর চাপাতি।



তুমি নেই বলে পূর্নিমার মাকে আজও বলতে হয়,"বাবারা, তোমরা একজন একজন করে এসো। আমার মেয়েটা ছোট!!!"



তুমি নেই বলে আজ এসিডে ঝলসে যায় জাতির স্বপ্ন।



তুমি নেই বলে বাংলার স্বধীনতা কাঁটাতারে ঝুলে আছে ফেলানী হয়ে।



তুমি নেই বলে আজ ডাস্টবিনে মৃত শিশুর দেহ পড়ে রয়।



তুমি নেই বলে কন্যা ধর্ষিত হয় পিতার হাতে!



প্রিয় বিবেক,



তুমি নেই বলে বিশ্বজিতের রক্তাক্ত শার্ট জাতীয় পতাকা হয়ে উড়ে আকাশে।



তুমি নেই বলে বিশ্বজিতের মায়ের হাহাকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে জাতির দুয়ারে।



তুমি নেই বলে রামুতে নড়ে উঠে ধর্মের কল।



তুমি নেই বলে আজ আমি মুক্তিযোদ্ধার চামড়া দিয়ে বানাই জুতো।



প্রিয় বিবেক, তোমার জন্য শুভকামনা। রক্ত আর চোখের জলে স্নান করে তুমি ফিরে এসো। ভাল থেকো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় অসাধারন

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

নিকোটিন নিকোটিন বলেছেন: ভালো লাগলো।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

কবি আশরাফুল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.