![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্টস এ আল মাহমুদের সাক্ষাৎকার থেকে:
....
রাজু: ঠিক আছে। আপনার সম্পর্কে ভুল বা সঠিক যেটাই হোক না কেন তা হলো আপনি জামায়াতের সক্রিয় সদস্য কিনা?
মাহমুদ: না। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না।
রাজু: কিন্তু আপনাকে তো জামায়াতে ইসলামীর অনেক দলীয় কর্মকাণ্ডে দেখা গেছে।
মাহমুদ: না, এটা আপনি ঠিক বলেন নি।
রাজু: অনেক অনুষ্ঠানে দেখা গেছে; আপনি সভাপতিত্ব করছেন বা গেস্ট হিসেবে আছেন।
মাহমুদ: আমি হয়তো তার কোনো ছাত্র সংগঠনের কালচারাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেছি।অনেক ছাত্র সংগঠনেই আমি করে থাকি। কিন্তু যেহেতু আমি কোনো একসময় বা কোনো একবার বা দুইবার বা তিনবার তাদের একটাঅনুষ্ঠানে গিয়েছি তাতে আমাকে এভাবে চিহ্নিত করা ঠিকনা।
রাজু: আপনি জামায়াতের রাজনীতিতে বিশ্বাস করেন কিনা?
মাহমুদ: জামায়াতের রাজনীতি কী — সেটা আমার কাছে প্রথম ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমি সমর্থক কিনা। জামায়াতে ইসলাম ইসলামী রাষ্ট্র, ইসলামী শরিয়ত প্রচলনের জন্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি একজন কবি। কোথাও যদি তাদের সাথে আমার মিল হয় সেটা তো ভালো কথাআমি মনে করি, অসুবিধা কী? এবংতারা যদি সে-কারণে আমাকে খানিকটা পৃষ্ঠপোষকতা দেয় তাহলে সেটা আমার লভ্য; এটাকে বলি না যে এটা দোষনীয়। যেহেতু তারা আদর্শগতভাবে আমার কবিতা বা আমাকে সমর্থন দেয় তাহলে এটা দোষণীয় মনে করি না। এ কারণে আমাকে রাজনীতি করতে হবে বা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হতে হবে — এটা জরুরী না।
রাজু: না, কিন্তু ওদের রাজনীতিতে আপনি বিশ্বাস করেন কিনা?
মাহমুদ: আমি ইসলামে বিশ্বাস করি। জামায়াতে ইসলাম দেশের নানান ঘটনায় নানা রকম রাজনৈতিক প্রক্রিয়া চালায়, এটার সাথে ইসলামের সম্পর্ক থাকতেও পারে। নিশ্চয় থাকবে, কারণ তারা তো ইসলামী দলই।
রাজু: এটা কোন ইসলাম? কারণ হচ্ছে, সেভেনটি ওয়ানে ওরা যখন স্বাধীনতার বিপক্ষে কাজ করলো তখনও কিন্তু তারা বলছে যে ইসলাম রক্ষা হলো তাদের মূল দায়িত্ব। সেখানেও কিন্তু তারা ‘ইসলাম’কে ব্যবহার করছে।
মাহমুদ: জামায়াতে ইসলাম ইসলামের স্বার্থেই কোনো এক সময়ে মানে স্বাধীনতা যুদ্ধের সময়ে ছিলো শেখ মুজিবের বা আওয়ামী লীগের অপজিট দল।
রাজু: এখানে আমি একটু বলি: সেভেনটি ওয়ানে ওদের ভূমিকা কেবল আওয়ামী লীগের, শেখ মুজিবের বিপক্ষে নয়, ওটা প্রকারান্তরে গোটা জাতির স্বার্থের বিপক্ষে চলে গেছে।
মাহমুদ: এটা আমি… ঠিক… সম্পূর্ণভাবে সঠিক মনে করি না।
রাজু: যদি এটা সঠিক না হয় তাহলে সেভেনটি ওয়ানের যে-অর্জন সেটা কি আওয়ামী লীগের অর্জন নাকি এই জাতির অর্জন?
মাহমুদ: মনে রাখতে হবে যে আমিএকজন মুক্তিযোদ্ধা।
রাজু: সে-জন্যেই তো আপনি এর উত্তর দেবেন।
মাহমুদ: তখনকার জামায়াতে ইসলামীর — আমার যেটা ধারণা;আমি কিন্তু রাজনীতির লোক নই আগেই বলে নিচ্ছি। আমার ধারণাযেটা পাকিস্তানের যে-ঐক্য, যে ভাব-কল্পনা — এটার অনুসারী ছিলো তারা, সেটা তারা রক্ষা করতে চেয়েছে। এবংসেই জন্যে শেখ মুজিবের রাজনীতির বিরোধিতা করেছে। এবং বিরোধিতার পরিণাম তারা ভোগ করেছে।
রাজু: কী পরিণাম ভোগ করেছে? আমি তো কোনো পরিণাম দেখি না।
মাহমুদ: তাদের অসংখ্য লোক মারা গেছে।
রাজু: আর তারা যে অসংখ্য লোক হত্যা করছে, অসংখ্য নারীকে ধর্ষণে সহযোগিতা করছে, অনেক লুটপাট করছে…
মাহমুদ: এ বিষয়ে আমাকে প্রশ্ন না করাই ভালো…
রাজু: আপনি মুক্তিযোদ্ধা, ফলে আপনি এসব বিষয়ে বলতে পারেন।
মাহমুদ: এ ব্যাপারে আমাকে প্রশ্ন না করাই ভালো।
*************
হুমায়ুন আজাদ, আপনিই সঠিক। একজন রাজাকার আজীবন রাজাকার। কিন্তু একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নন। এগুলো আজ আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আমরা এইসব মুখোশধারী রাজাকারদের কিভাবে চিনব? আল মাহমুদ আমাদের দেশের প্রথিতযশা লেখক। তার এই ধর্মভিত্তক সাহিত্য কি আমাদের সাহিত্যকে কলুষিত করছেনা? আজ আমরা এক বিরাট প্রশ্নের সম্মুখীন। যার উত্তর আমরা কেউ জানিনা। হয়ত জানবও না। কিন্তু এটুকু বলতে পারি, আমরা এই কুলাঙ্গারদের কোনোদিন ক্ষমা করবনা।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
করাত বলেছেন: গাছের একটা ফল খারাপ মানে গাছটার সব ফল খারাপ এইটা যেমন মনে করা ঠিক না তেমনি গাছের একটা ফল মিষ্টি হলে বাকি গুলাও মিষ্টি মনে করা ঠিক না
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
কবি আশরাফুল বলেছেন: হাঁড়ির একটা ভাত টিপলেই বুঝা যায় সব ভাত কেমন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
করাত বলেছেন: গাছের একটা ফল খারাপ মানে গাছটার সব ফল খারাপ এইটা যেমন মনে করা ঠিক না তেমনি গাছের একটা ফল মিষ্টি হলে বাকি গুলাও মিষ্টি মনে করা ঠিক না