![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।
গত এক যুগ ধরে যে মানুষটি আমাদের ব্যান্ড সঙ্গীতকে অনেক কিছু দিয়েছেন শুধু গান লিখে ও সুর করে সেই প্রিয় প্রিন্স মাহমুদ আমাদের বঞ্চিত করছেন তাঁর নিজের চমৎকার কণ্ঠ থেকে। যে প্রিন্স মাহমুদ এর কাছ থেকে আমরা ৯০ দশকের শুরুতে বেশ কিছু চমৎকার সুন্দর গান পেয়েছিলাম যা এই প্রজন্মের কেউ জানে না, সেই গানগুলো আমি আপনাদের দিয়ে মনের তৃষ্ণা কিছুটা মেটানোর চেষ্টা করেছি মাত্র! আশা করি আপনারাও গানগুলো শুনে আমার সাথে একমত হবেন যে নতুন প্রজন্ম কে দেয়ার মত প্রিন্স মাহমুদের এখনও অনেক কিছু বাকী আছে। আমরা যারা গত দশকের তরুণ ছিলাম তাঁরা যতটুকু তাঁর সম্বন্ধে জানি তাঁর কিছুই আজো এই দশকের শ্রোতারা জানে না। ‘সামু’ ব্লগার দের মাধ্যমে আমি প্রিয় ‘প্রিন্স মাহমুদ’ কে আবার নিজের কণ্ঠের গান দিয়ে এই প্রজম্ন কে জাগিয়ে তোলার জন্য অনুরোধ করছি। কারন এসব প্রতিভাবান মানুষেরাই পারে আমাদের মনের তৃষ্ণা মেটাতে ও গত দশকের মত আবারো বাংলা গানকে জাগিয়ে তুলতে! আমরা যে আজ তাদের চুপ করে থাকাটা মেনে নিতে পারছি না!
নিচে প্রিন্স মাহমুদ এর দুর্লভ ও হারিয়ে যাওয়া সেরা ৫ টি গান দিলাম সব বন্ধুদের জন্য, যে গানগুলো অনেক অনেক শ্রোতার অজানা এবং যা খুঁজে পাওয়া বেশ কষ্ট এই যুগে!
১. চাঁদ জাগা রাত্রি- (Click This Link)
কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম – আবেগ (ব্যান্ড মিক্সড ১৯৯৩)
২. মন যারে চায় – (Click This Link)
কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম – আবেগ (ব্যান্ড মিক্সড ১৯৯৩)
৩. তোমাকে ছাড়া জীবন আমার (Click This Link)
কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম – আবেগ (ব্যান্ড মিক্সড ১৯৯৩)
৪.চলে গেছো –(Click This Link)
৫. সে কেমন মেয়ে- (Click This Link)
কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম – সে কেমন মেয়ে (১৯৯১)
উপরের দুর্লভ গানগুলো সহ আরও অসংখ্য অসংখ্য দুর্লভ বাংলা গান যারা পেতে চান তাঁরা নিচের লিঙ্কে ক্লিক করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন সব দুর্লভ গান পাওয়ার জন্য।
(https://www.facebook.com/kokbd24)
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮
কবি ও কাব্য বলেছেন: @হাসান ভাই আপনার কথার সাথে আমি একমত নই। কয়েকটা দিন অপেক্ষা করুন, প্রিন্স মাহমুদ এর কণ্ঠের আরও কিছু গান পাবেন যা আগে শুনা হয়নি অনেকের।
২| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪১
তানভীরসজিব বলেছেন: প্রিন্স মাহমুদের অনেক বিক্ষ্যাত একটি এলব্যাম "ক্ষমা" ক্যাসেট টির ডাউনলোড লিংক আছে কারো কাছে ?
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯
কবি ও কাব্য বলেছেন: গানগুলোর শেষে যে লিংকটি দেয়া হয়েছে সেখানে পুরো অ্যালবাম পাবেন।
৩| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫
হিমাংশু বলেছেন: সুরকার হিসেবে তিনি আমার প্রিয়।
তাঁর কন্ঠে গান খুব বেশি শুনিনি। লিংকগুলোর জন্য ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৮
কবি ও কাব্য বলেছেন: @হিমাংশু ভাই কে ধন্যবাদ। আশা করি গানগুলো ভালো লাগবে।
৪| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫০
ঘুমন্ত আমি বলেছেন: বরাবরের মতোই ভালো পোষ্ট
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩
কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ @ঘুমন্ত আমি। আশা করি গানগুলো ভালো লাগবে।
৫| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩
ডেভিড বসাক বলেছেন: বহুদিন পর 'সে কেমন মেয়ে' গানটির কথা মনে করিয়ে দিলেন..........অনেক ধন্যবাদ
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৭
নীল বেদনা বলেছেন:
সে কেমন মেয়ে! আহা! কতদিন পরে!
কবি ও কাব্য ভাই, আমি একজন গীতিকার। অবশ্য আমার গান আমি কোথাও প্রকাশ করিনি। কারন আমি চাই নি আমার এই সন্তানগুলো কোথাও লাঞ্চিত হোক।
বাংলা ব্যান্ড সম্পর্কিত তথা গান নিয়ে আপনার জ্ঞানের পরিধি ও আপনার রুচীর সাথে আমার অদ্ভুত মিল দেখে আমি অবাক। আমার সংগ্রহে আছে বহু পুরাতন গান যা মাঝে মাঝে শুনলে কোন কোন প্রতিবেশী জিজ্ঞাসা করে কোথায় পেলাম। এই সেদিনও বাচ্চু ভাইয়ের মোসলেম ভান্ডারী গানটা দিলাম একজনকে।
যাক, গীতিকার হিসেবে আমি কি আপনার/ আপনাদের কোন কাজে লাগতে পারি?
- এই বুকেতে কার কথা শুনতে পাও,
এই চোখেতে কার ছবি দেখতে পাও
- সেই/ এই তো আমি
যে ছিলাম হৃদয়ে শুধুই তোমারই
ভুলের ঝড়ে হারিয়ে ছিলাম দূর অজানায়,
ফিরে এসেছি আজ, নাও ডেকে আমায়
ফিরে এসেছি আজ, নাও ডেকে আমায়
খোল খোল আখিঁ....
এই দুটো অমুল্য গান ভুলক্রমে মুছে গেছে সংগ্রহ থেকে। আছে আপনার কাছে (আমার বিশ্বাস আছে) লিঙ্ক দিতে পারবেন দয়া করে?
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
কবি ও কাব্য বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই পাবেন। ২য় গানটি 'মৌসুমি' অ্যালবাম এর গান যা পুরো অ্যালবাম সহ খুব শিগ্রই পাবেন আমার রেডিও তে। প্রথম গানটা ফ্রম ওয়েস্ট ব্যান্ড এর সেটাও পাবেন। আছে আমার কাছে। অডিও ক্যাসেট ২ টা ঠিক করার জন্য কাজ করছি।
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২২
কবি ও কাব্য বলেছেন: @নীল বেদনা, অবশ্যই আপনি গীতিকার হিসেবে আমাদের সাহায্য করতে পারেন। আপনি অনুমতি দিলে আপনার গানগুলোতে সুর করতে পারি?
৭| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৬
বাংলার পোলা বলেছেন: ভাইজান গান ডাউনলোড করবো কিভাবে? আমি গুগল ক্রোম ইউজ করি
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৯
কবি ও কাব্য বলেছেন: ডাউনলোড করতে পারবেন না IDM ছাড়া। সবগুলো গান লক করা।
৮| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩১
সুহাসলেলিন বলেছেন: আইয়া পরছি
আমারে রাইখ্যা গান শুনছেন, মনে রাইখ্যেন
প্রিন্স মাহমুদের নিজের গাওয়া এইগানগুলি অবশ্যই অনেক পুরনোকে মনে করিয়ে দেয়!
তবে ইদানিং একটা নিজের করা মিক্সড এ্যালবামে ওনার গানটা ভাল লাগেনি
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৯
কবি ও কাব্য বলেছেন: @সুহাসলেলিন ! ভাই আপনি ফিরে আসাতে খুব খুশী হয়েছি।কেমন আছেন?
৯| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
নীল বেদনা বলেছেন:
লেখক বলেছেন: @নীল বেদনা, অবশ্যই আপনি গীতিকার হিসেবে আমাদের সাহায্য করতে পারেন। আপনি অনুমতি দিলে আপনার গানগুলোতে সুর করতে পারি?
টেস্ট বেসিসে আমাদের মধ্যে একটা কাজ তো হতেই পারে কারন আপনার জ্ঞানের উপরে আমার যথেষ্ঠ শ্রদ্ধা ও আস্থা রয়েছে
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৮
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ। আমি আপনার গান পাবার অপেক্ষায় থাকলাম। আপনার পছন্দ না হলে সুর ফাইনাল করা হবে না।
১০| ০১ লা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৫
ইচ্ছে বলেছেন: আমি ওনার স্টারস ২ (যতদুর মনে পরে ৯৭ এ রিলিজড) মিক্সড এলবামটা অনেক দিন থেকে খুজছি, কারো কাছে ডাওনলোড লিনক টা আছে?
০১ লা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০
কবি ও কাব্য বলেছেন: ধন্নবাদ@ইচ্ছে। আপনি একেবারে শেষে দেয়া যে লিংকটা দেয়া আছে সেখানে ঐ অ্যালবাম টা পুরো পাবেন। তবে সটারস ২ প্রিন্স মাহুমদ এর অ্যালবাম না।
১১| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ৯:১১
ব্লগ ৪১৬ বলেছেন: দেখতাছি কি দিলেন।
১২| ০২ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:১২
বেঈমান আমি বলেছেন: - এই বুকেতে কার কথা শুনতে পাও,
এই চোখেতে কার ছবি দেখতে পাও এইটা তো বিপ্লবের গাওয়া একটা গান।
কবি ভাই।ভালো লাগছে আপনি নিয়মিতো লিখছেন।
০২ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:২৬
কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ বস। আমি চেষ্টা করছি মাত্র। লিখা হচ্ছে কি হচ্ছে না তার বিচার করবেন আপনারা।
১৩| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৭:১৬
ইচ্ছে বলেছেন: অনেক ধন্যবাদ,
একটা গান পেয়েছি, সারা রাত তুমি হেটেছ - আইউব বাচ্চু
বাকি গুলা পাচ্ছিনা... http://www.mybanglaspace.com এ এই এলবামটা একসাথে নেই
হু আমারই ভুল ছিল, সটারস ২ প্রিন্স মাহুমদ এর অ্যালবাম না, আশিকুজ্জামান টুলুর
অনেক ধন্যবাদ আবার,
০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৬
কবি ও কাব্য বলেছেন: আপনি গানগুলোর নাম দিয়ে আমাদের ঐ ওয়েবসাইটে সার্চ দিন।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৮
নীল বেদনা বলেছেন:
আপনার জন্য উৎসর্গীকৃত লিরিক পোষ্ট
প্রিয় কবি ও কাব্য, দুটো গান দিলাম। আপনার সাইটের নিজস্ব গান হিসেবে। আমি চাই আপনার সাইটে বিভিন্ন শিল্পীর গাওয়া গানের পাশাপাশি কিছু মৌলিক গানও থাকুক। তা যে ই গানটি লিখে দিক, সুর করুক বা গেয়ে দিক। আপনার সাইটের প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ এই ভাবনাটা বললাম।
এই গান দুটি আপনার বৃহত্তর প্রচেষ্টার প্রতি সম্মান স্বরূপ ক্ষুদ্রতর উপহার। যদি লিরিক পছন্দ হয় তা হলে তো হয়েই গেল আর পছন্দ না হলে জানান, আরো অনেক আছে দেয়ার মত।
অনেক ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০২
কবি ও কাব্য বলেছেন: @নীল বেদনা আমি অত্তান্ত দুঃখিত। আমি এতদিন সামুতে আসিনি তাই আপনার লিখাটি দেখতে পারিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যুদ্ধে সামিল হওয়ার জন্য। খুব পছন্দ হয়েছে।
১১ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:০৯
কবি ও কাব্য বলেছেন: ভাই আমি আমার রেডিও এর দেয়ালে আপনার গান দুটো পোস্ট করার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। আপনি কি একটু আপনার দেয়াল থেকে রেডিও তে পোস্ট করবেন গান দুটো? একটু সাহায্য করেন প্লিজ!
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: প্রিন্স মাহমুদ সুরকার এবং কম্পোজার হিসেবে ভালো। কিন্তু ভোকাল হিসেবে একদমই নিম্মমানের।