![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
আমার নিকট আত্নীয় (আমি ফুফা বলি) একটি জেলা থেকে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে পৌর মেয়র নির্বাচনে অংশগ্রহন করেন। আমরা পরিবার সহ কাছের অনেক আত্নীয়-সজন নির্বাচনী এলাকার যেয়ে কিছুদিন থেকে আসি। আমার নিজস্ব কিছু পর্যবেক্ষন তুলে ধরা নির্বাচনটি কেন্দ্র করে। বর্তমান সরকারের জনপ্রিয়তা একদন তলানিতে থাকলে, আমার ফুফা ( ওনার বয়স ছিল ৫০ এর নিচে) এলাকায় গ্রহনযৌগ্যতা ছিল বেশ ভালই। সৎ এবং তরুন হিসেবে ওনার একটা ভাল ইমেজের পাশাপাশি টাকা-পয়সা ও বেশ ভালই ছিল। পুর্বে ওনি একটি নামকরা বিশ্ববিদ্যালয়র ছাএলীগের সভাপতি ছিলেন এবং ওনার নেতৃত্ব বিশ্ববিদ্যালয়টি নাকি শিবির মুক্ত হয় বিধায় কেন্দ্র ওনার ভালই দাপট ছিল। ওনার নির্বাচনী প্রচারনা অনেক নামকরা নেতার উপস্থিতি সহ নির্বাচন বিজয়ের পরে অনেকে সাবেক ছাএলীগ নেতা,এমপির ফেসবুকে স্টেটাস দিয়ে অভিনন্দন জানানোয় বেশ অবাকই হয়।
গনতন্ত্রিক ব্যবস্হায় নির্বাচন করা বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার। এখানে যদি ও জনসেবা করা মূলনীতি এবং দায়িত্ব। তারপরে মোটা দাগে কিছু ব্যপার চোখে লাগে। মাঝারি সাইজের একটি ডিজিটাল ব্যানারের দাম হাজার টাকার উপরে। একটি পৌর-মেয়র নির্বাচনী এলাকায় এমন ব্যানারের প্রয়োজন পড়ে প্রায় হাজার খানিক এর উপরে। দিন-রাত মাইকিং, মিছিল, সভা ইত্যাদি কারি-কারি টাকার জংকার। নির্বাচনের দিন প্রতি ওয়ার্ডে- ওয়ার্ডে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অটোরিকশা রাখা। মহিলা-পুরুষ সবার জন্য আলাদা ব্যবস্হা। নির্বাচন কেমন হয়েছে সেই দিকে আর আলোকপাত নাই বা করি! প্রতিটি কেন্দ্রে দুপুর ছিল কর্মীদের জন্য খাবারের সু-ব্যবস্হা। সব-মিলিয়ে বেশ খরচের ব্যাপার।
এখন প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে কেন জনসেবা করবে?? নির্বাচনের টাকাটা যদি এক ধরনের বিনিয়েোগ হিসেবে ধরে নেই, তাহলে পড়ে হয়তো টাকাটা সুদে-আসলে তুলে আনা হবে জনগনের জন্য বরাদ্দ বাজেট থেকে। ভারতের মত একটি দরিদ্র দেশে নাকি বিজেপি নির্বাচন প্রচারনাতে নাকি ১ বিলিয়ন ডলারের বেশি ব্যায় করে। আমেরিকার মত দেশে দলগুলো নির্বাচনে প্রচারনার জন্য বহুজাতিক কোমপানি থেকে তহবিল সংগ্রহ করে। এছাড়া নির্বাচন করতে বেশ অনেক মোটা অংশের টাকা খরচ করতে হয়? তৃতীয় বিশ্বের মত গরীব দেশ গুলোতে এত টাকা ব্যায় করে নির্বাচন করার যৌক্তিকত আসলে কতটুকু???
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: লকহিড মার্টিন সহ আরো অনেক বহু-জাতিক অনেক অস্ত্র কোমপানি আগের নির্বাচনে রিপাবলিকানদের বিপুল অর্থ সহায়তা করেছিল। তৃতীয় বিশ্ব নির্বাচনী ব্যায় কোন স্বচ্ছতা নেই।
২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগের দিনে এতোটা খরচ ছিল না। এটা শুরু হয় টাকা কোন সমস্যা না বলার পর থেকে।
১৩ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন: নির্বাচন করে জন প্রতিনিঁধি বেঁছে নেওয়া এক ধরনের ব্যবসায় পরিনত হয়েছে।
টাকা খরচ করে নির্বাচন জিত, এরপরে তা সুদে-আসলে মুনাফা আয় করো।
৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৩:২০
রাজীব নুর বলেছেন: যেদ কোনো নির্বাচনের সময় 'বিকাশ' লেনদেন খুব বেশি মাত্রায় হয়।
১৩ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:০৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: পরিবার সহ সুইডেনে মাইগ্রেশন করা অনেক সহজ।
আপনি চেস্টা করে দেখতে পাড়েন।
৪| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
জুন বলেছেন: মন্তব্য নিস্প্রোয়জন কালিমুদ্দি। আপাতত আমি ঢাকাতে আছি কয়েক মাসের জন্য তাই মন্তব্য সাবধানে করতে হয়
২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১০
কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রিয় জনের সাথে দেশে ভাল কাটুক আপনার সময়।
দেশি খাবার, শীতের তাজা সবজি, পিঠা খেতে ভুলবেন না।
৫| ০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৮
জুন বলেছেন: আপনার আসল নাম কি মাহাবুব? আপনি কি সেই বাংলাদেশী অভিনেতা যিনি কোরিয়ান ম্যুভিতে নায়ক হয়েছেন? অসুবিধা হলে আমার মন্তবটি ডিলিট করে দিবেন।
২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০
কলিমুদ্দি দফাদার বলেছেন: জি না আপা। বয়সে আমি মাহবুব লির সাহেবের অর্ধেকর একটু বেশি। তবে ব্যক্তিগত ভাবে আমি মাহবুব লি সাহেবকে চিনি। একসাথে বসে কফি খাওয়ার সুযোগ হয়েছে।
২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি সহ আমার আরো কিছু প্রিয় ব্লগারদের দেখার জন্য সামুর ফেসবুক গ্রুপে সংযুক্ত হয়েছিলাম।কিন্তু দুঃখের বিষয় গুটি কয়েক ব্লগার বাদে আপনারা কেউই নাকি ফেসবুক ব্যবহার করেন না।
৬| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩
জুন বলেছেন: দুঃখিত দফাদার আমার ফেসবুক নাই
যাই হোক নায়ক না হলেও বাকি দিক দিয়ে তো মিল আছে, বাংলাদেশী, কোরিয়ান বৌ তাঁর উপর তাঁর সাথে চা খাইছেন
আর কি দরকার !!!
৭| ০৩ রা মে, ২০২১ রাত ১০:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
তৃতীয় বিশ্বের গনতান্ত্রিক ব্যবস্থায় একটি
আমুল পরিবর্তন আনা প্রয়োজন ।
রাষ্ট্রবিজ্ঞানীরা নতুন নতুন রূপরেখা
দিতে পারেন ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: পুঁজিবাদি অর্থনীতি আর মনোপলিতে সারা বিশ্বের গনতন্ত্রই আজ বিধস্ত।
ডা: মোহাম্মদ ইউনুস তার একটি সাক্ষাত্কারে বলেছিলেন-অচিরে ভেংগে পরবে
বিশ্ব অর্থনীতির এই মনোপলি যদি না নতুন রুপ রেখা না দেওয়া হয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার নির্বাচন খরচ মোটামুটি মানুষের দানের উপর; তবে, শুরুতে কেন্ডিডেটের সামান্য খরচ হতে পারে।