নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

ডক্টর মুহম্মদ ইউনুস ওয়ান ম্যান আর্মি!!!!!

১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩২

ইন্টারিম সরকারে প্রধানের দায়িত্ব নেওয়ার পর একের পর এর চমক দিয়ে যাচ্ছেন ডক্টর মুহম্মদ ইউনুস। ভঙ্গুর, মেরুদন্ডহীন শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ভাবে পঙ্গু, গৃহযুদ্ধের কাছাকাছি চলে যাওয়া একটি দেশের দায়িত্ব কাঁধে নিয়েই খুবই নমনীয় ভাবে পরিস্থিতি যেভাবে মোকাবেলা করেছেন, তা একবিংশ শতাব্দীর এক রাজনৈতিক বিস্ময় বটে ও। জন্মলগ্ন থেকে চিরাচরিত রাজনৈতিক  প্রবাহমান ধারা যেমন;  বাপ বা স্বামীর উওরাধিকার সুত্রে বনে যাওয়া নেতা- নেত্রী অথবা রাস্তায়  মিছিল মিটিং, হামলা-মামলা খেয়ে বা অতিরঞ্জিত কোন বক্তৃতা দিয়ে ওঠে আসা দলনেতা আর সুশিক্ষিত, মার্জিত, নোবেলজয়ী ব্যাক্তির চিন্তা-ভাবনা, দর্শন দেশ পরিচালনা করার মধ্য যে যোজন-যোজন পার্থক্য তা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডক্টর মুহম্মদ ইউনুস। কিছু পদক্ষেপে দৃশ্যমান  পরিবর্তন বেশ‌ লক্ষনীয়। সব নিয়ে বলতে গেলে পোষ্ট অনেক লম্বা হয়ে যাবে, তাই কিছু বিষয় নিয়ে আলোকপাত করবো।

সরনকালের সবচেয়ে আরামদায়ক স্বস্তির মাস ছিল, এবারের রমজান। বন্যা, ও ভারতের খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধ হওয়া সত্বেও মাছমাংস, শাক-সবজির বাজারে যেই আগুন লাগবে বলে ধারনা করা হচ্ছিল, তেমন কিছুই হয়নি। ঠিক কবে রমজান মাসে জিনিস পত্রের দাম সহনীয় বা কম ছিল আমার জানা নাই। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ বা কম ছিল ইউনুস সরকারের অন্যতম প্রধান সাফল্য।  লুটেরা ব্যাবসায়ী আর লোভী রাজনীতিবিদেরা মিলে যে রমজান মাসে বাজারে কৃত্রিমভাবে মনোপলি সৃষ্টি করতো, তা দৃষ্টত স্পষ্ট‌ ও প্রমানিত। জুলাই-আগষ্ট
গন-অভুক্তানকে জংগী,‌ জামাত-শিবির ট্যাগিং দেওয়া ধর্মবিদ্বেষী এক ব্লগার ও এবারের রমজানে প্রায় প্রতিদিনই তরমুজ খেয়েছেন, ৮-১০ পদের আইটেম দিয়ে ইফতার করেছেন, শুধু মাথায় টুপি পড়ে ছবি তুলতে ভুলে গেছেন। এরপরে ও ইউনুস নাকি খারাপ,‌ জংগি!!!!! 8-|

নারীর টানে ঈদ উপলক্ষে স্বস্তির সাথে বাড়ি ফিরা ও ছিলা আরো একটি  উল্লেখ্যযোগ্য সাফল্যে। নির্দিষ্ট সময় বাস, ট্রেন ছাড়া ঈদের সময় বেশি ভাড়া না দেওয়া মনে হয়, দেশবাসী এবার প্রথম দেখলো। সীমিত লোকবল দিয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান বেশ প্রশংসিত। এই অভিযান আগে ও চলতো যা ছিল নিছক লোকদেখানো!!!!!

সম্প্রতি ইউ এস নিউজ প্রকাশিত গ্লোবাল পাওয়ায় ইনডেক্স বাংলাদেশ অবস্থান কমে দাঁড়িয়েছে ৪৭ তম। মানে বাংলাদেশ এখন বিশ্বের ৪৭ তম শক্তিধর রাষ্ট্র। অথচ সাম্প্রতিক সময়ে তেমন কোন সমরাস্ত্র বা যুদ্ধযান ই কিনেনি বাংলাদেশ। তাহলে!!!! মুল সুত্রটি লুকিয়ে আছে ভৌগলিক ভাবে  দেশের  অবস্থানের গুরুত্ব বিবেচনা করা এবং প্রতিবেশি দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক সমানে-সমান‌ রাখা যা ডক্টর মুহম্মদ ইউনুস শুরু থেকেই বলে আসছেন।  এরমধ্য গুরুত্বপূর্ণ পাশার ডান "চিনের অর্থায়নে" উওরবঙ্গের লালমনিরহাটে বাংলাদেশকে এয়ার বেইস আধুনিকায়ন বা পুর্ননির্মাণ যা কিনা অক্টোবর শুরু হতে হচ্ছে। চিকেন নেকের কাছে এয়ার বেইসের নির্মাণের খবরটি ভারতের মিডিয়ায়  "চিনা জোঁকের উপর লবন ছাইড়া দেওয়ার মত ছ্যান কইরা লাফাইয়া উঠছে" । নিচে দেখুন-
লালমনিরহাটে এয়্যারবেস
এছাড়া:

-বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করে ও রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারে উন্নতিকরন।

- ভারত কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার  বিকল্প চায়নার কুনমিং ৪ টি হাসপাতাল বরাদ্দ নেওয়া।

-ঢাকার যানজট নিরসনে শৃংখলা বৃদ্ধি ও ট্রাফিকে আমুল পরিবর্তন‌।

-অপ্রয়োজনীয় মেগা প্রকল্পগুলো বাদ দেওয়া এবং প্রয়োজনীয় গুলোতে যাচাই-বাছাই করে নির্দিষ্ট অর্থ প্রদান করা।

- আগামী বছরের মধ্যে ১ লক্ষ ৮০ হাজার লাখ রোহিঙ্গা প্রত্যাবর্তন।

শেষ করবো, ব্লগের এক উজিরে খামাখার কথা বলে, যিনি গলা ফাটিয়ে বলেছেন, অনির্বাচিত কোন সরকারে নাকি বিদেশিরা বিনিয়োগ করে না। ডক্টর ইউনুস আর অনির্বাচিত সরকার যে এক জিনিস না‌,  এই কাকু  মনে হয় তা জানে না। অনির্বাচিত সরকার প্রধানের দেশে জাতিসংঘের মহাসচিবের  মত হাই প্রোফাইল ব্যাক্তি বর্গ এসে সফর করে না, চীনের মত পরাশক্তি চার্টার্ড বিমান পাঠিয়ে চীন সফরে স্বাগত জানায় না। গতকালকে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে কোরিয়া থেকে ১৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগের চুক্তি সাক্ষরিত হয়েছে। চীনের বাণিজ্যমন্ত্রী ২০০ বিনিয়োগকারী  নিয়ে শ্রীঘ্রই বাংলাদেশ আসছেন। ব্রিকসের এনডিবি আগামী এক বছরের মধ্যে আসবে আরো ১ বিলিয়ন ডলার। বা়ংলাদেশের বর্তমানে পরিস্থিতি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল নয়, ইতিমধ্যে যে সাফল্য অর্জিত হয়েছে তা ব্যাক্তি ডক্টর ইউনুস আর তার রিক্রুট করা যোগ্য কিছুর ব্যাক্তির প্রচেষ্টার ফল। আমাদের অর্থনৈতিক দৈন্যদশা আর রাজনৈতিক অপসংস্কৃতি যেমন একদিনে তৈরি হয়নি, তেমন অল্প সময়ে দুর করা সম্ভব না। বাংলাদেশের একটি সার্বভৌম, সফল রাষ্ট্র‌হিসেবে প্রতিষ্ঠা করতে ডক্টর ইউনুসের দীর্ঘমেয়াদি থাকা ছাড়া আর কোন বিকল্প নেই। নেই মানে নেই.......







মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫০

নতুন নকিব বলেছেন:



ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিঃসন্দেহে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশৃঙ্খল ঈদ যাত্রা, কূটনৈতিক সফলতা এবং বিনিয়োগ বৃদ্ধিতে তাঁর পদক্ষেপগুলো প্রশংসনীয়। একজন শিক্ষিত, মার্জিত ও দূরদর্শী নেতার নেতৃত্ব কিভাবে একটি দেশকে ভঙ্গুর অবস্থান থেকে ঘুরে দাঁড় করাতে পারে, তার বাস্তব প্রমাণ হয়ে উঠেছেন ড. ইউনুস। এটি প্রমাণ করে, সদিচ্ছা ও যোগ্য নেতৃত্ব থাকলে অল্প সময়েও অনেক পরিবর্তন সম্ভব।

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রথমে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হার্ড লাইনে না যাওয়াতে কিছুটা বিরক্ত লাগছিল।
এখন ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। হয়তো ১৬ বছরের জমে থাকা জঞ্জাল ১৬ মাসে দুর করা সম্ভব না।
স্বল্প সময়ে এই অগ্রগতি বেশ সন্তোষজনক। সামনে আরো ভাল হবে আশাকরি।
কিছু যৌগ্য মেধাবী লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা বিদেশি আরাম-আয়েশ ছেড়ে শুধু ইউনুসের কথায় দেশে আসছে
বাংলাদেশের মত তৃতীয় সারির একটি দেশে এখন ইনভেস্টমেন্ট সামিটের উপস্থাপনা পুর্বে কল্পনা করা যেত??

২| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৪

নিমো বলেছেন: view this link আরেকটু লেখাপড়া করে পোস্ট করা দরকার।

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: নিউজের সোর্স দেখলে বুঝা যায়, যে দালালীর উপর অনেকের পিএইচডি আছে।

৩| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১২

নিমো বলেছেন: লেখক বলেছেন: নিউজের সোর্স দেখলে বুঝা যায়, যে দালালীর উপর অনেকের পিএইচডি আছে।
হা-হা! হা-হা! দুটো দাবিইতো মিথ্যা। আপনি আবার আলাদা করে দাগাদাগি করছেন কেন? অন্তর্বাস চুরির মামলায় কি দাগি? বলি কী, একটু লেখাপড়া করুন।

view this link

view this link

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: রয়টার্স, সিএনএন, বিবিসি বা গ্রহনযোগ্য কোন নিউজ জার্নাল অথবা ভারতের প্রথমসারির একটা রেফারেন্স দিলে আপনার বিদ্যার দৌড় বুঝতাম!!!! যেই লিংক দিলেন, তারা আবার রেফারেন্স হিসাবে, স্বৈরাচারের তীর্থভুমি ভারত থেকে ফেসবুকে প্রসব করা এক কর্মীর উদ্ধতি দিচ্ছে। একটি দলের সেবাদাস হিসেবে ব্লগের আপনার যেই সুনাম আছে, তা আবারো প্রমাণ করলেন। বলি কী, একটু আপার শাড়ির আঁচল থেকে বের হয়ে দুনিয়া দেখুন। =p~

৪| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৭

নিমো বলেছেন: view this link

view this link

৫| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আমার সর্বশেষ পোষ্টে আমি ড.ইউনুসের পাচ বছর থাকা বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করেছি। আপনার এই পোষ্টটা সেই ধারনাকে আরো মজবুত করবে। বাংলাদেশের যারা ভালো চান, এমন সবাই এটাই চায়। শুধুমাত্র দলীয় এজেন্ডা নিয়ে যারা কনসার্ন, তারা ছাড়া। আমার খুবই আশ্চর্য লাগে যে, কিছু মানুষ বাংলাদেশী হয়েও কিভাবে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে রাখার মানসিকতা লালন-পালন করে!!!

ব্লগে আমার-আপনার মতো আমরা যারা দেশের ভালো চাই, তাদের সবার উচিত লেটেস্ট তথ্য-উপাত্ত দিয়ে এই ধরনের লেখা ক্রমাগত পোষ্ট করা। বিএনপি আর আফসোস লীগ তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাবে। কিন্তু তাদের কথায় গুরুত্ব দেয়ার কোন মানে নাই। তাদের এজেন্ডা যে শুধুমাত্র ক্ষমতায় গিয়ে লুটপাট করা, এটা বুঝতে কারো আর বাকী নাই। এরা জনগনের কথা বলে সব আকাম-কুকাম করে, কিন্তু জনগনের মঙ্গলের জন্য আক্ষরিক অর্থে কিছুই করে না। আপনি হয়তো জানেন, স্যামসাংয়ের মতো কোম্পানী বাংলাদেশে ২২ বিলিয়ন ডলার ইনভেস্ট করার প্ল্যান নিয়ে এসেছিল সম্ভবতঃ ২০১২ সালের দিকে। সরকারের দুই নাম্বারীর কারনে সেটা তারা নিয়ে গিয়েছিল ভিয়েতনামে। এমন বহু উদাহরন আছে। বিএনপি ক্ষমতায় আসলে এই ধরনের ঘটনা আবারো ঘটবে............কারন এদের প্রধান এজেন্ডা লুটপাট, চাদাবাজী আর ভারতকে খুশী করে রিফাইন্ড আওয়ামী লীগকে আবার এই দেশে খুটি গাড়ার পরিবেশ তৈরী করা।

আমি খুব মনোযোগ দিয়ে ইনভেস্টমেন্ট সামিট ফলো করছি। আন্তরিকতা থাকলে যে ভালো কাজ করা সম্ভব সেটা ড. ইউনুস প্রতিনিয়ত প্রমাণ করছেন। আশিক, তাসনিম জারার মতো আরো অনেক প্রবাসীরা তাদের প্রবাসের আকর্ষনীয় ক্যারিয়ার আর বিলাসী নিশ্চিত জীবন বিসর্জন দিয়ে দেশের জন্য কাজ করার লক্ষ্যে যে স্যাক্রিফাইস করছে, এই রকম একটা পরিবেশ তৈরী করার জন্য ড. ইউনুসের প্রতি কৃতজ্ঞতা। এতে যারা বিঘ্ন ঘটাবে, বা চেষ্টা করবে.........তারা সবাই বাংলা মায়ের জারজ সন্তান। যার যার ক্ষেত্র থেকে এইসব কু-সন্তানদের অপমানজনক বিদায় নিশ্চিত করার জন্য কাজ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: ডা. ইউনুসের গ্লোবাল ইমেজ দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে যেমন সাহায্য করছে, তেমনি আমার কাছে এইটা কিছুটা ভয়ের কারন! আমাদের বস্তা-পঁচা,   ময়লা-কাদা মাখানো রাজনৈতিক নেতারা ইতিমধ্যে ওনাকে উদ্দেশ্য করে ইনিয়ে বিনিমে তাঁদের কাতারে নামানোর চেষ্টা করছেন।  এই নোংরা রাজনীতির সংস্কৃতিতে  ওনি‌‌ না জানি দ্রুত নির্বাচন দিয়ে দেন? বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা ক্ষমতায় যেয়ে কি করবে তা সবার ই জানা? তারচেয়ে বড় কথা বৈশ্বিক রাজনীতিতে ভারতকে মোকাবেলা করার মত কোন মাথা ড. ইউনুস ছাড়া বাংলাদেশে আর একটি আছে কিন????

ব্লগে ফ্যাসিস্ট এর পা চাটা কুকুরগুলো নিয়ে আমি বিচলিত নয়। উহাদের কাজই হচ্ছে মাল্টি নিক দিয়ে জ়ংগী স্টাইল ব্লগিং করা! এজন্য গ্রাম বাংলায় একটি প্রবাদ খুব জনপ্রিয় "তুই মানুষ, নাকি আওয়ামী লীগ"

ইনভেস্টমেন্ট সামিটের অনুষ্ঠান আমি ও দেখেছি। আর মুগ্ধ হয়ে সমগ্র বাংলাদেশ আশিক চৌধুরীর উপস্থাপনা দেখছে। এ্যাপল, স্যামসাং বড় বড় লঞ্চিং ইভেন্টগুলো যেমন লাগে ঠিক তেমন ই লাগছে। আশিক চৌধুরী, জারা তাসনিম প্রোফাইল মত সম্ভাবনাময় তরুণ দেশের নেতৃত্ব আসা, শিক্ষিত তরুণদের রাজনীতিতে আসতে আরো উৎসাহিত করবে।

৬| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৫

এ পথের পথিক বলেছেন: বাংলাদেশে ইউনুস সাহেবের বিকল্প নেই, লিক বা বি দল বা অন্যান্য দল লুট করে চেটেপুটে খেয়েছে, বাংলার মানুষ জানুক ইউনুস সাহেব দেশের জন্য নিরলস কাজ করেছে ।
যারা ক্ষমতা দখলের জন্য মরিয়া তাদের নিজেদের প্রশ্ন করা উচিত সত্যি কি দেশ পরিচালনার জন্য যোগ্যতা রয়েছে ?

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: দুই দলের রাজনীতিতে পিষ্ঠ সাধারণ শিক্ষিত সকল মানুষের ই বর্তমানে এই একটি চাওয়া-পাওয়া, যে ইউনুস সরকার ৫ বছরের জন্য থাকুক। টেম্পু স্যান্ড দখলবাজ, চাঁদাবাজ সবাই এখন‌ উঠে পড়ে লেগেছে নির্বাচনে জন্য আর সাথে তীর্থ ভুমি দিল্লি থেকে যড়যন্ত্র আছেই। ভবিষ্যতে রাজনীতি কোথায় যেয়ে ঠেকে তা সময় ই বলে দিবে। তবে রাজনৈতিক নেতারা পরিবর্তন না হলে সামনে অনেক বিপদ আছে। যা মন চায় বলে দিলাম করে দিলাম, এই দিন এখন আর নাই।

৭| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৮

ঢাবিয়ান বলেছেন: জ্বালা জ্বালা অন্তর জ্বালা @ নিমো

১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার যে যাই বলুন @নিমো সাহেব কিন্তু দিন দিন আমার শ্রদ্ধার পাত্রে পরিণত হচ্ছেন। ;)
১৬ বছরের গুড়-মিষ্টি খেয়ে আপার চাটুকারিতায় লিপ্ত দলকানারা ভাবছি, আপার পুর্নভুমি সফরের সাথে সাথে তাসের ঘরের মত ভেংগে পড়বে। কিন্তু কোন আশা-ভরসা ছাড়া ওনারা যেভাবে এখনো ব্লগে আপার আনুগত্যের প্রতিদান দিয়ে যাচ্ছেন,‌ তাতে মুগ্ধ না হয়ে থাকা যায় না। :P

৮| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

ঢাবিয়ান বলেছেন: আট বছর ব্লগে আছেন জনাব নিমো। পোস্ট করেছেন মোটে একটা !! খালি কমেন্ট করার জন্য ব্লগে আসেন তাও আবার কেবলই বিষেদাগারে পরিপুর্ন সব কমেন্ট!!! ডঃ ইউনুসের নাম শুনলেই যেভাবে চিরবিড়িয়ে উঠছেন , তাতে মনে হয় যে আপার খুব কাছের কেউ :`>

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: এই ব্লগ ভাইরাস সম্ভবত আওয়ামী গেরিলা সাইবার টিমে যুক্ত। ওহার কাজ ব্লগে এসে হিংস্র -আক্রমণাত্মক মন্তব্য করে দূত প্রস্থান করা। তার কমান্ডার হারপিক মজুমদার ভারতীয় মিডিয়াকে বলে বাংলাদেশে আক্রমণ করতে। ইবলিসের যেমন দোয়া ইউনুস শুনলে গায়ে আগুন জ্বলে, এদের অবস্থা হইছে এখন এমন। ;)

৯| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

নিমো বলেছেন: @দফা মিয়া, আমিতো আপনার মত কারও অন্তর্বাসের নিচে থাকি না্। রয়টার্স, সিএনএন, বিবিসি বা গ্রহনযোগ্য কোন নিউজ জার্নাল অথবা ভারতের প্রথমসারির একটা রেফারেন্স দেয়ারতো কিছু নাই রিউমার স্ক্যানার সহ সবাই বলেছে দুটো দাবিই মিথ্যা। আমার দেয়া লিংকে কোন উদ্ধৃতি নেই, আছে দুটো দাবির স্ক্রীনশট এবং বলা হয়েছে দুটোই মিথ্যা।আপনিই বরং রয়টার্স, সিএনএন, বিবিসি বা গ্রহনযোগ্য কোন নিউজ জার্নাল অথবা ভারতের প্রথমসারির একটা রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিন না যে, বাংলাদেশ ৪৭ তম শক্তিশালী দেশ হয়েছে গত আট মাসে কিংবা আগামী বছরই রোহিঙ্গারা ফেরত যাচ্ছে। তাহলেই না আমি ভুল প্রমাণ হব। নইলে আপনি যে চাপাবাজ এটাই প্রমাণ হয়।

১০| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

নিমো বলেছেন: @ঢাবিয়ান, মিথ্যা তথ্য না দিয়ে সত্য বলুন। আমার জ্বালার কিছু নেই। মিথ্যাচারে ইউনূসের সন্মান বৃদ্ধি পাবে না। অন্তত দফা মিয়া কে ইউনূসের নামটা শুদ্ধ করে লিখতে শিখতেতো বলুন।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: চৈত্র মাসের কুত্তা পানি না পাইলে যেমন করে, আপনি দেখি পোষ্টে আইসা এমন শুরু করলেন। ব্লগে আপনার দলের অনেক পীর-সায়েখ আছে। দয়াকরে এইদিকে যাইয়া মুখ দেন। নাইলে ৫ তারিখের মত মানুষ মুখে গরম পানি মারবো।

আর দালালী বাদ দিয়া, মুরুদ থাকলে শুদ্ধ সাধু ভাষায় নিজের প্রোফাইল পোষ্ট প্রসব করুন।

১১| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

বাকপ্রবাস বলেছেন: জানিনা এমন দেশ ও আমেজ আর পাব কিনা, নির্বাচন হবে আবার চিরচেনা লুটেরা দল আসবে। বস্তপচা ডায়ালুন শুনতে শুনতে কান লুলা হবে।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: যেহেতু কিছু যৌক্তিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে,‌ আগের মত লুটপাট চাইলে করতে পারবে না। কিছুটা পরিবর্তন হবে আশা রাখি। দেখা যাক- সময় বলে দিবে বাংলাদেশর ভবিষ্যতে রাজনীতি কোনদিকে যাবে।

১২| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৮

নিমো বলেছেন: @দফাদার, আমি কী করব, সেটা আমিই ঠিক করি। মুরোদ থাকলে পোস্টে দেয়া মিথ্যা তথ্যগুলো সত্য প্রমাণ করুন। দেখুন দেখি আপনার দলের ব্লগার নতুন কী বলছে। ৪৭ রেংকিং =p~

কিছু অতি উতসাহি ফেসবুক ওয়ালাদের কাজই হচ্ছে কপি পেস্ট করা। ছাগলের ৩ নং বাচ্চার মতন, কিছু একটা পেলেই সেয়ার করে। দয়া করে ছাগলের ৩ নং বাচ্চার মতন নাই বা করলেন। শুধু গালগালিতে সত্য প্রতিষ্ঠা হবে না। গালাগালির সাথে সত্যটাও জানান।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি ও সত্যটা স্বীকার করুন‌। আপা এখন দিল্লী, আওয়ামী লীগ আর ফিরেছে না।
ব্লগে বেকার খাটুনি বন্ধ করেন। তবে মাসোহারা পেলে ভিন্ন কথা!!!! =p~

১৩| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৫

নিমো বলেছেন: আপনি বুঝি মাসোহারা পেয়ে চাপাবাজির পোস্ট দিয়েছেন। :D চাপাবাজের চাপাবাজি বন্ধ করা বেকার খাটনি কেন হবে? আর আপনার দল পাকিস্তানেও এতগুলো বছরে ক্ষমতায় আসতে পারে নি, বাংলাদেশের কথা ভুলে যান।

১৪| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: ডক্টর ইউনুস স্যারের সদিচ্ছার অভাব নাই একথা সত্য। কিন্তু ওনার সরকারের কিছু কিছু নিয়োগ অত্যন্ত বিতর্কিত এবং ধীরে ধীরে প্রমাণ হচ্ছে- তাদের বেশীরভাগই ইন্ডিয়ান এজেন্ট।

১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: গত ১৬ বছর প্রশাসন আর সরকারের অন্ধে-রন্ধে যেভাবে ভারতীয় এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, সেই জঞ্জাল মুক্ত করতে কত বছর লাগে কে জানে? এইসব ব্যাপার আমার থেকে আপনার আরো ভাল জানার কথা। ইউনুস সরকারের অনেক ভুল-ত্রুটি আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে।

বাই দ্যা ওয়ে! আসিফ নজরুল ও নাকি ভারতীয় এজেন্ট এমন একটা খবর ও বাতাসে ভাসছে? ওনার টক, পত্রিকার কলাম আমি অনেক আগে থেকে ফলো করি। ওনি আমেরিকা পন্থী বললে মানা যায়, তাই বলে ভারতীয় এজেন্ট? আপনার এই বিষয়ে কিছু জানা থাকলে অনুগ্রহ করে লিখবেন আশাকরি।

১৫| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫১

জুল ভার্ন বলেছেন: রোহিঙ্গা বিষয়ক প্রচারিত অগ্রগতি সঠিক নয়। সর্বপরি, মিয়ানমার জান্তা সরকারের নিয়ন্ত্রণেই নাই আরাকান, সেখানে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে সেটাও অপপ্রচার।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: নিজের ব্যাক্তিগত অর্জন হাসিলের জন্য একজন মহিলা কিভাবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিয়ে এতগুলো শরনার্থী আশ্রয় দেয়? এক বছর আগে ও কি কেউ ভেবেছি রোহিঙ্গা নিজ দেশে ফিরত যাবে বা কোন উদ্যোগ নেওয়া হবে?

বাংলাদেশে সরকারের আমন্ত্রণে আরাকান আর্মির ৩ জন প্রতিনিধি বাংলাদেশ সফর করে গেছেন। মিয়ানমার সরকারের সাথে ও কুটনৈতিক চ্যানেল যোগাযোগ রক্ষা করে চলছে। জিয়াউর রহমান আর বর্তমানে সরকার বাদে বাংলাদেশের ঠিক কোন সরকার কুটনৈতিক চ্যানেল এ এতদুর সাফল্য দেখিয়েছে? রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে কি হবে না তা সময় বলে দিবে; কিন্তু যে কোন সময়ের রাজনীতিক নেতা বা শাসক থেকে যেহেতু ডা. ইউনুসের প্রজ্ঞা, মেধা রাজনৈতিক দর্শন ক্রিস্টাল ক্লিয়ার, তাই এই ব্যাপারে আশাবাদী হওয়ার ই যায়।

১৬| ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ২:১৮

রবিন_২০২০ বলেছেন: বক্তব্যর সাথে একমত। এই ধরণের পোস্ট আরো বেশি বেশি আসা প্রয়োজন যাতে ড: ইউনুস এর ক্ষমতার স্থায়ীত্ব বৃদ্ধিতে সহায়ক হয়। উনি কর্পোরেট দুনিয়ার সফল মানুষ, জানেন কিভাবে বিনিয়োগকারী দের আস্থা অর্জন করা যায়।
কিছু মানুষ অনির্বাচিত / নির্বাচিত ধুয়া তুলছে। চোর হাসিনার সরকার কি জনগণের নির্বাচিত সরকার ছিল?

১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন: ১৬ বছর ভারতের লাইসেন্স নিয়া জ়ংগী, রাজাকার ট্যাগ লাগাইয়া লুটপাট করছে, অর্থপাচার করছে, তাদের তো এখন গাত্র দাহ হবেই? ;) কিছু পাবলিক আবার এখন নয়া থিম নিয়া হাজির হইছে! আওয়ামী লীগের চুরি, লুটপাট, দেশ থেকে পলায়ন নিয়া তো প্রকাশ্যে কথা কইতে পারে না পেদানি খাওয়ার ডরে! তাঁদের নতুন থিম- আওয়ামী লীগ করি না, তয় মুক্তিযুদ্ধের পক্ষে তাঁদের অবস্থান সমর্থন করি।

উনি কর্পোরেট দুনিয়ার সফল মানুষ, জানেন কিভাবে বিনিয়োগকারী দের আস্থা অর্জন করা যায়। ঠিক। বাংলাদেশের আইন- শৃঙ্খলা এখন বিদেশী বিনিয়োগ জন্য পর্যাপ্ত নহে, যাহা আসতেছে তা কেবলমাত্র ব্যাক্তি ইউনুস সরকারের ইমেজের কারনে। ইনভেস্টমেন্ট সামিটে ইউরোপীয় অনেক বিনিয়োগকারী ছিল, তারা বাংলাদেশের পরিস্থিতি আরো কিছুদিন পর্যবেক্ষণ করতে চায়। সবকিছু ঠিক করতে কিছুটা সময় লাগবে। দুবাই-সিংগাপুরের মত দেশ এক দুই বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ কারিদের আকৃষ্ট করে নাই। জ্বালানী সরবরাহ, অবকাঠামো, সরকারী বিনিয়োগ বান্ধব পলিসি দিয়ে তাদের আকৃষ্ট করতে হয়। এই জন্য সময় লাগে। আমাদের সস্তা শ্রম, আর ম্যান-পাওয়ার ছাড়া আর কিছুই আপাতত নাই।

১৭| ১১ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:১৫

রিফাত হোসেন বলেছেন: রবিন_২০২০ বলেছেন: বক্তব্যর সাথে একমত। এই ধরণের পোস্ট আরো বেশি বেশি আসা প্রয়োজন যাতে ড: ইউনুস এর ক্ষমতার স্থায়ীত্ব বৃদ্ধিতে সহায়ক হয়। উনি কর্পোরেট দুনিয়ার সফল মানুষ, জানেন কিভাবে বিনিয়োগকারী দের আস্থা অর্জন করা যায়।

১১ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: জ্বি! ঠিক বলেছেন। গনতন্ত্রের নামে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির লুটপাটের শাসন ও দীর্ঘদিন দেখছি, জাতীয়তাবাদের নামে লুণ্ঠন চাঁদাবাজির দেখছি। এখন ডা. ইউনুস কেমন করে দেখার পালা! ইতিমধ্যে ওনাকে নিয়ে কিছু ব্লগারের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। ভোগ-দখলের রাজনীতি আর বাপ দাদার রেখে যাওয়া রাজনৈতিক জমিদারির সংস্কারের বিলুপ্তি এর অন্যতম প্রধান এক কারন। আপনার মত যারা দেশের সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন চান, কেবল তারাই এখন ওনাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।‌

১৮| ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: সবাই মুখে মুখে বলছে, কিন্তু কাজের বেলায় ঠন ঠন।
ইউনুস সাহেব কি ভালো কাজটা করেছেন সেটা খুজে পাচ্ছি না।
সরকারি হাসপাতালে দালাল, চাঁদাবাজি বন্ধ হয় নাই, রাস্তায় ভিক্ষুক, চারিদিকে বেকার। চুরী, ডাকাতি ছিনতাই তিন গুন বেড়েছে। দূর্নীতি আগের চেয়ে বেশি হচ্ছে। জিনিস্পত্রের দাম কমে নাই।

১১ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন: এত সুন্দর লোড শেডিং বিহীন রমজান কাটালেন, টেবিল ভর্তি খাবার দিয়া ইফতার করলেন তারপর ও যদি এই কথা বলেন, 'তাইলে আমি কমু আগেই ভাল ছিলাম"। ৮ মাসে সরকারী হাসপাতাল দালাল মুক্ত করে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল পরিনত করবো, খোঁজ নিয়া দেখি কোন আলাদিনের চেরাগ নিয়া বসছেন ওনি।

১৯| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪০

ক্রেটোস বলেছেন:

জাতি সংঘের মহাসচিব অনির্বাচিত সরকারের দেশে ভ্রমণ করেন না এই প্রটোকলটা কোথায় উল্লেখিত আছে একটু বলবেন? ভুল না করে থাকলে উনি তো গতবছরও মিশর ভ্রমণ করেছেন, মিশরে তো নির্বাচিত সরকার নেই। আপনি কোন বিধিতে এই প্রটোকল পেলেন দয়া করে বলবেন!

কোরিয়া ১৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছেন এই সংবাদ তো পেলাম না। এটাও প্লিজ একটু জানাবেন, যে এই সংবাদ কোথায় ছাপিয়েছে। হতেই পারে আমার জ্ঞান ও দৃষ্টিশক্তি কম তাই চোখে পড়েনি। তাই জানালে কৃতজ্ঞ থাকবো !


নিজেই স্বীকার করলেন এই দেশের পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকুল নয়। কিন্তু তবুও ১৮০ মিলিয়নের মতন বিনিয়োগ কোরিয়া করতে রাজি হলো কেন? কেবল ইউনুসের অনুরোধে? ব্যবসায়ী মুনাফা বাদে তো কিছুই চেনে না। যেখানে বিনিয়োগের পরিবেশ নেই সেখানে বিনিয়োগ করে তার কী লাভ?

দয়া করে উত্তরগুলো দেবেন!


১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: আরে ক্রোটোস যে!!!!!!
ব্লগে ইউনুস এর গুন-কীর্তন নিয়ে পোষ্ট হবে, আর ক্রিটোস অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তার খুঁত বের করবেনা?
তা হবে না!!!! তা হবে না!!!

আমার মত একজন ক্ষুদ্র ব্লগার পোস্টে মন্তব্য করেছেন-তারপর ও আপনার সম্মানে কিছু বলি-

শেষ দিয়ে শুরু করি, দেশে এখন যে রাষ্ট্রগুলো থেকে বিনিয়োগ গুলো আসছে তারা মোটামুটি বাংলাদেশের পরিক্ষিত বন্ধু রাষ্ট্র । কোরিয়ার ইয়াংওয়ান সেই আশির দশক থেকে এদেশে বিনিয়োগে করে আসছে। ওই সময়ে বাংলাদেশে নিশ্চয়ই ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য ছিল না??? তখন ও সীমিত সুযোগ-সুবিধা নিয়ে  ব্যাবসায়ীরা মুনাফা করতো। তারাই দেশে এখন বিনিয়োগ করছে; অতিশীঘ্রই আরো বিনিয়োগকারী নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে। এত জাঁকজমকপূর্ণ ইনভেস্টমেন্ট সামিটের বিনিয়োগ যেহেতু আপনার চোখে পড়েনি, আসমান থেকে ওহি নাজিল হলে ও মনে হয় আর পড়বে না।

আমি কি বলেছিলাম নাকি,  আন্তর্জাতিক আইনে আছে জাতিসংঘের মহাসচিব অনির্বাচিত সরকারের দেশে ভ্রমণ করতে পারবেন না??? কিছু ব্লগার বর্তমান সরকারকে অবৈধ জংগি, জামাত-শিবির, আফগানি- তালেবানে স্টাইলে  ইউনুস ক্ষমতায় বসেছেন বলে দাবি করছে। তো এমন জংগী অবৈধ দেশের প্রধান, সিরিয়া হয়ে যাওয়ার মত রাষ্ট্রে জাতিসংঘের প্রধান এর মত একজনের সফর; কেমন না ব্যাপারটা টা????

আর কষ্ট কইরা ৪ হাজার মাইল দুরের দেশ মিসরে গেলেন কেন????  আপনার মত সুশীল, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সত্যে অন্বেষণকারী একজন মানুষ অন্তরে জ্বালা‌ না থাকলে, হাসিনার উদাহরণ দিলেই পারতেন!!! ১৪তে  বিনা ভোটে জিতার পর ও ১৮তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেছেন। তার ৪ মাস পরে আবার রাতে ভোট ডাকাতি করেছে। একজন নিরপেক্ষ ব্লগার ১৮০ মিলিয়ন ডলার চুক্তির খবর রাখেন, কিন্তু অনির্বাচিত হাসিনার সময় জাতিসংঘের মহাসচিবের ভ্রমনের খবর জানেন না???? না না না!!! এইটা মানা যায় না???

বিজ্ঞ ব্লগার সোহানী আপু কিন্তু ইউনুসের আরো গুন-গান গেয়ে পোষ্ট দিয়েছেন। দেখুন যন্ত্র দিয়ে কোন‌ খুঁত খুঁজে পান কিনা‌? ;) আর অন্যকোন নিক থেকে যদি আপনার মনের কথা কেউ মন্তব্য করে ফেলে, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

পরিশেষে বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, গত ৮ মাসে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি, আইন-আদালতের রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি ছাড়া ও অবৈধ সরকারের কোন  ভাল কাজ  যদি  আপনার দৃষ্টিতে পড়ে, তবে আপনার প্রজ্ঞা-জ্ঞান দিয়ে যদি একটা পোষ্ট দিতেন, ক্ষুদ্র পাঠক হিসেবে ব্লগ থেকে কিছুটা আলোকপ্রাপ্ত হতাম।





২০| ১২ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৯

ক্রেটোস বলেছেন: আশির দশক ব্যবসায়ীদের জন্য স্বর্গরাজ্য ছিল না কিন্তু বিনিয়োগের অনুকুল যেমন ছিল তেমনি প্রফিট মেইকের ভালো অবস্থা ছিল। বন্দরের সার্বিক পরিবেশ ও সস্তা শ্রম পাবার অনেক অবস্থা ছিল। এখন যে নেই সেটা বহুবার গণমাধ্যমে আলোচিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বিনিয়োগের জন্য বড় রকমের বাঁধা সেটা তো আপনার জানা। ব্যবসায়িক পরামর্শ সংস্থা ও বিনিয়োগ সংস্থাগুলো থেকেও ভালো কোন আশ্বাস পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যত বন্ধুরাষ্ট্র হোক আর শুভাকাঙ্খি হোক নিজের লাভ ছাড়া নিশ্চয়ই এক পা'ও আগাবে না। তাই আপনার থেকে জানতে চেয়েছিলাম কোন লাভের আশায় এত বড় বিনিয়োগ করছে কোরিয়া কিন্তু বলতে পারলেন না!


তারা যে এখন পুনরায় বিনিয়োগ করছে এটা তো ভীষণ ভালো সুখবর কিন্তু এই সুখবরটা কোন খবরে পেলাম না। আমি তো আমার দুর্বলতার কথা স্বীকার করেই আপনার কাছে জানতে চেয়েছি। কিন্তু আপনি তো জানাতেই পারলেন না। এখন যদি অতিরিক্ত ইউনুসপ্রেমে বশবর্তী হয়ে বিতাড়িত হাসিনার রুহানী পুত্রদের মত স্বপ্নেপ্রাপ্তে তথ্য নিয়ে বলে থাকেন তাহলে কী আর করার! যদি পারেন খবরের সন্ধ্যানটা দয়া করে দেবেন !

অনির্বাচিত সরকার প্রধানের দেশে জাতিসংঘের মত হাই প্রেফাইল ব্যক্তিবর্গ এসে সফর করে না,

এটা আপনার পোস্টে আপনি বলেছেন! এর মানেটা কী দাঁড়ায়? সেরকম কোন বিধিনিষেধ নিশ্চয়ই আছে। এখন বলে যদি পল্টি মারেন তখন কী আর করার।

আর আপনি দেখছি টেনে হিঁচড়ে আমাকে হাসিনা পন্থি করবার একটা চেষ্টা চালাচ্ছেন। আমি হাসিনার কথাটা টানিনি কারণ জাতিসংঘের মহাসচিব না হলেও অনেক হাই প্রোফাইল ব্যক্তি হাসিনার ১৮'র সাজানো নির্বাচনকে ভ্যালিডিটি দিয়েছিল । তারা যখন ভ্যালিডিটি দিয়েছে এখানে আর বলবার কী আছে ? তাই জাতি সংঘের মহাসচিব সফর করেছিল। তো হাসিনাকে কেন টানতে যাবো ? আর আমি ১৮০ মিলিয়ন বিনিয়োগের খবর পাইনি পেয়েছেন আপনি। খবরটাও রাখছেন আপনি যদিও বলতে পারছেন না কোথা থেকে পেয়েছেন। আর জাতিসংঘের মহাসচিবের ভ্রমণের খবর না রাখলে মিশরে ভ্রমণের খবরটা উল্লেখ করতাম না। আক্রমণ করবেন ভালো কথা যৌক্তিকভাবে তো করুন? প্রেমে অন্ধ হলে চলবে ? প্রেমাস্পদের জন্য লড়তে হবে না?


আমি কেবল প্রশ্ন করেছি খুঁত ধরিনি। সেটাকে খুঁত বলে চালালেন কেন? চোরের মন পুলিশ পুলিশ হলে চলবে?


সর্বোপরি বলে যাই, আপনার অনুরোধ তো আমার রাখবার প্রয়োজন নেই । এই যে আপনি প্রজ্ঞাবানের মতন পোস্ট করছেন। যা দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে না তা আছে বলে চালিয়ে দিচ্ছেন। এমন কামেলি পোস্টের পর আর প্রয়োজন আছে কী? নেই তো!

যাইহোক, একটা কথা বলে যাই এটা মফিজ সাহেবের ওখানেও বলেছি হয়তো, ইউনুসের জনপ্রিয়তা যখন অনেক বেশি তখন ওনাকে ভোটের মাধ্যমে শাসনে আনুন। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ওনাকে শাসনে বসান। তাতে সবদিক থেকে ইউনুসের সুশাসন নিশ্চিত হবে। নাকি আপনাদেরও হাসিনার মতন ভয় ? যে নির্বাচন দিলে আপনাদের জারিজুরি কিছুই আর থাকবে না বলে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.