নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

নিত্য প্রতীক্ষিত এবং প্রত্যাশিত প্রজন্ম চত্বরের উদ্দেশ্যে ...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

#########################

নিত্য প্রতীক্ষিত এবং প্রত্যাশিত প্রজন্ম চত্বরের উদ্দেশ্যে ...

(মুক্তদের সমাবেশকে যেন কোনো ধরণের উন্মত্ততায় ডোবানোর চেষ্টায় কোনো ঘৃণ্য স্বার্থান্বেষী ব্যক্তি বা দল সফল হতে না-পারে, --এটাই কাম্য।)

*****

প্রত্যেকেই যেখানে মরণশীল, কোনো মৃত্যুকেই আমরা কখনো দণ্ড বা শাস্তির তালিকায় রাখতে পারি না।

জীবন থেকে কাউকে সরিয়ে ফেললে কিম্বা জীবন থেকে কেউ নিজে পালিয়ে গেলে এখানে বিচার বিভাগ কোনো মৃতকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিতে পারে না।

কোনো মানবসন্তানকে হত্যা করা জঘণ্যতম অপরাধ। যাকে হত্যা করা হয়েছে, যদি প্রমাণিত হয় যে, সে ছিল নিরস্ত্র, --আমি তার ঘাতক হলে, আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে।

প্রমাণিত কোনো খুনিকে নিদর্শন হিসেবে দেখাতে চেয়ে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাইলে, কখনোই ফাঁসি বা কোনো ধরনের মুক্তি নয় বরং ঐ খুনিকে বেঁচে থাকতে দিয়ে তার গণযোগাযোগ বিচ্ছিন্নতা নিশ্চিত করে, প্রকাশ্যে কোনো চিড়িয়াখানায় খাঁচার ভেতরে খুনিটাকে উলঙ্গ অবস্থায় ঢুকিয়ে আমরণ বন্দি করে রাখাই এখানে যথার্থ মনে করি।

দড়ি, আগুন, ধারালো অস্ত্র, বিষাক্ত রাসায়ানিক পদার্থ তথা সহজে আত্মহত্যা করার সহযোগী কোনো উপকরণ কোনো খুনি যেন কোনোভাবেই তার নাগালে না-পায় এ ব্যাপারে চুড়ান্ত সাবধানতা চাই। নিদর্শনকে বাঁচিয়ে রাখার জন্যে দূর থেকে খাদ্য ছুড়ে দেওয়ার ব্যবস্থা যেমন রাখা চাই, তেমনি কংক্রিটের মেঝেতে একটুখানি গর্তে, ভিতর থেকে আসা পানি সরবরাহের নলের মুখ, কেবল পিপাসা মেটানোর জন্যে যতটুকু প্রয়োজন, দূর-নিয়ন্ত্রণাধীন পানি সরবরাহের ব্যবস্থাও যেন থাকে।

খুনি যেন ফাঁস বানিয়ে আত্মহত্যা করতে না-পারে, সেজন্যে খাঁচায় ঢুকানোর আগেই তার পোশাক সরিয়ে নেওয়াটা ছিল বাধ্যতামূলক। তীব্র শীতের কারণে সাজাধীন কোনো বন্দি খুনি যেন মরে যেত না-পারে, সেজন্যে খাঁচার বাহির থেকে উষ্ণবায়ু-প্রবাহের ব্যবস্থা থাকা চাই।

আদালতের ফাঁসি বা মৃত্যুদানের আয়োজনও সরিয়ে ফেলার দাবি করা হচ্ছে না, তবে ফাঁসিতে যদি কাউকে ঝুলাতই হয়, অবশ্যই খুনি হিসেবে রায়প্রাপ্ত আমাকে নয়, কিম্বা প্রমাণিত কোনো খুনিকেও নয়, বরং, -যেই ব্যক্তি কোনো খুনিকে আত্মহত্যা বা আত্মগোপন করার সুযোগ করে দেয়, তাকেই ঝোলানো হোক।



গণকরণিক : আখতার ২৩৯



## মাঘ২৬, ১৪১৯ ## (০৮/০২/২০১৩খ্রি:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.