নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসনামা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

##################

সন্ত্রাসনামা

*****

সন্ত্রাস যার ধর্ম, সে তো সবখানেই সন্ত্রাসী। ধরণে এবং গড়নে সন্ত্রাসীরা মোটের উপর দুই প্রকারের, মহামূর্খ এবং চরমচতুর। সাধারণত মহামূর্খগুলো দুঃসাহসী এবং চরমচতুরগুলো প্রতারক হয়ে থাকে।



মহামূর্খ সন্ত্রাসীরা প্রকাশ্যে নিজেদেরকে সন্ত্রাসী বলে পরিচয় দিতে ভয় পায় না। মহামূর্খ সন্ত্রাসীরা দুঃসাহস দেখাতে গিয়ে সহজেই ধরা পড়ে এবং গণপিটুনিতেই এদের বেশিরভাগটাই মরে, তবে যারা জ্ঞান পেয়ে টিকে থাকে, তারা চায় তাদের সন্তানেরা যেন সন্ত্রাসী না-হয় এবং তারা নিত্য নিজেদের প্রজন্মকে মানুষ বানানোর চেষ্টায় চেষ্টারত থাকে।



চরমচতুর মুনাফিক সন্ত্রাসীরা স্থান এবং কাল সাপেক্ষ বহুরূপী খোলসে আত্মগোপন করার কৌশলসমৃদ্ধ। এমনকী, ধার্মিকের বেশধারী হয়ে সরল বিশ্বাসী ধর্মভীরু জনসাধারণকে সাময়িক ধোঁকার মধ্যে ফেলতে পারে জন্যেই, মুনাফিক সন্ত্রাসীরা মর্যাদাবানের উপাধিতে সেজে উপাসনালয় গুলোতে সহজেই ঢুকতে পারে এবং নিজেদের ভক্তান্ধদের মাধ্যমে অস্ত্রহীনদের উপর সুপরিকল্পিত সন্ত্রাসী আঘাত হানতে পারে।



কোনো ভক্তান্ধকে সহজেই জগৎ-বিদ্বেষী শিক্ষায় শিক্ষিত করে তোলা যায়। সন্ত্রাসী প্রশিক্ষণ দিয়ে দিয়ে তার ব্যক্তিক মূল্যবোধকে শূন্যে নামাতে পারলেই তাকে যন্ত্রের মতো ব্যবহার করা এবং তাকে তার লোভ মেপে মেপে টোপ দিয়ে দিয়ে আত্মঘাতী সন্ত্রাসীতেও পরিণত করা সম্ভব।



যেকোনোভাবে কেউ সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করতে পারলে, অযোগ্যদের কাছে সে মূল্যবান চরিত্র হিসেবে গণ্য হয়। সন্ত্রাসজীবীরা যোগ্যের প্রাপ্যগুলো ছিনিয়ে নিয়ে অযোগ্যকে পাইয়ে দিতে পারে। ‘যখন যার তখন তার’ হয়ে চড়া মজুরির বিনিময়ে শ্রম দিয়ে থাকে চুক্তিবদ্ধ সন্ত্রাসীরা। বিশ্বাসঘাতকতার পরিণাম প্রকাশ্য অপদস্থকর মৃত্যুবরণ, তা’ জানে জন্যেই সন্ত্রাসীরা যখন যার সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তার সঙ্গে বিশ্বাস রক্ষা করে চলতে বাধ্য হয়।



চরমচতুর মুনাফিক সন্ত্রাসীদের সম্মোহনে কেবল উচ্চশিক্ষিত বুদ্ধিমানদেরকেই সম্মোহিত ভক্ত হতে দেখা যায়। সন্ত্রাসীরা কেবল নির্বোধকেই ভয় পায়। সম্ভবত, এজন্যেই এরা সভয়ে নির্বোধকে এড়িয়ে চলে যে, নির্বোধেরা যেমন কিছুই বোঝে না, এদের মহাপাণ্ডিত্বপূর্ণ যুক্তির চতুরতাও তেমনি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বোকাদেরকে বেঁধে রাখতে পারে না, কিম্বা নির্বোধকে আটকাতে গেলেই বিপরীত ফল হয়।





করণিক : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.