![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
########################
চত্বর কেন্দ্রিক অবাস্তবধর্মী কবিতা
*****
অর্বাচীনেরা কী দেখলো-না-দেখলো, অমনি ভেবে বসলো, পানি বুঝি যথেষ্ঠ ঘোলা হয়েছে, এখন কেবল কাদা লেপটানো মাছগুলোকে ধরে ফেলাটাই যেন দলোগণের প্রতিযোগিতার প্রতীক্ষায়। হায়রে হায়রে হায়!!! –যারাই, ঘোলাজলে মাছ ভাসতেছে ভেবে ধরতে যায়, স্বচ্ছ সাগরের খাড়িতে নিজেরাই হাবুডুবু খায়, --তারপরও কি তারা মরে লজ্জায়? বরং দেখা যায়, লোভীরা ব্যস্ত তাদের বাহারি ব্যর্থ চেষ্টায়। জাল ফেলে ফেলে, লোভ দেখিয়ে কিম্বা টোপ গিলিয়ে গিলিয়ে পাওয়া কিম্বা ফাঁদে পড়া দু’একটা চুনাপুঁটি কিম্বা এ্যাক্যুয়ারিয়ামে পোষা কোনো সরপুঁটি দেখিয়ে দেখিয়ে বোঝাতে চায়, তারা সবচে’ দামিটাকেই ধরতে পেরেছে। আর ওটাকে কেন্দ্র করেই দখলের সাজানো প্রতিযোগিতার দৃশ্য, দলীয় বাণিজ্যিক প্রচার মাধ্যমে প্রদর্শনের আয়োজনে বিভিন্ন দিককোণ থেকে ক্যামেরায় হাত পাকায় কিছু আনাড়ি ক্যামেরাম্যান।
গণকরণিক : আখতার২৩৯
রঙ্গপুর : ২৪/০২/২০১৩খ্রি:
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
স্বদেশ হাসনাইন বলেছেন: বাসি ফিশফুড গলায় রেখে প্রেসক্লাবের একুরিয়াম ঝিমোচ্ছিল, বুড়ো বাম আঙুল চুষে অবসরে গেল গজার মাছ। বিক্রয়মূল্য লাগাবে বলে অবশ্য পশ্চিমা জেলেদের নানা ধর্মের ট্যাগ লাগানো। এখন নব্য পোনা মাছ যদি রূপালি জাটকা হয়ে সাঁতার কাটে চারকোণা বাক্সে, হতে পারে তাকেও ধরে নেবে ফর্মালিনের আয়ু, সমর্থনের বদলে তিরস্কার করে পঁচনোন্মুখ বড় মাছেরা। কেননা মীনতত্ত্বের পাঠ্যপুস্তকে শুধুই উৎকৃষ্ট প্রোটিনের বর্ণনা। জাল দেখছে মাছ দেখেছ এক্যুরিয়াম দেখছে মাছ ধরছে ক্যামেরা! ক্যামেরা তার জায়গায় থাকুক। কয়টা মাছ বড় মাছের লজ্জা হোক।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
স্তব্ধতা' বলেছেন: স্বদেশ যা বললেন...একেবারে জাঝা++++++ :> :> :> :>
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯
স্তব্ধতা' বলেছেন: অন্যভাবেওতো বলা যায় যে, যাদেরকে অর্বাচীন বলা হচ্ছে, সেই অর্বাচীনদের যারা অর্বাচীন বলছে, তারাই অতি মাত্রায় পৌরাণিক। তারা এতটাই পৌরাণিক যে এই সময়ে তা ফুটো মূদ্রার মতোই অচল। তারা এতোই অচল যে অর্বাচীনদের নতুন শেখা সাাঁতারটিও চিনতে পারেননা, তাই তা হয়ে যায় তাদের কাছে হাবুডুবু। আর অনেক না পাওয়ার ভীড়ে দু'একটা ষড়পুঁটি যদি মেলে, তাই বা ক্ষতি কি? জ্যান্ত মাছতো? অন্তত পৌরাণিকদের ফাঁকা জালে অসাড় পৌরাণিক মাছের থেকেতো ভালো। তাই অর্বাচীনদেরই জয় হোক না।