![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#######################
সন্ত্রাসীদের নিত্য পরিণতি আশ্রয়হীনতা
*****
“রাষ্ট্রের শৃঙ্খলারক্ষী কর্মীবাহিনী শান্তি প্রতিষ্ঠার অজুহাতে কোনো বিশেষ দলের পক্ষ নিয়ে অন্য কোনো দলের কর্মীদের ওপর আঘাত হেনেছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে বা গণহত্যা করছে,” -এ-ধরণের গুরুতর অভিযোগ থেকে মুক্ত হলো আমাদের রাষ্ট্রীয় শৃঙ্খলাবাহিনী।
দলীয় মিছিলের নামে রাস্তায় নেমে যারা অস্ত্রহীন জনসাধারণের উপর আঘাত হেনেছিল, জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় যারা বাধা দিচ্ছিল, নিরস্ত্র জনসাধারণের ঘরবাড়ি জ্বালিয়ে জানমালের ক্ষতি করেছিল, সাধারণ পথচারীকে বাধা দিচ্ছিল, যানবাহন পোড়ানো সহ বিবিধ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে সকলকে আতঙ্কিত করছিল, দোকানপাট ভেঙ্গে লুটতরাজ চালাচ্ছিল, ভদ্রবেশী ঐ সন্ত্রাসীদেরকে কোনো দল-ই নিজেদের দলভুক্ত বলে দাবি করেনি, কিম্বা তাদের জিম্মাদার হতে চায়নি। নির্দোষ জনগণ-ই শেষপর্যন্ত সন্ত্রাসীদেরও আশ্রয়দাতা, তবে কখনোই প্রশ্রয়দাতা নয়।
কোনো দলের দলীয় প্রকাশমান নীতিমালায় কোনো নেশাক্রান্ত খুনি, পেশাদার বিশৃঙ্খলাকারী কিম্বা উচ্ছৃঙ্খলাজীবী আতঙ্কবাদী উন্মাদ চরিত্রকে দলীয় কর্মীদের তালিকাভুক্ত দেখিয়ে সম্মানিত করা হয়নি। কোনো দল বা সংগঠন দেশবাসীর কাছে দুঃসাহস দেখাতে পারে না জন্যেই দুঃসাহস দেখায়নি।
কোনো দল-ই অপদস্থ হবার ঝুঁকি নেয়নি সম্ভবত এজন্যেই যে, দেশে আশ্রয় পেলেও অবৈধ অস্ত্রধারীদেরকে নিরাপত্তা দিতে রাষ্ট্রকাঠামো কখনোই বাধ্য নয়।
কোনো ব্যক্তি যদি অতিমানবিকতার প্রকাশ ঘটানোর লক্ষ্যে সন্ত্রাসীদের পক্ষে জামিনদার হয়ে দাঁড়ায়, জনস্বার্থের বিপক্ষে সে দাঁড়াতেই পারে তার ব্যক্তিস্বার্থের ব্যক্তিক অধিকারে, তবে কোনো রাষ্ট্রে, কোনো প্রকাশমান দল তাকে সমর্থন করার ঝুঁকি নিতে পারে না; কোনো দলই তা’ পারে না এজন্যেই যে, ব্যক্তির অস্তিত্বের স্বার্থের চে’ দলের অস্তিত্বের স্বার্থটি দলের কাছে বড় হিসেবেই গণ্য।
কোনো ব্যক্তি বা দল, গণপিটুনিকে ভয় না-পাওয়ার দুঃসাহস দেখাতে পারে না এজন্যেই যে, রাষ্ট্রের জনসাধারণ সভ্যতাকেই পছন্দ করে এবং নম্রদের সাথেই ভদ্রোচিত আচরণ দেখিয়ে যায়। জনগণ কোনো ব্যক্তিক বা দলীয় স্বার্থকামীর প্রকাশমান নাশকতাকে কখনোই সহ্য করে না।
আত্মরক্ষার স্বার্থেই, জনস্বার্থ রক্ষা করে যেতে বাধ্য রাষ্ট্রের জনগণ, কখনোই কোনো ধরণের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে পারে না। রাষ্ট্রের স্বার্থেই রাষ্ট্রের বেতনজীবী কর্মীবাহিনী জনস্বার্থকে রক্ষা করে যেতে বাধ্য।
যেকোনো রাষ্ট্রে সন্ত্রাসীদের নিত্য পরিণতি আশ্রয়হীনতা।
করণিক : আখতার২৩৯
বাংলাদেশ : ফাগুন ২৮, ১৪১৯ # ১২/০৩/২০১৩খ্রি:
(রাষ্ট্রবিজ্ঞানে কৈশোরপাঠে অন্তর্ভুক্তির জন্যে নিবেদিত)
©somewhere in net ltd.