![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#################
ধর্মপ্রাণ আবেগাক্রান্তের সাথে ধার্মিকের পার্থক্য
=========================
ধর্মপ্রাণ আবেগাক্রান্তের সাথে ধার্মিকের পার্থক্য সুস্পষ্ট।
ধর্ম সর্বকালেই বিবেকপ্রসূত এবং বিবেকে আশ্রিত। মনুষ্য বিবেকেই মানুষের পালনীয় ধর্ম ধারিত হয়।
আবেগ কোনো নিয়মনীতি মানতে পারে না। আবেগতাড়িতরা কখনোই ধার্মিক হ’তে পারি না।
আবেগাক্রান্তের অস্থির আচরণকে ধর্মাচার ভেবে ভুল করাটা, ধর্মপ্রাণ অজ্ঞদের জন্যেই শোভনীয়।
অজ্ঞদের অজ্ঞতার জন্যে দায়ী, অজ্ঞদের কাছের জ্ঞানীজনেরা, যারা আশেপাশের অজ্ঞদের প্রতি উদাসীন। ঐ সকল জ্ঞানীদের জন্যেই বরাদ্দ যন্ত্রণাময় প্রায়শ্চিত্ত। অজ্ঞদেরকে অজ্ঞতার মধ্যে রাখার সাংঘাতিক পরিণতি ভোগ না-করা পর্যন্ত জ্ঞানীরা দায়বদ্ধ থেকে যায়।
করণিক : আখতার২৩৯
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫
নাওেয়দ বলেছেন: ইসলাম কি ধর্ম নাকি জীবনব্যবস্থা?
যা-ই হোক, একজন বাংলাদেশী মুসলমান হিসেবে তাদের ১৩ দফার প্রতি এই আমার মত।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৪
নষ্ট ছেলে বলেছেন: এইডা কিছু হইল