নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

আমরা দলোজীবী দলোগণ, দল করা আমাদের কর্ম

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

#####

আমরা দলোজীবী দলোগণ, দল করা আমাদের কর্ম

===============

আমরা দলোজীবী দলোগণ, দল পাকাই আর দল করি। দক্ষতায় দক্ষতরদের সঙ্গে পেরে উঠতে পারি না জন্যেই আমরা দল করি। যোগ্যতার চেয়ে বেশি পাওয়ার লোভেই আমরা দলীয়গিরি করি। শ্রমজীবী না-হয়ে দলোজীবী হওয়াতে, মজা যতটা পাই, তারও চে’বেশি পাই আমরা আমাদের অস্তিত্বের নিরাপত্তা।

জনগণের নাম ভাঙিয়ে অথবা নিজের ইচ্ছেমতো আমরা যা’ করি সেটাই আমাদের কর্ম। অন্যান্য অনেক পেশাজীবী আছে যারা শ্রমজীবী নয়, তবে কর্মজীবী, তাদের মতোই আমরাও কর্মজীবী, যদিও এখানে বুদ্ধিজীবীরা আমাদেরকে কর্মজীবী হিসেবে স্বীকৃতি দিতে চান না।

বুদ্ধিজীবীরা ভীষণ হিংসুটে। ওদের মধ্যে যাদেরকে আমরা কিনে নিয়ে আমাদের ক্রীতদাস বানাতে পারিনি, তারা আমাদেরকে যন্ত্রণার মধ্যে রেখেছে এবং আগামীতেও রাখবে।

অতিবোদ্ধারা সাধারণ বুদ্ধিজীবীদেরকে ডিঙিয়ে বেশি বেশি বোঝে। জনসাধারণকে আমাদের শত্রু বানানোর চেষ্টায় অতিবোদ্ধারা উঠে পড়ে লেগে থাকে। ওরা যে কত বড় নির্বোধ! যদি নিজেরা তা’ জানতো! এখানে জনগণ কতখানি ভুলোমন! আমাদের প্রতি জনসাধারণ যে কী বিশাল ক্ষমাশীল, দয়াময়তায় তারা বিধাতাকেও হার মানায়! প্রকাশ্যে বার বার দেখেও এখানে অতিবোদ্ধারা অন্ধের মতো চেষ্টা চালায়। নিজে নিজে মহাপণ্ডিত তারা নিজেদের অভিভাবকদেরকেও মানতে চায় না জন্যে, জনসাধারণ যে তাদেরকেই সহ্য করতে পারে না, ঐ অতিবোদ্ধারা যদি বুঝতো! অন্তত আমাদের বিরুদ্ধে চড়াও না-হয়ে বরং তারা নিজেদের স্বার্থে নিজেরা দলবদ্ধ হয়ে নিশ্চয়ই ভালো কিছু করে দেখাতে পারতো।

কে শোনে কার কথা! এখানে অতিবোদ্ধারা আমাদেরকে অপদস্থ করার চেষ্টায় আদাজল খেয়ে আমাদের পেছনে অর্থহীন কালক্ষয়ে লিপ্ত। কেজো কাজে চরম অলস ওরা। নিত্য করুণ ওদের ক্লান্ত দশার দিকে তাকালে আমাদের যেমন হাসি পায়, তেমনি মায়াও লাগে কখনো সখনো।

আমরা সতর্ক দলোজীবী, এখানে দলোগণ আমরা তো ঐ অতিবোদ্ধাদের মতো অলস নই। সিণ্ডিকেটের খাই মেটাতে আমরা চামড়াগুলো পচাতে পারি, সেই সাথে ছোটখাটো চামড়া সংগ্রহকারীদেরকে নিঃস্ব করে পথে নামাতে পারি। কৃষকেরা আলুর দাম পেলে, বহুজাতিক ত্রাণ আসবে কোন্ পথে? দারিদ্র্যের ছবি-সিনেমা দেখাতে না-পারলে বৈদেশিক ত্রাণ আসবে কিভাবে? ত্রাণ এলে তবেই তো আমরা লুটেপুটে খেতে পারি। রপ্তানির চেয়ে আমদানি বেশি হলেই আমরা প্রাণবন্ত থাকি। এখানে কৃষিজীবীরা মূল্যায়িত হলে, আমাদের কী লাভ? ক্যাডারহীন আমরা তখন টিকবো কি করে? আমাদের দিকটাও তো ভেবে দেখা উচিত, -নয় কি?



করণিক : আখতার২৩৯

রঙ্গপুর : ২৯/০৬/২০১৩খ্রি:

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মিটন আলম বলেছেন: সহমত, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.