নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

তন্ত্র বিবর্তনের একমুখিতা

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০২

তন্ত্র বিবর্তনের একমুখিতা

================

‘গণতন্ত্রের গণপিটুনি’ এবং ‘রাজতন্ত্রের রাজার রোষ বা আক্রোশ’, তীব্রতায় উভয়কে সমান মনে হ’লেও সমান নয় এজন্যেই যে, দৈহিক কাঠামোতে যেকোনো রাজা কেবল একজন ব্যক্তির সমান। এমনকী, রাজার অস্ত্রধারী বল-বাহিনীর লোকসংখ্যাও রাষ্ট্রের জনসংখ্যার তুলনায় নগণ্য।

সাধারণ গণিতের নিয়মেই, তন্ত্র পরিবর্তনে, যেকোনো রাজতান্ত্রিক রাষ্ট্রই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হ’তে পারে এবং কালচক্রে সেটাই হয়ে এসেছে; এর বিপরীতটা অসম্ভব জন্যেই কখনোই তা’ সম্ভব হয়নি।

রাজতন্ত্রে, রাজ্যের কারো কাছেই রাজা তার কর্মকাণ্ডের কারণ দর্শাতে বাধ্য নন কিম্বা কোনো ধরণের জবাবদিহিতায় রাজেশ্বর রাজা আবদ্ধ নন।

আবেগতাড়িত যেকোনো ব্যক্তির ক্ষেত্রে, নিজেকে গণমালিকের একজন হিসেবে দেখার চে’ বরং একাধিপত্যধারী সর্বেসর্বা স্বেচ্ছাচারী হওয়ার মধ্যেই নিজের শ্রেষ্ঠত্বের অর্থ খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রতিষ্ঠিত গণতন্ত্রে, অন্যান্যরাও উন্মাদ হয়ে তাদের মালিকানা ছেড়ে দিয়ে, তাদেরই মতো দেহধারী একজনের প্রজা হয়ে থাকাকে মেনে নেবে, এমনটা ভাবা কখনোই কোনো সুস্থ বিবেচকের জন্যে শোভনীয় নয়।



গণকরণিক : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.