![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্বপ্রস্তুতি : ১১(এগারো)
=============================
তুমি ওদেরকে সাধারণভাবে ‘কে বা কারা এই দেশটাকে হানাদার মুক্ত করেছিল?’ জিগ্গেস করলে, যদি ওরা সত্যাচারী হয়, তাহলে অবশ্যই ওরা বলবে, ‘নিশ্চয়ই এদেশের জনসাধারণের আন্তরিক সমর্থন এবং সহযোগিতা।’ কেউ-ই ‘আমি বা আমার দল’ এমন জবাব দিয়ে অন্যদের সাথে দলধ্বংসী কোন্দল বাধাবার ঝুঁকি নেবে না, কেহই সচেতনে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টায় আত্মঘাতী হ’তে চাইবে না। দুঃসময়ের ঘটনাগুলো কেউ-ই ভুলে যায়নি, তবুও দেখা যায়, কেবল বাণিজ্যিক স্বার্থে ওদের একাংশ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো করলোই না, হানাদারদের চেয়েও জঘন্য আচরণের প্রকাশ ঘটালো এদেশের শান্তিকামী জনগণের বিরুদ্ধে। সমস্ত অর্জনের সফলতার প্রশংসা নিজেদের দিকে টেনে নিলো আর ঘৃণ্যতম যে কাজটি তারা করলো, সেটা ছিল সনদ প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিভক্তিকরণ এবং কোঠা বাণিজ্য। সাধারণ জনগণের উন্নতিতে ওরা এমনভাবে বাধা দিল যে, বিশাল সম্ভবনাময় একটা জনগোষ্ঠী বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে দয়াপ্রার্থী হিসেবে পরিচিতি পেলো। ধর্মব্যবসায়ীরাও ফাঁক ফোকর বুঝে তাদের স্বর্গ বেচার সুযোগটা নিল, মূর্খদের মাঝে তাদের প্রতারণা চালাতে পারলো সমান তালে। চূড়ান্ত লাভের এ কারবারে স্বর্গ বিক্রেতারা প্রচূর পরিমাণে জাগতিক সম্পদের মালিকানা পেলো, ক্রেতারা বেহেস্তের টিকেট কিনে নিয়ে তাদের জীবদ্দশায় এ-জগতে দারিদ্র্যের যন্ত্রণা পেয়েও সন্তুষ্ট থাকলো। স্বর্গের টিকেটটা ক্রেতার মরদেহের কাফনের সাথে কবরে দেওয়া হচ্ছে কি-না, তা’ পরখ ক’রে নিচ্ছে তার সঙ্গীদের মধ্যে যারা জীবিত আছে। দুই ধরণের মুক্তিযোদ্ধা সনদ আর বহু তরিকার স্বর্গের টিকেট বিক্রেতার দখলের এই দেশে, দক্ষ এবং যোগ্য মানবসন্তানগুলো নিজেদের কর্মসংস্থান খুঁজে না-পেয়ে মাদকাসক্তি আর হতাশায় ডুবে যেতে বাধ্য হলো। দখলদারেরা অযোগ্য আর লোভীদেরকে খুঁজে খুঁজে কিনে নিয়ে নিয়ে নিজেদের স্বার্থে তাদেরকে যোগ্যদের আসনে বসতে দিল। সকল গণবিরোধী কীর্তিকলাপ তারা চালালো তাদের শয়তানি কৌশলে। না-বুঝে অচেতনে কেউ যে কিছু করেনি, তা’ বোঝা যায় তাদের দেশত্যাগী হওয়ার পূর্বপ্রস্তুতি দেখে। যেকোনো সময়ে গণপিটুনি শুরু হবার আভাস পাওয়ামাত্র অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে যেন ঝামেলায় পড়তে না-হয়, এরা প্রত্যেকে তার নিজের পছন্দমতো দেশে আগামীতে থাকবার জন্যে নাগরিকত্ব নিয়ে রেখেছে। তাদের কেউ কেউ বিলাসবহুল অট্টালিকাও কিনে রেখেছে।
গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ১৮/১০/২০১৩খ্রি:
*********************
যখন মালিকেরা ব্যস্ত কিছু ধোঁকাময় আধিপত্যের আত্মকোন্দলে
দলোসমাবেশ যেভাবে জনসমাবেশ বা গণসমাবেশ নামকরণে প্রচারিত হয়
ক্রীতদাসের ভাষায় ‘মানুষ’ শব্দটির ব্যবহার
আমরা দলোজীবী দলোগণ,দল করা আমাদের কর্ম
প্রসঙ্গ : হরতালের বৈধতা
দলীয় কোন্দলগুলো পাতানো খেলা
তা’ হবে না, তা’ হবে না --
গণকল্যাণকামীগণ ঐক্যবদ্ধ হতে পারলে জগতের চেহারাটাই পাল্টে যেতো
রাষ্ট্রে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব থাকা-না-থাকা প্রসঙ্গে
©somewhere in net ltd.